চ্যানেল সংক্রান্ত অনুমতি থাকা আপনার YouTube চ্যানেলে কোনও ব্যক্তির অ্যাক্সেস যোগ করা বা সরিয়ে দেওয়া

আপনার কাছে ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকলে, YouTube চ্যানেলে অ্যাক্সেস যোগ করতে বা সরাতে, আপনি এখন চ্যানেল সংক্রান্ত অনুমতিতেও পরিবর্তন করে নিতে পারবেন।  কীভাবে চ্যানেল সংক্রান্ত অনুমতিতে মাইগ্রেট করা যায় তা জানুন।

চ্যানেল সংক্রান্ত অনুমতি থাকলে, YouTube ও YouTube Studio-তে আপনার চ্যানেলের ডেটা, টুল ও ফিচার অ্যাক্সেস করার জন্য আপনি অন্যান্য ব্যক্তিদের অনুমতি দিতে পারবেন, এতে পাঁচটি আলাদা আলাদা লেভেলের অ্যাক্সেস প্রদান করা যাবে। একাধিক ব্যক্তি, আপনার Google অ্যাকাউন্টের অ্যাক্সেস ছাড়াই, আপনার চ্যানেল ম্যানেজ করতে পারবেন। তারা কম্পিউটারে বা মোবাইল ডিভাইসে, সরাসরি YouTube-এ বা YouTube Studio-তে আপনার চ্যানেল ম্যানেজ করতে পারবেন। কোনও ব্যক্তিকে অনুমতি দেওয়া:

  • আপনার পাসওয়ার্ড বা অন্যান্য সংবেদনশীল সাইন-ইন সংক্রান্ত তথ্য শেয়ার করার চেয়ে নিরাপদ বলে মনে করা হয়।
  • এটি আপনাকে বিভিন্ন ব্যক্তির অ্যাক্সেস লেভেল নির্দিষ্ট করতে দেয় এবং এর ফলে চ্যানেল কে কে দেখতে পারবেন অথবা আপডেট করতে পারবেন তার ব্যাপারে আপনি আরও নিয়ন্ত্রণ করতে পারেন।

YouTube Studio-তে চ্যানেল সংক্রান্ত অনুমতি: আপনার চ্যানেল ম্যানেজ করতে সাহায্য করার জন্য লোকজনকে আমন্ত্রণ জানান

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

চ্যানেল সংক্রান্ত অনুমতি পাওয়া ব্যক্তিদের বিভিন্ন ধরনের ভূমিকা

ভূমিকা

কাজ করে

কাজ করে না

মালিক

সব প্ল্যাটফর্মে সবকিছু করতে পারবেন, এর মধ্যে অন্তর্ভুক্ত হল:

  • চ্যানেল মোছা
  • লাইভ স্ট্রিম ও লাইভ চ্যাট ম্যানেজ করুন
  • অনুমতি ম্যানেজ করতে পারবেন
  • Google Ads অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন
  • অন্য ব্যবহারকারীর কাছে মালিকানা ট্রান্সফার করতে পারবেন না

ম্যানেজার

  • সব চ্যানেল ডেটা দেখতে পারবেন
  • অনুমতি ম্যানেজ করতে পারবেন (YouTube Studio-তে)
  • চ্যানেলের বিবরণ এডিট করতে পারবেন
  • লাইভ স্ট্রিম ম্যানেজ করতে পারবেন
  • কন্টেন্ট তৈরি, আপলোড, প্রকাশ করতে এবং মুছতে পারবেন (ড্রাফ্ট সহ)
  • লাইভ কন্ট্রোল রুমের মধ্যে চ্যাট বা মডারেট করতে পারবেন
  • পোস্ট তৈরি করতে পারবেন
  • কমেন্ট করতে পারবেন
  • Google Ads অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন
  • চ্যানেল মুছতে পারবেন না

