আপনার ফোনের বিল্ট-ইন নিরাপত্তা কী ব্যবহার করুন

গুরুত্বপূর্ণ: 'বিল্ট-ইন নিরাপত্তা কী' ফিচারের জায়গাটি এখন Google পাসকী সহায়তা নিয়ে নিয়েছে। পাসকী দিয়ে, আপনি একই ধরনের নিরাপত্তা পাবেন যা আপনি 'বিল্ট-ইন নিরাপত্তা কী' ফিচারে পান। বিল্ট-ইন Android নিরাপত্তা কী, অটোমেটিক পাসকীতে আপগ্রেড করা হয়েছে। পাসকী সম্পর্কে আরও জানুন

২০২৪ সালের এপ্রিলের মধ্যে বা তার পরে, iPhones-এ বিল্ট-ইন নিরাপত্তা কীগুলি যা Google Smart Lock অ্যাপ ব্যবহার করে তা Google অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেওয়া হবে। এটি হলে আপনি সাইন-ইন করার জন্য iPhone-এ বিল্ট-ইন নিরাপত্তা কীগুলি ব্যবহার করতে পারবেন না। নিচে উল্লেখ করা অ্যাকশনের মধ্যে কমপক্ষে একটি অ্যাকশন নিন যাতে সাইন-ইন করা চালিয়ে যেতে পারেন:

পরামর্শ:

  • আপনি যদি আগে কখনও আপনার সন্তানের Google অ্যাকাউন্টের জন্য কোনও iPhone-এর 'বিল্ট-ইন নিরাপত্তা কী' চালু করতে সাহায্য করে থাকেন, তাহলে আপনি তার iPhone-এর Google অ্যাকাউন্ট সেটিংস থেকে 'পাসকী' সেট-আপ করায় সাহায্য করতে পারবেন।
  • আপনি Google Workspace অ্যাডমিনিস্ট্রেটর হলে, ২০২৩ সালের ৫ জুন আপনাকে পাঠানো নির্দেশাবলী দেখতে পারেন। Workspace অ্যাকাউন্টের জন্য পাসকী চালু করা সম্পর্কে আরও জানুন
  • আপনি উন্নত সুরক্ষা প্রোগ্রামে এনরোল হলে, আপনাকে iPhone পাসকী তৈরি অথবা আপনার অ্যাকাউন্টে হার্ডওয়্যার নিরাপত্তা কী যোগ করতে হবে। আপনি এইসব ধাপের মধ্যে কোনওটিই বেছে নিতে না চাইলে, 'উন্নত সুরক্ষা' সেটিং থেকে নাম সরিয়ে নিতে পারবেন।

Chrome OS, iOS, macOS ও Windows-এর বর্তমান ভার্সন রয়েছে এমন ডিভাইসে সাইন-ইন করতে আপনি নিরাপদে ফোনের বিল্ট-ইন নিরাপত্তা কী সেট-আপ করতে পারবেন। এটি হ্যাকারদের থেকে আপনার অ্যাকাউন্টকে রক্ষা করতে সাহায্য করে, এমনকি তারা আপনার পাসওয়ার্ডের মতো তথ্য চুরি করলেও।

আপনার অ্যাকাউন্টে সাইন-ইন করার চেষ্টা করা হলে, Google চেক করতে পারবে ওই ডিভাইস ও আপনার যে ফোনে বিল্ট নিরাপত্তা কী রয়েছে সেই দুটি ডিভাইসের মধ্যে ব্লুটুথ সিগন্যাল চালু রয়েছে কিনা। আপনি যে স্বশরীরে ফোনের কাছে উপস্থিত রয়েছেন এবং অন্য কোনও লোকেশন থেকে অন্য কেউ সাইন-ইন করার চেষ্টা করছেন না, এইভাবে ব্লুটুথ চেক করে Google সেই ব্যাপারে নিশ্চিত হয়।

