ম্যানুয়াল দাবি করার টুল ব্যবহার

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এই ফিচার ব্যবহার করতে পারবেন।
'ম্যানুয়াল দাবি করার টুল' এমন একটি ফিচার যা Studio কন্টেন্ট ম্যানেজারে উপলভ্য। YouTube-এ এই টুলের সাহায্যে সেইসব সর্বজনীন ভিডিও খোঁজা যেতে পারে যেখানে আপনার কন্টেন্ট সংক্রান্ত অধিকার রয়েছে। আপনি সেই মিলে যাওয়া কন্টেন্ট ব্যবহার করে তৈরি করা ভিডিওতে দাবি জানাতে এবং নীতি প্রয়োগ করতে পারেন।

মনে রাখবেন:

  • ম্যানুয়াল দাবি করার বিকল্প শুধু সেইসব পার্টনারদের জন্য উপলভ্য যারা এই ফিচারের বিশেষ প্রয়োজন আছে বলে প্রমাণ দিয়েছেন এবং যাদের কপিরাইটContent ID নিয়ে কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।
  • Content ID ম্যানুয়াল দাবি করা সংক্রান্ত নীতি অনুযায়ী, এর প্রয়োজনীয়তা অবশ্যই 'ম্যানুয়াল দাবি করার টুল' ব্যবহারকারীদের মেনে চলতে হবে।
  • Content ID-এর উপযুক্ত কন্টেন্ট না হলে, এটি ম্যানুয়ালি দাবি করা যাবে না। মালিকানা নেই এমন কন্টেন্ট অন্যায্যভাবে দাবি করলে শাস্তি পেতে হতে পারে যার মধ্যে রয়েছে আইনি বাধ্যবাধকতা ও পার্টনারশিপ বাতিল করে দেওয়া। আরও জানুন
আপনার অ্যাসেটের সাথে মিলে যাওয়া ভিডিও খুঁজুন

নিজের অ্যাসেটের সাথে মিল আছে এমন ভিডিও খুঁজলে, আপনার সার্চ করা শব্দটির সাথে ভিডিওর শিরোনাম, বিবরণ, ট্যাগ ও অন্যান্য মেটাডেটার মিল রয়েছে কিনা খুঁজে দেখা হবে।

'ম্যানুয়াল দাবি করার টুল' ব্যবহার করে আপনার অ্যাসেটের সাথে ম্য়াচ করে এমন সর্বজনীন YouTube ভিডিও সার্চ করতে:

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, ম্যানুয়াল দাবি করা বিকল্প বেছে নিন।
  3. ফিল্টার বারে , কীওয়ার্ড, ভিডিও আইডি লিখুন বা কোনও ফিল্টার বেছে নিন।
    • আপনার সার্চ থেকে কীওয়ার্ড বাদ দিতে, "-" চিহ্ন ব্যবহার করুন।
    • নির্দিষ্ট কারও আপলোড করা ভিডিও খুঁজতে আপনি @ইউজারনেম বা চ্যানেল আইডি দিয়েও সার্চ করতে পারেন।
    • আপনি এই ফিল্টারগুলি থেকে বাছতে পারবেন:
      • সাদাতালিকা (ভিডিওটি আপনার সাদাতালিকায় আছে কিনা)
      • চ্যানেল আইডি
      • দাবির স্ট্যাটাস (আপনি বা অন্য কেউ এটিতে দাবি জানিয়েছেন কিনা)
      • দাবি করা যাবে (আপনি একটি ভিডিও দাবি করতে পারবেন কিনা)
      • লাইভস্ট্রিম (ভিডিওটি লাইভস্ট্রিম কিনা)
      • প্রকাশের তারিখ
      • পর্যালোচনা করা (দাবিটি পর্যালোচনা করা হয়েছে কিনা)
      • ভিডিওর দৈর্ঘ্য (<৪ মিনিট, ৪-২০ মিনিট, >২০ মিনিট)
    • আপনি ফিল্টার বেছে নেওয়ার পর সার্চ ফলাফল ফিল্টার করতে, প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন।