এডিটর

  • সব চ্যানেল ডেটা দেখতে পারবেন
  • সবকিছু এডিট করতে পারবেন
  • কন্টেন্ট আপলোড ও প্রকাশ করতে পারবেন
  • লাইভ স্ট্রিম ম্যানেজ করতে পারবেন
  • ড্রাফ্ট মুছে ফেলতে পারবেন
  • লাইভ কন্ট্রোল রুমের মধ্যে চ্যাট বা মডারেট করতে পারবেন
  • পোস্ট তৈরি করতে পারবেন
  • কমেন্ট করতে পারবেন
  • Google Ads অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন
  • চ্যানেল বা প্রকাশ করা কন্টেন্ট মুছতে পারবেন না
  • অনুমতি ম্যানেজ করতে পারবেন না
  • চুক্তি করতে পারবেন না
  • শিডিউল করা/লাইভ থাকা/সম্পূর্ণ হওয়া কোনও স্ট্রিম মুছতে পারবেন না
  • স্ট্রিম কী মুছতে বা রিসেট করতে পারবেন না

এডিটর (সীমিত)

  • এডিটর হিসেবে একই ধরনের অনুমতি
  • এডিটর হিসেবে একই ধরনের সীমাবদ্ধতা
  • উপার্জনের ডেটা অ্যাক্সেস করতে পারবেন না (এর মধ্যে চ্যাট থেকে তৈরি উপার্জন এবং 'দর্শকের অ্যাক্টিভিটি' ট্যাব পড়ে)
সাবটাইটেল এডিটর
  • উপযুক্ত ভিডিওতে সাবটাইটেল যোগ, এডিট ও প্রকাশ করতে এবং মুছে দিতে পারবেন
  • এডিটর হিসেবে একই ধরনের সীমাবদ্ধতা
  • কোনও কিছু এডিট করা যাবে না (ভিডিও সাবটাইটেল বাদে)
  • উপার্জনের ডেটা অ্যাক্সেস করতে পারবেন না (এর মধ্যে চ্যাট থেকে তৈরি উপার্জন এবং 'দর্শকের অ্যাক্টিভিটি' ট্যাব পড়ে)
  • কন্টেন্ট আপলোড এবং প্রকাশ করা যাবে না (ভিডিও সাবটাইটেল বাদে)
  • লাইভ স্ট্রিম ম্যানেজ করা যাবে না
  • ড্রাফ্ট মুছতে পারবেন না
  • লাইভ কন্ট্রোল রুমে চ্যাট বা মডারেট করতে পারবেন না
  • লাইভ স্ট্রিম ম্যানেজ করা যাবে না
  • শিডিউল করা/লাইভ থাকা/সম্পূর্ণ হওয়া কোনও স্ট্রিম মুছতে পারবেন না
  • লাইভ কন্ট্রোল রুমে চ্যাট বা মডারেট করতে পারবেন না
  • চ্যানেল ডেটা দেখতে পারবেন না

দর্শক

  • চ্যানেল সংক্রান্ত সব বিবরণ দেখতে পারবেন (তবে এডিট করতে পারবেন না)
  • YouTube Analytics গ্রুপ তৈরি এবং এডিট করতে পারবেন
  • উপার্জনের ডেটা দেখতে পারবেন (এর মধ্যে অন্তর্ভুক্ত হল চ্যাট থেকে আসা উপার্জন এবং 'দর্শকের অ্যাক্টিভিটি' ট্যাব অন্তর্ভুক্ত করে)
  • তৈরি করা স্ট্রিম, আগে থেকে লাইভ করা এবং লাইভ চলাকালীন দেখতে/মনিটর করতে পারবেন
  • স্ট্রিম কী বাদে সব স্ট্রিমের সেটিংস দেখতে পারবেন
  • লাইভ স্ট্রিম ম্যানেজ করা যাবে না
  • শিডিউল করা/লাইভ থাকা/সম্পূর্ণ হওয়া কোনও স্ট্রিম মুছতে পারবেন না
  • লাইভ কন্ট্রোল রুমে চ্যাট বা মডারেট করতে পারবেন না

দর্শক (সীমিত)

  • দর্শকের মতো একই ধরনের অনুমতি
  • দর্শকের মতো একই ধরনের সীমাবদ্ধতা
  • উপার্জনের ডেটা অ্যাক্সেস করতে পারবেন না (এর মধ্যে চ্যাট থেকে তৈরি উপার্জন এবং 'দর্শকের অ্যাক্টিভিটি' ট্যাব পড়ে)

যেসব অ্যাকশন কাজ করে

মনে রাখবেন: 'প্রতিনিধি' হিসেবে কাজ করার সময় কিছু অ্যাকশন উপলভ্য নাও হতে পারে।
বিভাগ Access level / Public actions YT Studio on a computer YT Studio অ্যাপ YouTube
বিভিন্ন লেভেলে অনুমতির নিয়ন্ত্রণ Manager role
Editor role
এডিটরের (সীমিত) ভূমিকা
কেবলমাত্র দর্শকের ভূমিকা
দর্শকের (সীমিত) ভূমিকা
কেবলমাত্র দর্শকের ভূমিকা
ভিডিও ম্যানেজমেন্ট ভিডিও / Shorts আপলোড করা
Shorts তৈরি করা
Understand video performance in YouTube Analytics or Artist Analytics
ভিডিও ম্যানেজ করা (মেটাডেটা, মনিটাইজেশন, দৃশ্যমানতা)
প্লেলিস্ট তৈরি করুন
Add a video to an existing public playlist
প্লেলিস্টগুলি পরিচালনা করুন
চ্যানেল হিসেবে লাইভ স্ট্রিম করা
Captions, private video sharing
চ্যানেল ম্যানেজমেন্ট চ্যানেল হোমপেজ কাস্টমাইজ / ম্যানেজ করা
কমিউনিটি এনগেজমেন্ট পোস্ট তৈরি করা
পোস্ট মুছে দেওয়া সহ কমিউনিটি পোস্ট ম্যানেজ করা
Delete Community posts [Manager only] [শুধুমাত্র ম্যানেজার]
YouTube Studio থেকে চ্যানেল হিসেবে মন্তব্যের উত্তর দেওয়া
Comment and interact with comments on another channel's videos as the channel
Use Live Chat as the channel
শিল্পী ভিত্তিক 'অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল' ফিচার (যেমন, কনসার্ট)
রিলিজ ট্যাব ব্যবহার করা [মালিক, ম্যানেজার, এডিটর এবং এডিটর (সীমিত)]

YouTube-এ সর্বজনীন বনাম ব্যক্তিগত অ্যাক্টিভিটি

YouTube-এ সরাসরি কোনও চ্যানেলের জন্য 'প্রতিনিধি' হিসেবে কাজ করলে, সর্বজনীন ও ব্যক্তিগত অ্যাকশনের মধ্যে পার্থক্য দেখা যায়।

  • সর্বজনীন অ্যাকশন: প্রতিনিধিরা চ্যানেলের মালিকের জন্য এইসব অ্যাকশন করতে পারেন এবং সেগুলিকে চ্যানেলের নামে অ্যাট্রিবিউট করা হবে।
  • ব্যক্তিগত অ্যাকশন: প্রতিনিধিরা যে অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করেছেন, সেই ব্যক্তিগত অ্যাকাউন্টের হয়ে এইসব অ্যাকশন করেন।

কীভাবে কোনও অ্যাকশনকে অ্যাট্রিবিউট করা হয় তা বুঝতে প্রতিনিধি ব্যবহারকারী ভিজ্যুয়াল সূচকের সাহায্য নিতে পারবেন।

