হ্যাক হওয়া অথবা পাসওয়ার্ড চুরি যাওয়া Google অ্যাকাউন্ট সুরক্ষিত করা

আপনার Google অ্যাকাউন্ট, Gmail বা অন্য Google প্রোডাক্টে কোনও অজানা অ্যাক্টিভিটি দেখতে পেলে, আপনার অনুমতি ছাড়া অন্য কেউ হয়ত এটি ব্যবহার করছেন। আপনি যদি মনে করেন আপনার Google অ্যাকাউন্ট বা Gmail হ্যাক হয়ে গেছে, তাহলে সন্দেহজনক অ্যাক্টিভিটি শনাক্ত করতে, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস ফিরে পেতে ও এটি আরও সুরক্ষিত করার জন্য নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।

ধাপ ১: আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন

আপনি সাইন-ইন করতে না পারলে

অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পৃষ্ঠায় যান এবং সাধ্য মতো প্রশ্নের সঠিক উত্তর দিন। এই পরামর্শগুলি কাজে লাগতে পারে।

যদি এগুলি হয়, অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পৃষ্ঠায় যান:

  • পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ফোন নম্বরের মতো অ্যাকাউন্টের তথ্য কেউ পরিবর্তন করলে।
  • কেউ একজন আপনার অ্যাকাউন্ট মুছে দিলে।
  • অন্য কোনও কারণে আপনি সাইন-ইন করতে না পারলে।

পরামর্শ: আপনি সঠিক অ্যাকাউন্টে সাইন-ইন করছেন কিনা তা নিশ্চিত করতে, আপনার ইউজারনেম ফিরিয়ে আনার চেষ্টা করুন

ধাপ ২: অ্যাক্টিভিটি পর্যালোচনা করুন এবং আপনার হ্যাক হওয়া Google অ্যাকাউন্ট সুরক্ষিত করুন

আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি পর্যালোচনা করা
  1. আপনার Google অ্যাকাউন্টে যান।
  2. বাঁদিকের নেভিগেশন প্যানেলে নিরাপত্তা বিকল্পটি বেছে নিন।
  3. "সাম্প্রতিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনা" প্যানেলে, নিরাপত্তা সংক্রান্ত ঘটনা পর্যালোচনা করুন বিকল্পটি বেছে নিন।
  4. কোনও সন্দেহজনক অ্যাক্টিভিটির জন্য চেক করুন:
    • আপনি করেননি এমন অ্যাক্টিভিটি খুঁজে পেলে: না, আমি এটি করিনি বিকল্পটি বেছে নিন। এরপরে, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য স্ক্রিনে দেখানো ধাপগুলি অনুসরণ করুন।
    • অ্যাক্টিভিটি যদি আপনি করে থাকেন: হ্যাঁ বিকল্পটি বেছে নিন। আপনি যদি এখনও মনে করেন আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছেন, অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তা চেক করুন
কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট ব্যবহার হচ্ছে তা পর্যালোচনা করুন
  1. আপনার Google অ্যাকাউন্টে যান।
  2. বাঁদিকের নেভিগেশন প্যানেলে নিরাপত্তা বিকল্পটি বেছে নিন।
  3. "আপনার ডিভাইস" প্যানেলে, ডিভাইস ম্যানেজ করুন বিকল্পটি বেছে নিন।
  4. আপনি শনাক্ত করতে পারছেন না এমন যেকোনও ডিভাইস দেখুন।
    • আপনি শনাক্ত করতে পারছেন না এমন কোনও ডিভাইস আপনি দেখলে: আপনি কি ডিভাইস শনাক্ত করতে পারছেন না? বিকল্পটি বেছে নিন। এরপরে, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য স্ক্রিনে দেখানো ধাপগুলি অনুসরণ করুন।
    • আপনি যদি সব ডিভাইস শনাক্ত করতে পারেন, কিন্তু তবুও আপনার মনে হয় অন্য কেউ আপনার অ্য়াকাউন্ট ব্যবহার করছে তাহলে: আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা দেখুন
আপনার ডিভাইস পর্যালোচনা করুন

ধাপ ৩: আরও বেশি নিরাপত্তা সংক্রান্ত ধাপ যোগ করুন

২-ধাপে যাচাইকরণ চালু করুন

২-ধাপে যাচাইকরণ সুবিধা ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টের হ্যাকিং প্রতিরোধ করা যেতে পারে। ২-ধাপে যাচাইকরণ সুবিধা ব্যবহার করে, আপনি এগুলির সাহায্য়ে সাইন-ইন করুন:

  • যা আপনি জানেন (আপনার পাসওয়ার্ড)
  • আপনার কাছে (ফোন, কোনও একটি নিরাপত্তা কী অথবা প্রিন্ট করা কোড) থাকলে

