সেভ করা মিউজিক সংক্রান্ত নীতি

আপনার YouTube Music অ্যাকাউন্ট থাকলে আপনাকে সার্ভার স্পেস দেওয়া হতে পারে যেখানে নিজের কম্পিউটার থেকে নির্দিষ্ট কোনও কন্টেন্ট সেভ করে রাখতে পারবেন (যেমন, কোনও মিউজিক ফাইল যার মধ্যে মেটাডেটা ও অ্যালবাম আর্ট থাকতে পারে) (“সেভ করা মিউজিক কন্টেন্ট”)। আপনি সেভ করা মিউজিক কন্টেন্ট আপলোড করলে সেভ করা মিউজিক কন্টেন্টের বর্তমান সব কপিরাইট আপনারই থাকবে এবং আপনার পক্ষ থেকে একটি কপি সেভ করা থাকবে। YouTube আপনার সেভ করা মিউজিক কন্টেন্ট YouTube Music অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেস করার সুবিধা দেবে। আপনার সেভ করা মিউজিক কন্টেন্ট শুধু YouTube Music অ্যাকাউন্টের মাধ্যমেই অ্যাক্সেস করতে পারবেন এবং অন্য কারও সাথে এই কন্টেন্ট শেয়ার করতে পারবেন না, যেমন, কোনও YouTube ব্যবহারকারী যিনি আপনার Google বা YouTube ফ্যামিলি প্ল্যান অ্যাকাউন্টের অংশীদার। YouTube Music-এ আপনি যে সেভ করা মিউজিক কন্টেন্ট আপলোড করবেন, তার আইনসম্মত বাধ্যবাধকতা পালনের দায়িত্ব আপনার উপর বর্তায় এবং সংশ্লিষ্ট পার্টির অনুমতি অথবা আইনি অধিকার না থাকলে কোনও থার্ড-পার্টির মেধা সম্পত্তি (যেমন, কোনও কপিরাইটযুক্ত কন্টেন্ট) যোগ করতে পারবেন না।

YouTube Music অ্যাপে বা YouTube Music অ্যাপের মাধ্যমে প্লেব্যাক ক্রিয়াকলাপের প্রয়োজনে, আপনার আপলোড করা মিউজিক কন্টেন্টে আমাদের সীমিত প্রয়োজনীয় কিছু পরিবর্তন করতে হতে পারে। YouTube আপনার সেভ করা মিউজিক কন্টেন্ট কোনও থার্ড-পার্টির সাথে শেয়ার করবে না।

মনে রাখবেন: তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টে YouTube Music-এর কিছু ফিচার উপলভ্য নয়। YouTube-এ আমাদের ম্যানেজ করা অভিজ্ঞতা সম্পর্কে এখানে আরও জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3636909727763266374
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false