বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

নীতি

নীতি লঙ্ঘনের জন্য অ্যাকাউন্ট লেভেলে সতর্কতার বিজ্ঞপ্তি পাওয়া ও অ্যাকাউন্ট সাসপেনশন সম্পর্কে বোঝা

বিজ্ঞাপন ইকোসিস্টেমের মধ্যে থাকা প্রত্যেকেই যাতে ভাল অভিজ্ঞতা পেতে পারেন তা নিশ্চিত করতে আমাদের প্রোগ্রাম নীতি তৈরি করা হয়েছে। নীতি লঙ্ঘন করছে এমন পৃষ্ঠা আমাদের নজরে পড়লে, আমরা ক) আপনার সাইটের সমস্যা সমাধান করার জন্য আপনাকে একটি সতর্কতার মেসেজ পাঠাই অথবা খ) নীতি লঙ্ঘন গুরুতর হলে পৃষ্ঠা বা সাইটে অবিলম্বে বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দিই।

আমাদের নীতি বারবার বা গুরুতর লঙ্ঘন করা হলে, স্বতন্ত্র পৃষ্ঠা বা সাইটের লেভেল থেকে এক কদম এগিয়ে অ্যাকাউন্ট লেভেলে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে। আমরা আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করে দিতে পারি যাতে আপনি নিজের সমস্ত কন্টেন্ট পর্যালোচনা করার, নীতি লঙ্ঘন সমাধান করার এবং নীতি মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করে নিজের অ্যাকাউন্ট ভবিষ্যতে সুরক্ষিত রাখার সুযোগ পেতে পারেন।

নীতি লঙ্ঘনের জন্য অ্যাকাউন্ট লেভেলে সতর্কতার বিজ্ঞপ্তি পাওয়ার অর্থ কী?

আপনি অ্যাকাউন্ট লেভেল সতর্কতা পেলেও আপনার অ্যাকাউন্ট চালু থাকবে এবং বিজ্ঞাপন দেখানো চালিয়ে যাওয়া হবে। তবে, মনে রাখতে হবে যে আরও নীতি লঙ্ঘন করা হলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করে দেওয়া হতে পারে। তাই কন্টেন্ট অবিলম্বে পর্যালোচনা করে আমাদের নীতি মেনে চলার জন্য সেটিতে প্রয়োজনীয় পরিবর্তন করা উচিত।

আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ হওয়ার পর্যায়ে পৌঁছানোর আগেই আমরা আপনাকে অ্যাকাউন্ট লেভেল সতর্কতা পাঠানোর চেষ্টা করব। তবে, নীতির গুরুতর লঙ্ঘন হয়ে থাকলে, আপনার অ্যাকাউন্ট অবিলম্বে সাসপেন্ড বা বন্ধ করে দেওয়ার প্রয়োজন হতে পারে।

নীতি লঙ্ঘনের জন্য আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার অর্থ কী?

আমাদের নীতি বারবার বা গুরুতর লঙ্ঘন করা হলে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করা হতে পারে। অ্যাকাউন্ট যাতে বন্ধ করে না দেওয়া হয়, সেই জন্য এটি আপনাকে সাইটের সব পৃষ্ঠা পর্যালোচনা করে দেখার ও সংশোধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের একটি চূড়ান্ত সুযোগ দেবে।

আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হলে, অবিলম্বে আপনার সমস্ত পেমেন্ট হোল্ড করে দেওয়া হবে এবং সাসপেনশনে থাকাকালীন কোনও বিজ্ঞাপন আপনার সাইটে দেখানো হবে না। (এই সাসপেনশনের মেয়াদ কতদিন চলবে তা আপনার AdSense অ্যাকাউন্টের "নীতি বিজ্ঞপ্তি" বিভাগে গিয়ে অথবা আমাদের পাঠানো ইমেল থেকে জানতে পারবেন।) সাসপেনশনের মেয়াদ শেষ হয়ে গেলে, আমরা আপনার অ্যাকাউন্ট আবার অটোমেটিক চালু করে দেব, পেমেন্ট হোল্ড সরিয়ে দেব এবং আবার বিজ্ঞাপন দেখানোও শুরু করে দেব।

মনে রাখবেন, আপনার অ্যাকাউন্ট আমাদের নীতি মেনে চলছে কিনা তা কিন্তু আমরা মনিটর করা চালিয়ে যাব। আরও নীতি লঙ্ঘন হলে, আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হতে পারে। এটি হলে, প্রভাবিত বিজ্ঞাপনদাতাদের (যখন উপযুক্ত ও সম্ভব) টাকা ফেরত দিতে লঙ্ঘনের সাথে সম্পর্কিত উপার্জিত অর্থ হোল্ড করে রাখা হবে, সেটি গত ৬০ দিনে আপনার মোট উপার্জনের চেয়ে বেশি হবে না।

নীতি লঙ্ঘনের জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে কী করা উচিত?

সাসপেনশনের সময়কালের মধ্যে, আমরা আপনাকে নিজের সমস্ত কন্টেন্ট পর্যালোচনা করার, আপনার বর্তমানের নীতি লঙ্ঘনের সমস্যাগুলির সমাধান করার এবং নীতি মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করে নিজের অ্যাকাউন্টকে ভবিষ্যতে সুরক্ষিত রাখার পরামর্শ দেব। আপনার পৃষ্ঠাগুলি নীতি মেনে চলছে কিনা পর্যালোচনা করার সময় আমাদের Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি ও বিজ্ঞাপনের প্লেসমেন্ট সংক্রান্ত নীতি ভালভাবে পড়ে নিতে সাজেস্ট করব। নীতি লঙ্ঘনের কারণে, আগে কখনও অ্যাকাউন্ট সাসপেন্ড করা হলে, অ্যাকাউন্টে সাইন-ইন করে, আপনার নীতি লঙ্ঘনের ইতিহাস পর্যালোচনা করুন।

Checking Issue Status in the Policy Center

নীতি লঙ্ঘনের বিষয়ে নেটওয়ার্ক কীভাবে মনিটর করবেন, তার ব্যাপারে পরামর্শ পেতে এবং আমাদের নীতিগুলি সম্পর্কে আরও স্পষ্টভাবে জানতে, আপনাকে নিম্নলিখিত রিসোর্সগুলি দেখতে সাজেস্ট করছি:

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
18090840160193740149
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false