YouTube BrandConnect ব্যবহার শুরু করা

YouTube BrandConnect হল সেল্ফ সার্ভিস প্ল্যাটফর্ম যেটির সাহায্যে ক্রিয়েটররা ব্র্যান্ডেড কন্টেন্ট ক্যাম্পেনের মাধ্যমে উপার্জন করার সুযোগ পান। কোনও ব্র্যান্ড আমাদের মালিকানাধীন ইনফ্লুয়েন্সার ড্যাশবোর্ড ব্যবহার করে তার ব্র্যান্ডেড কন্টেন্ট ক্যাম্পেন প্রয়োগ করতে এবং কাজ করার জন্য ক্রিয়েটর শনাক্ত করতে পারবে।

YouTube BrandConnect প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের জন্য এইসব ফিচার রয়েছে:

  • আপনার পছন্দ অনুযায়ী ব্র্যান্ডেড কন্টেন্ট ক্যাম্পেনে কাজ করে উপার্জনের বিভিন্ন সুযোগ
  • ক্যাম্পেন ম্যানেজ করার জন্য YouTube Studio-তে থাকা সেল্ফ-সার্ভিস টুল
  • আপনি যাতে ব্র্যান্ডের কাছে পিচ করে ডিল জিততে পারেন, তাই আপনার চ্যানেলের জন্য কাস্টমাইজ করা যায় এমন মিডিয়া কিট। মিডিয়া কিট কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে জানুন
  • আপনাকে সাহায্য করার জন্য পেশাদার পদ্ধতি ও রিসোর্স

YouTube BrandConnect-এর সাহায্যে আপনি ক্যাম্পেন কার্যকরভাবে ম্যানেজ করতে, ক্রিয়েটিভ কন্ট্রোল নিজের হাতে রাখতে এবং কার সাথে কাজ করবেন তা বেছে নিতে পারবেন।

উপলভ্যতা এবং যোগ্যতার জন্য যা প্রয়োজন

YouTube BrandConnect বর্তমানে বিটা ভার্সনে আছে এবং এই মুহূর্তে শুধুমাত্র উপলভ্য দেশ/অঞ্চলের অল্প কয়েকজন ক্রিয়েটরের কাছে এটির অ্যাক্সেস আছে।

YouTube BrandConnect প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে হলে, আপনার চ্যানেলকে নিম্নলিখিত ন্যূনতম যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে:

আপনার চ্যানেলকে YouTube-এর মনিটাইজেশন নীতি মেনে চলতে হবে, যার মধ্যে এগুলি অন্তর্ভুক্ত:

উপলভ্যতা

নিম্নলিখিত দেশ/অঞ্চলের উপযুক্ত ক্রিয়েটররা YouTube BrandConnect-এর সুবিধা পাবেন:
  • ব্রাজিল
  • ভারত
  • ইন্দোনেশিয়া
  • যুক্তরাজ্য
  • মার্কিন যুক্তরাষ্ট্র

YouTube BrandConnect চালু করুন

কম্পিউটার থেকে আপনার চ্যানেলের জন্য YouTube BrandConnect চালু করতে:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে উপার্জন করুন বিকল্পে ক্লিক করুন।
  3. BrandConnect ট্যাবে ক্লিক করুন। আপনার চ্যানেল উপযুক্ত হলে, তবেই এই ট্যাব দেখতে পাবেন।
  4. স্ক্রিনের উপর থেকে শুরু করুন অথবা নিচে থেকে চলুন শুরু করা যাক বিকল্পে ক্লিক করুন।
  5. YouTube BrandConnect মডিউলটি পর্যালোচনা করুন ও এতে সম্মতি জানান।

মোবাইল ডিভাইস থেকে আপনার চ্যানেলের জন্য YouTube BrandConnect চালু করতে:

