আপনি যেকোনও সময়ে নিজের Google অ্যাকাউন্ট মুছে দিতে পারবেন। আপনি মত পরিবর্তন করলে, একটি নির্দিষ্ট সময়ের পরে এটি হয়ত আর ফিরিয়ে আনতে পারবেন না।
ধাপ ১: আপনার Google অ্যাকাউন্ট মুছে দেওয়ার অর্থ কী তা জানুন
- আপনি ইমেল, ফাইল, ক্যালেন্ডার এবং ফটোর মতো সেই অ্যাকাউন্টের সমস্ত ডেটা এবং কন্টেন্ট আর অ্যাক্সেস করতে পারবেন না।
- আপনি সেই অ্যাকাউন্ট দিয়ে Gmail, Drive, Calendar অথবা Play-এর মত যেসব Google পরিষেবায় সাইন-ইন করেন সেগুলি আর অ্যাক্সেস করতে পারবেন না।
- আপনার সাবস্ক্রিপশন এবং YouTube বা Google Play-তে সেই অ্যাকাউন্ট দিয়ে কেনা কন্টেন্ট যেমন অ্যাপ, সিনেমা, গেম, মিউজিক এবং টিভি শো আর অ্যাক্সেস করতে পারবেন না।
আমি নিজের Google অ্যাকাউন্ট মুছে দেওয়ার পরে কী হবে?
Google Play
- Play Store থেকে অ্যাপ বা গেম পাবেন না ও আপডেট করতে পারবেন না।
- আপনার কেনা মিউজিক, সিনেমা, বই অথবা ম্যাগাজিন ব্যবহার করতে পারবেন না।
- অন্য যেকোনও জায়গা থেকে কেনা কোনও মিউজিক এবং Google Play-তে যোগ করা মিউজিকে অ্যাক্সেস হারাবেন।
- আপনি হয়ত নিজের গেমের অগ্রগতি, কৃতিত্ব এবং অন্য Google Play ডেটা আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস করতে পারবেন না।
পরিচিতি
যেসব পরিচিতি আপনার ডিভাইসে আলাদা করে স্টোর করা হয় না, শুধু আপনার Google অ্যাকাউন্টে সেভ করা হয় সেগুলির অ্যাক্সেস হারাবেন।
Drive
- Drive-এ ডেটা সেভ হবে না। এই ডেটাতে আপনার ডিভাইস দিয়ে তোলা ফটো বা ইমেল থেকে ডাউনলোড করা ফাইল অন্তর্ভুক্ত।
- আপনি মুছে দেওয়া অ্যাকাউন্ট থেকে ফাইল ডাউনলোড করতে বা সেই অ্যাকাউন্টে ফাইল আপলোড করতে পারবেন না।
মুছে ফেলা অ্যাকাউন্টের জন্য কোনও Chrome অ্যাপ বা এক্সটেনশন ব্যবহার করতে পারবেন না।
আপনি এখনও এগুলি করতে পারবেন:
- অন্য কোনও ব্যক্তিকে সাময়িকভাবে আপনার Chromebook ব্যবহার করতে দেওয়া
- মুছে ফেলা হয়নি এমন Google অ্যাকাউন্টের মাধ্যমে সাইন-ইন করা
আমার Google অ্যাকাউন্ট হ্যাক করা হলে কীভাবে তা মুছে দেব?
হ্যাক হওয়া বা তথ্য চুরি হয়ে যাওয়া কোনও Google অ্যাকাউন্ট মুছে দেওয়ার আগে, নিরাপত্তা যাচাই ব্যবহার করার কথা বিবেচনা করে দেখুন, যাতে আপনার অ্যাকাউন্টের কোন অংশ আপনার অনুমতি না নিয়ে অ্যাক্সেস করা হয়েছে সেই সম্পর্কে আরও জানতে পারেন। এই ভাবে, হ্যাকার যাতে নতুন করে আর কোনও ক্ষতি করতে না পারে তার জন্য পদক্ষেপ নিতে পারবেন। যেমন আপনি যদি:
-
নিজের Google অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ করে থাকেন, সেগুলি অ্যাক্সেস করা হয়েছে কিনা খুঁজে পেতে পারবেন যাতে জানতে পারেন যে সেগুলি পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা।
-
নিজের Google অ্যাকাউন্টে পরিচিতি সেভ করে থাকেন, সেগুলি ডাউনলোড করা হয়েছে কিনা তা খুঁজে পেতে পারবেন যাতে আপনার পরিচিতিতে থাকা ব্যক্তিদের জানিয়ে দিতে পারেন, সন্দেহজনক মেসেজের জন্য তাদের খেয়াল রাখতে হবে কিনা।
-
ট্রানজ্যাকশনের জন্য Google Wallet ব্যবহার করে থাকেন, কোনও অননুমোদিত পেমেন্ট করা হয়েছে কিনা তা চেক করতে পারবেন যাতে আপনি সেগুলি সম্পর্কে নিষ্পত্তি করতে পারেন।
গুরুত্বপূর্ণ: আপনার অ্যাকাউন্ট মুছে দেওয়া হলে, সেই অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি পর্যালোচনা করার জন্য আর 'নিরাপত্তা যাচাই' ব্যবহার করতে পারবেন না।
