ডার্ক থিম ও কালার ইনভার্সন চালু করুন

এই ধাপগুলির মধ্যে কয়েকটি শুধু Android 11.0 ও এর পরের কোনও ভার্সনে কাজ করে। কীভাবে Android ভার্সন চেক করবেন তা জানুন।

আপনি ডার্ক থিম অথবা কালার ইনভার্সন দিয়ে আপনার ডিসপ্লে ডার্ক ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন করতে পারেন।

  • ডার্ক থিম Android সিস্টেম UI এবং সহযোগী Appএ প্রযোজ্য হলো মিডিয়া ফাইল যেমন ভিডিওতে কালার চেঞ্জ হয়না
  • কালার ইনভার্শন আপনার ডিভাইসের মিডিয়া সুদ্ধ সব ফাইলে প্রযোজ্য হলো যেমন, সাদা স্ক্রিনের উপর কালো টেক্সট থাকলে সেটি কালো স্ক্রিনের উপর সাদা টেক্সট হয়ে যায়। কালার এর মান বা স্পষ্টতা তে সমস্যা হতে পারে

ডার্ক থিম চালু করুন

  1. আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. অ্যাক্সেসিবিলিটি বিকল্প বেছে নিন।
  3. "কালার ও মোশন" বিকল্পের অধীনে ডার্ক থিম চালু করুন।

কালার ইনভার্সন চালু করুন

  1. আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. অ্যাক্সেসিবিলিটি বিকল্প বেছে নিন।
  3. "কালার ও মোশন" বিকল্পের অধীনে কালার ইনভার্সন বিকল্প বেছে নিন।
  4. কালার ইনভার্সন ব্যবহার করা শুরু করুন চালু করুন।

পরামর্শ: আপনি কালার ইনভার্সনের শর্টকাট তৈরি করতে পারেন। অ্যাক্সেসিবিলিটির শর্টকাট সম্পর্কে আরও জানুন

ডার্ক থিম ও কালার ইনভার্সন একসাথে ব্যবহার করা

  • Android 10 বা এর পরের কোনও ভার্সন: ডার্ক থিম কাজ করে না এমন কোনও অ্যাপ খুললে, ডার্ক থিম বিকল্পের সাথে কালার ইনভার্সনও চালু করুন।

আরও সহায়তা পান

For more help with display settings, contact the Google Disability Support team.

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10011482465182554016
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
717068
false
false