  4. প্রাসঙ্গিকতা, প্রকাশ হওয়ার তারিখ অথবা মোট ভিউ অনুযায়ী ফলাফল সাজাতে, সবচেয়ে উপরে ডানদিকে এই অনুযায়ী সাজান আইকনে ক্লিক করুন।
    মনে রাখবেন: পৃষ্ঠার সবচেয়ে নিচে, প্রতি পৃষ্ঠায় সারির সংখ্যা লেখাটির পাশের সংখ্যায় ক্লিক করে এটি ৩০ (ডিফল্ট) থেকে পরিবর্তন করে ১০, ৫০ বা ১০০ করতে পারবেন।
  5. প্রযোজ্য দাবি রয়েছে এমন ভিডিওর ক্ষেত্রে দাবিগুলি ডানদিকে দেখানো হয়। সারিতে ক্লিক করে বড় করলে আরও তথ্য দেখতে পাবেন।
    • ভিডিও দেখতে, ভিডিও প্লেয়ারের 'চালান ' বোতামে ক্লিক করুন।
      • মনে রাখবেন: কোনও ভিডিওতে আপনার মালিকানাধীন কন্টেন্ট আছে কিনা তা নিশ্চিত করতে আপনাকে সেই ভিডিও অবশ্যই দেখতে হবে।
    • দাবি করা ভিডিও দেখুন বিকল্পে ক্লিক করে ভিডিওটি দেখুন ও দাবি সম্পর্কে আরও জানুন।
    • ডানদিকে, "আরও দেখুন:" বিকল্পের পাশে, চ্যানেল থেকে বিকল্পে ক্লিক করে ওই চ্যানেলের আরও ভিডিও দেখতে অথবা এই ধরনের ভিডিও বিকল্পে ক্লিক করে ভিডিওর নামের ভিত্তিতে একই ধরনের আরও ভিডিও খুঁজতে পারেন।
পরামর্শ: আরও তাড়াতাড়ি ভিডিও পর্যালোচনা করতে, কীবোর্ড শর্টকাট ব্যবহার করুন।
আপনার কন্টেন্ট ব্যবহার করছে এমন ভিডিও দাবি করুন
মনে রাখবেন:YouTube-এর লাইসেন্স করা কিছু কন্টেন্ট থার্ড-পার্টি দাবির উপযুক্ত নয়। এক্ষেত্রে, Studio কন্টেন্ট ম্যানেজারে মেসেজ পাঠিয়ে আপনাকে জানানো হবে যে, আপনি যে ভিডিওর জন্য ম্যানুয়ালি দাবি করার চেষ্টা করছেন সেটি দাবি করা যাবে না। আপনি এখনও এই কন্টেন্টের জন্য কপিরাইট সরিয়ে ফেলার অনুরোধ জমা দিতে পারবেন।

'ম্যানুয়াল দাবি করার টুল' ব্যবহার করে ভিডিও দাবি করতে:

  1. ম্যানুয়াল দাবি করা পৃষ্ঠাতে, কোনও ভিডিওর সারিতে ক্লিক করে বড় করে দেখুন এবং ওই ভিডিও সম্পর্কে আরও তথ্য পেয়ে যান।
  2. অ্যাসেট বেছে নিন বিকল্পে ক্লিক করুন। একটি পপ-আপ উইন্ডো খুলে যাবে।
  3. উপরের ট্যাব থেকে, আগে থেকে থাকা অ্যাসেট দাবি করতে অ্যাসেট বেছে নিন বিকল্প বেছে নিন
  4. তালিকা থেকে কোনও অ্যাসেট বেছে নিতে এবং তারপর বেছে নিন বিকল্প বেছে নিন।
  5. ভিডিওর মধ্যে ঠিক কোন জায়গায় আপনার কন্টেন্ট রয়েছে তা জানাতে, শুরুর সময়শেষের সময় বিকল্পে প্রয়োজনীয় টাইমস্ট্যাম্প লিখুন।
    • শুরুর সময় ও শেষের সময় অটোমেটিক পপুলেট করতে, ভিডিও প্লেয়ারে থাকা শুরুর সময় সেট করুনশেষের সময় সেট করুন বিকল্পে ক্লিক করতে পারবেন।
    • শেষের সময়-এর পাশের 'চালান ' বোতামে ক্লিক করে সঠিক সেগমেন্ট বেছে নিয়েছেন কিনা দেখে নিন।
    • ভিডিওর একাধিক অংশে আপনার কন্টেন্ট থাকলে, অতিরিক্ত সেগমেন্ট যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
      • এই সেগমেন্ট সরাতে চাইলে, সেগমেন্ট মুছুন আইকনে ক্লিক করুন।
        মিলে যাওয়া সংক্রান্ত দাবির ক্ষেত্রে, আপলোডার ভিডিও এডিটিং টুলের সাহায্যে ম্যানুয়াল টাইমস্ট্যাম্প সরিয়ে, ভিডিও থেকে দাবি করা কন্টেন্ট সরাতে পারবেন। এই কারণে, ভিডিওর যে অংশে আপনার কন্টেন্ট রয়েছে সেই অংশটি টাইমস্ট্যাম্প সেগমেন্টের মাধ্যমে অবশ্যই নির্ভুলভাবে প্রকাশ করতে হবে
  6. দাবির ধরন বিকল্পে ক্লিক করে আপনার অ্যাসেটের অডিও, ভিডিও বা অডিও-ভিজ্যুয়াল কন্টেন্টের সাথে যে ভিডিওটি মিলছে সেটি বেছে নিন।
  7. নীতি বিকল্পে ক্লিক করুন এবং ভিডিওর ক্ষেত্রে ডিফল্ট হিসেবে বেছে নেওয়া অ্যাসেটের মিলে যাওয়া সংক্রান্ত নীতি বিকল্প প্রযোজ্য কিনা তা বেছে নিন অথবা নীতির তালিকা থেকে অন্য কোনও নীতি বেছে নিন।
  8. দাবি করুন বিকল্পে ক্লিক করুন অথবা দাবিটি পরে সম্পূর্ণ করতে, পর্যালোচনা করা হয়েছে হিসেবে চিহ্নিত করুন বিকল্পে ক্লিক করুন।
অ্যাসেট তৈরি করা

