বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

মনিটাইজেশন এবং বিজ্ঞাপন

ট্রাফিক এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে

ট্রাফিক এক্সচেঞ্জ পরিষেবা আপনার সাইটে ট্রাফিক নিয়ে আসতে সাহায্য করলেও, আমরা সেটি ব্যবহার করার সাজেশন দিই না। কারণ, এর ফলে অবৈধ ক্লিক বা ইম্প্রেশন-এর সংখ্যা বেড়ে যেতে পারে আর আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

AdSense-এর প্রোগ্রাম নীতি কৃত্রিমভাবে বিজ্ঞাপনের ইম্প্রেশন বা ক্লিক বাড়ানোর যেকোনও উপায়কে নিষিদ্ধ বলে ঘোষণা করে। টাকা দিয়ে ক্লিক করানো, টাকা দিয়ে সার্ফ করানো, অটোসার্ফ ও ক্লিক-বিনিময় প্রোগ্রামের মতো থার্ড-পার্টির পরিষেবা এর আওতায় পড়ে। এই প্রোগ্রামগুলি পৃষ্ঠা দেখা বা বিজ্ঞাপনে ক্লিক করার জন্য ব্যবহারকারীদের উৎসাহ দেয়, যার ফলে তাদের অ্যাক্টিভিটির জন্য আমাদের বিজ্ঞাপনদাতাদের ক্ষতি হয়।

আপনার সাইটের ট্রাফিক বাড়াতে থার্ড-পার্টির টুল বা পরিষেবা ব্যবহার না করার পরামর্শ আমরা দিয়ে থাকি, কারণ এর ফলে অবৈধ অ্যাক্টিভিটি ঘটে ও আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। আমরা বুঝতে পারি যে কোনও নির্দিষ্ট পরিষেবা সম্পর্কে আপনার প্রশ্ন থাকতে পারে ও সেই পরিষেবা অবৈধ ইম্প্রেশন বা ক্লিক সম্ভবত বাড়াতে পারে। তবে, আপনাকে বুঝতে হবে যে আমরা যেকোনও থার্ড-পার্টির পরিষেবা সম্পর্কে মন্তব্য করতে পারি না।

আমাদের প্রোগ্রাম নীতির সাথে সামঞ্জস্য রেখে আপনার সাইটে ট্রাফিক কীভাবে বাড়াবেন, সেই ব্যাপারে সাজেশনের দরকার হলে, আপনার সাইটে ট্রাফিক বাড়ানোর পরামর্শ পড়ে নিন। আপনার অ্যাকাউন্ট কীভাবে ভাল অবস্থানে রাখবেন, সেই সংক্রান্ত আরও নির্দেশিকা দেখতে, AdSense নীতির অন্তর্গত শিক্ষানবিশদের জন্য নির্দেশিকা এবং Google Web Search-এর জন্য স্প্যাম সংক্রান্ত নীতি পর্যালোচনা করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13637916781443969830
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false