২-ধাপে যাচাইকরণ চালু করুন

পাসওয়ার্ড চুরি হয়ে গেলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, ২-ধাপে যাচাইকরণ বা দুই-ধাপে যাচাইকরণ বিকল্প ব্যবহার করে অ্যাকাউন্টে সুরক্ষার আরেকটি স্তর যোগ করতে পারবেন।

২-ধাপে যাচাইকরণ সেট-আপ করার পরে আপনি এগুলি ব্যবহার করে অ্যাকাউন্টে সাইন-ইন করবেন:

  • আপনার পাসওয়ার্ড ও আরেকটি ধাপ
  • আপনার পাসকী

পরামর্শ:

  • ডিফল্ট হিসেবে, পাসকী তৈরি করার সময় আপনি একটি পাসকী-ফার্স্ট, পাসওয়ার্ড-ছাড়া সাইন-ইন করার অভিজ্ঞতা পাওয়ার সুবিধা চালু করেন।
  • আপনি সবসময় প্রথমে পাসওয়ার্ড ব্যবহার করতে চাইলে, আপনার অ্যাকাউন্ট সেটিংসে এই ডিফল্ট পছন্দ পরিবর্তন করতে পারেন।

২-ধাপে যাচাইকরণের অনুমতি দেওয়া

  1. আপনার Google অ্যাকাউন্ট খুলুন।
  2. নেভিগেশন প্যানেল থেকে সুরক্ষা বিকল্প বেছে নিন।
  3. "Google-এ কীভাবে সাইন-ইন করবেন" বিকল্পের নিচে ২-ধাপে যাচাইকরণ চালু করুন বিকল্প বেছে নিন।
  4. স্ক্রিনে দেখানো ধাপগুলি অনুসরণ করুন।

পরামর্শ: আপনি যদি অফিস, স্কুল অথবা অন্য গ্রুপের কাজের জন্য কোনও অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন সেই সব ক্ষেত্রে এই ধাপগুলি কাজ নাও করতে পারে। আপনি যদি '২-ধাপে যাচাইকরণ' সেট-আপ করতে না পারেন, সাহায্যের জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন

২-ধাপে যাচাইকরণ চালু করুন

দ্বিতীয় ধাপের মাধ্যমে নিজের পরিচয় যাচাই করা

গুরুত্বপূর্ণ:

  • আপনি পাসকী দিয়ে সাইন-ইন করলে যাচাইকরণের দ্বিতীয় ধাপ আর সম্পূর্ণ করতে হয় না, কারণ আপনার ডিভাইস যে আপনার কাছেই আছে তা যাচাই করা হয়। পাসকী শুধু আপনার ডিভাইসেই থাকতে পারে, পাসওয়ার্ডের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না। এটি কোথাও লিখে রাখা যায় না বা ভুল করে কোনও প্রতারকের হাতে চলে যায় না।

আপনি ২-ধাপে যাচাইকরণ চালু করার পরে, পাসওয়ার্ড লিখে সাইন-ইন করার বিকল্প বেছে নিলে নিজের পরিচয় যাচাই করার জন্য আপনাকে আরেকটি ধাপ সম্পূর্ণ করতে হবে। আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, Google আপনাকে নির্দিষ্ট দ্বিতীয় ধাপ সম্পূর্ণ করতে বলবে।

Google প্রম্পট ব্যবহার করা

আপনি পাসকী দিয়ে সাইন-ইন করার বিকল্প বেছে না নিলে দ্বিতীয় ধাপ হিসেবে Google প্রম্পট ব্যবহার করলে ভালো হয়। যাচাইকরণ কোড লেখার থেকে একটি প্রম্পটে ট্যাপ করা বেশি সহজ। এছাড়াও, সিম কার্ড পরিবর্তন বা ফোন নম্বর ভিত্তিক অন্যান্য হ্যাকিং পদ্ধতি থেকে প্রম্পট সুরক্ষিত রাখতে সাহায্য করে।

আপনি এগুলিতে পুশ বিজ্ঞপ্তি হিসেবে Google প্রম্পট পাবেন:

  • আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করা Android ফোন।
  • আপনার Google অ্যাকাউন্টে Gmail অ্যাপ , Google Photos অ্যাপ Photos, YouTube অ্যাপ YouTube, অথবা Google অ্যাপ দিয়ে সাইন-ইন করে আছে এমন iPhone

বিজ্ঞপ্তিতে দেওয়া আপনার ডিভাইস ও লোকেশন সংক্রান্ত তথ্যের ভিত্তিতে আপনি এগুলি করতে পারবেন:

  • আপনি সাইন-ইন করার অনুরোধ করে থাকলে, হ্যাঁ বিকল্পে ট্যাপ করে অনুমতি দিন।
  • আপনি সাইন-ইন করার অনুরোধ না করে থাকলে, না বিকল্পে ট্যাপ করে ব্লক করুন।

অতিরিক্ত সুরক্ষার জন্য Google আপনার কাছে পিন বা কনফার্মেশনের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য জানতে চাইতে পারে।

যাচাইকরণের অন্যান্য পদ্ধতি ব্যবহার করুন

নিম্নলিখিত কারণে আপনি অন্যান্য পদ্ধতিতে যাচাইকরণ সেট-আপ করতে পারেন:

  • ফিশিংয়ের বিরুদ্ধে অতিরিক্ত নিরাপত্তা
  • Google প্রম্পট না পাওয়া
  • ফোন হারিয়ে ফেলা

বিশ্বস্ত ডিভাইসে দ্বিতীয় ধাপ এড়িয়ে যাওয়া

কম্পিউটার বা ফোন থেকে প্রত্যেকবার সাইন-ইন করার সময় দ্বিতীয় ধাপ সম্পূর্ণ করতে না চাইলে, "এই কম্পিউটারে আবার জিজ্ঞাসা করবে না" বা "এই ডিভাইসে আবার জিজ্ঞাসা করবে না" বিকল্পের পাশে চেকবক্সে টিক দিন।
গুরুত্বপূর্ণ: নিয়মিত ব্যবহার করেন শুধু এমন ডিভাইসেই এই চেকবক্সে টিক দেবেন এবং অন্য কারও সাথে শেয়ার করবেন না।

সম্পর্কিত রিসোর্স

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

4918072228081770341
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
false
false
false