স্ট্রাইক সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

আমার অ্যাকাউন্টে স্ট্রাইক এলে কী হবে?

আপনার অ্যাকাউন্টে যদি কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক আসে, তাহলে ইমেল, মোবাইল বা ডেস্কটপে বিজ্ঞপ্তি পাঠিয়ে এবং আপনার YouTube চ্যানেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। আপনার অ্যাকাউন্টে কেন স্ট্রাইক এসেছে এবং এরপর কী করতে হবে তা আমরা আপনাকে জানিয়ে দেব।

আমাদের কেন ২টি আলাদা সিস্টেম রয়েছে?

আমাদের ২টি আলাদা সিস্টেম রয়েছে কারণ আমরা কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইক এই দুটিকে আলাদা সমস্যা হিসেবে দেখি।

কপিরাইট এবং কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন বিভিন্ন কারণে হয়ে থাকে। আমাদের কমিউনিটি নির্দেশিকায় যেসব নিয়ম আছে, আমরা চাই YouTube কমিউনিটিকে সুরক্ষিত রাখতে, ক্রিয়েটর এবং দর্শকরা সেগুলি মেনে চলুন। কপিরাইট নিয়ম প্রযোজ্য থাকার কারণ হল, ক্রিয়েটরের অধিকারকে সুরক্ষিত রাখা এবং ভিডিওর কন্টেন্ট, লাইভ স্ট্রিম এবং গল্পে কন্টেন্ট ব্যবহার করার সময় সেই নিয়ম মেনে চলা।

আপনি হয়ত কপিরাইট সংক্রান্ত বিধিনিষেধ সম্পর্কে জানেন, তবে নগ্নতা এবং যৌন কন্টেন্ট সংক্রান্ত নীতি সম্পর্কে নাও জানতে পারেন। অথবা আপনি হয়ত থাম্বনেল সংক্রান্ত নীতি সম্পর্কে জানেন, তবে হয়ত এটা জানেন না যে, অন্য কারও গান আপনার ভিডিওতে ব্যবহার করলে, কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আমরা আপনাকে আমাদের সব নীতি সম্পর্কে জানার সুযোগ দিতে চাই।

কোন ধরনের বিষয়গুলি কপিরাইট লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়, সেই বিষয়ে আরও জানতে চাইলে, আপনি এগুলি পড়তে পারেন:

আপনি যদি আমাদের কমিউনিটি নির্দেশিকা সম্পর্কে আরও জানতে চান, তাহলে এই ভিডিওটি দেখুন অথবা আলাদা করে সহায়তা কেন্দ্রের নীতি পর্যালোচনা করুন।

প্রত্যেক ধরনের স্ট্রাইকের ফলাফল আলাদা কেন হয়?

আমরা কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইকের জন্য জরিমানা এমনভাবে ডিজাইন করেছি, যাতে ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারেন এবং আবার YouTube অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে, ব্যবহারকারীদের সতর্ক করা হলে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন যে, তাদের কন্টেন্ট কেন নিয়ম লঙ্ঘন করেছে এবং সংশ্লিষ্ট নীতি সংক্রান্ত পৃষ্ঠা দেখেন।

অ্যাকাউন্টে প্রথমবার স্ট্রাইক এলে, আপনাকে কপিরাইট স্কুল সম্পূর্ণ করতে হবে।

আপনাকে প্রতিবার কেন সতর্ক করা হয় না?