  1. YouTube Studio মোবাইল অ্যাপ  খুলুন।
  2. স্ক্রিনের নিচে দেখানো মেনু থেকে উপার্জন করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. BrandConnect কার্ডে ট্যাপ করুন। আপনার চ্যানেল যোগ্য হলে তবেই এই কার্ড দেখতে পাবেন।
  4. চালু করুন বিকল্পে ট্যাপ করুন।
  5. YouTube BrandConnect মডিউলটি পর্যালোচনা করুন ও এতে সম্মতি জানান।
মনে রাখবেন: MCN 'সেটিংস এবং তারপর চুক্তি' বিকল্পে গিয়ে, এর Studio কন্টেন্ট মালিকের অ্যাকাউন্টের মাধ্যমে, YouTube BrandConnect মডিউলে সম্মতি জানাতে পারে।

YouTube BrandConnect ম্যানেজ করা

আপনার পছন্দ সেট করুন

YouTube BrandConnect মডিউলে সম্মতি জানানোর পরে আপনি ব্র্যান্ডেড কন্টেন্ট ব্যবহার করার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন। বিভিন্ন ব্র্যান্ড এখন আপনাকে খুঁজে পাবে। কিন্তু, আপনি সাইন-আপ করলেই যে আপনার জন্য ব্র্যান্ডেড কন্টেন্টের সুযোগ থাকবে এমন কোনও গ্যারান্টি দেওয়া হয় না।

বিভিন্ন ব্র্যান্ডের সুযোগ সরাসরি YouTube Studio-তে দেখা যায় এবং এর বিবরণ আপনি পর্যালোচনা করে দেখতে পারেন। সুযোগ যাতে প্রাসঙ্গিক হয় এবং উপযুক্ত সময়ে ও গ্রহণযোগ্য দামে পাওয়া যায় সেই জন্য আপনার পছন্দ অনুযায়ী সেগুলি অটোমেটিক ফিল্টার করা হবে। আপনার প্রয়োজন অনুযায়ী আরও উন্নত মিল পেতে আপনি অভিরুচিতে পরিবর্তন করতে পারেন:

  1. YouTube Studio খুলে এর উপার্জন বিভাগে যান।
  2. BrandConnect and then পছন্দ সেট করুন বিকল্প বেছে নিন।

ডিল ম্যানেজমেন্ট

আপনি YouTube Studio বা YouTube Studio মোবাইল অ্যাপে বিবরণ দেখুন বিকল্পে ক্লিক করে, ড্যাশবোর্ডে প্রতিটি সুযোগের বিবরণ দেখতে পারেন। প্রতিটি সুযোগে ক্যাম্পেন টাইমলাইনের হাই-লেভেল ওভারভিউ থাকে। ক্যাম্পেন টাইমলাইন ডিলের প্রয়োজনীয় কাজ করতে এবং পুরো প্রক্রিয়ার মধ্যে আপনি ঠিক কোথায় আছেন সেটি বুঝতে আপনাকে সাহায্য করে। প্রতিটি ক্যাম্পেন টাইমলাইনে তিনটি হাই-লেভেল পর্যায় থাকবে: অফার, ক্যাম্পেন ভিডিও ও ক্যাম্পেন পারফর্ম্যান্স।

অফার

"অফার" বিভাগে ক্যাম্পেনের সংক্ষিপ্ত বিবরণ ও ব্র্যান্ড সম্পর্কে তথ্য থাকবে:

দাম

এই ডিল থেকে আপনি কত উপার্জন করতে পারবেন। ডিল থেকে আপনার চূড়ান্ত উপার্জন কত হবে তা যেসব বিষয়ের উপর নির্ভর সেগুলির মধ্যে অন্তর্ভুক্ত হল ক্যাম্পেন সাইজ ও দর্শকসংখ্যা তবে এর মধ্যেই সীমিত নয়। আপনি প্রতিটি ডিলের জন্য দর কষাকষি করতে পারবেন।

