ভিডিও ইনভেনটরি সম্পর্কিত নীতি

ভিডিও ইনভেন্টরি মনিটাইজ করলে ভিডিও কন্টেন্ট আরও উন্নত ও কার্যকরী করে তুলতে পারে। এটি প্রকাশক, ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতাদের উপকার করে। Google বিজ্ঞাপন কোড ("ভিডিও ইনভেন্টরি")-এর মাধ্যমে মনিটাইজ করা ভিডিও যে ইনভেন্টরি প্রকাশক, ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতাদের একটি ভাল অভিজ্ঞতা প্রদান করে তা নিশ্চিত করতে, আমরা ভিডিওর জন্য নিচে উল্লেখ করা প্রয়োজনীয়তা এবং সেগুলি কীভাবে প্রয়োগ করা হয় তা বর্ণনা করেছি।

সঠিকভাবে ইনভেনটরির বর্ণনা দেওয়া

  1. ভিডিও ইনভেনটরিকে সঠিক সিগন্যাল (Ad Manager-এর জন্য VAST বিজ্ঞাপন ট্যাগ URL প্যারামিটার দেখুন) সহ বিবৃতি দিতে হবে, এর মধ্যে এগুলি থাকতে হবে:
    • বিজ্ঞাপনের প্লেসমেন্টের অডিবিলিটি: ডিফল্ট হিসেবে অডিবল বা মিউট করা (Ad Manager-এর জন্য vpmute প্যারামিটার দেখুন)।
    • বিজ্ঞাপনের প্লেসমেন্টের ধরন: ভিডিও প্লেয়ারে ভিডিও কন্টেন্টে পরিবেশিত ভিডিও বিজ্ঞাপন হয় "ইন-স্ট্রিম" অথবা "আনুষঙ্গিক কন্টেন্ট" প্লেসমেন্ট হিসেবে সঠিকভাবে উল্লেখ করতে হবে (Ad Manager-এর জন্য plcmt প্যারামিটার) দেখুন)। নন-ভিডিও প্লেয়ার প্লেসমেন্টে পরিবেশিত ভিডিও বিজ্ঞাপনের জন্য কিছু উল্লেখ করার প্রয়োজন নেই এবং ইনভেনটরি ফর্ম্যাটের উপর নির্ভর করে Google সেটি অটোমেটিক "ইন্টারস্টিশিয়াল" বা "স্ট্যান্ডঅ্যালোন" প্লেসমেন্ট হিসেবে নির্ধারণ করবে।
      • "ইন-স্ট্রিম" কথাটির অর্থ ভিডিও বা অডিও বিজ্ঞাপন ভিডিও বা অডিও কন্টেন্টের স্ট্রিমে চলবে, এক্ষেত্রে ব্যবহারকারী ভিডিও বা অডিও কন্টেন্টই উপভোগ করতে এসেছেন বা সেটির জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

        যেমন: ব্যবহারকারীর অনুরোধ করা ভিডিও কন্টেন্ট স্ট্রিমের শুরুতে, মাঝে বা শেষ হয়ে যাওয়ার পরে দেখানো ভিডিও বিজ্ঞাপন।

      • "আনুষঙ্গিক কন্টেন্ট" কথাটির অর্থ ব্যবহারকারী দেখতে এসেছেন এমন মূল কন্টেন্টের সাথে থাকা ভিডিও কন্টেন্টের স্ট্রিমে দেখানো ভিডিও বিজ্ঞাপন, এক্ষেত্রে ব্যবহারকারী ভিডিও কন্টেন্ট উপভোগ করতে আসেননি বা সেটির জন্য বিশেষভাবে অনুরোধও করেননি। আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্ট পৃষ্ঠার বডিতে লোড হতে হবে এবং ডিফল্ট হিসেবে মিউট করা থাকতে হবে।

        যেমন: প্রধানত সম্পাদকীয় পৃষ্ঠার একটি ছোট অংশে থাকা মিউট করা ভিডিও কন্টেন্ট স্ট্রিমের শুরুতে, মাঝে বা শেষ হয়ে যাওয়ার পরে দেখানো ভিডিও বিজ্ঞাপন।