আপনাকে সতর্ক করা হবে কি না তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে, যেমন কোনও কমিউনিটি নির্দেশিকা বা কপিরাইট লঙ্ঘন হয়েছে কি না অথবা আপনি প্রথমবার নীতি লঙ্ঘন করেছেন কি না।

আমরা বুঝি যে মানুষ মাত্রই ভুল হতে পারে। সেই কারণে, আপনার কন্টেন্ট প্রথমবার আমাদের কোনও নীতি মেনে না চললে, আমরা শুধুই সতর্ক করি। কমিউনিটি নির্দেশিকা সতর্কতার মেয়াদ যাতে ৯০ দিনেই শেষ হয়ে যায়, তার জন্য আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিতে পারেন। আশা করি এর ফলে আপনি আমাদের নীতি সম্পর্কে জানার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে পারবেন। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি।

কপিরাইট অনুমতি না নেওয়ার কারণে আমরা যদি ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ পাই, সেই ক্ষেত্রে ওই ঘটনা প্রথমবার ঘটলেও আপলোড করা ভিডিওটি সরিয়ে দিয়ে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়। মূলত আইন মেনে চলার উদ্দেশ্যেই আমরা এটি করে থাকি। কোনও ভিডিও সরাতে হলে, কপিরাইটের মালিককে অবশ্যই একটি সম্পূর্ণ ও বৈধ আইনি অনুরোধ জমা দিতে হবে।

মনে রাখবেন: Content ID দাবির ক্ষেত্রে স্ট্রাইক দেওয়া হয় না।

আমার অ্যাকাউন্টে কী ধরনের স্ট্রাইক এসেছে তা আমি কীভাবে বুঝতে পারব?

স্ট্রাইক সম্পর্কে আপনাকে জানানোর সময় সেটি কী ধরনের স্ট্রাইক, আমরা তাও জানিয়ে দেব। এটি যদি কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক হয়, তাহলে আপনার কন্টেন্ট কোন নীতি লঙ্ঘন করেছে তাও আমরা জানিয়ে দেব।

আপনার Studio ড্যাশবোর্ডে বা 'কন্টেন্ট' ট্যাবে কমিউনিটি নির্দেশিকা এবং কপিরাইট স্ট্রাইক দেখতে পাবেন।

আমার অ্যাকাউন্টে স্ট্রাইক এলে আমি কী করব?

আমরা বুঝি যে, ভুল হতেই পারে এবং সবাই ইচ্ছা করে আমাদের নীতি বা অন্য কারও কপিরাইট লঙ্ঘন করেন না। আমরা জানি যে স্ট্রাইক এলে সবাই ভয় পেয়ে যান, তবে নিজের চ্যানেলকে নেতিবাচক প্রভাবের হাতে থেকে বাঁচানোর জন্য আপনি কিছু ব্যবস্থা নিতে পারেন।

অ্যাকাউন্টে কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক এলে, আমরা আপনাকে এইগুলি করার সাজেশন দিই:

  1. আপনার কন্টেন্ট আমাদের নীতি মেনে চলছে কিনা তা কনফার্ম করতে, কমিউনিটি নির্দেশিকা সম্পর্কে আরও জানুন।
  2. আমাদের নীতি পর্যালোচনা করার পরে, কোনও ভুল হয়েছে বলে মনে করলে, আমাদের জানান। এখান থেকে আপনি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

অ্যাকউন্টে কপিরাইট স্ট্রাইক এলে, আপনি এই বিকল্পগুলি ব্যবহার করতে পারবেন:

  • এটির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন: ৯০ দিন পর কপিরাইট স্ট্রাইকের মেয়াদ শেষ হয়। অ্যাকাউন্টে প্রথমবার স্ট্রাইক এলে, আপনাকে কপিরাইট স্কুল সম্পূর্ণ করতে হবে।
  • দাবি যাতে তুলে নেওয়া হয় তার ব্যবস্থা করুন: যে ব্যক্তি আপনার ভিডিওতে দাবি জানিয়েছেন, তাকে কপিরাইট দাবি তুলে নেওয়ার জন্য অনুরোধ করুন।
  • জবাবী বিজ্ঞপ্তি জমা দিন: ভুলবশত, নিয়ম লঙ্ঘন করেছে বলে শনাক্ত করার কারণে আপনার ভিডিও সরিয়ে দেওয়া হলে অথবা এটি ন্যায্য ব্যবহারের জন্য উপযুক্ত বলে মনে হলে, আপনি জবাবী বিজ্ঞপ্তি জমা দিতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5471359542007693321
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false