বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

বিজ্ঞাপন প্লেসমেন্টের পেশাদার পদ্ধতি

আপনার সাইটে বিজ্ঞাপন দেখানোর সময় ব্যবহারকারীর অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করা এবং AdSense-এর প্রোগ্রাম নীতি মেনে চলা গুরুত্বপূর্ণ। এখানে এই বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হল।

ব্যবহারকারীদের কথা বিবেচনা করুন

আপনার সাইটে যাতে সহজেই নেভিগেট করা যায় তার জন্য সাইটের কন্টেন্ট গুছিয়ে রাখুন। বিজ্ঞাপনের স্থান নির্ধারণ করার সময় এইসব প্রশ্নগুলি আপনাকে নিজেকে করতে হবে:

  • আমার সাইটে ব্যবহারকারী কেন আসছেন?
  • কোনও পৃষ্ঠা দেখার সময় তিনি ঠিক কি করেন?
  • পৃষ্ঠার কোন অংশ তিনি সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে দেখতে পারেন?
  • ব্যবহারকারীর বিরক্তি উদ্রেক না করে আমি কিভাবে এই জায়গাটিতে বিজ্ঞাপন রাখতে পারি?
  • আমি কীভাবে পৃষ্ঠাটিকে পরিষ্কার, ছিমছাম এবং আকর্ষণীয় করে তুলতে পারি?

ব্যবহারকারীর জায়গায় নিজেকে বসান, তাহলে আপনার পৃষ্ঠাটি (এবং তাতে বিজ্ঞাপনের প্লেসমেন্ট) তার মতো করে দেখতে পাবেন। যদি ব্যবহারকারী যা খুঁজছেন তা সহজেই পেয়ে যান, তাহলে তারা আবার আপনার সাইটে ফিরে আসবেন।

Google-কে আপনার হয়ে বিজ্ঞাপন রাখতে দিন

একটি বিকল্প হল আপনার সাইটে অটোমেটিক বিজ্ঞাপন দেখানো চালু করা। অটোমেটিক বিজ্ঞাপন আপনার বিজ্ঞাপনগুলিকে নিজে থেকেই দেখায় এবং অপ্টিমাইজ করে তাই এটি করার জন্য আপনাকে সময় খরচ করতে হয় না। অটোমেটিক বিজ্ঞাপন সম্বন্ধে আরও জানুন।

যদি আপনি নিজেই নিজের বিজ্ঞাপন রাখেন

আপনার কন্টেন্ট ব্যবহারকারীদের সামনে তুলে ধরুন

ব্যবহারকারীদের পছন্দের কন্টেন্টের পাশে আপনার বিজ্ঞাপন রাখুন এবং দেখুন যাতে ব্যবহারকারীরা যা চাইছেন তা যেন সহজেই পেয়ে যান। যেমন, আপনার সাইটে যদি কন্টেন্ট ডাউনলোড করার সুবিধা থাকে তাহলে ডাউনলোড লিঙ্কগুলি ফোল্ডের উপরে রাখুন যাতে সেগুলি সহজেই সবাই দেখতে পান।

কন্টেন্ট এবং বিজ্ঞাপনের সঠিক অনুপাতের বিষয়ে আরও পরামর্শ পেতে আমাদের Inside AdSense ব্লগ পোস্টে নিবন্ধটি পড়ুন: কন্টেন্টই আসল। 

আপনার বিজ্ঞাপনগুলি যেন সাধারণ বিজ্ঞাপনের মতোই দেখতে হয়

আপনার বিজ্ঞাপনের সাথে এক সারিতে ছবি রাখা এড়িয়ে চলুন অথবা আশেপাশের কন্টেন্ট যাতে বিজ্ঞাপনের মতো একই ফর্ম্যাট ব্যবহার করতে না পারে তা দেখে নিন। আমাদের প্রোগ্রামের নীতিতে এইভাবে বিজ্ঞাপন দেখানোর অনুমতি নেই।

বিজ্ঞাপনগুলিকে অন্যভাবে দেখানোর চেষ্টা করবেন না

ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে পারে এমন লেবেল এবং শিরোনাম ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। বিজ্ঞাপন ইউনিটগুলিকে শুধুমাত্র "বিজ্ঞাপন" অথবা "স্পনসর করা লিঙ্কের" লেবেল দেওয়া যাবে। এছাড়াও, এমন জায়গায় বিজ্ঞাপন দেখাবেন না যেখানে সেগুলিকে ভুল করে মেনু, নেভিগেশনের চিহ্ন অথবা ডাউনলোড লিঙ্ক মনে হতে পারে

আপনার বিজ্ঞাপনের সাইজ অপ্টিমাইজ করুন

Google নিজে থেকে মোবাইলে আপনার বিজ্ঞাপন ইউনিটের সাইজ অপ্টিমাইজ করতে পারে। বিজ্ঞাপন ইউনিটের মাপ আপনার উপযুক্ত মোবাইল ট্রাফিকের সেরা পারফর্ম্যান্সের জন্য বেছে নেওয়া হয় এবং সেখানে আপনার পৃষ্ঠাগুলিতে বিজ্ঞাপন কোড পরিবর্তন করারও প্রয়োজন পড়ে না। "বিজ্ঞাপনের মাপের" অপ্টিমাইজেশন সেটিংস সম্পর্কে আরও জানুন।

কম বিজ্ঞাপন দেখিয়ে বেশি সংখ্যক ব্যবহারকারীকে আকর্ষণ করা যেতে পারে

আপনি সাইটের প্রতিটি পৃষ্ঠায় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ইউনিট, লিঙ্ক ইউনিট এবং সার্চ বক্স মিলিয়ে মিশিয়ে রাখতে পারেন, শুধু পৃষ্ঠায় কন্টেন্টের থেকে বেশি বিজ্ঞাপন না রাখলেই হল। আরও তথ্যের জন্য আমাদের ইনভেনটরি মান সংক্রান্ত নীতি দেখুন। তবে, মনে রাখবেন, পৃষ্ঠায় প্রচুর বিজ্ঞাপন থাকলে সেটি অগোছালো দেখাবে। ব্যবহারকারী যা খুঁজছেন তা যদি সহজে দেখতে না পান, তাহলে তিনি অন্য সাইটে চলে যেতে পারেন।

আপনার সাইটটি পর্যালোচনা করুন

আপনার সাইটে কী কী আছে দেখুন এবং কোনও ব্যবহারকারী প্রথম বার সেটি দেখলে তার কেমন লাগবে তা বোঝার চেষ্টা করুন। আপনি যদি সাইটের জন্য কোনও টেমপ্লেট বিল্ডার ব্যবহার করেন, তাহলে বিজ্ঞাপনগুলি "Google-এর বিজ্ঞাপন" অথবা "AdChoices" লেবেল সহ সঠিকভাবে দেখানো হচ্ছে কিনা তা ভাল করে দেখে নিন।

নিজেই নিজেকে এই দুটি প্রশ্ন করুন:

  • আমার কন্টেন্ট কি সহজে খুঁজে পাওয়া যাচ্ছে?
  • আমার কন্টেন্ট ও বিজ্ঞাপন কি সহজেই একে অপরের থেকে আলাদা করে বোঝা যাচ্ছে?

যদি দুটি প্রশ্নেরই উত্তর 'হ্যাঁ' হয়, তাহলে বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন

 

 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11867779757465684091
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false