YouTube-এ তথ্য সুরক্ষিত রাখুন

YouTube-এ সুরক্ষিত থাকা: ক্রিয়েটরদের জন্য নীতি ও টুল

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

 

YouTube এমন এক প্ল্যাটফর্ম যেখানে লোকজন নিজেদের গল্প শেয়ার করে, মতামত জানায় ও পরস্পরের সাথে জুড়ে থাকে। আমরা চাই এই কাজগুলি করার সময় ক্রিয়েটর ও দর্শকরা যেন নিজেদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিন্ত থাকেন। আমরা জানি যে, YouTube-এর বেশিরভাগ ক্রিয়েটর ও দর্শকদের মূল উদ্দেশ্য কন্টেন্ট শেয়ার করা, নতুন কিছু শেখা বা অন্যদের সাথে জুড়ে থাকা হলেও বেশ কিছু ব্যক্তি এই প্ল্যাটফর্মে অপব্যবহার এমনকি হয়রানির ঘটনাও ঘটিয়েছে। YouTube-এ আপনাকে সুরক্ষিত রাখতে আমরা যে নীতি ও টুল কাজে লাগাই, নিচে উল্লেখ করা তথ্য থেকে সেগুলি সম্পর্কে আরও জানুন। 

YouTube-এর সুস্থ পরিবেশ বজায় রাখতে ও একে সবার কাছে নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে ক্রিয়েটর ও ব্যবহারকারীদেরও কিছু দায়িত্ব আছে। এইসব গুণমান বজায় রাখার জন্য ক্রিয়েটর ও ব্যবহারকারীদের থেকে আমরা কী ধরনের দায়বদ্ধতা আশা করি সে সম্পর্কে আরও জানতে এখানে দেখুন। 

ঘৃণা ও হয়রানি সম্পর্কিত নীতি 

ঘৃণাত্মক আচরণ ও হয়রানির বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাহায্য করার জন্য YouTube-এর নির্দিষ্ট নীতি রয়েছে।

  • ঘৃণাত্মক বক্তব্য: এই নীতির মাধ্যমে নির্দিষ্ট গ্রুপ ও সেই গ্রুপের মেম্বারদের সুরক্ষা প্রদান করা হয়ে থাকে। আমরা কোনও কন্টেন্টকে তখনই ঘৃণাত্মক বক্তব্য হিসেবে ধরি যখন তা ব্যক্তিবর্গের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য যেমন বয়স, লিঙ্গগত পরিচয়, জাতি, বর্ণ, ধর্ম, যৌন অভিরুচি বা অবসরপ্রাপ্ত সামরিক কর্মীর স্ট্যাটাস সম্পর্কে ঘৃণার বা হিংস্রতার প্রচার করে। ঘৃণাত্মক বক্তব্য সংক্রান্ত নীতি সম্পর্কে আরও জানুন।
  • হয়রানি: এই নীতির মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে সুরক্ষা প্রদান করা হয়। আমরা কোনও কন্টেন্টকে তখনই হয়রানি হিসেবে বিবেচনা করে থাকি যখন তা ব্যক্তির রঙ বা জিনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে অপমান করে বা বিদ্বেষপূর্ণ অবমাননার জন্য তৈরি করা হিসেবে চিহ্নিত করা হয়। সেইসাথে, সংরক্ষিত গোষ্ঠীর স্ট্যাটাস বা শারীরিক বৈশিষ্ট্যের জন্য অসম্মান করে কোনও কন্টেন্ট তৈরি করলে সেটিও এর অর্ন্তভুক্ত হবে। এর মধ্যে কোনও ব্যক্তিকে হুমকি দেওয়া, হয়রানি করা, তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা বা অনুরাগীদের অভব্য আচরণে উৎসাহিত করাও অর্ন্তগত। হয়রানি সংক্রান্ত নীতি সম্পর্কে আরও জানুন।

YouTube-এর নীতি সম্পর্কে জানতে, আমাদের কমিউনিটি নির্দেশিকা-এর সম্পূর্ণ তালিকা চেক করে দেখুন।

যেসব টুল ব্যবহার করে নিজেকে সুরক্ষিত রাখা যায় 

YouTube-এ ক্রিয়েটর, শিল্পী ও ব্যবহারকারীকে খুবই গুরুত্ব সহকারে সুরক্ষা প্রদান করা হয়। সেই জন্য আপনাকে নিচের তালিকায় দেখানো বিভিন্ন টুল ব্যবহার করতে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে সুরক্ষিতভাবে YouTube ব্যবহার করার ব্যাপারে আপনাকে আমরা সাহায্য করতে পারি।

অসঙ্গত বা আপত্তিজনক কন্টেন্ট অথবা ব্যবহারকারী সম্পর্কে অভিযোগ জানান

অসঙ্গত বা আপত্তিজনক কমেন্ট, কন্টেন্ট অথবা ব্যবহারকারীকে ব্লক করুন

আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন

মনে রাখবেন: অ্যাকাউন্ট হ্যাক করা, ছিনিয়ে নেওয়া বা চুরি করা হয়েছে বলে মনে করলে, আপনার YouTube অ্যাকাউন্ট সুরক্ষিত করতে এইসব ধাপ অনুসরণ করুন।

অনলাইন নিরাপত্তার (শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য) জন্য বিশ্বস্ত পার্টনার রিসোর্স 

ক্রিয়েটর সুরক্ষা কেন্দ্রে গিয়ে আরও পরামর্শ ও ভিডিও দেখুন যা YouTube-এ আপনাকে তথ্য আরও বেশি সুরক্ষিত রাখার অনুভূতি পেতে সাহায্য করে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5090808884946585479
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false