বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

মনিটাইজেশন এবং বিজ্ঞাপন

'কনফার্ম করা ক্লিক' সম্পর্কে

'কনফার্ম করা ক্লিক' হল একটি Google Ads প্রোডাক্ট ফিচার যা এমন বিজ্ঞাপন প্লেসমেন্টে একটি কনফার্মেশন যোগ করে যেখানে অনিচ্ছাকৃত ক্লিক তৈরি হতে পারে। 'কনফার্ম করা ক্লিক' থাকা কোনও বিজ্ঞাপনে ব্যবহারকারী ক্লিক করলে, তিনি বিজ্ঞাপনদাতার পৃষ্ঠায় যেতে চান কিনা তা কনফার্ম করার জন্য তাকে "পৃষ্ঠাতে যান"-এর মতো অ্যাকশনের সাথে যুক্ত বোতামে ক্লিক করতে বলা হবে।

'কনফার্ম করা ক্লিক' কেন প্রয়োগ করা হয়?

'কনফার্ম করা ক্লিক' প্রয়োগ করা হয় যখন Google Ads সিস্টেম এটি নির্ধারণ করে যে প্রভাবিত সাইটের বিজ্ঞাপনগুলি অনিচ্ছাকৃত ক্লিক তৈরি করছে। এর ফলে, ব্যবহারকারী তার ইচ্ছানুযায়ী কন্টেন্ট দেখার পরিবর্তে বিজ্ঞাপনদাতার ল্যান্ডিং পৃষ্ঠাতে চলে যান এবং তার খারাপ অভিজ্ঞতা হয়।

দ্বিতীয় ক্লিক করার বিকল্প দেওয়া থাকলে, ব্যবহারকারী সত্যিই বিজ্ঞাপনদাতার পৃষ্ঠায় যেতে চান কিনা তা কনফার্ম করতে পারেন এবং একইসাথে তার অভিজ্ঞতা আরও উন্নত করা সম্ভব হয়। সাধারণত, যেসব ব্যবহারকারী বিজ্ঞাপনটিতে ক্লিক করতে চান তারা এখনও বিজ্ঞাপনটি দেখার জন্য ক্লিক করবেন।

আমার সাইটে 'কনফার্ম করা ক্লিক' সংক্রান্ত বিকল্প যোগ করা হয়েছে কিনা তা আমি কীভাবে দেখতে পারব?

আপনার অ্যাকাউন্টের নীতি কেন্দ্র দেখুন এবং "স্ট্যাটাস" কলাম চেক করুন। 'কনফার্ম করা ক্লিক' সংক্রান্ত সমস্যা সহ আপনার সাইটে বিজ্ঞাপন পরিবেশনের উপর প্রভাব ফেলা সবকটি সমস্যাকে নীতি কেন্দ্র দেখায়।

আপনি কীভাবে আপনার বিজ্ঞাপন থেকে 'কনফার্ম করা ক্লিক' সরাতে পারেন?

Google Ads হতে থাকা অনিচ্ছাকৃত ক্লিক আর শনাক্ত না করলে, 'কনফার্ম করা ক্লিক' অটোমেটিক তুলে নেওয়া হয়। তবে, এটি সাথে সাথেই ঘটবে না। Google Ads আপনার কন্টেন্টে বিজ্ঞাপনের সাথে ইন্টার‌্যাক্ট করা ব্যবহারকারীদের ক্লিক কোয়ালিটিতে একটি ধারাবাহিক উন্নতি শনাক্ত করলে, 'কনফার্ম করা ক্লিক' অটোমেটিক সরিয়ে দেওয়া হবে। 

অননুমোদিত প্রয়োগ

ব্যবহারকারীরা কেন কোনও বিজ্ঞাপনে অনিচ্ছাকৃতভাবে ক্লিক করেন তা বুঝতে পারলে আপনি সেটি কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন এবং রিপোর্টের তথ্য আরও নির্ভুল হবে। একইসাথে, ব্যবহারকারীদের অভিজ্ঞতাও আরও উন্নত করা সম্ভব হবে।

Encouraging accidental clicks | Google Publisher Policies

বিজ্ঞাপনের কাছাকাছি লিঙ্ক, 'চালান', 'ডাউনলোড করুন' ও নেভিগেশন বোতাম (যেমন, "পূর্ববর্তী" বা "পরবর্তী"), গেম উইন্ডো, ভিডিও প্লেয়ার, নিম্নমুখী তীরচিহ্ন বা অ্যাপ্লিকেশন রাখার সময় সতর্ক থাকুন, কারণ এতে অনিচ্ছাকৃত ক্লিক হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।

এই ধরনের প্রয়োগের কিছু উদাহরণ নিচে দেখানো হল, যদিও এর মধ্যেই তা সীমিত থাকে না:

