Studio কন্টেন্ট ম্যানেজারে নতুন কী আছে

লেটেস্ট আপডেট

জানুয়ারি ২০২৪
  • অ্যাসেট মেটাডেটা পৃষ্ঠায় আর্টিস্ট ISNI সার্চ: Studio কন্টেন্ট ম্যানেজার ইউজার ইন্টারফেসের (UI) অ্যাসেট মেটাডেটা  পৃষ্ঠায় কোনও আর্টিস্টের নাম লিখলে, ISNI ডেটাবেস থেকে ইন্টারন্যাশানাল স্ট্যান্ডার্ড নেম আইডেন্টিফায়ারের (ISNIs) সাথে মেলে এমন একটি নামের তালিকা দেখায়। মনে রাখবেন এটি ঐচ্ছিক: আর্টিস্টের নাম টাইপ করে আপনি Enter 'কী' প্রেস করলেও পপ-আপ বক্স খুলবে যেখানে আপনি আর্টিস্টের নাম সেভ করতে পারবেন, এর জন্য তার ISNI প্রয়োজন হবে না। আরও জানুন

অক্টোবর ২০২৩ 

  • YouTube বিজ্ঞাপন ফর্ম্যাট কন্ট্রোলে করা পরিবর্তন: আপলোড করার সময়কালে বিজ্ঞাপন দেখানোর সুবিধা 'চালু' করলে, আপনার বড় দৈর্ঘ্যের ভিডিওর আগে বা পরে প্রি-রোল, পোস্ট-রোল, স্কিপ করা যাবে অথবা স্কিপ করা যাবে না এমন বিজ্ঞাপন এখন দেখানো হতে পারে। আরও জানুন
সেপ্টেম্বর ২০২৩
  • কন্টেন্ট ডেলিভারি টেমপ্লেটের মাধ্যমে রেফারেন্সের সেগমেন্ট বাদ দেওয়া: আমরা Studio কন্টেন্ট ম্যানেজারের কন্টেন্ট ডেলিভারিতে "রেফারেন্স ফাইল - ম্যানেজমেন্ট" CSV টেমপ্লেটের মাধ্যমে রেফারেন্স ফাইলের সেগমেন্ট বাদ দিতে একটি নতুন ফিচার যোগ করছি। পার্টনাররা, এখন আগে থেকে রয়েছে এমন রেফারেন্স ফাইলের জন্য ম্যানুয়ালি বাদ দেওয়া যাবে এমন সেগমেন্টগুলি একসাথে যোগ করতে, বদলাতে বা সরাতে পারবেন। আরও জানুন

আগস্ট ২০২৩

  • দাবি করা ভিডিওর তালিকা পৃষ্ঠায় সাবস্ক্রাইবারের সংখ্যা দেখানোর নতুন ফিল্টার: Studio কন্টেন্ট ম্যানেজারে 'দাবি করা ভিডিওর' তালিকা পৃষ্ঠায়, এখন একটি নতুন ফিল্টার যোগ করা হয়েছে। এটির মাধ্যমে চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা অনুসারে দাবি করা ভিডিও ফিল্টার করা যায়।

    উপলভ্য ফিল্টার করার বিকল্পগুলি হল চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা এক হাজারের কম, এক হাজার থেকে এক লাখের মধ্যে, এক লাখ থেকে পাঁচ লাখের মধ্যে, পাঁচ লাখ থেকে ৫০ লাখের মধ্যে এবং ৫০ লাখের বেশি। সাবস্ক্রাইবারের সংখ্যা দেখানোর ফিল্টার সম্পর্কে আরও জানুন।
জুন ২০২৩
  • অ্যাসেট এক্সপোর্টে নতুন মালিকানা কলাম: অ্যাসেট এক্সপোর্ট করার অ্যাসেট  পৃষ্ঠায় এখন বিস্তারিত "মালিকানা" কলাম আছে, এটি অ্যাসেটের মালিকানা সংক্রান্ত তথ্য প্রদান করে। অ্যাসেট এক্সপোর্ট করা সম্পর্কে আরও জানুন

এপ্রিল ২০২৩

  • নতুন ফিল্টার: মার্জ করা অ্যাসেট: অ্যাসেট  পৃষ্ঠায় "মার্জ করা অ্যাসেট" নামের একটি নতুন ফিল্টার দেখতে পাবেন এবং এখানে আপনি মার্জ করা বা না করা অ্যাসেট দেখতে পাবেন। অ্যাসেট খুঁজতে ফিল্টার ব্যবহার করা সম্পর্কে আরও জানুন।
  • এবার থেকে প্রতিদিন অ্যাসেট রিপোর্ট উপলভ্য হবে: এবার থেকে প্রতিদিন অ্যাসেট রিপোর্ট ডাউনলোড করা যাবে। রিপোর্ট  পৃষ্ঠার অ্যাসেট ট্যাব থেকে অ্যাসেট রিপোর্ট ডাউনলোড করা হয়েছে। ডাউনলোড করা যাবে এমন রিপোর্ট সম্পর্কে আরও জানুন।

