বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

নীতি সংক্রান্ত সমস্যার সমাধান করুন

নীতি কেন্দ্র সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

নীতি কেন্দ্র সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল।

নীতি এনফোর্সমেন্টের বিবরণ অনুযায়ী আমি সাইটের সমস্যার সমাধান করেছি। এখনও নীতি কেন্দ্রে কেন এনফোর্সমেন্ট দেখানো হচ্ছে?

এনফোর্সমেন্ট সরানোর আগে আপনাকে সাইটের পর্যালোচনা করার জন্য অনুরোধ করতে হবে। পর্যালোচনার অনুরোধ করার জন্য ধাপগুলি অনুসরণ করুন।

নীতি কেন্দ্রে কোনও নীতি এনফোর্সমেন্ট না দেখানো হলে, আমার সাইট কি প্রোগ্রাম নীতি মেনে চলছে বলে বিবেচনা করা হবে?

সেটি যে হবেই তা নয়। আপনার সাইট আমাদের পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে কোনও প্রোগ্রাম নীতি লঙ্ঘন করছে বলে শনাক্ত করা হলে, নীতি কেন্দ্রে সেটি দেখানো হবে। আমরা সবসময় এই প্রক্রিয়ার উন্নতির জন্য কাজ করছি, তবে সব সমস্যা শনাক্ত করা যাবে এমন কোনও নিশ্চয়তা নেই। অন্য কোনও পদ্ধতিতে সমস্যা শনাক্ত করা হলে, নীতি কেন্দ্রের বাইরে বিজ্ঞপ্তি পাঠিয়ে জানানো হতে পারে।

নীতি কেন্দ্র থেকে কি Google-এর প্রোগ্রাম নীতি লঙ্ঘনকারী সব সাইট দেখা যায়?

না। গত ৭-১০ দিনের মধ্যে বিজ্ঞাপনের অনুরোধ জেনারেট করেছে এমন লঙ্ঘনকারী সাইটই শুধু নীতি কেন্দ্রে দেখানো হয়। কিছু সাইট (যেমন, যেসব সাইটের দৈনিক ট্রাফিক খুব কম) নীতি কেন্দ্রে দেখানো হয় না। আপনার সাইট যাতে আমাদের প্রোগ্রাম নীতি সবসময় মেনে চলে সেই বিষয়ে লক্ষ্য রাখার দায়িত্ব আপনার। আপনার সাইট কোনও নীতি লঙ্ঘন করছে কিনা তা নিয়মিত চেক করলে ভাল হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14284978297615768469
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false