অ্যাপ পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করা

গুরুত্বপূর্ণ: অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড সাজেস্ট করা হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রে তা অপ্রয়োজনীয়। নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য, আপনার Google অ্যাকাউন্টে অ্যাপ কানেক্ট করতে, "Google-এর মাধ্যমে সাইন-ইন করুন" ফিচার ব্যবহার করুন।

অ্যাপ পাসওয়ার্ড হল একটি ১৬ সংখ্যার পাসকোড, এটি কম নিরাপদ অ্যাপ বা ডিভাইসকে আপনার Google অ্যাকাউন্ট অ্যাক্সেস করার অনুমতি দেয়। যেসব অ্যাকাউন্টে ২-ধাপে যাচাইকরণ চালু করা আছে, শুধু সেই অ্যাকাউন্টেই অ্যাপ পাসওয়ার্ড ব্যবহার করা যাবে।

অ্যাপ পাসওয়ার্ড কখন ব্যবহার করতে হবে

পরামর্শ: iOS 11 অথবা এর পরবর্তী যেকোনও ভার্সন সহ iPhone ও iPad-এ অ্যাপ পাসওয়ার্ডের প্রয়োজন নেই। পরিবর্তে “Google-এর মাধ্যমে সাইন-ইন করুন” ফিচার ব্যবহার করুন।

অ্যাপে "Google-এর মাধ্যমে সাইন-ইন করুন" ফিচার ব্য়বহার করার সুবিধা না থাকলে, আপনি এগুলির মধ্যে একটি করে দেখতে পারেন:

  • অ্যাপ পাসওয়ার্ড ব্যবহার করুন
  • আরও নিরাপদ অ্যাপ বা ডিভাইসে পরিবর্তন করুন

অ্যাপ পাসওয়ার্ড তৈরি করুন ও ব্যবহার করুন

গুরুত্বপূর্ণ: অ্যাপ পাসওয়ার্ড তৈরি করতে, আপনার Google অ্যাকাউন্টে '২-ধাপে যাচাইকরণ' ফিচার থাকা প্রয়োজন।

আপনি '২-ধাপে যাচাইকরণ' ব্যবহার করলে এবং সাইন-ইন করার সময় "ভুল পাসওয়ার্ড", এমন কোনও সমস্যার মেসেজ পেলে, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করতে পারেন।

আপনার অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড তৈরি ও ম্যানেজ করা। আপনাকে, নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে হতে পারে।

আপনি যদি '২-ধাপে যাচাইকরণ' সেট-আপ করে থাকেন, কিন্তু অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড যোগ করার কোনও বিকল্প খুঁজে না পান, সেক্ষেত্রে তার কারণ হতে পারে:

পরামর্শ: সাধারণত, আপনাকে প্রতিটি অ্যাপ বা ডিভাইসে একবার অ্যাপ পাসওয়ার্ড লিখতে হবে।

কেন আপনার একটি অ্যাপ পাসওয়ার্ডের প্রয়োজন হতে পারে

পরামর্শ: আপনি যে অ্য়াপ বা ডিভাইসের সাথে নিজের অ্যাকাউন্ট কানেক্ট করতে চান তাতে "Google-এর মাধ্যমে সাইন-ইন করুন" ফিচার না থাকলে কোনও অ্যাপ পাসওয়ার্ড তৈরি করবেন না।

আপনি '২-ধাপে যাচাইকরণ' বিকল্প ব্যবহার করার সময় অপেক্ষাকৃত কম নিরাপদ অ্যাপ বা ডিভাইসকে আপনার Google অ্যাকাউন্টের অ্যাক্সেস থেকে ব্লক করা হতে পারে। অ্যাপ পাসওয়ার্ড হল ব্লক করা অ্যাপ বা ডিভাইসকে আপনার Google অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে দেওয়ার একটি উপায়।
পাসওয়ার্ড পরিবর্তন করার পরে অ্যাপ পাসওয়ার্ড সরিয়ে দেওয়া হয়

আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সাহায্য করতে, আপনি নিজের Google অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করলে, আমরা আপনার অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড সরিয়ে নিই। আপনার Google অ্যাকাউন্ট দিয়ে কোনও অ্য়াপ ব্য়বহার করা চালিয়ে যেতে, একটি নতুন অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড তৈরি করুন

