বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

Ad Manager, AdMob ও AdSense জুড়ে 'গোপনীয়তা ও মেসেজিং' ব্যবহার করা

আপনার কাছে Ad Manager, AdSense ও AdMob অ্যাকাউন্ট মিলিয়ে মিশিয়ে থাকলে, আপনার পক্ষে প্রতিটি প্ল্যাটফর্ম আলাদা কারণে ব্যবহার করা সম্ভব। অ্যাপে AdMob ও Ad Manager, দুটিই কাজ করে যদিও সাইটগুলিতে AdSense ও Ad Manager কাজ করে।

Ad Manager ও AdSense-এ সাইটের ক্ষেত্রে কীভাবে মেসেজ কাজ করে

সাইটের ক্ষেত্রে, একটি প্ল্যাটফর্মে আপনি 'গোপনীয়তা ও মেসেজিং' ট্যাবে মেসেজ তৈরি করলে, সেই একই সাইটের জন্য অন্যান্য প্ল্যাটফর্মে আপনি কোনও ধরনের মেসেজই তৈরি করতে পারবেন না। 

যেমন, AdSense-এ আপনি 'সাইট ক'-এর জন্য মেসেজ তৈরি করলে, Ad Manager-এ আপনি সেই 'সাইট ক'-এর জন্য কোনও মেসেজ তৈরি করতে পারবেন না। 

মনে রাখবেন, আপনি 'গোপনীয়তা ও মেসেজিং' টুলে সাইটের অ্যাসাইন করা হোস্ট প্রোডাক্ট পরিবর্তন করতে পারবেন।

Ad Manager একাধিক গ্রাহক ম্যানেজমেন্ট (MCM)-এর ম্যানেজ ইনভেনটরি (MI) ও AdSense

যদি কোনও চাইল্ড প্রকাশকের একটি AdSense অ্যাকাউন্ট ও MCM MI পেরেন্ট সহ Ad Manager অ্যাকাউন্ট থাকে এবং চাইল্ড প্রকাশক ও MI পেরেন্ট, দুজনেই সেই একই সাইটে মেসেজ প্রকাশ করে, যেটি চাইল্ড প্রকাশকের AdSense ট্যাগ ও MI পেরেন্টের Ad Manager ট্যাগের সাথে ট্যাগ করা আছে, তাহলে এটি অপ্রত্যাশিত আচরণ হিসেবে দেখা হবে কারণ প্ল্যাটফর্মে এই সেট-আপ সাপোর্ট করা হয় না।

এই ধরনের পরিস্থিতিতে, MCM MI চাইল্ড প্রকাশককে নিম্নলিখিত বিকল্পের যেকোনও একটি প্রয়োগ করতে হবে:

  • যদি চাইল্ড প্রকাশক নিজেই মেসেজ ম্যানেজ করতে চায়, তাহলে:
    1. তার MI পেরেন্টের কাছে সাইট থেকে সব মেসেজ আনপাবলিশ করার জন্য অনুরোধ জানাতে হবে। অথবা চাইল্ড প্রকাশক মেসেজের কন্ট্রোল পাওয়ার জন্য তার নিজস্ব অ্যাড-ব্লকিং রিকভারি ট্যাগ কোড যোগ করতে পারবে।
    2. তার AdSense অ্যাকাউন্টে সাইটের জন্য নিজের মেসেজ প্রকাশ করতে হবে।
  • যদি চাইল্ড প্রকাশক চায় যে তার MI পেরেন্ট মেসেজিং সংক্রান্ত বিষয় ম্যানেজ করুক, তাহলে:
    1. তার AdSense অ্যাকাউন্টে সাইটের জন্য সব মেসেজ আনপাবলিশ করতে হবে।
    2. মেসেজিং সংক্রান্ত বিষয়ের কন্ট্রোল করা MI পেরেন্টকে অনুরোধ জানাতে হবে যে চাইল্ড প্রকাশকের হয়ে তারাই যেন মেসেজ প্রকাশ করে।

ব্যবহারকারীর মেসেজ ও একাধিক গ্রাহক ম্যানেজমেন্ট (MCM) সম্পর্কে আরও জানুন।

Ad Manager ও AdMob-এ অ্যাপের ক্ষেত্রে মেসেজ কীভাবে কাজ করে

অ্যাপের ক্ষেত্রে, কোনও অ্যাপের জন্য আপনি মেসেজ তৈরি করলে, দু'টি প্ল্যাটফর্ম জুড়েই আপনি এটি দেখতে এবং ম্যানেজ করতে পারবেন। একটি প্ল্যাটফর্মে কোনও পরিবর্তন করা হলে, অন্য প্ল্যাটফর্মেও সেই পরিবর্তন করা হবে।

যেমন, আপনি যদি AdMob-এ কোনও ইউরোপিয়ান রেগুলেশন অ্যাপ মেসেজ আনপাবলিশ করেন, তাহলে মেসেজটি Ad Manager প্ল্যাটফর্মেও আনপাবলিশ হয়ে যাবে।

এছাড়াও মনে রাখবেন যে ইউরোপিয়ান রেগুলেশন মেসেজের জন্য কোনও বিজ্ঞাপন পার্টনার বেছে নেওয়া হলে, AdMob-এর জন্য আপনার বেছে নেওয়া বিজ্ঞাপন পার্টনার, Ad Manager-এর মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং তার উল্টোটিও হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10252496990777054629
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false