বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

AdSense for YouTube অ্যাকাউন্ট বন্ধ করা

AdSense for YouTube অ্যাকাউন্ট আর ব্যবহার করতে না চাইলে, আপনার AdSense for YouTube অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন। AdSense for YouTube অ্যাকাউন্ট বন্ধ করার পরে, আপনার YouTube চ্যানেল থেকে আর উপার্জন করতে পারবেন না।

মনে রাখবেন: আপনার AdSense for YouTube অ্যাকাউন্ট আর Google অ্যাকাউন্ট বন্ধ করা এক জিনিস নয়। আপনি Google অ্যাকাউন্ট বন্ধ করে দিলে, সেটির সাথে যুক্ত সব Google প্রোডাক্ট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং ভবিষ্যতে আপনি কোনও অ্যাকাউন্ট আর অ্যাক্সেস করতে পারবেন না। আপনার Gmail ইউজারনেম মুছে দেওয়া হবে এবং ভবিষ্যতে আপনি সেটি আর ব্যবহার করতে পারবেন না। Google অ্যাকাউন্ট মুছে ফেলা সম্পর্কে আরও জানুন।

এই নিবন্ধ থেকে এইসব বিষয়ে জানতে পারবেন:

আপনার AdSense for YouTube অ্যাকাউন্ট বন্ধ করার আগে

আপনি রিপোর্টিং ডেটা এক্সপোর্ট করে নিতে পারেন। অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পরে আপনি সেখান থেকে আর কোনও পারফর্ম্যান্স রিপোর্ট অ্যাক্সেস করতে পারবেন না।

আপনার AdSense for YouTube অ্যাকাউন্ট বন্ধ করতে যেসব শর্ত পূরণ করতে হয়

আপনার AdSense for YouTube অ্যাকাউন্ট থেকে চূড়ান্ত পেমেন্ট পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ করতে হয়

AdSense for YouTube অ্যাকাউন্ট বন্ধ করার পরে, মাসের শেষ থেকে আনুমানিক ৯০ দিনের মধ্যে আপনি চূড়ান্ত পেমেন্ট পাবেন, তবে এইসব শর্ত পূরণ করতে হবে:

আপনার পেমেন্ট প্রোফাইলের প্রাথমিক পেমেন্ট পদ্ধতিতে চূড়ান্ত পেমেন্ট প্রদান করা হবে।

আপনার AdSense for YouTube অ্যাকাউন্ট কীভাবে বন্ধ করবেন

  1. AdSense for YouTube অ্যাকাউন্টে সাইন-ইন করুন
  2. অ্যাকাউন্ট বিকল্পে ক্লিক করুন।
  3. সেটিংস মেনু এবং তারপরে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পৃষ্ঠাতে ক্লিক করুন।
  4. "অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য" পৃষ্ঠাতে, স্ক্রল করে নিচে যান এবং অ্যাকাউন্ট বন্ধ করুন বিকল্পে ক্লিক করুন।
    মনে রাখবেন: আপনি অ্যাকাউন্টের অ্যাডমিনিস্ট্রেটর না হলে, অ্যাকাউন্ট বন্ধ করার বিকল্প নাও খুঁজে পেতে পারেন।
  5. "আপনার অ্যাকাউন্ট বন্ধ করা" পৃষ্ঠায় দেওয়া তথ্য পর্যালোচনা করুন।

  6. আপনি যেসব অ্যাকাউন্ট বন্ধ করতে চান, সেগুলির প্রতিটির পাশে থাকা চেকবক্সে টিকচিহ্ন দিন।
    মনে রাখবেন: অ্যাকাউন্টের চেকবক্স অ্যাক্টিভ না থাকার অর্থ হল আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না। এটির কারণ হতে পারে যে আপনার ঠিকানা যাচাই করিয়ে নিতে হবে বা আপনার পেমেন্ট হোল্ডে আছে। ঠিকানা যাচাই করা অথবা হোল্ড সরিয়ে নেওয়ার পরে, অ্যাকাউন্ট বন্ধ করার জন্য প্রয়োজনীয় ধাপ আপনি সম্পূর্ণ করতে পারবেন। আরও তথ্য পেতে, এগুলি চেক করে দেখুন:
  7. অ্যাকাউন্ট বন্ধ করুন বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8761709750595882745
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false