এইভাবে আপনার পাসওয়ার্ড চুরি গেলেও, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে।

২-ধাপে যাচাইকরণ চালু করুন

আপনার ব্যাঙ্ক বা স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন

নিশ্চিত করুন যে আপনার ব্যাঙ্ক বা সরকারি নির্দেশিকা অন্য কেউ যেন না দেয়। যেমন একটি অ্যাকাউন্ট খোলা বা টাকা পাঠানো সম্পর্কিত নির্দেশিকা। এটি গুরুত্বপূর্ণ যদি আপনার:

  • ব্যাঙ্ক সম্পর্কিত তথ্য অ্যাকাউন্টে সেভ করা থাকে। যেমন Google Pay বা Chrome-এ সেভ করা ক্রেডিট কার্ড।
  • অ্যাকাউন্টে সেভ করা ব্যক্তিগত তথ্য। যেমন পাসপোর্ট সংক্রান্ত তথ্য বা ট্যাক্স। যেমন, Google Photos, Google Drive অথবা Gmail-এ আপনার ব্যক্তিগত তথ্য সেভ করা থাকতে পারে।
  • মনে হয় আপনার পরিচয় কেউ ব্যবহার করছে বা আপনার ছদ্মবেশে কাজ করছে।
ক্ষতিকর সফ্টওয়্যার সরান

আপনার যদি মনে হয়, অ্যাকাউন্টে সন্দেহজনক অ্যাক্টিভিটি হচ্ছে, তাহলে আপনাকে ক্ষতিকর সফ্টওয়্যার সরাতে হতে পারে। আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা উন্নত করতে, নির্ভরযোগ্য অ্যান্টি-ভাইরাস সফ্টওয়্যার ইনস্টল করে রান করুন।

এছাড়াও, আপনি ফ্যাক্টরি সেটিংসে নিজের কম্পিউটার রিসেট করে এবং অপারেটিং সিস্টেম আবার ইনস্টল করতে পারবেন।

গুরুত্বপূর্ণ: আপনার প্রয়োজনের ফাইল ব্যাক-আপ নিচ্ছে কিনা দেখে নিন। Google Drive-এ ফাইল কীভাবে আপলোড করবেন তা জানুন
আরও সুরক্ষিত ব্রাউজার ইনস্টল করুন
কিছু ইন্টারনেট ব্রাউজারের নিরাপত্তা সম্পর্কিত সমস্যা আছে। Google Chrome-এর মতো আরও নিরাপদ ব্রাউজার ব্যবহার করুন।
পাসওয়ার্ড সতর্কতার সাহায্য পাসওয়ার্ড চুরি হওয়া প্রতিরোধ করুন
Google-এর নয় এমন অন্যান্য সাইটে আপনার পাসওয়ার্ড লিখলে, Google Chrome-এ পাসওয়ার্ড সতর্কতা আপনাকে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। এর ফলে, আপনি জানতে পারবেন যে আপনার পাসওয়ার্ড চুরি করার জন্য কোনও একটি সাইট Google বলে পরিচয় দিচ্ছে।
আপনার অ্যাপ ও ডিভাইস সুরক্ষিত করুন
আপনি ব্যবহার করেন সেই অন্যান্য Google প্রোডাক্টকে সুরক্ষিত করুন

আপনার Google অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে কিনা দেখুন

আপনি এগুলির মধ্যে কোনও কিছু লক্ষ্য করেন, তাহলে আপনার Google অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে।

গুরুত্বপূর্ণ: আপনার যদি মনে হয়, অন্য কেউ আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করেছে, তাহলে এগুলির জন্য আপনার পাসওয়ার্ড সাথে সাথেই পরিবর্তন করুন:

  • আপনার Google অ্যাকাউন্ট, যদি আগে থেকে পরিবর্তন না করে থাকেন
  • অ্যাপ ও সাইট:
    • যাতে আপনি নিজের Google অ্যাকাউন্টের পাসওয়ার্ডই ব্যবহার করেন
    • যা আপনার Google অ্যাকাউন্টের ইমেল আইডিতে আপনার সাথে যোগাযোগ করে
    • যাতে আপনি নিজের Google অ্যাকাউন্টের ইমেল আইডি থেকে সাইন-ইন করেন
    • আপনার Google অ্যাকাউন্টে যেখানে আপনি পাসওয়ার্ড সেভ করেছেন

এরপর, আপনি নিজের অ্যাকাউন্টের জন্য প্রথমবার ব্যবহার করা যেকোনও ডিভাইসকে দেখতে পারবেন