এক নজরে এক নজরে, ক্যাম্পেন ও ব্র্যান্ডের প্রোডাক্ট বা পরিষেবা সম্পর্কে জানুন। এই বিভাগে, ব্র্যান্ডের ইচ্ছা অনুযায়ী যে আইডিয়া আপনি দর্শকদের সাথে শেয়ার করতে চান এবং ব্র্যান্ডের ইচ্ছা অনুযায়ী দর্শকদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে উৎসাহিত করে তুলতে যে অ্যাকশন আপনি নিতে চান সেগুলি অন্তর্ভুক্ত।
ডেলিভার করার উপযুক্ত প্রোডাক্ট সম্পর্কিত সারাংশ ক্যাম্পেনের জন্য ব্র্যান্ডকে যা ডেলিভার করতে হবে।
প্রোডাক্টের তথ্য আপনার পরিষেবার বিনিময়ে ব্র্যান্ড যে প্রোডাক্ট বা পরিষেবা প্রদান করে সেটির বিবরণ।

সম্পর্কে (ব্র্যান্ড)

ব্র্যান্ড সম্পর্কিত নির্দিষ্ট তথ্য এবং ব্র্যান্ডের ওয়েবসাইটের লিঙ্ক।

অফারে প্রতিক্রিয়া জানানো 

আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী হলে, কোনও অফারের ক্ষেত্রে কী কী ব্যবস্থা নিতে পারবেন তা নির্ভর করবে শর্তাবলীর উপর, এছাড়া অফারটি Google না ব্র্যান্ড অফার করছে তার ভিত্তিতেও এটি নির্ধারিত হবে। 

আপনি YouTube BrandConnect মডিউলের শর্তাবলীতে স্বাক্ষর করে থাকলে এবং ব্র্যান্ড থেকে সরাসরি ডিলের অফার পেলে, সেই অফারের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নিতে পারবেন:

  • আগ্রহী: আগ্রহী বিকল্প বেছে নিলে, আমরা আপনার যোগাযোগের তথ্য ব্র্যান্ডের সাথে শেয়ার করব যাতে ডিলের ব্যাপারে দর কষাকষি করার জন্য তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনি আগ্রহী তা কনফার্ম করার সময় কনফার্মেশনে বিবরণ যোগ করতে পারেন, যেমন আপনার পছন্দসই যোগাযোগের পদ্ধতি, যা ব্র্যান্ডটিকে আপনার সাথে যোগাযোগ করার সবচেয়ে ভালো পদ্ধতি দিয়ে সাহায্য করবে। ডিলের মধ্যে পেমেন্ট সংক্রান্ত শর্তাবলী, দাম এবং চুক্তির ভাষা অন্তর্ভুক্ত থাকবে। কোনও ডিলের ব্যাপারে অগ্রসর হওয়ার জন্য, আপনি সরাসরি ব্র্যান্ডের সাথে চুক্তি স্বাক্ষর করবেন এবং ব্র্যান্ডের থেকে পেমেন্ট পাবেন। কোনও ব্র্যান্ডের সাথে চুক্তি স্বাক্ষর করলে আপনি যে সেই চুক্তির শর্তাবলী বুঝেছেন তা নিশ্চিত করুন; সেই ব্যাপারে নিশ্চিত না হলে আপনি আইনজীবীর পরামর্শ নিতে পারেন।
  •  প্রত্যাখ্যান করছি: প্রত্যাখ্যান করার বিকল্প বেছে নিলে, আমরা ব্র্যান্ডকে জানাব যে আপনি চুক্তিতে সম্মত নন।

আপনি YouTube BrandConnect সেল্ফ সার্ভিস প্ল্যাটফর্মের বিটা ভার্সনের শর্তাবলীতে স্বাক্ষর করে থাকলে, আপনাকে Google-এর তরফ থেকে ডিল অফার করা হতে পারে। এই ডিলের মধ্যে দামও অন্তর্ভুক্ত থাকবে, যা Google আপনার AdSense for YouTube অ্যাকাউন্টে পেমেন্ট করবে। এই ধরনের অফারের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নিতে পারবেন: 