      • "ইন্টারস্টিশিয়াল" কথাটির অর্থ কন্টেন্ট ট্রানজিশনের মধ্যে কোনও স্ট্রিমিং ভিডিও কন্টেন্ট ছাড়াই দেখানো ভিডিও বিজ্ঞাপন, এক্ষেত্রে ভিডিও বিজ্ঞাপনটিই পৃষ্ঠার মূল আকর্ষণ ও ভিউপোর্টের অধিকাংশ জায়গা জুড়ে থাকে।

        যেমন: ভিডিও কন্টেন্ট ছাড়াই কোনও স্ট্রিমিং পরিবেশিত হচ্ছে এমন ভিডিও বিজ্ঞাপন, এটি সাধারণ বিরতি বা কন্টেন্ট ট্রানজিশনের মধ্যে সম্পূর্ণ ভিউতে দেখানো হয়।

      • "স্ট্যান্ডঅ্যালোন" কথাটির অর্থ কোনও স্ট্রিমিং ভিডিও কন্টেন্ট ছাড়াই দেখানো ভিডিও বিজ্ঞাপন, এক্ষেত্রে ভিডিও বিজ্ঞাপন পৃষ্ঠার মূল আকর্ষণ নয়।

        যেমন: ভিডিও কন্টেন্ট ছাড়াই কোনও স্ট্রিমিং পরিবেশিত হচ্ছে এমন ভিডিও বিজ্ঞাপন, এটি নিবন্ধ পৃষ্ঠার ডানদিকের রেলের ব্যানারে দেখানো হয়।

মনে রাখবেন: এছাড়াও Ad Manager-এর ক্ষেত্রে সহায়তা কেন্দ্রের পৃষ্ঠা ও প্রোডাক্টের নিয়ন্ত্রণে "ইনস্ট্রিম" বা "ইন-স্ট্রিম" দুটি শব্দই "ইন-স্ট্রিম" ও "আনুষঙ্গিক কন্টেন্ট" বোঝাতে ব্যবহার করা হয়েছে এবং তা আপডেট করা নীতিতে উল্লেখ করা হয়েছে। আপডেট করা নীতি অনুযায়ী Ad Manager ভিডিও ইনভেনটরি "ইন-স্ট্রিম" বা "আনুষঙ্গিক কন্টেন্ট" হলে সেটিকে এই নীতিতে উল্লিখিত প্রযোজ্য প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

সমর্থিত নিয়ম ব্যবহার করা

  1. অফিসিয়াল Google বিটা প্রোগ্রামের মাধ্যমে প্লেসমেন্ট না করা হলে, কাজ করে এমন প্ল্যাটফর্মে ইন-স্ট্রিম বা আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্টের জন্য Google Interactive Media Ads SDK বা Google Programmatic Access Library ব্যবহার করতে হবে।
    • পার্টনার ও প্রকাশকরা YouTube কন্টেন্ট মনিটাইজ করার জন্য ইন্টার‍্যাক্টিভ মিডিয়া বিজ্ঞাপন প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন না। YouTube কন্টেন্ট থেকে উপার্জন করার জন্য পার্টনার ও প্রকাশকদের YouTube পার্টনার প্রোগ্রামের মাধ্যমে মনিটাইজ করতে হবে।
  2. ইন্টারস্টিশিয়াল বা স্ট্যান্ডঅ্যালোন প্লেসমেন্টের জন্য Google-এর প্রদান করা সমাধান ব্যবহার করতে হবে: ওয়েবে: Google প্রকাশক ট্যাগ; অ্যাপে: the Google Mobile Ads SDK (Ad Manager-এর জন্য; AdMob-এর জন্য)।
    • গেমে প্লেসমেন্ট বাদ দিয়ে ইন্টারস্টিশিয়াল বা স্ট্যান্ডঅ্যালোন প্লেসমেন্টের জন্য Google Interactive Media Ads SDK ব্যবহার করা যাবে না।