অনুমতি ব্যবহার করে আপনার চ্যানেলে অ্যাক্সেস মঞ্জুর করা

আপনার কাছে ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকলে, আপনাকে অবশ্যই প্রথমে চ্যানেল সংক্রান্ত অনুমতিতে মাইগ্রেট করতে হবে।

কোনও কম্পিউটারে অ্যাক্সেস যোগ করা

  1. studio.youtube.com সাইটে যান।
  2. স্ক্রিনের বাঁ দিকে, সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  3. অনুমতি বিকল্পে ক্লিক করুন।
  4. আমন্ত্রণ জানান বিকল্পে ক্লিক করুন এবং যাকে আমন্ত্রণ জানাতে চান তার ইমেল আইডি লিখুন।
  5. Click Access and select the role you’d like to assign to this person from the table below.
  6. হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।
    • মনে রাখবেন: আমন্ত্রণ পাঠানোর ৩০ দিন পরে সেটির মেয়াদ শেষ হয়ে যায়।

আপনার চ্যানেল থেকে অ্যাক্সেস সরিয়ে দিন

  1. studio.youtube.com সাইটে যান।
  2. স্ক্রিনের বাঁ দিকে, সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  3. অনুমতি বিকল্পে ক্লিক করুন।
  4. যে ব্যক্তিকে সরাতে চান তাকে বেছে নিন এবং নিম্নমুখী তীরচিহ্নে ক্লিক করুন।
  5. নতুন ভূমিকা বেছে নিন বা অ্যাক্সেস সরান বিকল্পে ক্লিক করুন।

মনে রাখবেন: চ্যানেল অনুমতি এখনও YouTube-এর কিছু ফিচারের ক্ষেত্রে কাজ করে না। এইসব ফিচার চ্যানেলের মালিক অ্যাক্সেস করতে পারলেও আমন্ত্রিত ব্যবহারকারী অ্যাক্সেস করতে পারবেন না:

  • YouTube Music
  • YouTube Kids অ্যাপ
  • YouTube API

YouTube-এ ব্যক্তিগত অ্যাকশন

নিম্নলিখিত অ্যাকশনকে 'ব্যক্তিগত' বলে মনে করা হয় এবং এগুলি প্রতিনিধির ব্যক্তিগত অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবে:

ভিডিও ম্যানেজমেন্ট

কমিউনিটি জুড়ে থাকা

  • কোনও পোস্টকে পছন্দ, অপছন্দ বা ভোট দেওয়া।

Curation/consumption

  • Searching for content or accessing search history.
  • Watching a video or accessing watch history.
  • Blocking users on channel.
  • Viewing subscriptions.
  • Purchases (for example: Movies and Shows, Premium).
  • কেনাকাটার ইতিহাস।

চ্যানেলের মালিকের বিবরণ খোঁজা

কোনও কম্পিউটারে চ্যানেলের মালিকের নাম ও ইমেল আইডি খুঁজে দেখা

আপনি কোনও চ্যানেল ম্যানেজ করলে, চ্যানেলের মালিকের নাম ও ইমেল আইডি খুঁজে পেতে পারেন। যেমন, নির্দিষ্ট কোনও ফিচারের অ্যাক্সেস পাওয়ার জন্য তার চ্যানেল ফোনের মাধ্যমে যাচাই করতে বলার জন্য আপনার এই তথ্য প্রয়োজন হতে পারে।

মনে রাখবেন: চ্যানেলে যেসব ব্যক্তির অ্যাক্সেস রয়েছে তাদের নাম ও ইমেল আইডি শুধু ম্যানেজার ও মালিকই দেখতে পারবেন।
  1. studio.youtube.com সাইটে যান
  2. সেটিংস এবং তারপর অনুমতি বিকল্পে ক্লিক করুন।
  3. এই চ্যানেলে যাদের অ্যাক্সেস রয়েছে তাদের প্রত্যেকের নাম ও ইমেল আইডি দেখতে পাবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5158521198945876484
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false