Google-এর মাধ্যমে সাইন-ইন করার প্রক্রিয়াতে আসলে কী ঘটে
গুরুত্বপূর্ণ: Google-এর মাধ্যমে সাইন-ইন করতে হলে আপনার একটি Google অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার Google অ্যাকাউন্ট হল সেই অ্যাকাউন্টটি যা আপনি Gmail, Drive এবং অন্যান্য Google অ্যাপে ব্যবহার করেন।
'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচারটি আপনাকে নিজের Google অ্যাকাউন্ট ব্যবহার করে সহজে ও নিরাপদে থার্ড-পার্টি অ্যাপ অথবা পরিষেবাতে সাইন-ইন করতে সাহায্য করে। আপনি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচারটি ব্যবহার করলে, আলাদা আলাদা পরিষেবাতে আপনাকে বারবার ইউজারনেম ও পাসওয়ার্ড লিখতে হবে না।
পরামর্শ:
- থার্ড-পার্টি হল এমন কোনও কোম্পানি বা ডেভেলপার যারা Google-এর কেউ নয়। আপনি বিশ্বাস করেন এমন থার্ড-পার্টির সাথেই শুধুমাত্র ডেটা শেয়ার করুন।
- আপনার Google অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে সমস্যা হলে আপনি নিজের Google অ্যাকাউন্ট বা Gmail কীভাবে ফিরিয়ে আনবেন সেই সম্পর্কে আরও জানতে পারবেন।
সাইন-ইন করার আলাদা আলাদা পদ্ধতি
আপনি Google অ্যাকাউন্ট ব্যবহার করে থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবায় ৩টি উপায়ে সাইন-ইন করতে পারেন। সাইন-ইন করার জন্য আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার করার এগুলি হল পদ্ধতি:
- 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' বোতাম
- Google সাইন-ইন প্রম্পট
- অটোমেটিক সাইন-ইন
'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' বোতাম
গুরুত্বপূর্ণ: অটোমেটিক সাইন-ইন ব্যবহার করতে, আপনাকে নিজের Google অ্যাকাউন্টে আগে থেকেই সাইন-ইন করতে হবে এবং সাইন-ইন করার উদ্দেশ্যে থার্ড-পার্টির সাথে আপনার প্রোফাইলের তথ্য শেয়ার করার ব্যাপারে সম্মতি আগেই দিতে হবে। আপনি থার্ড-পার্টিতে সম্মতি না দিলে Google সাইন-ইন প্রম্পট দেখা যায়।
কোনও রকম বাধা ছাড়াই ব্যবহারের অভিজ্ঞতা আপনাকে প্রদান করতে, আপনি কোনও অ্যাপ বা পরিষেবা আবার ব্যবহারের জন্য ফিরে গেলে অটোমেটিক সাইন-ইন প্রক্রিয়াটি সাইন-ইন করার জন্য প্রয়োজনীয় ম্যানুয়াল ধাপগুলিকে সরিয়ে দেয়। সাইন-ইন করার সময় একটি ডায়ালগ বক্সে প্রক্রিয়াটি দেখানো হয়।
Google-এর মাধ্যমে সাইন-ইন করার সুবিধা কী কী
আপনি Google-এর মাধ্যমে সাইন-ইন করলে ইন্টারনেট জুড়ে Google অ্যাকাউন্টের বিশ্বস্ত নিরাপত্তা কাজে লাগিয়ে অন্যান্য ওয়েবসাইট ও অ্যাপে সাইন-ইন ও সাইন-আপ করার কাজ আপনার পক্ষে সহজ হয়। এই প্রক্রিয়াটি পাসওয়ার্ডের উপর আপনার নির্ভরতা সরিয়ে দেয় ফলে এর সাথে সম্পর্কিত ঝামেলা এবং নিরাপত্তার ঝুঁকিও কমে যায়।
উন্নত নিরাপত্তা
সহজে ব্যবহার করা যায়
গুরুত্বপূর্ণ: আমরা কখনই কোনও থার্ড-পার্টির সাথে আপনার Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করি না।
আপনার গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই কোন কোন তথ্য কার সাথে শেয়ার করা হয় তা আপনার পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ হয়।
আপনি সাইন-ইন করার জন্য কোনও থার্ড-পার্টির সাথে তথ্য শেয়ারের জন্য সম্মতি জানালে, আমরা তাদের সাথে যে তথ্য শেয়ার করি তার মধ্যে আপনার নাম, ইমেল আইডি ও প্রোফাইল ছবি সংক্রান্ত তথ্য থাকে।
Google, বিজ্ঞাপন বা নিরাপত্তা সংক্রান্ত নয় এমন অন্যান্য উদ্দেশ্যে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার থেকে ডেটা ব্যবহার করে না। আরও জানতে, 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার কীভাবে আপনাকে নিরাপদে ডেটা শেয়ার করতে সাহায্য করে দেখুন।
কোনও থার্ড-পার্টির গোপনীয়তা বা ডেটা শেয়ার করার নীতির বিষয়ে আপনার সন্দেহ থাকলে, তাদের অ্যাপ বা সাইটে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার বন্ধ করতে পারবেন। আপনি একবার নিজের ডেটা শেয়ার করার ব্যাপারে সম্মতি দিলে আপনার ডেটা থার্ড-পার্টি নিয়ন্ত্রণ করে এবং এটি ম্যানেজ করার দায়িত্ব তাদের উপরেই বর্তায়। আরও তথ্যের জন্য থার্ড-পার্টির গোপনীয়তা নীতি চেক করে দেখুন।Google-এর মাধ্যমে সাইন-ইন করার প্রক্রিয়াটি কীভাবে হয়
Google-এর মাধ্যমে সাইন-ইন করার সুবিধাটি ইন্টারনেট জুড়ে বিভিন্ন সাইটে লগ-ইন করার সহজ উপায় প্রদান করে থাকে। 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার আপনাকে কী কী সুবিধা দেয় সেই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে আরও জানুন।
আমার কোনও Google অ্যাকাউন্ট না থাকলেও 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচারটি আমি কি ব্যবহার করতে পারি?
Google-এর মাধ্যমে সাইন-ইন করার সময় আমি নিজের Google অ্যাকাউন্ট থেকে লগ-আউট হয়ে থাকলে কী ঘটবে?
Google-এর মাধ্যমে সাইন-ইন করতে হলে আপনাকে প্রথমে নিজের Google অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে।
আমার একাধিক Google অ্যাকাউন্ট থাকলে Google-এর মাধ্যমে সাইন-ইন করার প্রক্রিয়াটি কীভাবে কাজ করবে?
আপনার একাধিক Google অ্যাকাউন্ট থাকলে, Google-এর মাধ্যমে সাইন-ইন করার সময় আপনি কোন অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেই বিষয়ে আপনাকে প্রম্পট দেখানো হবে।
আপনি যে Google অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেটি বিকল্পের মধ্যে দেখতে না পেলে অন্য অ্যাকাউন্ট যোগ করুন বিকল্পটি বেছে নিন।
থার্ড-পার্টি অ্যাপে আগে থেকেই আমার একটি অ্যাকাউন্ট থাকলে আদৌ কী কোনও প্রভাব পড়বে?
থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাতে আপনার কোনও অ্যাকাউন্ট থাকলে, আপনি লগ-ইন করার জন্য Google-এর মাধ্যমে সাইন-ইন করার সুবিধাটি ব্যবহার করতে পারেন।
আগে থেকে থার্ড-পার্টির অ্যাপ বা সাইটে কোনও অ্যাকাউন্ট না থাকলে, আপনি Google-এর মাধ্যমে সাইন-ইন করার সময়, অটোমেটিক আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যেতে পারে।
- আপনার 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন ডেটাও' মুছে দেওয়া হয়, এতে আপনার থার্ড-পার্টি সাইটের সাইন-ইন ক্রেডেনশিয়াল অন্তর্ভুক্ত। এর অর্থ, আপনি মুছে দেওয়া অ্যাকাউন্টের মাধ্যমে সাইন-ইন করার জন্য আর 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' বোতাম ব্যবহার করতে পারবেন না।
- আপনার Google অ্যাকাউন্ট মুছে দেওয়া হলেও, আপনার আলাদা থার্ড-পার্টি অ্যাকাউন্ট অন্য উপায়ে অ্যাক্সেস করতে পারবেন। ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপ বা পরিষেবাতে সাইন-ইন করার চেষ্টা করুন, বা সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন। আপনি থার্ড-পার্টি সাইটেও নতুন ক্রেডেনশিয়াল তৈরি করতে পারবেন।
- আপনি থার্ড-পার্টি অ্যাকাউন্ট মুছে দিলে, আপনার Google অ্যাকাউন্ট প্রভাবিত হয় না কারণ থার্ড-পার্টি অ্যাকাউন্ট এবং Google অ্যাকাউন্ট একে অপরের থেকে স্বতন্ত্র।
- থার্ড-পার্টির তরফ থেকে Google-এ কোনও বিজ্ঞপ্তি পাঠানো হয় না, আপনি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করে সেই অ্যাকাউন্ট তৈরি করে থাকলেও Google-কে জানানো হয় না। তবুও আপনার Google অ্যাকাউন্টে আপনার অ্যাপ বা পরিষেবা আপনার অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে সংক্রান্ত মেসেজ দেখতে পেতে পারেন।
- থার্ড-পার্টি কীভাবে আপনার ডেটা ম্যানেজ করে তা বুঝতে, তাদের পরিষেবার শর্তাবলী পর্যালোচনা করুন। কিছু থার্ড-পার্টি শুধু আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। অন্যান্যরা তাদের পরিষেবা থেকে আপনার ডেটা মুছে দেয়।
- আপনার ডেটা মুছে দেওয়া হলে, আপনাকে অ্যাপ বা পরিষেবাতে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি তবুও এই কাজটি করার জন্য 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করতে পারেন, তবে আপনাকে হয়তো অন্য Google অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।
আপনি যেসব থার্ড-পার্টি পরিষেবায় 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করেন, সেগুলির তালিকা কানেকশন পেজে গিয়ে দেখতে পারবেন। আরও জানতে, 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার কীভাবে আপনাকে নিরাপদে ডেটা শেয়ার করতে সাহায্য করে দেখুন।
থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাতে সাইন-ইন করার জন্য, আপনি যদি নিজের Google অ্যাকাউন্ট আর ব্যবহার করতে না চান, তাহলে আপনি এটির কানেকশন সরিয়ে দিতে পারবেন।
- আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন কিনা তা ভালভাবে দেখে নিন।
- Google-এর মাধ্যমে সাইন-ইন করুন ফিচার ব্যবহার করা অ্যাপ এবং পরিষেবাগুলি দেখুন।
- যে থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার কানেকশন সরিয়ে দিতে চাইছেন সেটিকে বেছে নিন।
- বিবরণ দেখুন
'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার বন্ধ করুন
কনফার্ম করুন বিকল্প বেছে নিন।
- পরামর্শ: আপনার একাধিক ধরনের কানেকশন থাকলে, "{App name} অ্যাপে সাইন-ইন করতে Google আপনাকে কীভাবে সাহায্য করে" বিকল্পে গিয়ে, 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' কানেকশন দেখা যাবে।
'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার সময় কী ঘটে?
'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার সুরক্ষিতভাবে ট্রান্সমিট করা একটি কোড ব্যবহার করে যা আপনার Google অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এটির জন্য অ্যাপগুলি আপনার পরিচয় যাচাই করাতে পারে ও আপনার Google অ্যাকাউন্ট থেকে শেয়ার করা তথ্য যেমন নাম, ইমেল এবং প্রোফাইল ছবি কাজে লাগিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারে। আরও জানতে, 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার কীভাবে আপনাকে নিরাপদে ডেটা শেয়ার করতে সাহায্য করে দেখুন।