বিজ্ঞাপনদাতার মান রক্ষা করা

  1. যেখানে প্রদান করা হয়েছে সেখানে বিজ্ঞাপনের কন্টেন্ট বা নিয়ন্ত্রণ সহ ভিডিও ইনভেনটরি কন্টেন্ট বা নিয়ন্ত্রণ (যেমন চালানো, পজ, মিউট বা বাতিল করা অথবা এড়িয়ে যাওয়া) ব্যাহত করা বা লুকিয়ে রাখা যাবে না এবং কার্যকর রাখতে হবে।
  2. ইন-স্ট্রিম প্লেসমেন্টের ক্ষেত্রে মিউটেড প্লেসমেন্টে অডিও বিজ্ঞাপনের অনুরোধ বা পরিবেশন করা যাবে না।

ব্যবহারকারীকে সম্মান করা

  1. এই শর্তগুলি পূরণ হলে ভিডিও ইনভেনটরি অটোমেটিক চালানো যেতে পারে:
    • যেকোনও সময় সমস্ত প্লেসমেন্ট মিলিয়ে মাত্র একটি ভিডিও ইনভেনটরি সাউন্ড সহ অটোমেটিক চালানো যাবে।
      • এছাড়াও, ইন-স্ট্রিম বা আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্টের জন্য যেকোনও সময় মাত্র একটি ভিডিও প্লেয়ার চোখের সামনে চলতে পারে।
    • বিজ্ঞাপন ইউনিটের কমপক্ষে ৫০% না দেখা গেলে বিজ্ঞাপন অটোমেটিক চালানো যাবে না।
  2. এই শর্তগুলি পূরণ হলে ভিডিও ইনভেনটরি স্টিকি হতে পারে:
    • ভিডিও বা বিজ্ঞাপন কন্টেন্টের পুরো সময় ধরে বাতিল করার বিকল্প দিতে হবে। এই বিকল্প ব্যাহত করা বা লুকিয়ে রাখা যাবে না এবং কার্যকর রাখতে হবে।
    • ইন-স্ট্রিম বা আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্টের ক্ষেত্রে ভিডিও প্লেয়ার মূল কন্টেন্ট থেকে শুরু হতে হবে এবং ব্যবহারকারী স্ক্রল করার ফলে ভিডিও প্লেয়ার পৃষ্ঠার বাইরে চলে যাওয়ার সময় কেবলমাত্র স্টিকি প্লেসমেন্টে পরিবর্তন করা যাবে।
মনে রাখবেন: Google বিজ্ঞাপন কোড ব্যবহার করে ক্রিয়েটর ও প্রকাশকরা মনিটাইজ করতে পারে এমন কন্টেন্টের ধরন নির্ধারণ করে আমাদের নীতি। উপরে উল্লিখিত শর্তাবলী বিজ্ঞাপনদাতাদের তাদের কেনা প্লেসমেন্টের গুণমানের নিশ্চয়তা দেয় না।

এই নীতি বোঝার জন্য কিছু পরামর্শ

যদিও এইসব নীতিতে ভিডিও ইনভেনটরি মনিটাইজ করা সংক্রান্ত ন্যূনতম নির্দেশিকার বিবরণ দেওয়া আছে তবে ভিডিওর বিভিন্ন ইমপ্লিমেন্টেশন এবং সিগন্যালের কারণে ক্রেতার থেকে হওয়া মনিটাইজেশন আলাদা লেভেলের হতে পারে। যেমন, স্ট্যান্ডার্ড অ্যাস্পেক্ট রেশিও (অনুভূমিক ভিডিওর জন্য ৪:৩ বা ১৬:৯; উল্লম্ব ভিডিওর জন্য ৩:৪, ৪:৫ বা ৯:১৬; অথবা বর্গাকার ভিডিওর জন্য ১:১) এবং প্লেসমেন্টে সাউন্ড থাকলে সাধারণত খুব ভাল মনিটাইজেশন হয়। পার্টনারদের প্রতি আমাদের সাজেশন হল, নিজেদের জন্য সবচেয়ে উপযুক্ত সেট-আপ বুঝতে চাইলে, পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যান।

 

শব্দকোষ থেকে সাধারণত ব্যবহার করা হয় এমন নীতির শর্তাবলী এবং তাদের অর্থের বিষয়ে আরও জানুন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6000373890751101593
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false