পরামর্শ: অ্য়াপে "Google-এর মাধ্যমে সাইন-ইন করুন" ফিচার থাকলে, আমরা আপনাকে Google অ্যাকাউন্টের সাথে অ্যাপটি কানেক্ট করার জন্য ওই ফিচারটি ব্যবহার করতে সাজেস্ট করি।

আপনার অ্যাপ পাসওয়ার্ড ভুলে গেছেন

প্রতিটি অ্যাপ পাসওয়ার্ড শুধুমাত্র একবারই চেক করা যায়। আপনি যেকোনও সময় নতুন অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন।

আপনার অ্যাপ পাসওয়ার্ড ব্যবহারকারী ডিভাইসটি হারিয়ে গেলে:

  1. আপনার Google অ্যাকাউন্টে যান।
  2. উপরের দিকে, নিরাপত্তা বিকল্পে ট্যাপ করুন।
  3. অ্যাপ পাসওয়ার্ড বিকল্পে ট্যাপ করুন ও আপনার হারিয়ে যাওয়া ডিভাইস থেকে অ্যাপের পাসওয়ার্ড সরিয়ে দিন। আপনাকে আবার সাইন-ইন করতে হতে পারে।
আপনি এখনও সাইন-ইন করতে পারছেন না

Google-এর নয় এমন অ্যাপ ব্যবহার করলে এবং তাতে সাইন-ইন করতে না পারলে, অ্যাপটির সাইন-ইন করার প্রক্রিয়া নিরাপদ নাও হতে পারে। অ্যাপের লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন এবং "Google-এর মাধ্যমে সাইন-ইন করুন" ফিচার বিকল্প হিসেবে থাকলে সেটা ব্যবহার করুন।

পরামর্শ: এছাড়াও আপনি আরও সুরক্ষিত অ্যাপে পরিবর্তন করতে পারবেন।

অ্যাপ পাসওয়ার্ড সরানো

অ্যাপ পাসওয়ার্ডের অনুমোদন থাকা ডিভাইসটি হারিয়ে ফেললে অথবা যে অ্যাপে এটি রয়েছে সেটি আর ব্যবহার না করলে, আমরা এটির অ্যাপ পাসওয়ার্ড সরিয়ে দিতে সাজেস্ট করি। সেই ডিভাইস বা অ্যাপ থেকে যাতে কেউ আপনার Google অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে না পারে, এটি তা নিশ্চিত করতে সাহায্য করে।

অ্যাপ পাসওয়ার্ড সরাতে হলে:

  1. আপনার অ্যাপ পাসওয়ার্ড দেখুন।
  2. অ্যাপ পাসওয়ার্ড সহ অ্যাপের তালিকায়, কোনটির পাসওয়ার্ড আপনি সরাতে চান সেটি খুঁজে নিন।
  3. অ্যাপ থেকে অ্যাক্সেস করা সরাতে, 'সরান Remove' বিকল্পে ক্লিক করুন।

পরামর্শ:

  • আপনি Android 4.0 বা তার পরবর্তী যেকোনও ভার্সন ব্যবহার করলে, আমরা সাজেস্ট করব যে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকা অ্যাপ থেকে "Android" সরিয়ে দিন।
  • আপনি একবার অ্যাপ পাসওয়ার্ড সরিয়ে নিলে, ওই অ্যাপ আর আপনার Google অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে না।
Microsoft Outlook-এর সমস্যার সমাধান করুন
  • "Google-এর মাধ্যমে সাইন-ইন করুন" ফিচার ব্যবহার করুন:
    • আপনার Google অ্যাকাউন্টের ইউজারনেম দিয়ে Outlook অ্যাপে সাইন-ইন করার চেষ্টা করুন। Outlook অ্যাপ বা প্রোগ্রামের লেটেস্ট ভার্সন আপনার ডিভাইসে আছে কিনা দেখে নিন।
  • অ্যাপ পাসওয়ার্ড ব্যবহার করুন:
    • আপনার Google অ্যাকাউন্টে '২-ধাপে যাচাইকরণ' ফিচার চালু করা থাকলে এবং আপনি "Google-এর মাধ্যমে সাইন-ইন করুন" ফিচার ব্যবহার করতে না পারলে, অ্যাপ পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।
true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13075668065954993581
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false