ফেব্রুয়ারি ২০২৩

  • অ্যাসেট লেবেল ব্যবহার করার নতুন উপায়: Studio কন্টেন্ট ম্যানেজারে আরও উপযোগীভাবে অ্যাসেট লেবেল ব্যবহার করতে সাহায্য করার জন্য নতুন ফিচার উপলভ্য আছে। আপনি এখন এগুলি করতে পারবেন:
    • সর্বাধিক ১৫,০০০ অ্যাসেট লেবেল (এর আগে সীমা ছিল ৫,০০০) রাখা।
    • অ্যাসেট লেবেল পৃষ্ঠা থেকে কোনও অ্যাসেট লেবেলে সরাসরি অ্যাসেট যোগ করতে পারবেন। কীভাবে তা জানুন
    • অ্যাসেট লেবেল পৃষ্ঠা থেকে লেবেল তৈরির তারিখ দেখা।
    • বাল্কে অ্যাসেট লেবেল মোছা। কীভাবে তা জানুন
    • ম্যানুয়াল দাবি করার টুলে অ্যাসেট তৈরি করার সময় অ্যাসেট লেবেল যোগ বা তৈরি করা। কীভাবে তা জানুন
    • অ্যাসেট লেবেলের নাম পরিবর্তন করা। কীভাবে তা জানুন
    • দাবি জানানো ভিডিও এক্সপোর্ট থেকে অ্যাসেট লেবেল দেখা।
    • অ্যাসেট লেবেল ডেটা, CSV ফাইল হিসেবে এক্সপোর্ট করা। কীভাবে তা জানুন
  • ভূমিকা সংক্রান্ত নতুন বিধিনিষেধ রেফারেন্স প্লেব্যাকের সুবিধা সীমিত করে: আপনি নতুন ভূমিকা তৈরি অথবা কোনও বর্তমান ভূমিকা এডিট করলে, এখন "কোনও রেফারেন্স প্লেব্যাক নেই" বিধিনিষেধ বেছে নিতে পারবেন। কোনও ভূমিকায় এই বিধিনিষেধ যুক্ত থাকলে, সেই ভূমিকায় অ্যাসাইন করা ব্যবহারকারী অডিও বা ভিডিও রেফারেন্স প্লে করতে পারবেন না। ভূমিকা ম্যানেজ করার ব্যাপারে আরও জানুন।

জানুয়ারি ২০২৩

  • Studio কন্টেন্ট ম্যানেজার ড্যাশবোর্ড কার্ডে নতুন কী আছে: আপনার ড্যাশবোর্ড  পৃষ্ঠায়, "Studio কন্টেন্ট ম্যানেজারে নতুন কী আছে" নামের একটি নতুন কার্ড আছে। এই কার্ড Studio কন্টেন্ট ম্যানেজারের নতুন ফিচার এবং ক্রিয়াকলাপ সম্পর্কে দ্রুত আপডেট দেখাবে। আরও তথ্যের জন্য, আপডেটগুলি এই সহায়তা কেন্দ্রের নিবন্ধের সাথে লিঙ্ক করা হবে।

আগের আপডেট

২০২২

দাবিদার এবং আপলোডার, দুজনের জন্যই Content ID সংক্রান্ত বিরোধ ও আপিল প্রসেসের ক্ষেত্রে আমরা কিছু উন্নতি করেছি। প্রসেস সম্পর্কে গত কিছু বছর ধরে আমরা যেসব মতামত পেয়েছি তার ভিত্তিতেই এইসব উন্নতি করা হয়েছে। এইসব পরিবর্তনের কারণে, Studio কন্টেন্ট ম্যানেজারে আপনার কিছু ওয়ার্কফ্লো প্রভাবিত হতে পারে। যেসব পরিবর্তন করা হয়েছে সেগুলি এখানে উল্লেখ করা হল:

১. যোগ্যতা অর্জন করার জন্য যেসব প্রয়োজনীয়তা পূরণ করতে হয় তার মান আরও বাড়িয়ে দেওয়া: আপিল করার প্রসেসের সম্ভাব্য অপব্যবহার কমাতে, Content ID সংক্রান্ত দাবি জমা করার ক্ষেত্রে ব্যবহারকারীকে যেসব প্রয়োজনীয়তা পূরণ করতে হয় আমরা তাতে কিছু পরিবর্তন করছি। এখন থেকে, আমাদের উন্নত ফিচার অ্যাক্সেসের ভিত্তিতে আপিল করার যোগ্যতা নির্ধারণ করা হবে। এটি এমন একটি ফিচার যা আমরা বিগত কয়েক বছর ধরে ধীরে ধীরে নিয়ে আসছি। অ্যাক্সেস পাওয়ার জন্য এখানে ব্যবহারকারীকে পরিচয় দিতে হয় অথবা সময়ের সাথে সাথে চ্যানেল ইতিহাস তৈরি করতে হয়।

