বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

পেমেন্ট

পেমেন্ট প্রোফাইলে দেখানো নাম ও ঠিকানা পরিবর্তন করা

যদিও AdSense-এর নিয়ম ও শর্তাবলী বা AdSense for YouTube-এর পরিষেবার শর্তাবলী, প্রযোজ্য হলে, অ্যাকাউন্টের মালিকানাস্বত্ত্বের ট্রান্সফারকে অনুমোদন করে না, তবে আপনি ভুল বানান ঠিক করার জন্য পেমেন্ট প্রোফাইলে দেখানো নাম বা ঠিকানা আপডেট করতে অথবা বিবাহ, মৃত্যু বা কোম্পানি মার্জারের মতো পরিবর্তন অ্যাডজাস্ট করতে পারবেন।

শুরু করার আগে

কীভাবে পেমেন্ট প্রোফাইলে আপনার নাম বা ঠিকানা পরিবর্তন করা যায়

  1. আপনার AdSense অথবা YouTube-এর জন্য AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন
  2. পেমেন্ট ও তারপর পেমেন্টের তথ্য বিকল্পে ক্লিক করুন।
  3. AdSense ও YouTube-এর জন্য আপনার কাছে আলাদা আলাদা পেমেন্ট অ্যাকাউন্ট থাকলে, সঠিক পেমেন্ট অ্যাকাউন্ট বেছে নিয়েছেন কিনা তা দেখে নিন।
  4. সেটিংস ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  5. "পেমেন্ট প্রোফাইল" বিভাগে গিয়ে, "নাম ও ঠিকানা" বিকল্পের ঠিক পাশে দেখানো Compose আইকনে ক্লিক করুন।
  6. পেমেন্ট প্রোফাইলে যে নাম দেখাতে চান সেটি লিখুন।
    পরামর্শ: ব্যবসায়িক অ্যাকাউন্টের ক্ষেত্রে, প্রথম লাইনে ব্যবসার নাম এবং দ্বিতীয় লাইনে ব্যবসার জন্য যার সাথে যোগাযোগ করতে হবে, তার নাম লিখুন।
  7. "ঠিকানা" ফিল্ডে গিয়ে আপনার পেমেন্ট পাঠানোর ঠিকানা আপডেট করুন।
  8. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

    কোনও মাসের ২০ তারিখের আগে পরিবর্তন করা হলে, বর্তমান মাসের পেমেন্টের উপর তার প্রভাব পড়ে, কিন্তু ২০ তারিখের পরে কোনও পরিবর্তন করা হলে, পরের মাসের পেমেন্ট সাইকেল না আসা পর্যন্ত তা কার্যকর হয় না।

পেমেন্ট প্রোফাইলে দেশের নাম পরিবর্তন করা

আপনার AdSense অ্যাকাউন্টে পেমেন্ট করার জন্য যে দেশের ঠিকানা দেওয়া আছে সে দেশের নাম পরিবর্তন করা সম্ভব নয়। আপনি কোনও নতুন দেশে অথবা অঞ্চলে গেলে, আপনার আগের AdSense অ্যাকাউন্ট বাতিল করুন এবং নতুন AdSense অ্যাকাউন্ট তৈরি করুন

ট্যাক্স সংক্রান্ত তথ্য আবার জমা দেওয়া

ট্যাক্স ফর্মে থাকা নাম, আপনার পেমেন্ট প্রোফাইলে থাকা নাম থেকে অটোমেটিক কপি হয়ে যাবে। পেমেন্টের নাম আপডেট করার সময় আপনার ট্যাক্স সম্পর্কিত তথ্যও আবার জমা করতে হবে। আরও তথ্য পেতে, দেখুন কীভাবে আপনার ট্যাক্স সম্পর্কিত তথ্য Google-এর কাছে জমা করবেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশকদের ক্ষেত্রে, W9 ফর্মে নামের ফিল্ডে আগে থেকেই আপনার পেমেন্ট প্রোফাইলের নাম চলে আসবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একমালিকানাধীন পার্টনারশিপ এন্টিটিগুলির জন্য: আপনার W9 ট্যাক্স ফর্ম পূরণ করার সময়, প্রথম লাইনে সেই ব্যক্তি বা এন্টিটির নাম থাকতে হবে যিনি ব্যবসার জন্য ট্যাক্স রির্টান ফাইল করছেন। জানুন কীভাবে একমালিকানাধীন পার্টনারশিপ এন্টিটির ক্ষেত্রে ট্যাক্স সম্পর্কিত তথ্য জমা দিতে হয়

পরিচয় যাচাইকরণ সম্পূর্ণ করার পরে আপনার পেমেন্ট প্রোফাইলের নাম পরিবর্তন করুন ​

আপনার পরিচয় যাচাই করার কাজ সম্পূর্ণ হলে, পেমেন্ট প্রোফাইলে নিজের নাম পরিবর্তন করতে পারবেন না। নাম পরিবর্তন করার কোনও সঠিক কারণ থাকলে, আমাদের সাথে যোগাযোগ করুন

সম্পর্কিত লিঙ্ক

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17691023341048626711
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false