বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

জিডিপিআর (GDPR) মেসেজ

ইউরোপিয়ান রেগুলেশন মেসেজ তৈরি করা

আপনি AdSense-এ নিজের সাইট যোগ করার পরে, EEA (ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল) এবং UK (যুক্তরাজ্য) থেকে যেসব উপযুক্ত ব্যবহারকারী আপনার সাইটে আসেন তাদের দেখানোর জন্য ইউরোপিয়ান রেগুলেশন মেসেজ তৈরি করতে, নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
মনে রাখবেন: আপনার সাইটে AdSense কোড যোগ করেছেন কিনা তা ভাল করে দেখে নেবেন।
  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন।
  3. জিডিপিআর (GDPR) বিকল্পে ক্লিক করুন।
  4. Click Create message. "মেসেজ এডিট করুন" পৃষ্ঠা খুলে যাবে।
  5. কোন কোন সাইটে মেসেজটি দেখানো হবে, তা বেছে নিন:
    1. সাইট বেছে নিন বিকল্পে ক্লিক করুন।
    2. পছন্দসই সাইট বেছে নিন।
    3. নিশ্চিত করুন বিকল্পে ক্লিক করুন। 
  6. কোন কোন ভাষায় মেসেজটি দেখানো হবে, সেগুলি বেছে নিন:
    1. ডিফল্ট ভাষা: ব্যবহারকারীর ডিভাইসের ভাষা নির্ধারণ করা না গেলে অথবা ডিভাইসের ভাষা "অতিরিক্ত ভাষা"-র সাথে ঠিকভাবে না মিললে মেসেজটি ডিফল্ট ভাষায় দেখানো হয়।
    2. অতিরিক্ত ভাষা: ব্যবহারকারীর ডিভাইসের ভাষার সাথে "অতিরিক্ত ভাষা"-র মধ্যে যেটি মিলবে, সেই ভাষায় মেসেজটি দেখানো হতে পারে। আপনার সাইট যেসব ভাষায় দেখা যায়, ঠিক সেই ভাষাগুলিই এখানে বেছে নিতে হবে। প্রতিটি "অতিরিক্ত ভাষার" জন্য আপনি মেসেজের টেক্সট এডিট করতে পারবেন
      উদাহরণ
      আপনি “অতিরিক্ত ভাষা” ফিল্ডে “ডাচ” ভাষা বেছে নিলে, যেসব ব্যবহারকারীর ডিভাইসের ডিফল্ট ভাষা ডাচ হিসেবে সেট করা আছে তাদের ইউরোপিয়ান রেগুলেশন মেসেজটি ডাচ ভাষায় দেখানো হবে।
  7.  “ব্যবহারকারীর পছন্দ” বিভাগে, সম্মতি দিতে চাই না বিকল্প দেখানোর জন্য একটি সিদ্ধান্ত নিন। এটি চালু থাকলে, এই মেসেজটি ব্যবহারকারীদের আপনার বিজ্ঞাপন পার্টনার এবং তাদের উদ্দেশ্যের প্রতি সম্মতি না জানানোর বিকল্প প্রদান করে। তারা আপনার মেসেজের প্রথম পৃষ্ঠায় এই বিকল্প দেখতে পাবেন এবং একবার ক্লিক করেই এই বিষয়ে তাদের পছন্দ বেছে নিতে পারবেন।
    মনে রাখবেন: ভিজিটরদের ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য, 'গোপনীয়তা নীতি' পৃষ্ঠায় সম্মতির মেসেজ দেখানো হবে না। 
  8. (ঐচ্ছিক) আপনার মেসেজে একটি বন্ধ করার আইকন যোগ করতে বন্ধ করুন (সম্মতি দিতে না চাইলে) বিকল্প চালু করুন। বন্ধ করার আইকনে ক্লিক করে ব্যবহারকারী মেসেজ বাতিল করে দিতে এবং আপনার বিজ্ঞাপন পার্টনারকে ও তাদের বিজ্ঞাপন দেখানোর উদ্দেশ্যে সম্মতি দেওয়া প্রত্যাখ্যান করতে পারবেন।
  9. আপনি যাতে ভবিষ্যতে মেসেজটি চিনতে পারেন সেই জন্য "মেসেজের নাম" ফিল্ডে বর্ণনামূলক নাম লিখুন। এই নাম শুধু 'গোপনীয়তা ও মেসেজিং' পৃষ্ঠায় দেখানো হয় এবং এটি দর্শকরা দেখতে পাবেন না।
  10. (ঐচ্ছিক) আপনার সাইটের এডিটোরিয়াল ও ভিজ্যুয়াল স্ট্যান্ডার্ডের সাথে মেলানোর জন্য মেসেজটি এডিট ও ফর্ম্যাট করুন
    মেসেজটি একাধিক ভাষায় দেখানো হলে, সেটি প্রকাশ করার আগে আপনার বেছে নেওয়া সবকটি ভাষায় ভাল করে দেখে নিন।
  11. আপনার সাইটের গোপনীয়তা নীতির URL লিখুন
  12. ড্রাফ্ট সেভ করুন বিকল্পে ক্লিক করুন। 
  13. সব কাজ হয়ে গেলে মেসেজটি প্রকাশ করুন।
মনে রাখবেন: AdSense-এর ইউরোপিয়ান রেগুলেশন মেসেজ Accelerated Mobile Pages (AMP)-এ দেখানো যায় না।

অটোমেটিক বিজ্ঞাপনে ইউরোপিয়ান রেগুলেশন মেসেজ তৈরি করা

যেসব সাইটে অটোমেটিক বিজ্ঞাপন দেখানো হয়, সেখানে দেখানোর মতো ইউরোপিয়ান রেগুলেশন মেসেজ তৈরি করতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।

  1. বিজ্ঞাপন বিকল্পে ক্লিক করুন।  
  2. যে সাইটে মেসেজ দেখাতে চান সেখানে সম্পাদনা বিকল্পে ক্লিক করুন। 
  3. গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন।
  4. জিডিপিআর (GDPR) বিকল্পে ক্লিক করুন। মেসেজ লেখার পৃষ্ঠা খুলে যাবে। এই সাইটের জন্য এক বা একাধিক ইউরোপিয়ান রেগুলেশন মেসেজ থাকলে সর্বশেষ মেসেজটি দেখানো হবে। সাইটের জন্য আগে থেকে কোনও মেসেজ না থাকলে নতুন মেসেজ দেখানো হবে।
  5. প্রত্যাখ্যান করুন ড্রপডাউনে 'চালু' অথবা 'বন্ধ' বেছে নিন।
  6. আপনার সাইটের গোপনীয়তা নীতির URL লিখুন। 
    মনে রাখবেন: ভিজিটরদের ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য, গোপনীয়তা নীতির পৃষ্ঠায় সম্মতির মেসেজ দেখানো হবে না। 
  7. (ঐচ্ছিক) আপনি চাইলে মেসেজে লোগো যোগ করতে পারেন। 
  8. (ঐচ্ছিক) আপনার সাইটের এডিটোরিয়াল ও ভিজ্যুয়াল স্ট্যান্ডার্ডের সাথে মেলানোর জন্য মেসেজটি এডিট ও ফর্ম্যাট করুন
  9. Click Save.
  10. সব কাজ হয়ে গেলে মেসেজটি প্রকাশ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3266175755587341916
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false