বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

পেমেন্ট

অব্যবহৃত অ্যাকাউন্ট ব্যালেন্স

আপনি যদি "ট্রানজ্যাকশন" পৃষ্ঠায় “অব্যবহৃত অ্যাকাউন্ট ব্যালেন্স” নামক লেবেল সহ কোনও লাইন আইটেম দেখতে পান, এর অর্থ হল Google এই অ্যাকাউন্ট ব্যালেন্স নিরাপদে রাখতে তা রাজ্য সরকারের কাছে আপনার নামে পাঠিয়ে দেয় (এই প্রসেসের নাম হল 'এসচিটমেন্ট', অর্থাৎ কারও মৃত্যুর পর কোনও উত্তরাধিকারী না থাকলে সরকার দ্বারা সম্পত্তি অধিগ্রহণ)। আমাদের এটি করার পেছনে মূল কারণ হল আমরা ধরে নিয়েছি যে আপনার AdSense অ্যাকাউন্ট আর ব্যবহার করা হয় না।

আমরা কোনও অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে না হিসেবে তখনই ধরে নিই যখন সেটি টানা ২-৫ বছর ব্যবহার না করা হয়ে থাকে (আপনি কোথায় বসবাস করেন, তার ভিত্তিতে)। আপনার অ্যাকউন্টে অ্যাক্টিভিটি বলতে এগুলি বোঝায়:

  • আপনি অ্যাকাউন্টে সাইন-ইন করেছেন।
  • আপনার অ্যাকাউন্টে পেমেন্ট পেয়েছেন।

এসচিটমেন্ট বলতে কী বোঝায়?

মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও কোম্পানির কাছে একেবারেই ব্যবহার না করে পড়ে থাকা সম্পত্তি, তারা মার্কিন রাজ্য সরকারের কাছে জমা দিতে বাধ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারীদের ক্ষেত্রে, উপযুক্ত রাজ্য সরকার বলতে সেই রাজ্যকে বোঝায়, যেখানকার সম্পর্কে আপনি জানিয়েছেন যে আপনি সেখানে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের বাসিন্দাদের অবশ্যই সেই রাজ্যে অর্থ প্রদান করতে হবে, যেখানে কোম্পানি রেজিস্টার করা (ডেলাওয়্যার)।

আমার কী করা উচিত?

আপনার বকেয়া ব্যালেন্স রাজ্য সরকারের কাছে পাঠানো হয়ে থাকলে, টাকা ফেরত পেতে আপনি রাজ্য সরকারের 'দাবিহীন সম্পত্তির' অফিসে আবেদন জানাতে পারেন। Google Search-এ আপনার রাজ্যের নাম ও তার সাথে "দাবিহীন সম্পত্তি" লিখে সার্চ করলে আপনার 'দাবিহীন সম্পত্তির' অফিসের খোঁজ পেতে পারেন।

আমার অ্যাকাউন্টের ব্যালেন্স রাজ্য সরকারের কাছে পাঠানো এড়াতে আমি কী করতে পারি?

আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স রাজ্য সরকারের কাছে পাঠানো এড়াতে হলে, আপনার AdSense অ্যাকাউন্টে নিয়মিত সাইন-ইন করার সাজেশন দিই আমরা। ফলে আমরাও বুঝতে পারি যে আপনি এখনও এই পরিষেবার প্রতি আগ্রহী। অথবা আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্সের পরিমাণ বেশি থাকে, তবে দেখে নিন যে আপনি পেমেন্ট পাওয়ার সব শর্ত অনুসরণ করছেন কিনা। পেমেন্ট না পাওয়ার সবথেকে সাধারণ কারণগুলি হল:

আমি AdSense অ্যাকাউন্টে লগ-ইন করতে না পারলে কী হবে?

Google-এ একবার লগ-ইন করেই এর সব প্রোডাক্ট ও পরিষেবা ব্যবহার করা যায়। আপনি নিজের Google অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে না পারলে, অ্যাকাউন্ট ফিরিয়ে আনার বিকল্প পর্যালোচনা করুন

অ্যাকাউন্ট ফিরিয়ে আনার বিকল্প কাজ না করলে আমি কী করব?

আপনার Google অ্যাকাউন্টে অ্যাক্সেস ফিরে না পেলে ও ফান্ড সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হলে, সেখান থেকে আপনাকে ব্যালেন্স সংগ্রহ করতে হবে। আপনার বকেয়া ব্যালেন্স রাজ্য সরকারের কাছে পাঠানো হয়ে থাকলে, টাকা ফেরত পেতে আপনি রাজ্য সরকারের 'দাবিহীন সম্পত্তির' অফিসে আবেদন জানাতে পারেন।

আপনার রাজ্যের 'দাবিহীন সম্পত্তি' সম্পর্কিত অফিস খুঁজে পেতে, আপনার ব্রাউজার খুলে google.com-এ সার্চ করুন। সার্চ বক্সে আপনার রাজ্যের নাম ও "দাবিহীন সম্পত্তি" লিখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11327796920178117219
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false