বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

আপনার সাইট ম্যানেজ করুন

আপনার AdSense সাইটের স্ট্যাটাস চেক করা

আপনি নিজের AdSense সাইটের তালিকায় কোনও সাইটের অনুমোদন স্ট্যাটাসads.txt স্ট্যাটাস চেক করতে পারবেন। কীভাবে আপনার সাইট পৃষ্ঠা অ্যাক্সেস করবেন এবং AdSense সাইটের স্ট্যাটাস চেক করবেন তা জানুন।

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. সাইট বিকল্পে ক্লিক করুন।
  3. সাইটের তালিকায়, আপনার সাইট খুঁজে নিয়ে সেটির অনুমোদন স্ট্যাটাসads.txt স্ট্যাটাস চেক করতে পারবেন।
    পরামর্শ: সাইটের তালিকা থেকে ঝটপট কোনও সাইট খুঁজে পেতে পৃষ্ঠার একদম উপরের ফিল্টার Filter ব্যবহার করুন। আপনি প্রিসেট শব্দ ব্যবহার করতে পারেন অথবা নিজের শব্দ দিয়ে সার্চ করতে পারেন।
  4. (ঐচ্ছিক) কোনও সাইটের স্ট্যাটাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন।

সাইটের অনুমোদন স্ট্যাটাস

স্ট্যাটাস এর মানে কী
রিভিউ প্রয়োজন
  • আপনার সাইট এখনও পরীক্ষা করা হয়নি। পর্যালোচনার প্রসেস শুরু করতে পর্যালোচনার অনুরোধ করুন বিকল্পে ক্লিক করুন।
    "কোনও সমস্যা হয়েছে। পরে আবার চেষ্টা করুন"

    এই মেসেজটি পেয়ে থাকলে, সঠিক URL যোগ করেছেন কিনা ভালো করে দেখুন এবং আবার চেষ্টা করুন। মেসেজটি যদি বার বার দেখানো হয়, তার মানে হয়ত আপনার সাইট বা সাবডোমেন AdSense-এর জন্য উপযুক্ত নয়। ভবিষ্যতে আবার চেষ্টা করুন।

  • অথবা আপনার সাইট অ্যাক্টিভ নেই এবং বিজ্ঞাপন দেখানোর আগে আরেকবার পর্যালোচনা করতে হবে। চালু করা নেই এমন সাইটের জন্য কীভাবে পর্যালোচনার অনুরোধ করতে হয় তা জানুন।
খেয়াল করুন সাইটে বিজ্ঞাপন দেখানোর আগে আপনাকে কিছু সমস্যার সমাধান করতে হবে। আপনার নতুন সাইট যদি প্রস্তুত না হয়ে থাকে তাহলে কী করতে হবে তা জানুন।
প্রস্তুত হচ্ছে আমরা আপনার সাইটে কিছু পরীক্ষা করছি। এটি করতে সাধারণত কয়েকদিন সময় লাগে, কিন্তু কিছু ক্ষেত্রে এর জন্য ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে।
পরামর্শ: আপনার সাইট সরিয়ে আবার জমা দেবেন না। এর ফলে প্রসেস সম্পূর্ণ হতে দেরি হতে পারে। আপনার সাইট বিজ্ঞাপন দেখানোর জন্য প্রস্তুত হলে আমরা আপনাকে জানাব।
প্রস্তুত আপনার সাইট বিজ্ঞাপন দেখানোর জন্য প্রস্তুত। কীভাবে সাইটে বিজ্ঞাপন সেট-আপ করতে হয় তা জানুন।
মনে রাখবেন: বিজ্ঞাপন দেখানো চালিয়ে যেতে আপনাকে সবসময় AdSense-এর প্রোগ্রাম নীতি মেনে চলতে হবে। আপনি নীতি কেন্দ্র থেকে আপনার সাইটের নীতি লঙ্ঘন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। কীভাবে নীতি কেন্দ্রে গিয়ে নীতি লঙ্ঘন সংক্রান্ত সমস্যার সমাধান করবেন তা জানুন।

সাইটের Ads.txt স্ট্যাটাস

স্ট্যাটাস এর মানে কী
প্রযোজ্য নয় এই সাইটের ads.txt ফাইলে আপনার প্রকাশক আইডি যোগ করার প্রয়োজন নেই, কারণ ads.txt ফাইলটি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যানেজ করা হয়। আপনাকে কিছু করতে হবে না।
খুঁজে পাওয়া যায়নি AdSense ক্রলার যখন শেষবার এই সাইটটি ক্রল করেছিল তখন কোনও ads.txt ফাইল পাওয়া যায়নি। কোনও ads.txt ফাইল তৈরি করার ব্যাপারে আরও জানুন।
অনুমোদিত নয় এই সাইটের সব বিজ্ঞাপন অনুরোধ প্রত্যাখ্যান করা হচ্ছে, কারণ এই সাইটের ads.txt ফাইলে আপনার প্রকাশক আইডি পাওয়া যায়নি। আপনার উপার্জনের উপর এই ধরনের ঘটনার যেকোনও প্রভাব এড়াতে, ads.txt ফাইলে আপনার প্রকাশক আইডি যোগ করুন
অনুমোদিত এই সাইটের ads.txt ফাইলে আপনার প্রকাশক আইডি খুঁজে পাওয়া গেছে। আপনাকে কিছু করতে হবে না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16394954935988009442
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false