আপনার ভিডিওতে অডিও ট্র্যাক যোগ করুন

আপনি YouTube মোবাইল অ্যাপের মধ্যে থেকে আর অডিও ট্র্যাক পরিবর্তন করতে পারবেন না। YouTube Studio থেকে ট্র্যাক পাল্টানোর জন্য কম্পিউটার ব্যবহার করুন।

YouTube Studio ভিডিও এডিটর আপনাকে লাইসেন্স আছে এমন গানের লাইব্রেরি থেকে ভিডিওতে মিউজিক যোগ করতে দেয়। এইসব গান YouTube-এর অডিও লাইব্রেরিতে উপলভ্য। মনিটাইজ করা ভিডিওর জন্য আপনি অডিও লাইব্রেরি থেকে গান ব্যবহার করতে পারবেন।

আপনার ভিডিওতে 'মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও' ট্র্যাক কীভাবে আপলোড করবেন সেই সম্পর্কে জানুন।

মনে রাখবেন:
  • আপনার ভিডিও ১০০,০০০-এর বেশি ভিউ পেয়ে থাকলে, আপনি হয়ত সেটিতে পরিবর্তন করার পরে সেভ করতে পারবেন না। YouTube পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণকারী ব্যবহারকারীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হয় না।
  • এই ফিচার শুধু ৬ ঘণ্টার কম সময়ের ভিডিওর ক্ষেত্রেই উপলভ্য।

আপনার ভিডিওতে অডিও ট্র্যাক যোগ করুন

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. যে ভিডিও এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।
  4. বাঁদিকের মেনু থেকে এডিটর বিকল্পে ক্লিক করুন।
  5. অডিও  বেছে নিন এবং নতুন অডিও ট্র্যাক খুঁজতে, সার্চ ফিল্টার ব্যবহার করুন। ট্র্যাকের প্রিভিউ শুনতে, 'চালান' বিকল্পে ক্লিক করুন।
  6. কোনও গান পছন্দ হলে, যোগ করুন বিকল্পে ক্লিক করুন। গানটি এডিটরে একটি নীল রঙের বক্সে দেখানো হবে।
    • গানটি কখন শুরু হবে তা ঠিক করতে বক্সটি টেনে আনুন।
    • গানটি কতক্ষণ চলবে সেটি ঠিক করতে বক্সের কোণ ধরে টানুন।
    • নিখুঁতভাবে অ্যাডজাস্ট করতে 'জুম' বিকল্প Zoom in ব্যবহার করুন।
  7. হয়ে গেলে, সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17486299693862270039
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false