অ্যাকাউন্টে সন্দেহজনক অ্যাক্টিভিটি

গুরুত্বপূর্ণ সুরক্ষা সেটিংসে পরিবর্তন হয়েছে যা আপনি করেননি

এইসব সেটিংসে অপরিচিত পরিবর্তন দেখলে শীঘ্রই সেটিং ঠিক করুন:

অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ফোন নম্বর পর্যালোচনা করুন

অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ইমেল পর্যালোচনা করুন

আপনার ইমেল আইডি পর্যালোচনা করুন

আপনার নাম পর্যালোচনা করুন

অ্যাক্সেস আছে এমন অ্যাপ পর্যালোচনা করুন

অননুমোদিত আর্থিক অ্যাক্টিভিটি

আপনার আর্থিক অ্যাক্টিভিটি হয়ত সন্দেহজনক হতে পারে, যদি:

সন্দেহজনক গতিবিধি সম্পর্কিত বিজ্ঞপ্তি

পরামর্শ: আপনাকে সন্দেহজনক অ্যাক্টিভিটি সম্পর্কে বলতে, আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ফোন নম্বর ও ইমেল আইডি ব্যবহার করা হবে।

সন্দেহজনক অ্য়াক্টিভিটি হলে এগুলির মাধ্যমে আপনাকে জানানো হবে:

  • সন্দেহজনকভাবে সাইন-ইন করা হলে অথবা নতুন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কিত বিজ্ঞপ্তি।
  • আপনার ইউজারনেম, পাসওয়ার্ড বা অন্য কোনও নিরাপত্তা সেটিংসে পরিবর্তন করা হলে এবং সেটি আপনি যদি না করে থাকেন, সেই সম্পর্কিত বিজ্ঞপ্তি।
  • আপনি শনাক্ত করতে পারছেন না এমন অন্য কিছু অ্যাক্টিভিটি সম্পর্কিত বিজ্ঞপ্তি।
  • আপনার স্ক্রিনের উপরে একটি লাল রঙের বার যাতে উল্লেখ করা আছে, "আমরা আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক অ্যাক্টিভিটি শনাক্ত করেছি।"
  • আপনার "ডিভাইসের অ্যাক্টিভিটি এবং নিরাপত্তা সংক্রান্ত ঘটনা" সম্পর্কিত পৃষ্ঠা।

আপনার ব্যবহার করা Google প্রোডাক্টে সন্দেহজনক অ্যাক্টিভিটি

Gmail

Gmail সেটিংস

এগুলিতে অপরিচিত পরিবর্তন দেখলে শীঘ্রই সেটিং ঠিক করুন:

Gmail অ্যাক্টিভিটি

আপনার Gmail অ্যাক্টিভিটি সন্দেহজনক হতে পারে যদি:

YouTube

আপনার YouTube অ্যাক্টিভিটি সন্দেহজনক হতে পারে, যদি:

  • আপনার YouTube চ্যানেল-এ  এমন ভিডিও থাকে যা আপনি আপলোড করেননি, এমন কমেন্ট যা লেখেননি, অথবা এগুলিতে সন্দেহজনক পরিবর্তন হলে:
    • চ্যানেলের নাম
    • প্রোফাইল ফটো
    • বিবরণ
    • ইমেল সেটিংস
    • পাঠানো মেসেজ
Google Drive

আপনার Google Drive অ্যাক্টিভিটি সন্দেহজনক হতে পারে যদি:

Google Photos

আপনার Google Photos অ্যাক্টিভিটি সন্দেহজনক হতে পারে যদি:

Blogger

আপনার Blogger সম্পর্কিত অ্যাক্টিভিটি হয়ত সন্দেহজনক হতে পারে, যদি:

  • আপনি প্রকাশ করেননি এমন পোস্ট আপনার ব্লগে দেখা গেলে।
  • আপনি প্রকাশ করেননি এমন পোস্টে কমেন্ট পেলে।
  • আপনার Blogger-কে-ইমেল-করুন আইডি পরিবর্তন হয়েছে কিন্তু আপনি এটি পরিবর্তন করেননি।
  • আপনার ব্লগ দেখা যাচ্ছে না বা ব্লক করা হয়েছে।
Google Ads

আপনার Google বিজ্ঞাপন সম্পর্কিত অ্যাক্টিভিটি অপরিচিত মনে হলে তা সন্দেহজনক হতে পারে:

  • অজানা লিঙ্ক অথবা সাইট বা অ্যাপে নিয়ে যায় এমন বিজ্ঞাপন
  • আপনার বিজ্ঞাপনের খরচ বাড়ায়
  • অ্যাকাউন্টের মালিক, ম্যানেজার বা ব্যবহারকারীর জন্য করা পরিবর্তন
 
true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1866461142642860898
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false