Android iPhone ও iPad

আপনার ফোনের বিল্ট-ইন নিরাপত্তা কী সেট-আপ করুন

Android 7.0 বা তার পরবর্তী ভার্সন রয়েছে এমন Android ফোনেই বিল্ট-ইন নিরাপত্তা কী সেট-আপ করা যায়। Android-এর ভার্সন কীভাবে দেখবেন ও আপডেট করবেন তা জানুন

ফোন উপযুক্ত হলে, আপনি নতুন ডিভাইসে সাইন-ইন করলে, অতিরিক্ত সুরক্ষার জন্য Google নিজে থেকে আপনার ফোনের বিল্ট-ইন নিরাপত্তা কী ব্যবহার করবে।

গুরুত্বপূর্ণ: আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র একটি বিল্ট-ইন নিরাপত্তা কী থাকতে পারে। আপনার একাধিক উপযুক্ত ফোন থাকলে, আপনাকে একটি বেছে নিতে হবে। যেকোনও সময় আপনি অন্য কোনও উপযুক্ত ফোনে সুইচ করতে পারবেন।
  1. ২-ধাপে যাচাইকরণ চালু করুন এবং যাচাইকরণের দ্বিতীয় ধাপ বেছে নিন।
    • আপনি ২-ধাপে যাচাইকরণ আগে থেকেই ব্যবহার করলে, পরের ধাপে যান।
  2. আপনার Android ফোনে myaccount.google.com/security দেখুন।
  3. "আপনি কিভাবে Google এ সাইন ইন করুন" প্যানেলের মধ্যে, পাসকী ও নিরাপত্তা কী বিকল্প বেছে নিন। আপনাকে হয়ত সাইন-ইন করতে হবে।
  4. স্ক্রিনের সবচেয়ে নিচে বাঁদিকে, নিরাপত্তা কী যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
  5. আপনার Android ফোন বেছে নিন এবং তারপর যোগ করুন। আপনি দেখতে পারবেন যে নিরাপত্তা কী হিসেবে আপনার ফোন যোগ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন ডিভাইসে সাইন-ইন করতে, আপনার ফোনের বিল্ট-ইন কী ব্যবহার করুন

  1. দুটি ডিভাইসেই ব্লুটুথ চালু রয়েছে কিনা তা নিশ্চিত করুন।
  2. নতুন ডিভাইসে সাইন-ইন করুন:
  3. বিজ্ঞপ্তির জন্য আপনার Android ফোন দেখুন।
  4. "আপনি কি সাইন-ইন করার চেষ্টা করছেন?" বিজ্ঞপ্তিতে ডবল ট্যাপ করুন।
  5. আপনিই যে সাইন-ইন করেছেন সেই ব্যাপারে নিশ্চিত করতে নির্দেশাবলী ফলো করুন।

আপনার ফোনের বিল্ট-ইন নিরাপত্তা কী সম্পর্কে মতামত পাঠান

আপনার অভিজ্ঞতা ও মতামত শেয়ার করে Google-কে সাহায্য করুন, যাতে আপনার নিজের ও অন্যদের জন্য এই প্রোডাক্ট আরও ভাল করা যায়।

মতামত পাঠান

সমস্যার সমাধান করুন

ফোনের বিল্ট-ইন নিরাপত্তা কী ব্যবহার করতে কোনও সমস্যা হলে, নিচে দেওয়া পরামর্শ চেষ্টা করে দেখুন।

এখনকার চেয়ে আরও কঠোর নিরাপত্তা পান

আইটি অ্যাডমিন, বড় ব্যবসায়ী, সাংবাদিক বা রাজনৈতিক প্রচার টিমের সদস্যের মতো যাদের ঝুঁকি বেশি, তাদের টার্গেট করা অ্যাটাক হতে পারে বলে আমরা আপনাকে উন্নত সুরক্ষা সেটিং ব্যবহার করার সাজেশন দিচ্ছি। আপনার Google অ্যাকাউন্টের জন্য এই প্রোগ্রাম সর্বাধিক সুরক্ষা দেয়, এজন্য কোনও চার্জ লাগে না।
true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

16961388437804234600
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false
false
false
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু