বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

নীতি

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি ও Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ সম্পর্কে জানুন

প্রকাশকদের কন্টেন্ট মনিটাইজ করার সুবিধা দিয়ে এবং বিজ্ঞাপনদাতাদের সম্ভাব্য গ্রাহকদের কাছে উপযোগী ও প্রাসঙ্গিক প্রোডাক্ট ও পরিষেবার তথ্য পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়ে Google একটি ফ্রি ও সকলের কাছে অ্যাক্সেসযোগ্য ইন্টারনেট তৈরি করতে সাহায্য করে। বিজ্ঞাপন ইকোসিস্টেমে বিশ্বাস বজায় রাখার জন্য আমরা কী মনিটাইজ করব তার উপরে বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন।

আমাদের নীতিগুলি সব প্রকাশকদের মেনে চলতে হবে, তাই এগুলি ভাল করে পড়ুন। আপনি এই নীতিগুলি মেনে না চললে, যেকোনও সময় আপনার সাইটে বিজ্ঞাপন পরিবেশন ও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অধিকার আমাদের আছে। আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলে, AdSense প্রোগ্রামে আপনি আর অংশগ্রহণ করতে পারবেন না।

আমাদের অনলাইন নিয়ম ও শর্তাবলী অনুযায়ী, এখানে উল্লেখ করা নীতির পরিবর্তনের বিষয়ে খোঁজ রাখা এবং সেগুলি মেনে চলার দায়িত্ব আপনারই।

Google Publisher Policies and Restrictions Explained

এই নিবন্ধ থেকে এগুলি সম্পর্কে জানতে পারবেন:

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি বলতে কী বোঝায়?

Google বিজ্ঞাপন কোড ব্যবহার করে আপনি কন্টেন্ট মনিটাইজ করলে, আপনাকে Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি মেনে চলতে হবে। আপনার পৃষ্ঠা বা অ্যাপে উপস্থিত সবকিছুই কন্টেন্ট হিসেবে বিবেচনা করা হয় - মন্তব্যের বিভাগের মতো ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্ট, অন্যান্য বিজ্ঞাপন, অন্য সাইট বা অ্যাপের লিঙ্ক সহ আরও অনেক কিছু এর মধ্যে পড়ে। নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট মনিটাইজ করার চেষ্টা করা হলে অথবা এই নীতিগুলি মেনে চলা না হলে, আপনার কন্টেন্টের পাশে বিজ্ঞাপন পরিবেশন ব্লক করে দেওয়া হতে পারে ও আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করে দেওয়া হতে পারে।

এই নীতিগুলি Google প্রকাশক প্রোডাক্টের ব্যবহারকে নিয়ন্ত্রণ করে এমন অন্য নীতির সাথে প্রয়োগ করা হবে।

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ বলতে কী বোঝায়?

নির্দিষ্ট উৎস থেকে বিজ্ঞাপন পাওয়ার ব্যাপারে যেসব কন্টেন্টের উপর বিধিনিষেধ আছে Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ সেগুলি শনাক্ত করে। অন্যান্য বিজ্ঞাপন ও সাইট বা অ্যাপের লিঙ্ক সহ আপনার পৃষ্ঠা বা অ্যাপে উপস্থিত সবকিছুকেই আমরা কন্টেন্ট বলে থাকি।

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধযুক্ত কন্টেন্ট মনিটাইজ করা হলে সেটি নীতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয় না; পরিবর্তে, বিজ্ঞাপনদাতার ব্যক্তিগত অভিরুচি বা বিজ্ঞাপন প্রোডাক্টের উপর নির্ভর করে প্রয়োজন অনুযায়ী সেই কন্টেন্টের পাশে সীমিত বিজ্ঞাপন দেখানো হয়। অর্থাৎ, কিছু ক্ষেত্রে আপনার ইনভেনটরির উপর বিজ্ঞাপনের কোনও উৎসই বিড করতে পারবে না এবং এই বিধিনিষেধযুক্ত কন্টেন্টের সাথে কোনও বিজ্ঞাপনও দেখানো হবে না।

Google Ads, Authorized Buyers, DV360, Reservations সহ বিভিন্ন উৎস থেকে আমাদের একাধিক ক্রেতা আছে। মনে রাখবেন যে কোনও কন্টেন্ট এই বিধিনিষেধের জন্য চিহ্নিত করা হলে, সেটিতে অন্যান্য উৎস থেকে সীমিত বিজ্ঞাপন দেখানো হলেও Google Ads (আগে যেটি AdWords নামে পরিচিত ছিল) থেকে কোনও বিজ্ঞাপনই পরিবেশন করা হবে না।

তাই আপনি Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধযুক্ত কন্টেন্ট মনিটাইজ করতে পারেন। কিন্তু আপনি বিধিনিষেধ ছাড়া কন্টেন্টে যত বিজ্ঞাপন দেখাতে পারতেন সেটির চেয়ে এক্ষেত্রে হয়ত কম বিজ্ঞাপন দেখাতে পারবেন।

এই বিধিনিষেধগুলি Google প্রকাশক প্রোডাক্টের ব্যবহারকে নিয়ন্ত্রণ করে এমন অন্য নীতির সাথে প্রয়োগ করা হয়।

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি ও Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধের মধ্যে পার্থক্য কী?

যে ধরনের কন্টেন্ট আমাদের কোনও প্রকাশক প্রোডাক্টের মাধ্যমেই মনিটাইজ করা যায় না, সেগুলি সম্পর্কে Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি থেকে জানা যাবে। বেআইনি, বিপজ্জনক বা অবমাননাকর ও যৌনতাপূর্ণ কন্টেন্ট সহ অন্যান্য কন্টেন্টের বিরুদ্ধে এই নীতি প্রয়োগ করা হয়। এই ধরনের কন্টেন্টের সাথে কখনও বিজ্ঞাপন দেখানোর অনুমতি দেওয়া হয় না।

অপরপক্ষে, তামাক বা বিনোদনমূলক ড্রাগের মতো যে ধরনের কন্টেন্ট নীতি লঙ্ঘন না করলেও সব বিজ্ঞাপনদাতার পক্ষে উপযুক্ত নাও হতে পারে সেগুলি Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধের আওতায় পড়ে। অর্থাৎ প্রকাশকরা নীতি লঙ্ঘন করবেন না, কিন্তু তাদের কন্টেন্ট সীমিত ইনভেনটরি হিসেবে চিহ্নিত করা হবে এবং বিজ্ঞাপনদাতার চাহিদার উপর নির্ভর করে হয়ত কম বিজ্ঞাপন অথবা কখনও কখনও কোনও বিজ্ঞাপনই দেখানো হবে না।

বিজ্ঞাপন পরিবেশনের উপর প্রভাব ফেলতে পারে এমন সমস্যা সম্পর্কে আমি কোথা থেকে জানতে পারব?

নীতি কেন্দ্র থেকে বর্তমানে আপনার সাইটের উপর সব এনফোর্সমেন্ট দেখা যায়। হয় প্রযোজ্য এনফোর্সমেন্টের কারণে সব বিজ্ঞাপন ব্লক করা হতে পারে (যেমন, "বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেওয়া হয়েছে") অথবা আপনার ইনভেনটরিতে কোন বিজ্ঞাপনদাতা বিড করতে পারবেন তা সীমাবদ্ধ করতে পারে (যমন, "সীমিত করা চাহিদা")।

আপনার কন্টেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য এনফোর্স করা হতে পারে:

  • Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি লঙ্ঘন করা হলে সেটির সমাধান করতে হবে। নীতি লঙ্ঘন, "বিজ্ঞাপন পরিবেশন বন্ধ" বা "সীমাবদ্ধ চাহিদা" হিসেবে এনফোর্স করা হয়।
  • Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ কোনওরকম নীতি লঙ্ঘন নয়, তাই আপনার সাইটের কন্টেন্ট বা বিজ্ঞাপন অনুরোধ পরিবর্তন করার কোনও প্রয়োজন নেই। তবে, প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধযুক্ত কন্টেন্টের উপর "সীমাবদ্ধ চাহিদা" এনফোর্স করা হয়।
পরামর্শ: কোনও এনফোর্সমেন্টের উপর অ্যাকশন নিতে হবে কিনা তা জানতে, নীতি কেন্দ্র থেকে "সমাধান করা আবশ্যক" কলাম দেখুন। নীতি লঙ্ঘনের ফলে কোনও এনফোর্সমেন্ট প্রযোজ্য কলামের পাশে "হ্যাঁ" লেখা দেখা যাবে। প্রকাশকদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধের পাশে "না" লেখা থাকবে।

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি লঙ্ঘন হলে সেটি কীভাবে সমাধান করতে হয়?

  1. আপনার সাইট, সাইটের বিভাগ, পৃষ্ঠা বা অ্যাপে যেসব কারণে সীমিত বিজ্ঞাপন দেখানো হচ্ছে সেগুলি সম্পর্কে নীতি কেন্দ্র থেকে বিশদে জানতে পারবেন। এছাড়াও, বিজ্ঞাপন পরিবেশন সংক্রান্ত সমস্যার সমাধান কীভাবে করা যায় তা জানতে পাবেন এবং প্রয়োজনীয় পরিবর্তন করার পরে পর্যালোচনার অনুরোধ করতে পারবেন। নীতি কেন্দ্রের প্রধান পৃষ্ঠা থেকে প্রভাবিত সাইট সম্পর্কে এক নজরে জানা যায়।
  2. "সমাধান করা আবশ্যক" কলামে "হ্যাঁ" লেখা থাকলে বুঝতে হবে যে আপনার সাইট, সাইটের বিভাগ বা পৃষ্ঠা প্রোগ্রাম নীতি মেনে চলছে না। তাই এক্ষেত্রে Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি এনফোর্স করা হয়েছে। পৃষ্ঠার উপর অ্যাকশন নেওয়া হলে, সেটি নীতি লঙ্ঘন করেছে বলে বোঝা যাবে। কোনও সাইট বা সাইটের বিভাগে যখন পদক্ষেপ নেওয়া হয়, এর অর্থ হল সেই সাইটের মধ্যে একাধিক পৃষ্ঠা নীতি লঙ্ঘন করছে। এটি হলে, আপনাকে সম্পূর্ণ সাইট বা সাইটের বিভাগ চেক করতে হবে এবং আমাদের নীতি মেনে চলার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে।
  3. সাইট, সাইটের বিভাগ বা পৃষ্ঠাতে নীতি লঙ্ঘন সংক্রান্ত প্রয়োজনীয় পরিবর্তন করা হয়ে গেলে, আপনি পর্যালোচনার জন্য অনুরোধ করতে পারেন।

    পরিবর্তে, নীতি লঙ্ঘন করছে এমন সাইট, সাইটের বিভাগ বা পৃষ্ঠাতে বিজ্ঞাপন পরিবেশন করা বন্ধ করতে চাইলে, সেটি থেকে AdSense বিজ্ঞাপন কোড সরিয়ে দিতে পারেন। ৭ থেকে ১০ দিনের মধ্যে নীতি কেন্দ্র থেকে নীতি লঙ্ঘন অটোমেটিক সরিয়ে দেওয়া হবে।

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ আরোপ করা হলে তা কীভাবে সমাধান করতে হয়?

