আপনি ভলিউম বা প্রতিক্রিয়ার জন্য টকব্যাক সেটিংস আপডেট করতে পারেন। আপনি ভাষাগুলো বা টকব্যাক কত পরিমাণ আপনার কাছে পড়বে তাও বেছে নিতে পারেন।
আপনার সেটিংস পরিচালনা করুন
দ্রুত সেটিংস প্যানেলে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং বিমান মোডের মতো প্রচলিত ডিভাইস সেটিংস রয়েছে।
দ্রুত সেটিংস খুলতে:
- আপনার ডিভাইস লক থাকলে: স্ক্রিনের শীর্ষ থেকে দুটি আঙুল দিয়ে নিচে সোয়াইপ করুন।
- আপনার ডিভাইস আনলক থাকলে: বিজ্ঞপ্তির জন্য স্ক্রিনের এরদম উপর থেকে দুটি আঙুল দিয়ে নিচে সোয়াইপ করুন। তারপরে দ্রুত সেটিংসের জন্য আবার দুটি আঙুল দিয়ে নিচে সোয়াইপ করুন।
সেটিংস খুলতে:
- আপনার হোম স্ক্রিন থেকে: দুটি আঙুল দিয়ে উপরে সোয়াইপ করুন। অ্যাপস স্ক্রিনে সেটিংস খুঁজতে ও দুবার ট্যাপ করতে স্পর্শ করে এক্সপ্লোর করুন। আপনি সেটিংসের জন্য অনুসন্ধান করতে অনুসন্ধান বাক্সটি ব্যবহার করতে পারেন।
- অ্যাপগুলো প্রায়শই বর্ণানুক্রমিক তালিকাবদ্ধ থাকে।
- Google Assistant এর সাহায্যে: আপনি আপনার ডিভাইসে "Ok Google" চালু করলে "Ok Google" বলুন। তারপরে বলুন "সেটিংস খুলুন।"
- দ্রুত সেটিংস প্যানেলটিতে: সেটিংস খুঁজতে স্পর্শ করে এক্সপ্লোর করে দুবার ট্যাপ করুন।
টকব্যাকের জন্য ভলিউম পরিবর্তন করুন
অ্যাক্সেসিবিলিটি ভলিউম টকব্যাকের স্পিচ ভলিউম লেভেল নিয়ন্ত্রণ করে। এটি Android-এর স্ট্যান্ডার্ড ভলিউম কন্ট্রোলের অংশ।
- টকব্যাক চালু থাকলে ভলিউম কী আপনার মিডিয়া ভলিউম নিয়ন্ত্রণ করে। টকব্যাক ভলিউম পরিবর্তন করতে, টাচস্ক্রিনে একটি আঙুল রেখে ভলিউম বাড়ানোর বা ভলিউম কমানোর কী প্রেস করুন।
অ্যাক্সেসযোগ্যতার সেটিংস খুঁজে বার করুন
আপনি আপনার টকব্যাকের অভিজ্ঞতা কাস্টমাইজ করতে সেটিংস আপডেট করতে পারেন।
আপনি নিজে থেকে ঘোরা বন্ধ করলে আপনার স্ক্রিনের সজ্জাটি আপনার নড়াচড়ার ভিত্তিতে পরিবর্তন হবে না।
- আপনার ডিভাইসে, সেটিংস খুলুন
.
- অ্যাক্সেসিবিলিটি বেছে নিন।
- নিজে থেকে ঘোরার স্ক্রিনটি খুঁজুন ও বন্ধ করুন।
এই সেটিংয়ের সাহায্যে আপনি আপনার ডিভাইসে পাওয়ার বোতামটি টিপে একটি কল শেষ করতে পারেন।
গুরুত্বপূর্ণ: এই সেটিং সক্ষম থাকাকালীন আপনি পাওয়ার বোতামের সাহায্যে আপনার ডিভাইস লক করতে সক্ষম নাও হতে পারেন, ঠিক যেমন যখন আপনার ফোন আপনার পকেটে থাকে।
- আপনার ডিভাইসে, সেটিংস খুলুন
.
- অ্যাক্সেসিবিলিটি বেছে নিন।
- পাওয়ার বোতামটি খুঁজে চালু করা কল শেষ করবে।
একটি আন্তর্জাতিক কীবোর্ড যোগ করুন
পিক্সেলে আপনি Gboard এর সাহায্যে অনেকগুলো ভাষা পেতে পারেন, তবে অন্য ভাষা সমর্থন করতে আপনার অন্য একটি কীবোর্ডের প্রয়োজন হতে পারে। Gboard যে ভাষাগুলো অফার করে সেগুলো সম্পর্কে আরো জানুন।
আপনি কোন কীবোর্ড ব্যবহার করছেন তা দেখতে:
- আপনার ডিভাইসে, সেটিংস খুলুন
.
- নির্বাচন করুন সিস্টেম
ভাষা এবং ইনপুট।
- "কীবোর্ড এবং ইনপুটসের" নিচে অন-স্ক্রিন কীবোর্ডে টিকচিহ্ন দিন।
অন্যান্য কীবোর্ড অ্যাপগুলো ডাউনলোড করতে Google Play এ যান।
পরামর্শ: আপনি ইংরাজি, আরবী ও স্প্যানিশের জন্য টকব্যাক ব্রেইল কীবোর্ড চালু করতে পারেন। টকব্যাক ব্রেইল কীবোর্ড সম্পর্কে আরো জানুন।
টকব্যাক সেটিংস পরিচালনা করুন
- একটি স্ট্রোকেই টকব্যাক মেনুটি খুলতে প্রথমে নিচে তারপরে ডানদিকে সোয়াইপ করুন।
- মাল্টি-ফিঙ্গার জেসচার সহ ডিভাইসে তিনটি আঙুল দিয়ে স্ক্রিনে একবার ট্যাপ করুন।
- টকব্যাক সেটিংস বেছে নিন।
- নিম্নলিখিত যেকোনও সেটিংসের একটি আপডেট করুন:
পরামর্শ: মাল্টি-ফিঙ্গার জেসচার আপডেট হওয়া Pixel 3 এবং তার পরবর্তী ভার্সন ও অন্যান্য কয়েকটি OEM ডিভাইসে উপলভ্য।
ভার্বোসিটির সেটিংস আপনাকে কী পরিমাণ তথ্য টকব্যাক দেবে তা নিয়ন্ত্রণ করে। হাই ভার্বোসিটির সাহায্যে আপনাকে বলে বেশি তথ্য এবং কম ভার্বোসিটির সাহায্য়ে কম তথ্য পাওয়া যায়। যেমন উচ্চ প্রিসেটের সাহায্যে আপনি যে কীগুলো প্রবেশ করান তা সর্বদা উচ্চারিত হয়। স্বল্প প্রিসেটের সাহায্যে প্রবেশ করানো কীগুলো উচ্চারিত হয়।
- ভার্বোসিটি বেছে নিন।
- একটি প্রিসেট বেছে নিন: হাই, কাস্টম, অথবা লো.
- কাস্টম প্রিসেটের সাহায্যে আপনি টকব্যাক কী বলবে তা আলাদাভাবে বেছে নিতে পারবেন।
- আপনার বেছে নেওয়া প্রিসেট নির্বিশেষে সুবিধা অনুযায়ী উচ্চারিত যতি চিহ্নের সংখ্যা পরিবর্তন করা যেতে পারে। টকব্যাক 15.0 ভার্সনে, বেশিরভাগ বা কিছু যতিচিহ্ন বেছে নিতে পারবেন।
- সব: টেক্সটে যতিচিহ্ন এবং চিহ্নগুলি বলুন।
- সবথেকে বেশি: সাধারণ যেসব যতিচিহ্ন ব্যবহার হয়েছে যেমন, প্রথম বন্ধনীর মধ্যে থাকা শব্দ, কোলন ও অ্যাসটেরিক্স তা বলুন।
- কিছু: শুধুমাত্র অল্প যতিচিহ্ন বা চিহ্নগুলি যেমন "this & that"-এ অ্যাম্পারসেন্ডের চিহ্ন।
পরামর্শ: রিডিং কন্ট্রোলের সাহায্য়ে এই সেটিং অ্যাডজাস্ট করতে, আপনি এটি কাস্টমাইজ মেনু
কাস্টমাইজ রিডিং কন্ট্রোল-এ বিকল্প হিসেবে যোগ করতে পারবেন। রিডিং কন্ট্রোল সম্পর্কে আরও জানুন।
ধ্বনি মতামত হল সংক্ষিপ্ত অডিও যা আপনি আপনার ডিভাইস নেভিগেট করার সময় পান। এটি ইয়ারকন হিসাবেও পরিচিত। ডিফল্ট অনুসারে ধ্বনি মতামতের ভলিউমটি আপনার টকব্যাক স্পিচ ভলিউমের 50% এ সেট আছে।
আপনার ধ্বনি মতামতের ভলিউমের পরিবর্তন করতে:
- আপনার টকব্যাক সেটিংসে যান।
- নরবাচন করুন আওয়াজ এবং ভাইব্রেশন
