আপনার ভিডিওর কোয়ালিটি পরিবর্তন করুন

আপনাকে সবচেয়ে ভাল দেখার অভিজ্ঞতা প্রদান করতে, YouTube আপনার পরিস্থিতির উপর নির্ভর করে ভিডিও স্ট্রিমের কোয়ালিটিতে পরিবর্তন করে। এই সব কারণে ভিডিও দেখার সময় সেটির কোয়ালিটি পরিবর্তন হচ্ছে বলে আপনি হয়ত দেখতে পাবেন।

যেসব বিষয়ের উপর ভিডিওর কোয়ালিটি নির্ভর করে সেগুলির মধ্যে কিছু এখানে দেওয়া হল:

  • আপনার ইন্টারনেট কানেকশনের স্পিড।
  • ভিডিও প্লেয়ার/স্ক্রিন সাইজ: ভাল কোয়ালিটির ভিডিও সাধারণত বড় স্ক্রিনে বেশি ভাল চলে।
  • আপলোড করা মূল ভিডিওর কোয়ালিটি: ভিডিও স্ট্যান্ডার্ড ডেফিনিশনে রেকর্ড করা হলে, সেটি হাই ডেফিনিশনে দেখা যাবে না।
  • আপনার ব্রাউজার: কিছু ব্রাউজারে অপেক্ষাকৃত নতুন ফর্ম্যাটের ভিডিও বা কোয়ালিটি সংক্রান্ত বিকল্প কাজ করে না।
মনে রাখবেন: YouTube Premium ব্যবহার করলে আপনি Apple ফোন ও ট্যাবলেটে 1080p Premium ভিডিও দেখতে পারবেন। YouTube Premium সদস্য হন অথবা YouTube Premium মেম্বারশিপের সুবিধা সম্পর্কে আরও জানুন

ভিডিওর কোয়ালিটি পরিবর্তন করা

কম্পিউটার, টিভি বা মোবাইল ডিভাইসে আপনার দেখা ভিডিওর কোয়ালিটি নিজেই পরিবর্তন করে নিতে পারবেন।

আপনি যে ভিডিও দেখছেন সেটির কোয়ালিটি কীভাবে পরিবর্তন করবেন

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

আপনার টিভিতে ভিডিও কোয়ালিটি পরিবর্তন করতে:

  1. 'ভিডিও প্লেয়ার' বিকল্প থেকে, সেটিংস বিকল্প বেছে নিন।
  2. কোয়ালিটি বিকল্প বাছুন।
  3. আপনার পছন্দের ভিডিও কোয়ালিটি বেছে নিন।
মনে রাখবেন: সব ডিভাইসে লেটেস্ট ভিডিও কম্প্রেশন টেকনোলজি (VP9) কাজ করে না বলে কিছু খুব ভাল কোয়ালিটির ফর্ম্যাট (যেমন 1080p, 4K) সেগুলিতে উপলভ্য নাও থাকতে পারে।

আপনি যে ভিডিও দেখছেন সেটির কোয়ালিটি পরিবর্তন করতে:

  1. ভিডিও প্লেয়ার থেকে, সেটিংস বিকল্প বেছে নিন।
  2. কোয়ালিটি বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার পছন্দের ভিডিও কোয়ালিটি বেছে নিন:
    • অটোমেটিক (সাজেস্ট করা হয়): আপনার পরিস্থিতির উপর নির্ভর করে সেরা অভিজ্ঞতা দেওয়ার জন্য কোয়ালিটি পরিবর্তন করা হয়।
    • আরও ভাল পিকচার কোয়ালিটি: বেশি ডেটা খরচ করে, এর ফলে ভিডিও শুরু হতে দেরি অথবা ঘনঘন বাফার হতে পারে।
    • ডেটা সেভার: তুলনামূলক কম পিকচার কোয়ালিটি দেখানো হয়, কিন্তু ভিডিও আরও দ্রুত চালু হতে পারে।
    • উন্নত: খুব ভাল কোয়ালিটির রেজোলিউশন ফর্ম্যাট ম্যানুয়ালি বেছে নিন।
  4. প্রম্পট করা হলে, আপনার বর্তমান ভিডিওর জন্য রেজোলিউশন কোয়ালিটি বেছে নিন।

সব ভিডিওর জন্য ভিডিও কোয়ালিটি পরিবর্তন করতে:

আপনি যেসব ভিডিও দেখেন সেগুলির জন্য ডিফল্ট কোয়ালিটি পরিবর্তন করতে পারবেন।
  1. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  2. সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. পছন্দসই ভিডিও কোয়ালিটি বিকল্পে ট্যাপ করুন।
  4. ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্কের জন্য আপনার পছন্দের ভিডিও কোয়ালিটি বেছে নিন:
    • অটোমেটিক: আপনার পরিস্থিতির উপর নির্ভর করে সেরা অভিজ্ঞতা দেওয়ার জন্য কোয়ালিটি পরিবর্তন করা হয়।
    • আরও ভাল পিকচার কোয়ালিটি: বেশি ডেটা খরচ করে, এর ফলে ভিডিও শুরু হতে দেরি অথবা ঘনঘন বাফার হতে পারে।
    • ডেটা সেভার: তুলনামূলক কম পিকচার কোয়ালিটি দেখানো হয়, কিন্তু ভিডিও আরও দ্রুত চালু হতে পারে।
    • উন্নত: খুব ভাল কোয়ালিটির রেজোলিউশন ফর্ম্যাট ম্যানুয়ালি বেছে নিন।
  5. প্রম্পট করা হলে, আপনার সব ভিডিওর জন্য নিজের ইচ্ছামতো রেজোলিউশন কোয়ালিটি বেছে নিন।
মনে রাখবেন: সবথেকে উন্নত বিকল্প বেছে নিলেই সেটি সব ভিডিওর জন্য উপলভ্য হবে এমনটি নয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4542441044707867732
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false