  1. আপনার সাইট, সাইটের বিভাগ বা পৃষ্ঠায় যেসব কারণে সীমিত বিজ্ঞাপন দেখানো হচ্ছে সেগুলি সম্পর্কে নীতি কেন্দ্র থেকে বিশদে জানতে পারবেন। এছাড়াও, বিজ্ঞাপন পরিবেশন সংক্রান্ত সমস্যার সমাধান কীভাবে করা যায় তা জানতে পাবেন এবং প্রয়োজনীয় পরিবর্তন করার পরে পর্যালোচনার অনুরোধ করতে পারবেন।
  2. "সমাধান করা আবশ্যক" কলামে "না" লেখা থাকলে বুঝতে হবে যে আপনার সাইটের কন্টেন্ট Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধের আওতায় পড়ছে। আপনি এই ধরনের কন্টেন্ট মনিটাইজ করার সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সব বিজ্ঞাপনের উৎস বিড করবে না বলে হয়ত কম বিজ্ঞাপন পাবেন।
  3. সাইট, সাইটের বিভাগ বা পৃষ্ঠাতে প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ সংক্রান্ত প্রয়োজনীয় পরিবর্তন করা হয়ে গেলে, আপনি পর্যালোচনার জন্য অনুরোধ করতে পারেন। পরিবর্তে, নীতি লঙ্ঘন করছে এমন পৃষ্ঠাতে বিজ্ঞাপন পরিবেশন করা বন্ধ করতে চাইলে, সেটি থেকে AdSense বিজ্ঞাপন কোড সরিয়ে দিতে পারেন। তাহলে, ৭ থেকে ১০ দিনের মধ্যে নীতি কেন্দ্র থেকে সেগুলি অটোমেটিক সরিয়ে দেওয়া হবে।

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি ও Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতিGoogle প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর দেওয়া হল:

নীতি কেন্দ্রে প্রকাশকদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধের পাশে "না" লেখা আছে, এর মানে কী?

"সমাধান করা আবশ্যক" কলামে "না" লেখা থাকলে, বুঝতে হবে যে আপনার সাইটের কন্টেন্ট Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধের আওতায় পড়ছে। Google Ads, 'অনুমোদিত ক্রেতা', DV360, 'রিজার্ভেশন' সহ বিভিন্ন উৎস থেকে আমাদের একাধিক ক্রেতা আছে। মনে রাখবেন যে আপনি এই ধরনের কন্টেন্ট মনিটাইজ করার সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সেখানে অন্যান্য উৎস থেকে সীমিত বিজ্ঞাপন দেখানো হলেও Google Ads (আগে যেটি AdWords নামে পরিচিত ছিল) থেকে কোনও বিজ্ঞাপনই পরিবেশন করা হবে না।

বিধিনিষেধযুক্ত (যেমন, Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধের অন্তর্গত) পৃষ্ঠাতে আমি বিজ্ঞাপন দেখানো চালিয়ে গেলে, আমার অ্যাকাউন্ট কি সাসপেন্ড বা বন্ধ করে দেওয়া হতে পারে?

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধযুক্ত কন্টেন্ট মনিটাইজ করা হলে সেটি নীতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয় না; পরিবর্তে, যেমন করে উপরে উল্লেখ করা হয়েছে, সেই কন্টেন্টের পাশে সীমিত বিজ্ঞাপন দেখানো হয়। তাই আপনি Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধযুক্ত কন্টেন্ট মনিটাইজ করতে পারেন, কিন্তু বিধিনিষেধ ছাড়া কন্টেন্টের সাথে বিজ্ঞাপন দেখিয়ে যত উপার্জন করতে পারতেন সেটির চেয়ে এক্ষেত্রে হয়ত কম উপার্জন করতে পারবেন।

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ লঙ্ঘন করছে এমন কন্টেন্ট সহ পৃষ্ঠায় কোনও বিজ্ঞাপনদাতা কেন বিজ্ঞাপন দেখাতে চাইবেন না?