কোনও ভিডিও ম্যানুয়াল দাবি করার সময় অ্যাসেট তৈরি করতে:

  1. ম্যানুয়াল দাবি করা  পৃষ্ঠায়, কোনও ভিডিও সারিতে ক্লিক করে সেটি বড় করে দেখুন।
  2. অ্যাসেট বেছে নিন বিকল্পে ক্লিক করুন। একটি পপ-আপ উইন্ডো খুলে যাবে।
  3. উপরের ট্যাব থেকে, অ্যাসেট তৈরি করুন বিকল্প বেছে নিন।
  4. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
  5. অ্যাসেটের ধরন  বেছে নিন ও অ্যাসেট মেটাডেটা পূরণ করুন। অ্যাসেটের ধরন সম্পর্কে আরও জানুন।
  6. মালিকানা বিকল্প বেছে নিন। অ্যাসেটের মালিকানা সম্পর্কে আরও জানুন।
  7. (ঐচ্ছিক) অ্যাসেট লেবেল বক্সে আগে থেকে থাকা অ্যাসেট লেবেল প্রয়োগ করুন অথবা নতুন অ্যাসেট লেবেল তৈরি করুন। অ্যাসেট লেবেল সম্পর্কে আরও জানুন।
  8. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
  9. উপরের বিভাগে থাকা ধাপ ৫-৮ পর্যন্ত সম্পন্ন করতে, আপনার কন্টেন্ট ব্যবহার করছে এমন ভিডিও দাবি করুন
    • মনে রাখবেন: উপরের বিভাগে থাকা ধাপ ৫-৮ পর্যন্ত সম্পন্ন করে, দাবি করুন বিকল্পে ক্লিক না করা পর্যন্ত নতুন অ্যাসেট পুরোপুরি তৈরি হবে না।
অ্যাসেট তৈরি করা সম্পর্কে আরও জানুন।
কপিরাইট লঙ্ঘনের ফলে ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ জমা দিন
YouTube-এর লাইসেন্স করা কিছু কন্টেন্ট থার্ড-পার্টি দাবির উপযুক্ত নয়। এক্ষেত্রে, Studio কন্টেন্ট ম্যানেজারে মেসেজ পাঠিয়ে আপনাকে জানানো হবে যে, আপনি যে ভিডিওর জন্য ম্যানুয়ালি দাবি করার চেষ্টা করছেন সেটি দাবি করা যাবে না। তবে তার পরেও, 'ম্যানুয়াল দাবি করার টুল' ব্যবহার করে আপনি কপিরাইট লঙ্ঘনের কারণে এই কন্টেন্ট সরিয়ে দেওয়ার অনুরোধ করতে পারবেন।

কন্টেন্ট সরানোর অনুরোধ জমা দিন

একটি ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ করতে:

  1. ম্যানুয়াল দাবি করা পৃষ্ঠায়, কোনও ভিডিও সারিতে ক্লিক করে সেটি বড় করে দেখুন।
  2. সারির উপরে সরিয়ে দেওয়া ট্যাবে ক্লিক করুন।
  3. অ্যাসেট বেছে নিন বিকল্পে ক্লিক করুন।
  4. উপরের ট্যাবে, আগে থেকে থাকা অ্যাসেট বেছে নিতে অ্যাসেট বেছে নিন বিকল্পে অথবা একটি নতুন অ্যাসেট তৈরি করতে অ্যাসেট তৈরি করুন বিকল্পে ক্লিক করতে পারেন। কীভাবে অ্যাসেট তৈরি করতে হবে জানুন।
  5. আপনি বিদ্যমান কোনও অ্য়াসেট বেছে নিলে, বেছে নিন বিকল্পে ক্লিক করুন। আপনি নুতন অ্যাসেট তৈরি করলে, তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
  6. স্বাক্ষর বক্সে, আপনার নাম ও পদবী লিখুন (কোম্পানির নাম নয়)।
  7. সম্মতি বিভাগের মধ্যে থেকে, বিবৃতিটি পড়ুন এবং সম্মতি জানাতে চেকবক্সে টিক চিহ্ন দিন।
  8. সরিয়ে দেওয়ার অনুরোধ জমা দিন বিকল্পে ক্লিক করুন।