ধাপ ২: আপনার Google অ্যাকাউন্টের তথ্য রিভিউ ও ডাউনলোড করুন
আপনি নিজের Google অ্যাকাউন্ট মুছে দেওয়ার আগে:
- আপনার অ্যাকাউন্টের তথ্য পর্যালোচনা করুন। আপনি যে ডেটা রেখে দিতে চান সেটি কীভাবে ডাউনলোড করবেন জানুন।
- আপনি অনলাইন ব্যাঙ্কিং, সোশ্যাল মিডিয়া বা অ্যাপের জন্য নিজের Gmail আইডি ব্যবহার করলে, এইসব পরিষেবার জন্য নতুন ইমেল আইডি যোগ করুন।
- আপনি ভবিষ্যতে নিজের অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে চাইলে, অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্য আপডেট করুন। অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্য কীভাবে যোগ করতে হয় সে বিষয়ে জানুন।
ধাপ ৩: আপনার Google অ্যাকাউন্ট মুছে দিন
গুরুত্বপূর্ণ: আপনার একটির বেশি Google অ্যাকাউন্ট থাকলে, একটি মুছে দিলেও অন্যগুলি মুছে যাবে না।
- Go to the Data & Privacy section of your Google Account.
- Scroll to "Your data & privacy options."
- Select More options Delete your Google Account.
- Follow the instructions to delete your account.
আমার Gmail অ্যাকাউন্ট আমি কীভাবে মুছে দেব?
আপনি নিজের Google অ্যাকাউন্ট থেকে Gmail অ্যাকাউন্ট সরিয়ে নিতে পারবেন। এটি মুছে দিলে আপনার Google অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে মুছে যাবে না।
গুরুত্বপূর্ণ: আপনি নিজের Google অ্যাকাউন্ট মুছে দিলে, আপনার Gmail অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকা ডেটা মুছে যাবে। আপনি সেই Gmail অ্যাকাউন্টে আর লগ-ইন করতে পারবেন না।
আপনার Google অ্যাকাউন্ট না মুছেই নিজের Gmail অ্যাকাউন্ট মুছে দিন
গুরুত্বপূর্ণ: আপনার Google অ্যাকাউন্ট না মুছেই Gmail অ্যাকাউন্ট মুছে দিতে, আপনার Google অ্যাকাউন্টের সাথে যুক্ত আলাদা ইমেল আইডি প্রয়োজন।
- আপনার Google অ্যাকাউন্টে যান।
- বাঁদিকে, ডেটা ও গোপনীয়তা বিকল্প বেছে নিন।
- স্ক্রল করে "আপনার ব্যবহার করা অ্যাপ এবং পরিষেবা থেকে পাওয়া ডেটা" বিকল্পে যান।
- কোনও Google পরিষেবা মুছে দিন বিকল্প বেছে নিন।
- "Gmail"-এর পাশে, 'মুছে দিন ' বিকল্প বেছে নিন।
- আগে থাকা এমন কোনও ইমেল আইডি লিখুন যার মাধ্যমে আপনি সাইন-ইন করতে চান।
- যাচাইকরণ ইমেল পাঠান বিকল্প বেছে নিন।
- আপনার আগে থাকা ইমেল আইডি যাচাই করতে, সেই ইমেল আইডিতেই একটি ইমেল পাবেন। আপনি নতুন ইমেল আইডি যাচাই না করা পর্যন্ত, আপনার Gmail আইডি মুছে দেওয়া হবে না।
আমি কীভাবে নিজের Google অ্যাকাউন্ট থেকে অন্যান্য পরিষেবা সরিয়ে দেব?
আপনি সম্পূর্ণ Google অ্যাকাউন্ট মুছে দিতে না চাইলে, কীভাবে তা করবেন জানুন:
আমার ফোন থেকে কীভাবে নিজের Google অ্যাকাউন্ট সরিয়ে দেব?
আপনার ফোন থেকে কোনও অ্যাকাউন্ট মুছে না ফেলে তাকে সরিয়ে দিতে, নিচের নির্দেশাবলী ফলো করুন। আপনি নিজের ফোন খুঁজে না পেলে, প্রস্তুতকর্তার সহায়তা সম্পর্কিত সাইট দেখুন।
আমি নিজের Google অ্যাকাউন্ট কীভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনব?
আপনি মত পরিবর্তন করলে বা ভুলবশত নিজের Google অ্যাকাউন্ট মুছে ফেললে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি হয়ত ফিরিয়ে আনতে পারবেন। কীভাবে আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন তা জানুন।