একবারে একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করা

আপনার একাধিক Google অ্যাকাউন্ট থাকলে, আপনি একবারে একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারেন। সেটি করলে, আপনি সাইন-আউট এবং আবার সাইন-ইন না করেই একটি অ্যাকাউন্ট থেকে আরেকটিতে পরিবর্তন করতে পারবেন।

আপনার অ্যাকাউন্টগুলির সেটিংস আলাদা হলেও, কিছু ক্ষেত্রে আপনার ডিফল্ট অ্যাকাউন্ট-এর সেটিংস প্রযোজ্য হতে পারে।

অ্যাকাউন্ট যোগ করা

  1. আপনার কম্পিউটারে Google-এ সাইন-ইন করুন।
  2. উপরে ডানদিক থেকে আপনার প্রোফাইল ছবি বা আদ্যক্ষর বেছে নিন।
  3. মেনু থেকে অ্যাকাউন্ট যোগ করুন বিকল্প বেছে নিন।
  4. আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেটিতে সাইন-ইন করতে নির্দেশাবলী অনুসরণ করুন।

অ্যাকাউন্ট পরিবর্তন করা

আপনার মোবাইল ডিভাইসে কিছু Google অ্যাপেও আপনি অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন। বিভিন্ন অ্যাপে অ্যাকাউন্ট পরিবর্তন করার ধাপগুলি আলাদা হয়। কীভাবে আপনার ডিভাইসে অ্যাকাউন্ট যোগ করবেন তা জানুন। Google অ্যাপ ব্যবহারের সময় কোন অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করা হবে তা আপনি বেছে নিতে পারবেন।

একাধিক অ্যাকাউন্টে কখন সাইন-ইন করা উচিত

আমাদের সাজেশন হল যেসব ডিভাইস আপনি অন্যদের সাথে শেয়ার করেন না শুধু সেগুলিতেই একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করুন।

অন্যদের সাথে ডিভাইস শেয়ার করলে, নিরাপদে Google-এ সাইন-ইন করার অন্য বিকল্পগুলি সম্পর্কে জানুন।

কীভাবে আপনার অ্যাকাউন্টগুলি আলাদা করে চিনবেন

আপনি কোন অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন তা শনাক্ত করতে:

  1. আপনার কম্পিউটারে Google-এর পৃষ্ঠায় যান, যেমন www.google.com লিঙ্কে।
  2. উপরে ডানদিক থেকে আপনার প্রোফাইল ছবি বা আদ্যক্ষর বেছে নিন।
  3. মেনুতে আপনার অ্যাকাউন্টের নামের নিচে কোন ইমেল আইডি দেখানো হচ্ছে সেটি চেক করুন।

যাতে আপনার অ্যাকাউন্টগুলি আলাদাভাবে চেনা যায় সেই জন্য আলাদা প্রোফাইল ফটো বা Gmail থিম ব্যবহার করতে পারেন।

সব প্রোডাক্টে একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করা যায় না

Blogger, Google Ads এবং Analytics সহ কিছু Google প্রোডাক্টে একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করা যায় না। এই ধরনের প্রোডাক্টে আপনি নিজের ডিফল্ট অ্যাকাউন্টে সাইন-ইন করবেন।

কিছু Google প্রোডাক্টে একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করার পদ্ধতি আলাদা। Google Docs, Sheets বা Slides-এ এক অ্যাকাউন্ট থেকে আরেকটিতে কীভাবে পরিবর্তন করবেন তা জানুন।

পরামর্শ: যদি একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করার বিকল্প না থাকে, তাহলে আপনি Chrome প্রোফাইল বা ছদ্মবেশী মোড ব্যবহার করতে পারেন।

সাইন-আউট করা

গুরুত্বপূর্ণ: সাইন-আউট করার আগে ব্যাক-আপ যাচাইকরণ পদ্ধতি সেট-আপ করা আছে কিনা দেখে নিন, যাতে পরেরবার সাইন-ইন করার সময় অসুবিধা হলে সেটি ব্যবহার করা যায়।

  1. আপনার ডিভাইসে Google-এর পৃষ্ঠায় যান, যেমন www.google.com লিঙ্কে।
  2. উপরে ডানদিক থেকে আপনার প্রোফাইল ছবি বা আদ্যক্ষর বেছে নিন।
  3. মেনু থেকে সাইন-আউট করুন বা সব অ্যাকাউন্ট থেকে সাইন-আউট করুন বিকল্প বেছে নিন।

সাইন-ইন পৃষ্ঠা থেকে আপনার অ্যাকাউন্ট সরিয়ে দিন

  1. আপনার ডিভাইসে এমন ব্রাউজারে যান যেখানে আপনি সাইন-ইন করে আছেন, যেমন Chrome
  2. myaccount.google.com লিঙ্কে যান।
  3. উপরে ডানদিক থেকে আপনার প্রোফাইল ছবি বা আদ্যক্ষর বেছে নিন।
  4. সাইন-আউট করুন বা সব অ্যাকাউন্ট থেকে সাইন-আউট করুন বিকল্প বেছে নিন।
  5. একটি অ্যাকাউন্ট সরিয়ে দিন বিকল্প বেছে নিন।
  6. অ্যাকাউন্টের পাশে 'সরিয়ে দিন' Remove বিকল্প বেছে নিন।
  7. ঐচ্ছিক: আপনি Firefox বা Safari-র মতো অন্য ব্রাউজারেও সাইন-ইন করে থাকলে, প্রতিটির জন্য এই ধাপগুলির পুনরাবৃত্তি করুন।

অ্যাকাউন্টগুলির সেটিংস আলাদা হয়

আপনার প্রতিটি অ্যাকাউন্টের জন্য আপনি আলাদাভাবে সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করলে সেগুলির মধ্যে সাধারণত অ্যাকাউন্ট সেটিংস শেয়ার করা হয় না। যেমন, আপনার অ্যাকাউন্টগুলিতে ভাষার সেটিংস বা সাইন-ইন করার ধাপগুলি আলাদা হতে পারে।

কিছু ক্ষেত্রে ডিফল্ট অ্যাকাউন্টের সেটিংস অন্য ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে

আপনি একইসাথে একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকলে, কোন অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেটি কখনও কখনও আমরা বুঝতে পারি না। যেমন, আপনি দুটি অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকা অবস্থায় নতুন ব্রাউজার উইন্ডো খুললে কোন অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান তা আমরা বুঝতে পারি না। এই ধরনের পরিস্থিতিতে Google আপনার ডিফল্ট অ্যাকাউন্টের সেটিংস প্রয়োগ করতে পারে, যেমন সেটির ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি এবং পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর সেটিংস।

ডিফল্ট অ্যাকাউন্ট বলতে কী বোঝায়

অনেক ক্ষেত্রে, আপনি প্রথম যে অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করেছেন সেটিই আপনার ডিফল্ট অ্যাকাউন্ট। মোবাইল ডিভাইসের ক্ষেত্রে সেটির অপারেটিং সিস্টেম এবং আপনার ব্যবহার করা অ্যাপগুলির উপর নির্ভর করে ডিফল্ট অ্যাকাউন্টে পরিবর্তন হতে পারে।

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6086076343336211870
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false