যেহেতু, এর ফলে কম সংখ্যক এবং ভাল কোয়ালিটির আপিল হবে, তাই আমরা Content ID সংক্রান্ত আপিল পর্যালোচনা করার সময়সীমা ৩০ দিন থেকে কমিয়ে ৭ দিন করছি। ৭ দিনের মধ্যে কোনও ব্যবস্থা না নেওয়া হলে, আপিলের মেয়াদ শেষ হওয়ার স্ট্যান্ডার্ড সময়সীমা প্রযোজ্য হবে। এই ৭ দিন সময়সীমার মধ্যে আপিল পর্যালোচনা না করা হলে, আপনি যেকোনও সময় ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ জমা করতে পারবেন। আপনাকে পর্যালোচনা করতে হবে এমন সব আপিল, আপনার সমস্যা পৃষ্ঠা থেকে দেখতে এবং আপিলের মেয়াদ শেষ হওয়ার তারিখ অনুযায়ী সেগুলি সাজিয়ে নিতে পারবেন।  

২. সরাসরি আপিল করুন: উন্নত ফিচারের অ্যাক্সেস আছে এমন ব্যবহারকারীদের জন্য আমরা আরও একটি পরিবর্তন নিয়ে আসতে চলেছি এবং সেটি হল “সরাসরি আপিল করুন”। যেসব উপযুক্ত ব্যবহারকারী, ভিডিওতে থাকা ব্লকরা সংক্রান্ত দাবির বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে চান, তাদের কাছে বিরোধ করা সংক্রান্ত প্রাথমিক পদক্ষেপ এড়িয়ে যাওয়ার বিকল্প থাকবে এবং তারা সাথে সাথে আপিল করতে পারবেন। মনে রাখবেন নিটাইজ এবং ট্র্যাক করা সংক্রান্ত দাবির জন্য “সরাসরি আপিল করুন” বিকল্পটি ব্যবহার করা যাবে না, এটি শুধুমাত্র ব্লক করা সংক্রান্ত দাবির ক্ষেত্রে ব্যবহার করা যাবে। 

এছাড়াও, মনে রাখবেন যে, আপনার আপিল করার বিকল্প, যেমন দাবি ছেড়ে দেওয়া বা ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হচ্ছে না। 

এছাড়াও এই পরিবর্তনগুলির ফলে আপনার ম্যানেজ করা সব চ্যানেল সুবিধা পাবে, কারণ কোনও ভিডিওর উপর দাবির বিরোধ করা হলে সেটি দ্রুত নিষ্পত্তির জন্য বিকল্প পাওয়া যাবে।

এই পরিবর্তনগুলি প্রয়োগ করার কাজ ১৮ জুলাই, ২০২২ থেকে শুরু হবে। শুধু এই তারিখের পরে জমা দেওয়া বিরোধ ও আপিলের ক্ষেত্রেই পরিবর্তনগুলি প্রযোজ্য হবে। ওয়ার্কফ্লো অ্যাডজাস্ট করতে, আপনাকে সময় দেওয়ার জন্য, বেশ কিছু সময় ধরে ধীরে ধীরে এইসব পরিবর্তন কার্যকর হবে।

 

মতামত

Studio কন্টেন্ট ম্যানেজার ফিচার সম্পর্কে আপনার মতামত আমাদের জানানোর জন্য এইসব ধাপ অনুসরণ করুন:

  1. Studio কন্টেন্ট ম্যানেজারে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, মতামত জানান  আইকনটি বেছে নিন।
  3. আপনার মতামত লিখুন। আপনি যত সুনির্দিষ্ট মতামত জানাবেন আমাদের ততই সুবিধা হবে।
    • Note: আপনার মতামতে কোনও সংবেদনশীল তথ্য (এমন যেকোনও ডেটা যা সুরক্ষিত রাখা উচিত) যোগ করবেন না। যেমন, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর বা ব্যক্তিগত তথ্য যোগ করবেন না।
  4. কোনও স্ক্রিনশট যোগ করতে চাইলে সেটি বেছে নিন। আপনি স্ক্রিনে কোনও তথ্য হাইলাইট করে দেখাতে অথবা সংবেদনশীল তথ্য সরিয়ে দিতে পারবেন।
  5. আপনার মতামত লেখা হয়ে গেলে, পাঠান বিকল্পে ক্লিক করুন।

মনে রাখবেন, আমরা সব মতামত পড়ি ও বিবেচনা করি, তবে আমরা সবকটির উত্তর দিতে পারি না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14614119287925917590
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false