এটি হতে পারে যে ধরনের কন্টেন্ট Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধের আওতায় পড়ে, সেটির সাথে বিজ্ঞাপন দেখানো বিজ্ঞাপনদাতার কাছে কম আকর্ষণীয় বলে মনে হয় অথবা তিনি কন্টেন্টের সাথে ব্র্যান্ডের সঙ্গতি খুঁজে পান না। তাই আমরা তাকে সিদ্ধান্ত নিতে দিই। আমাদের বিজ্ঞাপনদাতারা বিভিন্ন বিভাগ থেকে বেছে নিতে পারেন এবং সকলে সংবেদনশীল বিভাগ বেছে নেন না। সুতরাং, বিধিনিষেধযুক্ত কন্টেন্টের সাথে সীমিত বিজ্ঞাপন দেখানো হতে পারে বা সেটি একেবারেই মনিটাইজ নাও করা যেতে পারে। তবে, এটি নীতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয় না।

পৃষ্ঠা-লেভেল এনফোর্সমেন্ট হওয়ার পরে আমি কন্টেন্ট সরিয়ে দিয়েছি এবং পর্যালোচনার জন্য অনুরোধ করেছি। এখন নতুন করে "কন্টেন্ট নেই" সংক্রান্ত নীতি লঙ্ঘন করা হয়েছে বলে দেখানো হচ্ছে। নীতি লঙ্ঘন সমাধান করার জন্য কী করলে ভাল হয়?

প্রকাশক, বিজ্ঞাপনদাতা ও ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা সবকিছু করে থাকি। কোনও পৃষ্ঠা থেকে নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট আপনি সরিয়ে দিলে, সেটি থেকে আপনার বিজ্ঞাপন কোডও সরিয়ে দেওয়া উচিত। খালি পৃষ্ঠায় বিজ্ঞাপন যাতে না দেখানো হয় সেই জন্য এটি করা প্রয়োজন।

আমরা বুঝি যে আপনার সাইটের কোনও পৃষ্ঠা নীতি লঙ্ঘন করছে কিনা তা আপনি হয়ত জানার চেষ্টা করছেন। কিন্তু, ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতার কথাও আমাদের চিন্তা করতে হয় এবং এই ইকোসিস্টেমের উপর তারা যাতে আস্থা রাখতে পারেন, সেই জন্য নীতি প্রয়োগ করতে হয়।

স্পষ্ট করে বলতে গেলে, প্রকাশকদের সাইট থেকে সেন্সর করার জন্য আমরা কন্টেন্ট সরাতে বাধ্য করছি না। আমরা শুধু নীতি লঙ্ঘন করছে এমন পৃষ্ঠা থেকে বিজ্ঞাপন কোড সরানোর অনুরোধ করছি।

আমি যে বিধিনিষেধ সংক্রান্ত সমস্যার সমাধান করতে চাই না, সেটি কি লুকিয়ে রাখতে/সরিয়ে দিতে পারি? নির্দিষ্ট পৃষ্ঠায় পুরনো বিধিনিষেধ বা নতুন বিধিনিষেধ আমি আর দেখতে চাই না।

আপনি নীতি কেন্দ্র থেকে ফিল্টার ও ডাউনলোড বিকল্প ব্যবহার করে নীতি লঙ্ঘন ও প্রকাশকদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ খুঁজতে ও ম্যানেজ করতে পারেন:

  • নির্দিষ্ট সাইট, সাইটের স্ট্যাটাস অথবা শুধু এনফোর্সমেন্টের তারিখ দেখার জন্য 'ফিল্টার করুন' বিকল্পে ক্লিক করুন।
  • সব বা কোনও একটি সাইটের জন্য নীতি লঙ্ঘন করেছে এমন সমস্ত পৃষ্ঠা বা বিভাগ সহ একটি CSV ফাইল ডাউনলোড করার জন্য 'ডাউনলোড করুন' Download বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16357882797352880
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false