বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

ব্যবহারকারীর মেসেজের ধরন

গোপনীয়তা এবং মেসেজ পৃষ্ঠায়, আপনি বিভিন্ন ধরনের মেসেজ ম্যানেজ করতে ও দেখতে পারবেন।

জিডিপিআর (GDPR) মেসেজ

ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA) ও যুক্তরাজ্যের (UK) উপযুক্ত ব্যবহারকারীদের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন মেনে বিজ্ঞাপন দেখানোর জন্য তাদের থেকে সম্মতি নিতে এই ধরনের মেসেজ ব্যবহার করা হয়।

জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (GDPR) সম্পর্কে

  • প্রভাবিত অঞ্চল: ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA) এবং যুক্তরাজ্য
  • বিবরণ: GDPR (জিডিপিআর) হল ইউরোপীয় ডেটা সুরক্ষা আইন যা ২০১৮ সালের মে মাস থেকে কার্যকর হয়েছে। এটি ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য ডিজাইন করা হয়েছে এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA) বা যুক্তরাজ্যের ব্যবহারকারীদের তৈরি করা বিজ্ঞাপন সংক্রান্ত সব অনুরোধ এবং পৃষ্ঠা দেখার ক্ষেত্রে প্রযোজ্য। AdSense-এ গোপনীয়তা ও মেসেজিং সহ প্রভাবিত অঞ্চলে থাকা ব্যবহারকারীদের কাছ থেকে সম্মতি নেওয়ার বিভিন্ন উপায় আছে।
  • রিসোর্স

সিপিআরএ (CPRA) মেসেজ

মার্কিন যুক্তরাষ্ট্রের উপযুক্ত ব্যবহারকারীদের ক্যালিফোর্নিয়া প্রাইভেসি রাইটস অ্যাক্ট মেনে বিজ্ঞাপন দেখানোর জন্য তাদের থেকে সম্মতি নিতে এই ধরনের মেসেজ ব্যবহার করা হয়।

ক্যালিফোর্নিয়া প্রাইভেসি রাইটস অ্যাক্ট (CPRA) সম্পর্কে

  • প্রভাবিত অঞ্চল: ক্যালিফর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
  • বিবরণ: ক্যালিফোর্নিয়া প্রাইভেসি রাইটস অ্যাক্ট (CPRA) হল একটি নতুন ডেটা গোপনীয়তা আইন যা ক্যালিফোর্নিয়া রাজ্যের বাসিন্দাদের জন্য বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা করে। যেসব কোম্পানি ক্যালিফর্নিয়ায় ব্যবসা করে এবং উপার্জন, ডেটা প্রসেসিং ও অন্যান্য ফ্যাক্টর সম্পর্কিত বিভিন্ন মাপকাঠির মধ্যে যেকোনও একটি পূরণ করে সেগুলির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হয়। যেসব বসবাসকারী নিজের তথ্য দিচ্ছেন তারা সিসিআরএ (CPRA)-এর মাধ্যমে “ব্যক্তিগত তথ্য” “বিক্রি” করার বিকল্প থেকে বেরিয়ে আসার অধিকার পান (যেভাবে আইনে সংশ্লিষ্ট শর্তাবলী ব্যাখ্যা করা হয়েছে)। "বিক্রি করা" পার্টির হোমপেজে স্পষ্টভাবে দেখানো "আমার ব্যক্তিগত তথ্য বিক্রি করবেন না" লিঙ্কের মাধ্যমে বেরিয়ে আসার সুবিধা দেওয়া হয়। সিসিআরএ (CPRA)-এর মাধ্যমে "বিক্রি" শব্দের সংজ্ঞায় কিছু ব্যতিক্রম চিহ্নিত করা হয়েছে। যেমন, ব্যক্তিগত তথ্যের সব ট্রান্সফারই "বিক্রি" হিসেবে ধরা যায় না। যেমন, এই আইনের ব্যাখ্যা অনুযায়ী, কোনও "পরিষেবা প্রদানকারীর" কাছে ব্যক্তিগত তথ্য ট্রান্সফার করার বিষয়টি বিক্রি বলা যায় না।
  • রিসোর্স:

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16213932046724705601
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false