YouTube-এ প্রোডাক্ট কেনা

 

আপনার পছন্দের ক্রিয়েটরের কন্টেন্টে ফিচার করা প্রোডাক্ট ব্রাউজ করে কিনতে পারবেন অথবা আপনার আগ্রহের সাথে প্রাসঙ্গিক প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন।

YouTube-এ কোথায় প্রোডাক্ট খুঁজতে হয়

বিবরণে প্রোডাক্ট

কন্টেন্ট দেখার সময় আপনি সরাসরি ভিডিওর বিবরণে প্রোডাক্ট ব্রাউজ করতে পারেন। আপনি ভিডিওর বিবরণে বিক্রির জন্য আইটেম এবং দামের তালিকা খুঁজে পেতে পারেন। আপনি কোনও আইটেম বেছে নিলে, আপনাকে রিটেলারের অফিসিয়াল স্টোরে রিডাইরেক্ট করা হবে। অন্যান্য রিটেলারের মাধ্যমে করা আপনার অ্যাক্টিভিটি ও কেনাকাটার ব্যাপারে YouTube দায়বদ্ধ নয়।
 

মনে রাখবেন: আপনাকে কোনও বিদেশি মুদ্রায় চার্জ করা হতে পারে। কত পেমেন্ট করতে হবে তা বিদেশি মুদ্রার বিনিময় হার ও ব্যাঙ্ক ফিয়ের উপর নির্ভর করে। কেনাকাটা করার আগে, রিটেলারের ওয়েবসাইটে আইটেমের দাম পর্যালোচনা করুন। 

সাধারণত দাম, জনপ্রিয়তা ও উপলভ্যতার মতো বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে দেখানো আইটেমের অর্ডার অটোমেটিক নির্ধারণ করা হয়। এছাড়াও, ক্রিয়েটররা তাদের পুরো চ্যানেল বা ভিডিওর ক্ষেত্রে ভিডিওর বিবরণে দেখানোর জন্য নির্দিষ্ট আইটেম বেছে নিতে পারেন।

প্রোডাক্ট শেল্ফ

উপযুক্ত ভিডিও এবং লাইভ স্ট্রিমের নিচে বা ঠিক পাশের প্রোডাক্ট শেল্ফ থেকে, ক্রিয়েটর তার ভিডিওতে যেসব আইটেম ফিচার করেন সেগুলির প্রিভিউ দেখতে পারবেন। প্রোডাক্ট শেল্ফে, আপনি বিক্রির জন্য আইটেম ও তার দাম দেখতে পারবেন। কোনও আইটেম বেছে নিলে, আপনি হয়ত YouTube-এ সরাসরি আইটেমের প্রিভিউ দেখতে পাবেন। অথবা, আপনাকে অফিসিয়াল রিটেলার স্টোরে রিডাইরেক্ট করা হয়। 

কোনও ভিডিও, Short বা লাইভ স্ট্রিম থেকে প্রোডাক্ট দেখা

কন্টেন্ট দেখার সময় আপনি ফিচার করা প্রোডাক্ট ব্রাউজ করতে পারেন। কেনা বা আরও জানার জন্য আপনি 'শপিং' বোতামে ক্লিক করতে অথবা 'শপিং' shopping bag icon বিকল্প বেছে নিতে পারেন। ক্রিয়েটররা তাদের কন্টেন্টে ট্যাগ করেছেন এমন প্রোডাক্টের লিঙ্ক সহ তালিকা আপনাকে দেখানো হবে এবং আপনি এর সাহায্যে তাদের স্টোর থেকে কিনতে পারবেন। এছাড়াও, লাইভ স্ট্রিম চলাকালীন ক্রিয়েটররা তাদের প্রোডাক্ট হাইলাইট করার জন্য সেগুলি পিন করতে পারেন।

  

লাইভ স্ট্রিমের জন্য ক্লাসিক ও ইমারসিভ প্লেয়ার

চ্যানেল স্টোর

কোনও চ্যানেলের স্টোর ট্যাবে ক্রিয়েটরদের ব্যক্তিগত স্টোরে বিক্রি করা সমস্ত প্রোডাক্ট দেখায়। ক্রিয়েটরের চ্যানেল হোমপেজে আপনি তার 'স্টোর' ট্যাব দেখতে পাবেন।

স্টোরের বিবরণের লিঙ্ক

ভিডিও বিবরণে ক্রিয়েটর তার স্টোরের URL যোগ করতে পারেন। ভিডিও চলাকালীন সরাসরি YouTube-এ আইটেমের প্রিভিউ দেখতে URL বেছে নিন। আপনি কোনও আইটেম বেছে নিয়ে চ্যানেলের অফিসিয়াল স্টোর থেকে সেটি কিনতে পারেন।

ক্রিয়েটরের প্রোডাক্ট ব্রাউজ করা ও কেনা

আপনি উপলভ্য লোকেশনের মধ্যে কোনও একটিতে থাকলে, আপনার কিছু পছন্দসই YouTube ক্রিয়েটরের প্রোডাক্ট কিনে তাদের সাহায্য করতে পারবেন। উপযুক্ত ক্রিয়েটররা YouTube-এ তাদের প্রোডাক্ট নিম্নলিখিত জায়গায় দেখাতে পারেন:

