বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের রেগুলেশন সংক্রান্ত মেসেজ তৈরি করা

আপনার সাইট AdSense-এ যোগ করা হয়ে গেলে, প্রযোজ্য রাজ্যে সাইটের দর্শকদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের রেগুলেশন সংক্রান্ত যে মেসেজ দেখাতে চান তা তৈরি করতে নিম্নলিখিত ধাপগুলি সম্পূর্ণ করুন।
আপনার সাইটে AdSense কোড যোগ করেছেন কিনা ভালো করে দেখে নিন।
referrer-policy-তে cross-origin অনুরোধের ক্ষেত্রে হেডারে "Referrer"-এর উল্লেখ না থাকলে মেসেজ ওয়েবে দেখানোর জন্য অনুপযুক্ত হিসেবে বিবেচিত হতে পারে। আপনার 'referrer policy'-তে cross-origin শেয়ার করার বিষয়টি নিশ্চিত করুন (যেমন, strict-origin অথবা strict-origin-when-cross-origin)।
  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন।
  3. Create a new message. On the US state regulations message type card:

    • Click Create if this is your first US state regulations message.
    • Click Manage if you've previously created a US state regulations message. Then, click Create message.
  4. এই মেসেজটি যেসব সাইটে দেখানো হবে সেগুলি বেছে নিন:
    1. সাইট বেছে নিন বিকল্পে ক্লিক করুন।
    2. পছন্দসই সাইট বেছে নিন।
    3. নিশ্চিত করুন বিকল্পে ক্লিক করুন। 
  5. ডিফল্ট হিসেবে যে ভাষায় এই মেসেজ দেখানো হবে সেটি বেছে নিন। আপনি ইংরেজি, স্প্যানিশ অথবা স্প্যানিশ (লাতিন আমেরিকা) বেছে নিতে পারবেন। 
  6. আপনি যাতে ভবিষ্যতে মেসেজটি চিনতে পারেন সেই জন্য "মেসেজের নাম" ফিল্ডে বর্ণনামূলক নাম লিখুন। এই নাম শুধু 'গোপনীয়তা ও মেসেজিং' পৃষ্ঠায় দেখানো হয় এবং এটি দর্শকরা দেখতে পাবেন না।
  7. (Optional) Edit and format the message to match your editorial and visual standards.
  8. সব কাজ হয়ে গেলে প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন। অথবা, মেসেজের ড্রাফ্ট সেভ করতে এবং প্রকাশ না করেই মেসেজ বিল্ডার থেকে বেরিয়ে আসতে ড্রাফ্ট সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের রেগুলেশন সংক্রান্ত মেসেজের ধরনে Accelerated Mobile Pages (এএমপি) কাজ করে না। এই ফিচার চালু করার পর আপনার সাইটে গোপনীয়তা মেসেজ দেখা গেলেও সাইটের এএমপি ভার্সনে এই মেসেজ দেখা যাবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের রেগুলেশন সংক্রান্ত মেসেজের সেটিংস

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের রেগুলেশন সংক্রান্ত মেসেজের 'গোপনীয়তা' ও 'মেসেজিং' বিকল্পে নিম্নলিখিত এইসব সেটিংস উপলভ্য:

  • ডেটা প্রসেসিংয়ের উপর সীমাবদ্ধতা আরোপ করুন: যেসব ব্যবহারকারীর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের রেগুলেশন সংক্রান্ত মেসেজ প্রযোজ্য তাদের ক্ষেত্রে প্রযোজ্য রাজ্যে পছন্দমতো সেট করা বিজ্ঞাপন বা পছন্দমতো সেট না করা বিজ্ঞাপনের মধ্যে কোনটি দেখাতে চান তা বেছে নিন।

    এই সেটিং ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া, কলোরাডো, কানেক্টিকাট, উটা ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

  • বিজ্ঞাপন পার্টনার বেছে নিন: যেসব ব্যবহারকারীর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের রেগুলেশন সংক্রান্ত মেসেজ প্রযোজ্য তাদের ক্ষেত্রে প্রযোজ্য রাজ্যে বিজ্ঞাপন দেখানোর জন্য আপনি কোন বিজ্ঞাপন পার্টনারের (আগে "বিজ্ঞাপন প্রযুক্তি প্রদানকারী" নামে পরিচিত ছিল) সাথে এই কাজ করতে চান তা বেছে নিন।
  • বিজ্ঞাপন অনুরোধের মাধ্যমে সীমিত ডেটা প্রসেসিং (RDP) ম্যানেজ করুন: আপনার পুরো অ্যাকাউন্ট জুড়ে ডেটা প্রসেসিংয়ের উপর কোনও বাধ্যবাধকতা আরোপ করতে না চাইলে, আপনি বিজ্ঞাপন অনুরোধ লেভেলে ডেটা প্রসেসিংয়ের উপর সীমাবদ্ধতা আরোপ করতে পারেন।
মনে রাখবেন: আপনি গোপনীয়তা মেসেজ চালু করতে চাইলে এবং "ডেটা প্রসেসিংয়ের উপর সীমাবদ্ধতা আরোপ করুন" সেটিং ওভাররাইড করলে, বিজ্ঞাপন পার্টনারদের তালিকা কাস্টমাইজ করতে পারবেন না। যেসব সাইটের ক্ষেত্রে আপনি ওভাররাইড সেট-আপ করেছেন সেগুলি সবসময় বিজ্ঞাপন পার্টনারদের ডিফল্ট তালিকা ব্যবহার করবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1466788549497874516
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false