বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

মনিটাইজেশন এবং বিজ্ঞাপন

ট্রাফিক প্রদানকারীর চেকলিস্ট

আপনার সাইটে ট্রাফিক পাঠানোর জন্য যদি ট্রাফিক কেনা প্রয়োজন বলে ভেবে থাকেন, তবে আপনি ঠিক কোন ধরনের ট্রাফিক পাচ্ছেন তা খানিকটা সময় বের করে বুঝে নিন। বিশেষত, আপনাকে বুঝে নিতে হবে যে, ট্রাফিক প্রদানকারী আপনাকে কীভাবে ও কী ধরনের ট্রাফিক পাঠাচ্ছে। এছাড়াও আপনাকে নিজের AdSense অ্যাকাউন্ট ও ওয়েব অ্যানালিটিক্স প্রোগ্রাম (যেমন Google Analytics) এমনভাবে সেট-আপ করতে হবে যেন তা থেকে আপনি নিজের ট্রাফিকে নজর রাখতে পারেন।

আপনি ও ট্রাফিক প্রদানকারী একসাথে কাজ করতে চাইলে কীভাবে শুরু করবেন সেই বিষয়ে কিছু প্রশ্নের একটি তালিকা আমরা তৈরি করেছি। এই তালিকাতে থাকা প্রশ্নগুলি যেকোনও ট্রাফিক প্রদানকারীর সাথে আলোচনা করার সময় আপনাকে সাহায্য করবে তবে এইগুলিতে সবকটি দিক নাও থাকতে পারে:

  • আপনার বিজ্ঞাপন কোথায় দেখানো হবে?

    • আপনার বিজ্ঞাপন কোন পৃষ্ঠাতে দেখানো হবে সেই বিষয়ে আপনার কাছে তথ্য না থাকলে, পৃষ্ঠাগুলি কীভাবে ট্রাফিক পায় এবং সেইসব পৃষ্ঠার ট্রাফিক সোর্স আপনি দেখতে পাবেন কিনা তা জেনে নিন।
    • আপনি ট্রাফিক প্রদানকারীর কাছ থেকে পৃষ্ঠার URL বা পৃষ্ঠাটি স্বাভাবিক ট্রাফিক পেয়ে থাকে নাকি ট্রাফিক ক্রয় করে ইত্যাদি প্রশ্নের নির্দিষ্ট উত্তর না পেলে আপনি অত্যন্ত সতর্ক হয়ে যান কারণ এক্ষেত্রে আপনি জানেন না যে কী ধরনের ট্রাফিক আপনি পেতে চলেছেন।
  • আপনি কীভাবে নিজের বিজ্ঞাপনের প্লেসমেন্ট যাচাই করতে পারেন?

    • এটি রিয়েল টাইমে দেখতে চান।
    • এটা খুবই সন্দেহজনক যে আপনার বিজ্ঞাপন যেখানে দেখানো হবে সেটির URL আপনাকে দেওয়া হচ্ছে না। আপনি সম্ভবত প্রাপ্তবয়স্কদের কোনও অশ্লীল পৃষ্ঠা বা অন্যান্য কোনও অপ্রাসঙ্গিক কন্টেন্টে আপনার বিজ্ঞাপন দেখাতে চাইবেন না।
  • অন্যদের তুলনায় এই ট্রাফিক প্রদানকারী কত চার্জ নিচ্ছে?

    • এই ট্রাফিক প্রদানকারী একই ধরনের বিজ্ঞাপন প্লেসমেন্টের জন্য খুব কম চার্জ নিলে, তারা কেন এত কম চার্জ নিচ্ছে তা জানতে চান।
    • অর্থের পরিমাণ ঠিকঠাক মনে হলে ও ট্রাফিক প্রদানকারী সেটির কোনও যুক্তিপূর্ণ কারণ জানাতে না পারার অর্থ হল, তাদের ট্রাফিক খুব ভাল কোয়ালিটির পৃষ্ঠা থেকে আসে না।
  • এই ট্রাফিক প্রদানকারীর থেকে ট্রাফিক ক্রয় করে এরকম অন্যান্য পার্টনারের নাম কি?

    • অন্যান্য পার্টনারা বিজ্ঞাপন যাচাইকরণ পরিষেবা ব্যবহার করছেন কিনা তা জেনে রাখা ভাল এবং তারা এই প্রদানকারীর দেওয়া ট্রাফিকের ব্যাপারে মোটের উপর কী বলছে তা জেনে নিন।
    • এই ট্রাফিক প্রদানকারীর মাধ্যমে বিজ্ঞাপন দেখানো অন্যান্য পার্টনার খুঁজে না পেলে আপনি সতর্ক হয়ে পদক্ষেপ নিন।

আপনি আরও যেসব প্রশ্ন করতে পারেন:

  • আপনার সাইটে কতটা নিয়মিতভাবে দিনে বা সপ্তাহে ট্রাফিক আসবে?
  • ট্রাফিক সোর্সের বিশদ তথ্য সহ রিপোর্ট উপলভ্য রয়েছে কি?
  • ট্রাফিক লগ বা ওয়েব অ্যানালিটিক্স প্রোগ্রামে সহজে ট্রাফিক সোর্স শনাক্ত করা যাবে কি?
  • আপনি কীভাবে আপনার বিজ্ঞাপন কনভার্সনের হার পরিমাপ করবেন?

আপনি একবার ট্রাফিক প্রদানকারীর সাথে কথা বলার পর ও একসাথে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পর তারা আপনার সাইটে যে ট্রাফিক পাঠাবে তাতে নজর রাখা আসলে আপনার পক্ষেও কঠিন। সবচেয়ে ভাল উপায় হল, ছোট কোনও পরীক্ষার মাধ্যমে শুরু করা যেমন আপনার সবকটি পৃষ্ঠাতে ট্রাফিক না পাঠিয়ে শুধুমাত্র কয়েকটিতে পাঠান ও এটি কেমন পারফর্ম করছে তাতে নজর রাখুন। ট্রাফিকে কীভাবে নজর রাখবেন সেই বিষয়ে আরও বিশদ তথ্য জানতে, কীভাবে ট্রাফিক সেগমেন্ট করবেন সেই বিষয়ে আমাদের নিবন্ধ পড়ুন। আপনি যদি খেয়াল করেন ট্রাফিক প্রদানকারী আপনার প্ল্যানের বাইরের কোনও ট্রাফিক পাঠাচ্ছে বা আপনি তাদের পাঠানো ট্রাফিকের কোয়ালিটির ব্যাপারে চিন্তিত থাকেন, সেক্ষেত্রে আমাদের সাজেশন হল, আপনি ট্রাফিক সোর্সটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন ও আমাদের জানান। ভুল অ্যাক্টিভিটি সম্পর্কে আরও বেশি প্রাথমিক তথ্য জানতে, আমাদের বিজ্ঞাপন ট্রাফিক কোয়ালিটি রিসোর্স সেন্টার দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17043207127280579594
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false