  • ক্রিয়েটরের চ্যানেল স্টোর
  • ভিডিওর বিবরণে প্রোডাক্ট
  • ভিডিও বা লাইভ স্ট্রিমের নিচে বা পাশে থাকা প্রোডাক্ট শেল্ফ
  • পিন করা প্রোডাক্ট সহ কোনও লাইভ স্ট্রিম
  • স্টোরের বিবরণের লিঙ্ক সহ ভিডিও বিবরণ
  • বড় দৈর্ঘ্যের ভিডিও, Shorts বা লাইভ স্ট্রিমে 'শপিং' বোতাম

ক্রিয়েটর, আমাদের মানানসই প্ল্যাটফর্মের মধ্যে কোনও একটির সাথে বা রিটেলারের সাথে কাজ করে, যাতে YouTube-এ অফিসিয়াল ব্র্যান্ড করা মার্চেন্ডাইজের মতো তাদের প্রোডাক্ট ডিসপ্লে করতে পারেন। আপনি YouTube থেকে তাদের কোনও আইটেমে বেছে নিলেই, সেটি রিটেলারের ওয়েবসাইটে একটি নতুন ট্যাবে খুলে যাবে। আপনি তখন ক্রিয়েটরের প্রোডাক্ট ও রিটেলারের থেকে প্রাপ্ত অফিসিয়াল মার্চেন্ডাইজ ব্রাউজ করতে ও কিনতে পারবেন। যেসব নীতি মেনে আপনাকে কেনাকাটা করতে হবে, সেগুলির ব্যাপারে আরও জানুন

YouTube-এ ট্যাগ করা প্রোডাক্ট ব্রাউজ করা ও কেনা

কিছু ক্রিয়েটর অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট তাদের YouTube ভিডিও, Shorts বা লাইভ স্ট্রিমে ট্যাগ করতে পারেন। আপনি এইসব লোকেশনের মধ্যে কোনও একটিতে থাকলে, ট্যাগ করা প্রোডাক্ট ব্রাউজ করতে ও কিনতে পারবেন। 'শপিং' shopping bag icon বিকল্প কিছু ভিডিও, Shorts-এর ভিডিও পৃষ্ঠায় এবং লাইভ স্ট্রিমে দেখা যেতে পারে, এর অর্থ কমপক্ষে একটি প্রোডাক্ট ট্যাগ করা হয়েছে। আপনি 'শপিং' shopping bag icon বিকল্প বেছে নিলে সেটি ট্যাগ করা প্রোডাক্ট দেখাবে।

আপনি মোবাইল ডিভাইস ব্যবহার করলে সার্চ ফলাফল, দেখা সম্পর্কিত বা হোম ফিডে কন্টেন্টের নিচে প্রোডাক্ট শেল্ফ দেখানো হতে পারে। ক্রিয়েটর তার ভিডিওতে যেসব প্রোডাক্ট ট্যাগ করেছেন শুধু সেগুলিই প্রোডাক্ট শেল্ফে দেখানো হবে। আপনি কোনও প্রোডাক্টে ট্যাপ করলে এবং আপনাকে ভিডিও পৃষ্ঠায় ডাইরেক্ট করা হলে যেখানে আপনি এনগেজমেন্ট প্যানেলে প্রোডাক্টের বিবরণ দেখতে পাবেন। দেখানো প্রোডাক্টের ব্যাপারে আপনি আগ্রহী না হলে, 'বন্ধ করুন' বিকল্পে ক্লিক করে এই ফিচার বন্ধ করে দিতে পারেন।

আপনি কোনও প্রোডাক্ট বেছে নিয়ে স্বতন্ত্র প্রোডাক্টের বিবরণের পৃষ্ঠা বা সরাসরি রিটেলারের ওয়েবসাইট থেকে আরও জানতে পারবেন। প্রোডাক্টের বিবরণের পৃষ্ঠা থেকে আপনি এগুলিও পেতে পারেন:

  • প্রোডাক্টের ছবি
  • প্রোডাক্টের বিবরণ
  • বিভিন্ন কালার বা সাইজের মতো প্রোডাক্টের বিভিন্ন প্রকার
  • এক বা বিভিন্ন রিটেলারের অফার করা দাম সংক্রান্ত তথ্য
  • সেভ ও শেয়ার করার বিকল্প
  • প্রোডাক্ট রেটিং
  • একই ধরনের ভিডিও ও প্রোডাক্ট

আপনি আইটেম বেছে নিলেই এটি আপনাকে YouTube থেকে রিডাইরেক্ট করে রিটেলার ওয়েবসাইট খুলে দেবে। এক্সটার্নাল রিটেলার ওয়েবসাইটে কেনাকাটার জন্য আমাদের নীতি সম্পর্কে আরও জানুন।

