বিজ্ঞাপন দেখিয়ে মনিটাইজ করার জন্য ভিডিও আপলোড করা

বিজ্ঞাপন দেখিয়ে যে ভিডিও মনিটাইজ করতে চান সেটি আপলোড করার সময় কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে।

এটি বিজ্ঞাপন দেখানোর জন্য উপযুক্ত কিনা তা আপলোড করার সময় চেক করা

ভিডিও আপলোড করার সময় সেটি বিজ্ঞাপনের পক্ষে উপযুক্ত ও কপিরাইট সংক্রান্ত কোনও দাবি আছে কিনা তা জানতে সেটি প্রকাশ করার আগে চেক করবার পৃষ্ঠা ব্যবহার করতে পারেন। এইসব চেক আপনাকে মনিটাইজেশনের সম্ভাব্য বিধিনিষেধ সম্পর্কে জানতে সাহায্য করে যাতে আপনি প্রকাশের আগে সেগুলি অ্যাডজাস্ট করতে পারেন।

আপলোড ফ্লোতে কপিরাইট ও বিজ্ঞাপনের পক্ষে উপযোগী হওয়ার "পরীক্ষা"

সেল্ফ-সার্টিফিকেশন কীভাবে সাহায্য করে

সেল্ফ-সার্টিফিকেশন-এর সাহায্যে YouTube পার্টনার প্রোগ্রামের সব ক্রিয়েটররা মনিটাইজেশন সংক্রান্ত সিদ্ধান্তের উপর আরও নিয়ন্ত্রণ রাখতে পারেন। আপনি মনিটাইজেশনের প্রত্যাশিত স্ট্যাটাস ও উপার্জনের সম্ভাবনাও রিয়েল টাইমে দেখতে পারবেন।

নির্ভুলতার জন্য উচ্চ রেটিং পাওয়ার ইতিহাস থাকা ক্রিয়েটরদের ক্ষেত্রে: মনিটাইজেশনের প্রাথমিক সিদ্ধান্তের জন্য আমরা আপনার ইনপুট ব্যবহার করব। তারপরে, আপনি ভিডিও আপলোড করার সাথে সাথেই এটি প্রকাশ এবং মনিটাইজ করতে পারবেন। আমাদের সিস্টেম যদি আপনার রেটিংয়ে কোনও অসঙ্গতি খুঁজে পায়, তাহলে এটি পরিবর্তন করার সামান্য সম্ভাবনা আছে। বেশিরভাগ অসঙ্গতি এক ঘণ্টার মধ্যেই ধরা পড়ে।

সেল্ফ-সার্টিফিকেশনের জন্য যেসব ক্রিয়েটররা নতুন বা যাদের নির্ভুলতার জন্য নিম্ন রেটিং পাওয়ার ইতিহাস আছে তাদের ক্ষেত্রে: মনিটাইজেশন সংক্রান্ত সিদ্ধান্তের জন্য আমরা আমাদের অটোমেটেড সিস্টেমের উপর বেশি নির্ভর করব। কোনও কন্টেন্ট এখনও পর্যালোচনাধীন থাকলে তা স্পষ্ট করার জন্য 'চেক করা হচ্ছে' মনিটাইজেশন আইকনও দেখা যায়। সিস্টেম চেক সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিজ্ঞাপন দেখিয়ে ভিডিও মনিটাইজ করা যাবে না।

আপনার রেটিং ইতিহাস চেক করতে, এখানে দেখুন - নিজের রেটিং স্ট্যাটাস বুঝে নিন

আমাদের মনিটাইজেশন আইকনগুলি বুঝে নিন

বিভিন্ন আইকনের অর্থ কী তা এখানে উল্লেখ করা হল:

 সবুজ: মনিটাইজেশন “চালু” আছে এবং প্রকাশ করার জন্য ভিডিওটি প্রস্তুত।

ডলার চিহ্ন হলুদ: আপনার কন্টেন্টে সব বিজ্ঞাপনদাতার থেকে সীমিত সংখ্যক বিজ্ঞাপন দেখানো হবে বা কোনও বিজ্ঞাপন দেখানো হবে না। আপনি ভিডিওটি প্রকাশ করতে পারেন, এডিট করে আবার আপলোড করতে পারেন অথবা আপনার কন্টেন্ট কোনও ব্যক্তিকে দিয়ে পর্যালোচনা করানোর অনুরোধ জানাতে পারেন।

 লাল: আপনি মনিটাইজেশন চালু করেছেন, তবে ভিডিওতে কপিরাইট দাবি থাকায় এটি মনিটাইজ করা যাবে না। কিছু কিছু সময়ে, আপনি বিরোধ ফাইল করতে পারবেন

 ধূসর: আপনি এই ভিডিওর জন্য মনিটাইজেশন চালু করেননি।

 চেক করা হচ্ছে: সিস্টেম চেক এখনও চলছে। চেক চলাকালীন আপনি এখনও কোনও ভিডিও সর্বজনীন করতে পারবেন। তবে, প্রকাশ করার আগে এটি সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে আমরা সাজেস্ট করি। উপার্জন বাড়ানোর জন্য, এই আইকনটি সবুজ, হলুদ বা লাল আইকনে পাল্টে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, যার অর্থ হল চেক করা হয়ে গেছে। মনে রাখবেন যে, আমাদের সিস্টেম অত্যন্ত দ্রুত কাজ করে বা আমরা আপনার সেল্ফ-সার্টিফিকেশন ইনপুটের উপর নির্ভর করি বলে বেশিরভাগ ক্রিয়েটর এই আইকন দেখতে পাবেন না।

প্রতিটি আইকনের অর্থ কী সেই সম্পর্কে আমাদের মনিটাইজেশন আইকন গাইড থেকে আরও জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11567178334573025864
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false