  • নেভিগেশনাল এলিমেন্টের কাছে বিজ্ঞাপন
  • ডিসপ্লে বিজ্ঞাপনের উপর ওভারলেতে নেভিগেশনাল এলিমেন্ট
  • বিজ্ঞাপনের উপরে বা কাছে বোতাম
  • বিজ্ঞাপনের উপরে বা কাছাকাছি দেখানো সাইট কন্টেন্ট
  • সাইট কন্টেন্টের রিফ্লো যার ফলে বিভ্রান্তি তৈরি হয়
  • বিজ্ঞাপনের প্লেসমেন্ট সংক্রান্ত নীতি কোনওভাবে লঙ্ঘন করা হলে

প্রয়োগ সংক্রান্ত সাজেশন

  • বিশেষত ইন-ফিড ও ইন-আর্টিকেল বিজ্ঞাপনের ক্ষেত্রে, বিজ্ঞাপন স্লটের উপরে ও নিচে প্যাডিং যোগ করুন।
  • বিজ্ঞাপন স্পষ্টভাবে লেবেল করুন
  • সাইটে পরের পৃষ্ঠায় যাওয়ার বোতামের মতো নেভিগেশন বোতাম বা ক্লিক করা যায় এমন কন্টেন্টের কাছাকাছি বিজ্ঞাপন পরিবেশন করবেন না।
  • বিশেষত ইন-আর্টিকেল বিজ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপন ইউনিট কন্টেনারের সাইজ নির্দিষ্ট করে দিন। এটি করলে, বিজ্ঞাপন লোড হওয়ার সময় সাইটের কন্টেন্ট নড়াচড়া করবে না।
  • আপনার সাইট লোড হওয়ার গতি বাড়ান। মনে রাখবেন পৃষ্ঠা লোড হতে দেরি হলে, বিজ্ঞাপনও লোড হতে বেশি সময় লাগবে এবং ব্যবহারকারীরা আপনার সাইট স্ক্রল করার সময় সেটি অপ্রত্যাশিতভাবে দেখানো হতে পারে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

'কনফার্ম করা ক্লিক' কখন যোগ করা হয়?

আমরা যদি এমন কোনও বিজ্ঞাপন স্লট খুঁজে পাই যার কারণে ব্যবহারকারীরা অনিচ্ছাকৃত ক্লিক করেছেন, কেবল তখনই 'কনফার্ম করা ক্লিক' যোগ করা হয়। এর ফলে, অযাচিত ক্লিকের সংখ্যা কমবে এবং আপনার সাইটের ব্যাপারে ব্যবহারকারীর সামগ্রিক অভিজ্ঞতার উন্নতি হবে। পরিশেষে, অযাচিত ক্লিকের সংখ্যা কমলে ব্যবহারকারীরা আরও খুশি হবেন এবং বিজ্ঞাপনের পারফর্ম্যান্সে উন্নতি হবে।

বিজ্ঞাপন স্লটে অনিচ্ছাকৃত ক্লিকের সংখ্যা কমাতে আমাকে কী করতে হবে?

প্রথমে, উপরে উল্লিখিত অননুমোদিত ও সাজেস্ট করা বিজ্ঞাপন প্রয়োগের উদাহরণ পর্যালোচনা করে কোন বিজ্ঞাপন স্লটের জন্য ব্যবহারকারীর অভিজ্ঞতা খারাপ হচ্ছে সেটি শনাক্ত করতে হবে। ব্যবহারকারীকে আরও ভাল অভিজ্ঞতা প্রদান করতে ও অনিচ্ছাকৃত ক্লিকের সংখ্যা কমাতে, বিজ্ঞাপন ইউনিটের প্রয়োগে উন্নতি করুন ও পৃষ্ঠা লোড হওয়ার স্পিড বাড়ান।

আমি কীভাবে 'কনফার্ম করা ক্লিক' প্রয়োগের বিরুদ্ধে আপিল করব?

এটি নিয়ে ম্যানুয়ালি কোনও পর্যালোচনা করা হয় না। Google Ads-এর বিজ্ঞাপন প্লেসমেন্টে যখন অনিচ্ছাকৃত ক্লিক তৈরি হওয়ার লক্ষণ দেখা যায়, তখন Google Ads অটোমেটিক 'কনফার্ম করা ক্লিক' প্রয়োগ করে। আপিল করার দরকার নেই; পরিবর্তে, হতে থাকা অনিচ্ছাকৃত ক্লিক Google Ads আর শনাক্ত না করলে, 'কনফার্ম করা ক্লিক' অটোমেটিক তুলে নেওয়া হয়। 

রিফ্লো বলতে কী বোঝায়?