একাধিক সরিয়ে দেওয়ার অনুরোধ জমা দিন

আপনি হয়তো কপিরাইট লঙ্ঘনের ফলে ভিডিও সরিয়ে দেওয়ার একাধিক অনুরোধ করতে পারবেন। একটি অ্যাসেটের সাথে সংশ্লিষ্ট একাধিক ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ জানাতে:

  1. ম্যানুয়াল দাবি করা সংক্রান্ত পৃষ্ঠায়, যেসব ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ জানাতে চান সেগুলির পাশের চেকবক্সে টিক চিহ্ন দিন।
    • আপনি একসাথে সর্বাধিক ১০০টি ভিডিও বেছে নিতে পারবেন। এটি করতে, পৃষ্ঠার একদম নিচে পৃষ্ঠা প্রতি সারির সংখ্যা ১০০ হিসেবে সেট করা আছে কিনা দেখে নিন, তারপর সার্চ ফলাফলের উপরে চেকবক্সে ক্লিক করুন।
  2. পৃষ্ঠার একদম উপরে, সরিয়ে দিন বিকল্পে ক্লিক করুন।
  3. অ্যাসেট বেছে নিন বিকল্পে ক্লিক করুন।
  4. উপরের ট্যাবে, আগে থেকে থাকা অ্যাসেট বেছে নিতে অ্যাসেট বেছে নিন বিকল্পে অথবা একটি নতুন অ্যাসেট তৈরি করতে অ্যাসেট তৈরি করুন বিকল্পে ক্লিক করতে পারেন। কীভাবে অ্যাসেট তৈরি করতে হবে জানুন।
  5. আপনি বিদ্যমান কোনও অ্য়াসেট বেছে নিলে, বেছে নিন বিকল্পে ক্লিক করুন। আপনি নুতন অ্যাসেট তৈরি করলে, তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
  6. স্বাক্ষর বক্সে, আপনার নাম ও পদবী লিখুন (কোম্পানির নাম নয়)।
  7. সম্মতি বিভাগের মধ্যে থেকে, বিবৃতিটি পড়ুন এবং সম্মতি জানাতে চেকবক্সে টিক চিহ্ন দিন।
  8. জমা দিন বিকল্পে ক্লিক করুন।
কপিরাইট লঙ্ঘনের ফলে ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাহার অথবা বাতিল করুন

সরানোর অনুরোধের সমাধান করা হলে এবং তার ফলে কন্টেন্ট সরানো হলে, এটি প্রত্যাহার করতে পারা যাবে। সরানোর অনুরোধের এখনও সমাধান না হলে (যেমন, ভিডিও সরানোর আগাম অনুরোধ এবং সরিয়ে দেওয়ার অনুরোধ রিভিউয়ের অধীন থাকলে), এটি বাতিল করতে পারা যাবে।

ম্যানুয়াল দাবি করার টুলের মাধ্যমে জমা দেওয়া, কপিরাইট লঙ্ঘনের কারণে ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাহার অথবা বাতিল করতে:

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে দাবি করা ভিডিও বিকল্প বেছে নিন।
  3. ভিডিও সরিয়ে দেওয়ার মূল অনুরোধ থেকে ভিডিওটি খুঁজে নিন।
    • ভিডিওটি চটপট খুঁজে পেতে, ফিল্টার বারে ক্লিক করে,  এবং তারপর দাবির স্ট্যাটাস এবং তারপর ভিডিও সরিয়ে দিন, ভিডিও সরানোর আগাম অনুরোধ, বা ভিডিও সরানোর অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে বিকল্পে ক্লিক করুন।
  4. ভিডিওর শীর্ষকে ক্লিক করুন।
  5. ভিডিওর দাবি বিভাগে, সরিয়ে দিন, ভিডিও সরানোর আগাম অনুরোধ বা সরানোর অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে, বিকল্পের পাশে বিবরণ-এ ক্লিক করুন।
  6. যেসব সরিয়ে দেওয়ার অনুরোধ এখনও সমাধান করা হয়নি, (ভিডিও সরানোর আগাম অনুরোধ এবং সরানোর অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে), ১টি সরিয়ে দেওয়া বাতিল করুন বিকল্পে ক্লিক করুন। সমাধান করা হয়েছে এমন সরিয়ে দেওয়ার অনুরোধের জন্য, ১টি সরিয়ে দেওয়া প্রত্যাহার করুন

 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8308300621165345657
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false