  • সম্মতি দিচ্ছি: সম্মতি দিলে, আপনাকে ব্র্যান্ডের সাথে চুক্তি স্বাক্ষর করতে বলা হবে। চুক্তির শর্তাবলী পূরণ করলে, অংশগ্রহণ করার জন্য Google আপনাকে পেমেন্ট করবে। কোনও ব্র্যান্ডের সাথে চুক্তি স্বাক্ষর করলে আপনি যে সেই চুক্তির শর্তাবলী বুঝেছেন তা নিশ্চিত করুন।
  • কাউন্টার করছি: এই বিকল্প বেছে নিলে, সুযোগে অংশ নিতে আপনি নতুন দামের জন্য দর কষাকষি করতে পারবেন।  
  • আলোচনা করতে চাই: আলোচনা করার বিকল্প বেছে নিলে, অফারের ব্যাপারে আরও জানতে ব্র্যান্ডের সাথে যোগাযোগ করতে পারবেন।
  • প্রত্যাখ্যান করছি: প্রত্যাখ্যান করার বিকল্প বেছে নিলে, আমরা ব্র্যান্ডকে জানাব যে আপনি চুক্তিতে সম্মত নন।

ক্যাম্পেন ভিডিও

ব্র্যান্ড ডিলে সম্মতি জানানোর পরে আপনি ক্যাম্পেনের কন্টেন্ট তৈরি করার ব্যাপারে মনোযোগ দিতে পারবেন। আপনার কন্টেন্ট 'তালিকাভুক্ত নয় হিসেবে' আপলোড করার জন্য পরের ধাপে কী করতে হবে সেটি "ক্যাম্পেন ভিডিও" বিভাগে উল্লেখ করা থাকে। এছাড়া, এক বা একাধিক ভিডিও আপলোড করে আপনি সেটি ব্র্যান্ডের পর্যালোচনা ও অনুমোদনের জন্য জমা দিতে পারবেন। ব্র্যান্ডের কোনও মতামত থাকলে আপনি ব্র্যান্ড পার্টনারের মন্তব্য সহ ইমেল পাবেন।

ব্র্যান্ডের পর্যালোচনা ছাড়াও আপনার ভিডিও Google Ads-এর নীতিকমিউনিটি নির্দেশিকা মেনে চলছে কিনা দেখা হয়। কন্টেন্ট সম্পূর্ণ অনুমোদনের পরে আপনি YouTube Studio-তে ইমেল ও স্ট্যাটাস আপডেট দেখতে পাবেন। আপনি কন্টেন্ট সঙ্গে সঙ্গে প্রকাশ করতে পারেন অথবা সেটি পরে প্রকাশ করার জন্য শিডিউল করে রাখতে পারেন। যে সময়ের মধ্যে কন্টেন্ট প্রকাশ করবেন বলে ব্র্যান্ডের সাথে চুক্তি করেছিলেন তা অবশ্যই মেনে চলবেন।

ক্যাম্পেন পারফর্ম্যান্স

“ক্যাম্পেন পারফর্ম্যান্স” বিভাগে আপনি নিজের কন্টেন্টের পারফর্ম্যান্স সম্পর্কে বিশদ তথ্য পাবেন, যার মধ্যে এগুলি অন্তর্ভুক্ত থাকলেও তার মধ্যেই সীমিত নয়:

  • আপনার ক্যাম্পেনে আর কতদিন বাকি আছে
  • আপনার কন্টেন্টের 'ভিউ' সংখ্যা
  • লাইক

YouTube Analytics-এ গিয়ে আপনি নিজের কন্টেন্টের পারফর্ম্যান্স সম্পর্কিত বিশদ বিবরণ দেখতে পাবেন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

আমি YouTube BrandConnect-এর সাথে কীভাবে কাজ করব?

