বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

পেমেন্ট

আপনার AdSense অ্যাকাউন্টের পেমেন্ট কেন হোল্ডে রাখা হয়েছে

আপনার পেমেন্ট এইসব কারণে হোল্ডে রাখা হতে পারে:

সরাসরি এইসব বিকল্পে যান: ট্যাক্স | Payments | মেনে চলা

Tax ট্যাক্স

কারণdo this কী চেক করতে হবেdo this কীভাবে সরাতে হবে
আপনি নিজের ট্যাক্স সংক্রান্ত তথ্য জমা দেননি। আপনার পেমেন্ট পাঠানোর ঠিকানা কি এমন কোনও দেশের, যেটির জন্য Google ট্যাক্স সংক্রান্ত বিশেষ কিছু তথ্য জানতে চাইতে পারে? Google-এ আপনার ট্যাক্স সংক্রান্ত তথ্য জমা দিন

payments Payments

কারণdo this কী চেক করতে হবেdo this কীভাবে সরাতে হবে
আপনি নিজের পরিচয় যাচাই করেননি। আপনি Google-এ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়েছেন?

আপনার পরিচয় যাচাই করুন

আপনি নিজের ঠিকানা যাচাই করেননি। আপনি কি মেলের মাধ্যমে ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (PIN) পেয়েছেন? পেমেন্ট পাঠানোর ঠিকানা যাচাই করতে আপনার পিন লিখুন
আপনি কোনও পেমেন্ট পদ্ধতি সেট-আপ করেননি। আপনার উপার্জন কি পেমেন্ট পদ্ধতি বেছে নেওয়ার থ্রেশহোল্ডে পৌঁছে গেছে? আপনার পেমেন্ট পদ্ধতি সেট-আপ করুন
আপনি এখনও সেল্ফ-হোল্ড সরাননি। আপনি কি AdSense পেমেন্ট পজ করার সিদ্ধান্ত নিয়েছেন? পেমেন্ট পাওয়া আবার শুরু করতে সেল্ফ-হোল্ড সরান।
মনে রাখবেন: পেমেন্ট সংক্রান্ত অন্য কোনও সমস্যার কারণেও আপনার পেমেন্ট হোল্ডে রাখা হতে পারে। আপনার পেমেন্ট হোল্ডে থাকলে, Payments পৃষ্ঠায় বিজ্ঞপ্তি দেখানো হবে। হোল্ড সরাতে ও পেমেন্ট পাওয়ার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হতে গেলে কী করতে হবে, তা জানতে বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।

policy মেনে চলা

কারণdo this কী চেক করতে হবেdo this কীভাবে সরাতে হবে
আপনার অ্যাকাউন্টের জন্য কমপ্লায়েন্স হোল্ড করা হয়েছে।

পেমেন্ট পাওয়ার আগে, আপনার পরিচয় যাচাই করার জন্য আমাদের Payments টিমকে কিছু তথ্য প্রদান করতে হবে।

আপনার Google পেমেন্ট সেন্টারে কি কোনও সতর্কতা বিজ্ঞপ্তি দেখানো হচ্ছে?

Google Payments টিম কি আপনার ব্যক্তিগত তথ্য যাচাই করার জন্য আপনাকে অনুরোধ পাঠিয়েছে?

আপনার Google পেমেন্ট সেন্টার দেখুন এবং সতর্কতা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ধাপ অনুসরণ করুন
আপনার অ্যাকাউন্ট আমাদের AdSense প্রোগ্রাম নীতি মেনে চলছে কিনা তা এখন পর্যালোচনা করে দেখা হচ্ছে।

নীতি মেনে চলছে কিনা ও ভুল অ্যাক্টিভিটি আছে কিনা তা জানতে সব অ্যাকাউন্ট মনিটর করা হবে। কখনও কখনও, আপনার অ্যাকাউন্ট খতিয়ে দেখার সময় সাময়িকভাবে পেমেন্ট হোল্ডে রাখা হয়।

আপনার Payments পৃষ্ঠায় কি কোনও বিজ্ঞপ্তি দেখানো হচ্ছে? আপনাকে কোনও ব্যবস্থা নিতে হবে না। আপনার অ্যাকাউন্ট নীতি মেনে চললে এবং সঠিক ট্রাফিক থাকলে তদন্তের শেষে হোল্ড অটোমেটিক সরিয়ে দেওয়া হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17536739190165476719
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false