বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

সিপিআরএ (CPRA) মেসেজ তৈরি করা

আপনার সাইট AdSense-এ যোগ করা হয়ে গেলে সাইটে আসা ক্যালিফোর্নিয়ার উপযুক্ত ব্যবহারকারীদের দেখানোর জন্য সিপিআরএ (CPRA) মেসেজ তৈরি করতে নিম্নলিখিত ধাপগুলি সম্পূর্ণ করুন।
আপনার সাইটে AdSense কোড যোগ করেছেন কিনা ভাল করে দেখে নিন।
  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. গোপনীয়তা সংক্রান্ত মেসেজ ট্যাবে ক্লিক করুন।
  3. সিপিআরএ (CPRA)-তে ক্লিক করুন।
  4. Click Create message. "মেসেজ এডিট করুন" পৃষ্ঠা খুলে যাবে।
  5. সাইট বেছে নিন বিকল্পে ক্লিক করে প্রয়োজনীয় সাইট বেছে নিন।
  6. কনফার্ম করুন বিকল্পে ক্লিক করুন।
  7. ডিফল্ট হিসেবে যে ভাষায় এই মেসেজ দেখানো হবে সেটি বেছে নিন। আপনি ইংরেজি, স্প্যানিশ অথবা স্প্যানিশ (লাতিন আমেরিকা) বেছে নিতে পারবেন। 
  8. আপনি যাতে ভবিষ্যতে মেসেজটি চিনতে পারেন সেই জন্য "মেসেজের নাম" ফিল্ডে বর্ণনামূলক নাম লিখুন। এই নাম শুধু 'গোপনীয়তা ও মেসেজিং' পৃষ্ঠায় দেখানো হয় এবং এটি দর্শকরা দেখতে পাবেন না।
  9. (ঐচ্ছিক) আপনার সাইটের এডিটোরিয়াল ও ভিজ্যুয়াল স্ট্যান্ডার্ডের সাথে মেলানোর জন্য মেসেজটি এডিট ও ফর্ম্যাট করুন
  10. ড্রাফ্ট সেভ করুন বিকল্পে ক্লিক করুন। 
  11. সব কাজ হয়ে গেলে মেসেজটি প্রকাশ করুন।
Accelerated Mobile Pages-এ (AMP) সিপিআরএ (CPRA) গোপনীয়তা মেসেজ দেখানো যায় না। এই ফিচার চালু করলে, আপনার সাইটে গোপনীয়তা মেসেজ দেখা গেলেও সাইটের এএমপি ভার্সনে এই মেসেজ দেখা যাবে না।

অটোমেটিক বিজ্ঞাপনে সিপিআরএ মেসেজ তৈরি করা

যেসব সাইটে অটোমেটিক বিজ্ঞাপন দেখানো হয়, সেখানে দেখানোর মতো সিপিআরএ মেসেজ তৈরি করতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।

  1. বিজ্ঞাপন বিকল্পে ক্লিক করুন।
  2. যে সাইটে মেসেজ দেখাতে চান সেখানে সম্পাদনা বিকল্পে ক্লিক করুন। 
  3. গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন।
  4. সিপিআরএ (CPRA)-তে ক্লিক করুন। মেসেজ লেখার পৃষ্ঠা খুলে যাবে। এই সাইটের জন্য এক বা একাধিক সিপিআরএ মেসেজ থাকলে সর্বশেষ মেসেজটি দেখানো হবে। সাইটের জন্য আগে থেকে কোনও মেসেজ না থাকলে নতুন মেসেজ দেখানো হবে।
  5. (ঐচ্ছিক) আপনি চাইলে মেসেজে লোগো যোগ করতে পারেন
  6. Click Save.
  7. সব কাজ হয়ে গেলে মেসেজটি প্রকাশ করুন।

সিপিআরএ (CPRA) মেসেজ সেটিংস

সিপিআরএ (CPRA) মেসেজের 'গোপনীয়তা' ও 'মেসেজিং' বিকল্পে নিম্নলিখিত এইসব সেটিংস উপলভ্য:

  • ডেটা প্রসেসিং সীমাবদ্ধ করুন: যেসব ব্যবহারকারীর ক্ষেত্রে সিপিআরএ (CPRA) প্রযোজ্য তাদের পছন্দমতো করা বিজ্ঞাপন ও পছন্দমতো না করা বিজ্ঞাপনের মধ্যে কোনটি দেখাতে চান তা বেছে নিন।

    এই সেটিং ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া, কলোরাডো, কানেক্টিকাট, উটা ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

  • বিজ্ঞাপন পার্টনার বেছে নিন: যেসব ব্যবহারকারীর ক্ষেত্রে সিপিআরএ (CPRA) প্রযোজ্য তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য আপনি কোন বিজ্ঞাপন পার্টনারের (আগে "বিজ্ঞাপন প্রযুক্তি প্রদানকারী" নামে পরিচিত ছিল) সাথে এই কাজ করতে চান তা বেছে নিন।
  • বিজ্ঞাপন অনুরোধের মাধ্যমে সীমিত ডেটা প্রসেসিং (RDP) ম্যানেজ করুন: আপনার পুরো অ্যাকাউন্ট জুড়ে ডেটা প্রসেসিংয়ের উপর কোনও বাধ্যবাধকতা আরোপ করতে না চাইলে, আপনি বিজ্ঞাপন অনুরোধ লেভেলে ডেটা প্রসেসিংয়ের উপর সীমাবদ্ধতা আরোপ করতে পারেন।
মনে রাখবেন: আপনি গোপনীয়তা মেসেজ চালু করতে চাইলে এবং "ডেটা প্রসেসিংয়ের উপর সীমাবদ্ধতা আরোপ করুন" সেটিং ওভাররাইড করলে, বিজ্ঞাপন পার্টনারদের তালিকা কাস্টমাইজ করতে পারবেন না। যেসব সাইটের ক্ষেত্রে আপনি ওভাররাইড সেট-আপ করেছেন সেগুলি সবসময় বিজ্ঞাপন পার্টনারদের ডিফল্ট তালিকা ব্যবহার করবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17204754689655009198
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false