আওয়াজ মতামতের ভলিউম।
- একটি ভলিউম বেছে নিন
- স্পিচ ভলিউম সমান করুন
- স্পিচ ভলিউমের ৭৫%
- স্পিচ ভলিউমের ৫০%
- স্পিচ ভলিউমের ২৫%
'অডিও ডাকিং' ফিচার মিডিয়া এবং অন্যান্য অডিওর ভলিউম লেভেল কম করে যাতে টকব্যাক যা পড়ে শোনায় তা সহজেই বোঝা যায়। অডিও ডাকিং ডিফল্ট অনুসারে চালু থাকে।
অডিও ডাকিং ডিফল্ট চালু বা বন্ধ থাকলে:
- সাউন্ড ও ভাইব্রেশন বেছে নিন।
- অডিও ডাকিং নির্বাচন করুন।
- অডিও ডাকিং চালু বা বন্ধ করুন।
ডিফল্ট অনুসারে টকব্যাক পাসওয়ার্ডের অক্ষরগুলো বলে যা অন্য ব্যক্তি শুনতে পারে। আপনার হেডফোন সংযুক্ত না থেকে থাকলে আপনার ফোনটি যাতে সুরক্ষিত ক্ষেত্রগুলোতে থাকা অক্ষরগুলো না উচ্চারণ করে তাই আপনি সেটিংটি পরিবর্তন করতে পারেন।
এই সেটিং চালু বা বন্ধ করতে নির্বাচন করুন স্পিক পাসওয়ার্ড।
- পাসওয়ার্ডগুলো বলুন চালু থাকলে: আপনি টাইপ করার সময় টকব্যাক পাসওয়ার্ডের অক্ষরগুলো বলে।
- পাসওয়ার্ডগুলো বলুন বন্ধ থাকলে: টকব্যাক আপনি হেডফোনগুলোতে সংযুক্ত থাকলেই পাসওয়ার্ডের অক্ষরগুলো বলে।
আপনার টকব্যাক কথিত ভাষা পরিবর্তন করুন
আপনি আপনার ডিভাইসে ভাষা যোগ বা পরিবর্তন করতে এবং টেক্সট টু স্পিচ ভাষাগুলোতে স্যুইচ করতে পারবেন। টকব্যাক সমর্থিত ভাষাগুলো সম্পর্কে আরো জানুন।
ভাষাগুলো ইনস্টল করতে:
- একটি স্ট্রোকেই টকব্যাক মেনুটি খুলতে প্রথমে নিচে তারপরে ডানদিকে সোয়াইপ করুন।
- মাল্টি-ফিঙ্গার জেসচার সহ ডিভাইসগুলোতে তিনটি আঙুল দিয়ে স্ক্রিনে ট্যাপ করুন।
- টেক্সট টু স্পিচ সেটিংস নির্বাচন করুন
ভাষা।
- একটি ভাষা নির্বাচন করুন।
আপনি টকব্যাক ব্যবহার করার সময় ভাষাগুলোর মধ্যে স্যুইচ করতে এই বিকল্পগুলোর যে কোনও একটি ব্যবহার করুন:
- টকব্যাক মেনু: Iএকটি স্ট্রোকেই নিচে সোয়াইপ করে ডানদিকে করুন।
- মাল্টি-ফিঙ্গার জেসচার সহ ডিভাইসগুলোতে তিনটি আঙুল দিয়ে স্ক্রিনে ট্যাপ করুন। তারপর কথ্য ভাষা নির্বাচন করুন।
- একটি ফিজিক্যাল কীবোর্ড: Alt + Ctrl + L টিপুন।
- ইঙ্গিত: “কথ্য ভাষা পরিবর্তন করুন” আদেশ এ একটি ইঙ্গিত অ্যাসাইন করতে টকব্যাক সেটিংস খুলুন এবং ইঙ্গিত নির্বাচন করুন।
পরামর্শ: একটি পৃথক জেশ্চার দিয়ে টকব্যাক মেনুটি খুলতে টকব্যাক সেটিংসে যান। টকব্যাক সেটিংস সম্পর্কে আরো জানুন.
সহায়তা পান
Android অ্যাক্সেসিবিলিটি সংক্রান্ত আরও সহায়তা পেতে, Google Disability সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।