YouTube BrandConnect এখন বিটা ভার্সনে আছে এবং উপলভ্য দেশ/অঞ্চলের অল্প কয়েকজন ক্রিয়েটরের কাছে এটির অ্যাক্সেস আছে। আপনি বিটার জন্য উপযুক্ত হলে YouTube Studio-তে BrandConnect ট্যাব দেখতে পাবেন। আমরা আরও বেশি দেশ/অঞ্চলের ক্রিয়েটরদের জন্য এই ফিচার ব্যবহারের সুবিধা প্রদান করার চেষ্টা করছি।

এজেন্ট / ম্যানেজার কি তার ক্রিয়েটরের জন্য YouTube BrandConnect ব্যবহার করতে পারবেন?

হ্যাঁ। চ্যানেল সম্পর্কিত ইমেল আইডিতে নতুন সুযোগ সম্পর্কে আমরা ইমেল বিজ্ঞপ্তি পাঠাই। কোনও ক্রিয়েটর আপনাকে এই ইমেল বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে, তিনি চ্যানেল সম্পর্কিত ইমেল আইডি পরিবর্তন করতে পারেন। আপনি যাতে YouTube Studio থেকে সরাসরি ডিল ম্যানেজ করতে পারেন সেই জন্য ক্রিয়েটর আপনাকে অনুমোদিত ব্যবহারকারী হিসেবে যোগ করতে পারেন

YouTube BrandConnect থেকে হওয়া উপার্জন আমি কোথায় দেখতে পাব?

সরাসরি Google থেকে অফার করা ডিলের ক্ষেত্রে এবং YouTube BrandConnect সেল্ফ সার্ভিস প্ল্যাটফর্মের বিটা ভার্সনের শর্তাবলীর উপর নির্ভর করা ডিলের ক্ষেত্রে, YouTube Analytics-এ আপনার উপার্জন দেখতে পাবেন। প্রাসঙ্গিক সময়সীমা বেছে নিলে, উপার্জন কার্ডে "YouTube BrandConnect উপার্জন" সারি দেখতে পাবেন। আপনি কোথা থেকে উপার্জন করছেন সেই বিষয়ে আরও জানুন।
আপনি কোনও ব্র্যান্ডের সাথে সরাসরি ডিলে স্বাক্ষর করে থাকলে, সেই ডিল থেকে হওয়া উপার্জন YouTube Analytics-এ দেখা যাবে না।

আমার কি ব্র্যান্ডেড কন্টেন্ট ক্যাম্পেনে থাকা ভিডিও বিজ্ঞাপনদাতার সাথে লিঙ্ক করা উচিত?

আপনি ব্র্যান্ডেড কন্টেন্ট ক্যাম্পেনে কোনও বিজ্ঞাপনদাতার সাথে পার্টনারশিপ করে থাকলে, সেই বিজ্ঞাপনদাতা আপনাকে ক্যাম্পেন থেকে কন্টেন্ট Google Ads অ্যাকাউন্টে লিঙ্ক করার অনুরোধ পাঠাতে পারে। বিজ্ঞাপনদাতার অনুরোধ গ্রহণ করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে, আপনার সেটাই করা উচিত যেটা আপনার চ্যানেলের জন্য সবচেয়ে উপযোগী।
আপনি লিঙ্ক করার অনুরোধ গ্রহণ করলে, বিজ্ঞাপনদাতা Google Ads-এ কন্টেন্টের অর্গানিক পারফর্ম্যান্স মেট্রিক্স দেখতে পারবেন এবং লিঙ্ক করা ভিডিও তার বিজ্ঞাপনে ব্যবহার করতে পারবেন। আপনার ব্র্যান্ডেড কন্টেন্ট কীভাবে বিজ্ঞাপনদাতার সাথে লিঙ্ক করবেন সেই সম্পর্কে আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7947626561378023037
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false