মনে রাখবেন: আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট ব্যবহার করলে, ব্র্যান্ড অ্যাকাউন্টের হয়ে কেনাকাটা করতে পারবেন না। ব্র্যান্ড অ্যাকাউন্টের পরিবর্তে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টের সাথে কেনাকাটা লিঙ্ক করা হয়।

YouTube-এ প্রোডাক্ট কেনার অন্যান্য উপায়

ভিডিও দেখার সময়, দেখা সম্পর্কিত ফিডে আপনি হয়ত অটোমেটিক জেনারেট হওয়া একটি প্রোডাক্ট বিভাগ দেখতে পেতে পারেন যেটি আপনি যা দেখছেন তার সাথে সম্পর্কিত হয়। US, IN, BR, AU, CA, PH ও MY লোকেশনে Android ডিভাইস বা iPhone-এ YouTube অ্যাপে এই ফিচার উপলভ্য।

YouTube-এ কোনও প্রোডাক্ট সার্চ করলে, আপনি সেই প্রোডাক্ট ব্রাউজ ও কেনাকাটার করার একটি বিকল্প পেতে পারেন। প্রোডাক্টে ক্লিক করলে, 'প্রোডাক্ট বিবরণ' পৃষ্ঠাতে গিয়ে আরও তথ্য দেখতে পারবেন। US, IN ও BR লোকেশনে, Android ডিভাইস বা iPhone-এ YouTube অ্যাপে এই ফিচার উপলভ্য।

আপনি হয়ত হোম ফিডে একটি অটোমেটিক জেনারেট হওয়া 'প্রোডাক্ট' বিভাগ দেখতে পেতে পারেন যা আপনি আগে যেসব ভিডিও দেখেছেন তার সাথে সম্পর্কিত। US, IN বা BR লোকেশনে Android ডিভাইস বা iPhone-এ YouTube অ্যাপে এই ফিচার উপলভ্য।

এই দেশ/অঞ্চলে উপলভ্য

আপনি ক্রিয়েটরদের কাছ থেকে অথবা তাদের কন্টেন্টে ফিচার করা অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে পারবেন। উপলভ্যতা বিভিন্ন ধরনের হতে পারে, এর ভিত্তিতে:

  • আপনি কোনও লাইভ স্ট্রিম, ভিডিও বা Short দেখছেন কিনা
  • আপনি কোন দেশে/অঞ্চলে আছেন
  • প্রোডাক্টটি ক্রিয়েটরের বা অন্য ব্র্যান্ডের কিনা

আপনি এইসব দেশ/অঞ্চলের মধ্যে কোনও একটিতে ভিডিও, Shortsও বা লাইভ স্ট্রিম দেখলে, ক্রিয়েটরের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারেন। যেমন, কোনও মার্চেন্ট বা তাদের ফিচার করা অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট:

  • আলজিরিয়া
  • আর্জেন্টিনা
  • অস্ট্রেলিয়া
  • অস্ট্রিয়া
  • বাহরিন
  • বাংলাদেশ
  • বেলজিয়াম
  • ব্রাজিল
  • কম্বোডিয়া
  • কানাডা
  • চিলি
  • কলম্বিয়া
  • কোস্টারিকা
  • চেক রিপাবলিক
  • ডেনমার্ক
  • ডোমিনিকান রিপাবলিক
  • ইকুয়েডর
  • মিশর
  • এল সালভাদোর
  • ফিনল্যান্ড
  • ফ্রান্স
  • জর্জিয়া
  • জার্মানি
  • ঘানা
  • গ্রিস
  • গুয়াতেমালা
  • হংকং
  • হাঙ্গেরি
  • ভারত
  • ইন্দোনেশিয়া
  • রিপাবলিক অফ আয়ারল্যান্ড
  • ইজরায়েল
  • ইতালি
  • জাপান
  • জর্ডন
  • কাজাখস্তান
  • কেনিয়া
  • কুয়েত
  • লেবানন
  • মালয়েশিয়া
  • মেক্সিকো
  • মরক্কো
  • নেপাল 
  • নেদারল্যান্ডস
  • নিউজিল্যান্ড 
  • নিকারাগুয়া
  • নাইজেরিয়া
  • নরওয়ে
  • ওমান
  • পাকিস্তান 
  • পানামা
  • প্যারাগুয়ে
  • পেরু
  • ফিলিপিন্স 
  • পোল্যান্ড
  • পর্তুগাল
  • পুয়ের্তো রিকো
  • রোমানিয়া
  • সৌদি আরব
  • সেনেগাল
  • সিঙ্গাপুর
  • স্লোভাকিয়া
  • দক্ষিণ আফ্রিকা
  • দক্ষিণ কোরিয়া
  • স্পেন
  • শ্রীলঙ্কা 
  • সুইডেন
  • সুইজারল্যান্ড
  • তাইওয়ান 
  • তানজানিয়া
  • থাইল্যান্ড 
  • তিউনিশিয়া
  • তুরস্ক
  • উগান্ডা
  • সংযুক্ত আরব আমিরশাহি
  • যুক্তরাজ্য
  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • উরুগুয়ে
  • ভিয়েতনাম
  • জিম্বাবোয়ে

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11091552190141733978
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false