কিছু ভিডিওতে সীমিত ফিচার

YouTube-এ ঘৃণাত্মক বক্তব্য প্রকাশ করার অনুমতি দেওয়া হয় না। নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী অন্য কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংসা বা ঘৃণার প্রচার করছে এমন কন্টেন্ট আমরা সরিয়ে দিই। এছাড়াও, YouTube এমন কোনও কন্টেন্ট প্রকাশের অনুমতি দেয় না যেগুলির উদ্দেশ্য হল হিংসাত্মক অপরাধমূলক প্রতিষ্ঠানগুলির প্রশংসা, প্রচার অথবা তাদের অনুদান দেওয়া।

যেসব কন্টেন্ট আমাদের নীতি লঙ্ঘন না করলেও লঙ্ঘনের সীমার খুব কাছাকাছি থাকে/কিছু দর্শকের কাছে আপত্তিকর বলে মনে হতে পারে, সেইসব কন্টেন্টের ক্ষেত্রে কিছু ফিচার বন্ধ করা থাকতে পারে।

YouTube-এ কন্টেন্ট উপলভ্য থেকে যাবে, তবে ভিডিও পৃষ্ঠায় এইগুলি আর থাকবে না:

  • কমেন্ট
  • সাজেস্ট করা ভিডিও
  • লাইক

এছাড়াও, ভিডিও পৃষ্ঠাটি দেখানোর আগে একটি সতর্কতা মেসেজ দেখানো হবে। এছাড়াও, এইসব ভিডিও বিজ্ঞাপনের জন্য উপযুক্ত নয়। ফিচারগুলি বন্ধ রাখা হলে তা আপনার চ্যানেলে স্ট্রাইক যোগ করবে না।

আপনার ভিডিওগুলির কোনও একটিতে ফিচার বন্ধ করা থাকলে, সেকথা জানানোর জন্য আমরা আপনাকে ইমেল পাঠাব। আপনি ইমেলের মধ্যেকার লিঙ্ক থেকে সরাসরি অথবা আবেদনের প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাবি জানাতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11379139698710735445
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false