বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

মনিটাইজেশন এবং বিজ্ঞাপন

ভুল ট্রাফিক আটকাতে আপনি কীভাবে সাহায্য করতে পারেন

শুধু AdSense প্রকাশকরাই তাদের বিজ্ঞাপনের ট্রাফিকের ব্যাপারে দায়বদ্ধ। এই কারণে, আপনার অ্যাকাউন্ট আমাদের নীতি মেনে চলছে কিনা এবং কোনও ভুল ট্রাফিক আসছে কিনা তা নিশ্চিত করতে খুব ভালভাবে আপনার ট্রাফিক মনিটর করে দেখা উচিত। এই পরামর্শগুলি অনুসরণ করার পরেও সন্দেহজনক কিছু লক্ষ্য করলে, আমাদের জানান

এই রিসোর্সগুলিতে দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখলে ভাল হয়:

বিজ্ঞাপনে ভুল ট্রাফিক প্রতিরোধ করার জন্য পরামর্শ

  • আপনার বিজ্ঞাপনের ট্রাফিক ও সাইটের দর্শকদের সম্পর্কে জানুন

    ইউআরএল বা কাস্টম চ্যানেল অথবা বিজ্ঞাপন ইউনিট ব্যবহার করে আপনার ট্রাফিক রিপোর্ট অর্থপূর্ণ বিভাগে ভাগ করুন। এর ফলে, আপনার ট্রাফিকের উৎস বা প্রয়োগে পরিবর্তন হলে সেটি কীভাবে বিজ্ঞাপনের ট্রাফিক প্রভাবিত করবে তা বুঝতে সুবিধা হবে।

    এরপর, Google Analytics-এর মাধ্যমে আপনার সাইটের দর্শকদের সম্পর্কে বিস্তারিত জানুন এবং তারা কোনও রকম সন্দেহজনক আচরণ করছে কীনা তা মনিটর করুন। (আমার সাইটের ব্যবহারকারীরা কোন এলাকার বা কোন ওয়েব প্ল্যাটফর্মের? তারা আমার সাইটে কোন পৃষ্ঠা দেখেছেন?) কীভাবে আপনার ট্রাফিকের ব্যাপারে জানবেন তা দেখুন।

  • খারাপ কোয়ালিটি প্রদান করে এমন বা সন্দেহজনক কোনও পার্টির সাথে পার্টনারশিপ করবেন না

    কিছু প্রকাশক তাদের সাইটের ট্রাফিক বাড়াতে গিয়ে খারাপ কোয়ালিটির বিজ্ঞাপন নেটওয়ার্ক, সার্চ ইঞ্জিন, বা ডিরেক্টরি সাইটের সাথে যৌথভাবে কাজ করার ফলে তাদের সাইটে ভুল ট্রাফিক সংক্রান্ত সমস্যা হয়েছে। ট্রাফিক কেনা সম্পর্কে আরও জানুন।

  • নিজের বিজ্ঞাপনে কখনও ক্লিক করবেন না, সেটি করা ঠিক বলে মনে হলেও নয়

    কোনও বিজ্ঞাপনের বিষয়ে আপনি আগ্রহী হলে বা সেটির গন্তব্য ইউআরএল সম্পর্কে জানতে চাইলেও, নিজের বিজ্ঞাপনের উপর ক্লিক করা নিষিদ্ধ। মনে রাখবেন যে আপনার বিজ্ঞাপনের উপর ক্লিক ফিল্টার করলেও, আমরা সেগুলি সম্পূর্ণ উপেক্ষা করি না; কোনও প্রকাশক নিজের উপার্জন বা বিজ্ঞাপনদাতার খরচ বাড়ানোর জন্য বিজ্ঞাপনের উপর ক্লিক করছেন বলে বুঝতে পারলে, বিজ্ঞাপনদাতাকে সুরক্ষিত রাখতে আমরা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি।

  • আপনার ইম্পলিমেন্টেশন একাধিকবার চেক করুন

    কিছু প্রকাশক কাস্টম ইম্পলিমেন্টেশন ব্যবহার করেন যার ফলে তাদের বিজ্ঞাপনের অনুরোধে খারাপ প্রভাব পড়ে। আপনার বিজ্ঞাপন ইম্পলিমেন্টেশনে আমাদের বিজ্ঞাপনের প্লেসমেন্ট নীতি মেনে চলা হয়েছে কীনা ও প্রোগ্রামিংয়ে কোনও ভুল আছে কীনা তা ভাল করে দেখে নিন। এছাড়াও, বিভিন্ন ব্রাউজার ও প্ল্যাটফর্মে আপনার বিজ্ঞাপন প্রত্যাশা অনুযায়ী পরিবেশন করা হচ্ছে কিনা তা ভালভাবে দেখুন।

  • AdSense সহায়তা ফোরাম দেখুন

    আপনার কোন প্রশ্ন থাকলে তা আমাদের জানান বা সেটি অন্য কোনও প্রকাশক আগেই জিজ্ঞাসা করেছেন কীনা তা দেখে নিন। সেক্ষেত্রে আপনি ওই আলোচনায় যোগ দিতে পারেন। যদি কোনও থার্ড-পার্টি সাইটের জন্য ভুল ট্রাফিকের সমস্যা হয় তা অন্যদের জানান।

AdMob-এ কীভাবে ভুল ট্রাফিক এড়ানো যায় তা জানতে AdMob সহায়তা কেন্দ্র দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
372643109573229100
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false