Super Chat ও Super Stickers চালু বা বন্ধ করা

Super Chat ও Super Stickers ব্যবহার করে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারেন। এই ফিচারগুলির সাহায্যে আপনার দর্শকরা আকর্ষণীয় চ্যাট মেসেজ কিনতে এবং কখনও কখনও চ্যাট ফিডের উপরে সেটি পিন করতে পারেন। উপযুক্ত হওয়ার ব্যাপারে আরও জানুন

মনে রাখবেন, Super Chat ও Super Stickers ব্যবহার করার সময় আপনাকে প্রযোজ্য সব আইন মেনে চলতে হবে। Super Chats ও Super Stickers চালু করতে এবং এই ফিচার ব্যবহার করে টাকা অফার করতে, পেতে বা পাঠাতে পারবেন কিনা সেগুলি এই আইনের আওতায় পড়তে পারে।

Super Chat এবং Super Stickers: এগুলি ব্যবহার করার জন্য সেট-আপ এবং পরামর্শ

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

 

আপনার চ্যানেলের জন্য Super Chat বা Super Stickers চালু বা বন্ধ করুন

Super Chat বা Super Stickers চালু করুন

Super Chat বা Super Stickers থেকে উপার্জন করতে আপনাকে (এবং আপনার MCN-কে) কমার্স প্রোডাক্ট মডিউল (CPM)-এ সম্মতি জানাতে হবে। CPM সম্পর্কে আরও জানতে আমাদের YouTube কমার্স প্রোডাক্ট মনিটাইজেশন সংক্রান্ত নীতি দেখুন।

Super Chat ও Super Stickers চালু করতে কম্পিউটার ব্যবহার করতে চাইলে:

  1. কম্পিউটার থেকে, YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, উপার্জন করুন বিকল্পে ক্লিক করুন।
  3. Supers ট্যাবে ক্লিক করুন। আপনার চ্যানেল উপযুক্ত হলে, তবেই এই ট্যাব দেখতে পাবেন।
  4. শুরু করা যাক বিকল্পে ক্লিক করুন এবং অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
  5. Supers বিভাগ আপনি প্রথমবার অ্যাক্সেস করলে, কমার্স প্রোডাক্ট মডিউল (CPM)-এ সই করার জন্য অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
  6. সব নির্দেশাবলী সম্পূর্ণ করার পরে, আপনি ২টি বিকল্প দেখতে পাবেন:
    • “Super Chat”-এর ঠিক পাশে চালু অথবা বন্ধ করার সুইচ দেখা যাবে।
    • “Super Stickers”-এর ঠিক পাশে চালু অথবা বন্ধ করার সুইচ দেখা যাবে।

Super Chat ও Super Stickers চালু করার জন্য মোবাইল ডিভাইস ব্যবহার করতে চাইলে:

  1. YouTube Studio মোবাইল অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের নিচে থেকে উপার্জন করুন বিকল্পে ট্যাপ করুন।
  3.  Supers কার্ডে ট্যাপ করুন। Supers কার্ড দেখতে না পেলে "Supers" বিভাগের শুরু করা যাক এবং তারপরে এবং তারপর চালু করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. Supers বিভাগ আপনি প্রথমবার অ্যাক্সেস করলে, কমার্স প্রোডাক্ট মডিউল (CPM)-এ সই করার জন্য অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
  5. সব নির্দেশাবলী সম্পূর্ণ করার পরে, নিম্নলিখিত উপযুক্ত কন্টেন্টে সব Supers প্রোডাক্ট দেখতে পাবেন:
    • লাইভ স্ট্রিম ও প্রিমিয়ার (Super Chat এবং Super Stickers)
    • বড় দৈর্ঘ্যের ভিডিও এবং Shorts (Super Thanks)

মনে রাখবেন:

  • কোনও থার্ড-পার্টি আপনার অধিকার সংক্রান্ত বিষয় পরিচালনা করলে, Super Chat বা Super Stickers চালু করার আগে তাদের সাথে কথা বলে নিন।
  • নির্দিষ্ট কিছু Supers বন্ধ করতে চাইলে, YouTube Studio-তে সাইন-ইন করার জন্য আপনি কম্পিউটার ব্যবহার করতে পারবেন। সংশ্লিষ্ট Supers বন্ধ করতে, Supers ট্যাবে যান।

Super Chat বা Super Stickers বন্ধ করুন

  1. কম্পিউটার থেকে YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, উপার্জন করুন বিকল্পে ক্লিক করুন।
  3. Supers ট্যাবে ক্লিক করুন।
  4. নিম্নলিখিত যেকোনও একটি অথবা দুটি বিকল্পই বেছে নিন:
    • “Super Chat"-এর ঠিক পাশে থাকা সুইচ বন্ধ করুন।
    • “Super Stickers"-এর ঠিক পাশে থাকা সুইচ বন্ধ করুন।
  5. পপ-আপ মেসেজে "এই অ্যাকশনের ফলাফল কী হবে তা আমি জানি" লেখার পাশের চেকবক্সে ক্লিক করুন।
  6. বন্ধ করুন বিকল্পে ক্লিক করুন।

আপনার নেটওয়ার্কের জন্য Super Chat বা Super Stickers চালু করুন

নেটওয়ার্ককে Super Chat বা Super Stickers চালু করার অনুমতি দিন

Super Chat বা Super Stickers থেকে উপার্জন করতে নেটওয়ার্ককে কমার্স প্রোডাক্ট মডিউল (CPM)-এ সম্মতি জানাতে হবে। CPM সম্পর্কে আরও জানতে আমাদের YouTube কমার্স প্রোডাক্ট মনিটাইজেশন সংক্রান্ত নীতি দেখুন।

  1. কম্পিউটার থেকে, YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. সেটিংস বিকল্পে যান।
  3. "চুক্তি" বিকল্পে ক্লিক করে কমার্স প্রোডাক্ট মডিউলে সম্মতি জানান।

প্রিমিয়ারের জন্য Super Chat ও Super Stickers চালু করুন

YouTube প্রিমিয়ার-এর সাথে Super Chat ও Super Stickers কাজ করে। আপনার চ্যানেলের জন্য Super Chats ও Super Stickers চালু করে থাকলে, ভিডিও প্রিমিয়ার করার সময় সেগুলি অটোমেটিক চালু করা থাকে। Super Chat বা Super Stickers সহ ভিডিও প্রিমিয়ার করতে এই নির্দেশাবলী অনুসরণ করুন:

  1. কম্পিউটার থেকে, Super Chat বা Super Sticker চালু করা আছে এমন চ্যানেল দিয়ে YouTube-এ সাইন-ইন করুন।
  2. পৃষ্ঠার একদম উপরের দিকে আপলোড করুন  বিকল্পে ক্লিক করুন অথবা youtube.com/upload লিঙ্কে যান।
  3. ড্রপডাউন মেনু থেকে শিডিউল করা বিকল্পে ক্লিক করুন।
    • মনে রাখবেন, সর্বজনীন বিকল্পটি বেছে নিলে ভিডিও আপলোডের প্রসেস শেষ হওয়া মাত্রই প্রিমিয়ার শুরু হয়ে যাবে।
    • তালিকাভুক্ত নয় এমন ভিডিও প্রিমিয়ার করা যাবে না।
  4. আপনার কম্পিউটার থেকে যে ভিডিও আপলোড করতে চান সেটিতে ক্লিক করুন।
  5. পরবর্তী পৃষ্ঠা থেকে প্রিমিয়ার বিকল্প চালু করুন।
  6. আপনার প্রিমিয়ারের তারিখ ও সময় বেছে নিন।
  7. ভিডিওটি প্রসেস করা হয়ে গেলে, উপরে বাঁদিকের কোণে প্রিমিয়ার বোতামে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11454639170983203083
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false