ব্রাউজারকে ওয়েব এলিমেন্টের অবস্থান ও আকার আবারও গণনা করার সময় রিফ্লো ঘটে এবং এটি পুরো ওয়েবপেজে বা ওয়েবপেজের যে অংশগুলি আবার রেন্ডার করা হচ্ছে সেগুলিতে ঘটে। যেমন, পৃষ্ঠার দৃশ্যমান ভিউপোর্টের মধ্যে কোনও বিজ্ঞাপন লোড করা হলে, বর্তমানে যে এলিমেন্টগুলি লোড করা হয়েছে সেগুলি বিজ্ঞাপনকে জায়গা করে দিতে নিচের দিকে সরানো হবে। এই সময়ে, আপনার সাইটের সাথে ইন্টার‌্যাক্ট করতে চাওয়া দর্শক অনিচ্ছাকৃতভাবে বিজ্ঞাপনে ক্লিক করে ফেলেন।

আমার সিটিআর/উপার্জন/RPM কমে গেছে কেন?

বিজ্ঞাপনের পারফর্ম্যান্স সিটিআর, সিপিসি, বিজ্ঞাপনদাতার ROI ও ব্যবহারকারীর অভিপ্রায় সহ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। সিটিআর কম হলে, দীর্ঘমেয়াদী উপার্জন কম হবে এমন নয়। এর ফলে, অযাচিত ক্লিকের সংখ্যা কমবে এবং আপনার সাইটের ব্যাপারে ব্যবহারকারীর সামগ্রিক অভিজ্ঞতার উন্নতি হবে। পরিশেষে, এর ফলে ব্যবহারকারীরা আরও খুশি হবেন এবং বিজ্ঞাপন পারফর্ম্যান্সের উন্নতি হবে। সিটিআর গুরুত্বপূর্ণ হলেও, ক্লিক-পরবর্তী অ্যাক্টিভিটি বৃদ্ধি পেলে সবাই উপকৃত হবেন।

আমি দেখেছি আমার সাইটের ডিসপ্লে বিজ্ঞাপনে এখন দু'বার ক্লিক করতে হয়। এটি কীভাবে ব্যবহারকারীকে আরও ভাল অভিজ্ঞতা প্রদান করে?

প্রভাবিত সাইটে ছবির বিজ্ঞাপনে অযাচিত ক্লিক করা হচ্ছে বলে আমাদের সিস্টেম শনাক্ত করেছে। এর ফলে, ব্যবহারকারী তার ইচ্ছানুযায়ী কন্টেন্ট দেখার পরিবর্তে বিজ্ঞাপনদাতার ল্যান্ডিং পৃষ্ঠাতে চলে যান এবং তার খারাপ অভিজ্ঞতা হয়। দ্বিতীয় ক্লিক করার বিকল্প দেওয়া থাকলে, ব্যবহারকারী সত্যিই বিজ্ঞাপনদাতার পৃষ্ঠায় যেতে চান কিনা তা কনফার্ম করতে পারেন এবং একইসাথে তার অভিজ্ঞতা আরও উন্নত করা সম্ভব হয়।

কিছু সাইটে এই পরিবর্তন করা হলেও, অন্যান্য সাইটে সেটি কেন করা হয়নি?

Google Ads বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ক্লিক কোয়ালিটি নির্ধারণ করে। কিছু কন্টেন্ট, লেআউট ও প্লেসমেন্টের ফলে ক্লিক কোয়ালিটি খারাপ হয়। Google Ads সেই পরিস্থিতিগুলি শনাক্ত করে এবং কোয়ালিটি উন্নত করতে ছবি যুক্ত বিজ্ঞাপনের আচরণে পরিবর্তন করে।

আমি সম্পূর্ণ সাইট পর্যালোচনা করেছি এবং নীতি মেনে চলছে না এমন বিজ্ঞাপন স্লটে পরিবর্তন করেছি, তা সত্ত্বেও আমার অ্যাকাউন্টে কেন 'কনফার্ম করা ক্লিক' চালু আছে?

Google Ads দীর্ঘ সময়ের ডেটা বিবেচনা করে দেখে। ধারাবাহিকভাবে ক্লিক কোয়ালিটির উন্নতি হচ্ছে বলে সিস্টেম শনাক্ত করলে, তবেই 'কনফার্ম করা ক্লিক' বন্ধ করা হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেওয়া হবে।

থার্ড-পার্টি ডিমান্ড সোর্স থেকে পাওয়া বিজ্ঞাপনের উপর কি 'কনফার্ম করা ক্লিক' বিকল্প কোনও প্রভাব ফেলে?

না, থার্ড-পার্টি ডিমান্ড সোর্সের উপর 'কনফার্ম করা ক্লিক' বিকল্পের কোনও প্রভাব পড়বে না। Google Ads ডিমান্ড সোর্স থেকে পাওয়া বিজ্ঞাপনের সাথেই শুধু 'কনফার্ম করা ক্লিক' যোগ করা হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9979820214843126092
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false