আমি ভিডিও ডাউনলোড করতে পারছি না

মনে রাখবেন: আপনি YouTube Premium-এ সাবস্ক্রাইব না করে থাকলে অথবা ডাউনলোড করার সুবিধাটি আপনার জন্য উপলভ্য না থাকলে, 'ডাউনলোড' বোতাম ব্যবহার করতে পারবেন না এবং 'বাচ্চাদের জন্য তৈরি' ভিডিওর ক্ষেত্রে বোতামটি ধূসর দেখাবে। YouTube Premium মেম্বারশিপ শেষ হয়ে গেলে, ডাউনলোড করা ভিডিও আপনি আর অ্যাক্সেস করতে পারবেন না।

YouTube Premium-এ সাইন-ইন করেছেন কিনা দেখে নিন

আপনার YouTube Premium মেম্বারশিপের সঙ্গে যুক্ত Google অ্যাকাউন্টে সাইন-ইন করেছেন কিনা দেখে নিন:
  • সাইন-আউট করুন এবং YouTube Premium-এর সাথে যুক্ত অ্যাকাউন্টে আবার সাইন-ইন করে দেখুন।
  • YouTube Premium লোগো দেখতে পাচ্ছেন কিনা চেক করুন (YouTube লোগোর পরিবর্তে)। YouTube মোবাইল অ্যাপে বা আপনার কম্পিউটারে, অ্যাপ বা ব্রাউজারের উপরে বাঁদিকে YouTube Premium লোগো দেখতে পাবেন।
স্মার্ট টিভিতে YouTube ব্যবহার করছেন?
  • আপনি টিভিতে যে অ্যাকাউন্টের মাধ্যমে সাইন-ইন করছেন সেটি আপনার YouTube Premium মেম্বারশিপ নেওয়া অ্যাকাউন্ট কিনা তা ভালভাবে দেখে নিন।
  • আপনি টিভিতে কাস্ট করলে, টিভি এবং নিজের ব্যবহার করা কম্পিউটার অথবা ডিভাইস দু'টিতেই সাইন-ইন করেছেন কিনা ভালভাবে দেখে নিন। 
  • আপনি Google Home ব্যবহার করলে, সঠিক অ্যাকাউন্টের মাধ্যমে Google Home অ্যাপে সাইন-ইন করেছেন কিনা ভালভাবে দেখুন।

মেম্বারশিপের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা চেক করুন

আপনার YouTube Premium মেম্বারশিপের মেয়াদ আছে কিনা দেখে নিন।

YouTube অ্যাপে, আপনার প্রোফাইল ছবি এবং তারপর পেড মেম্বারশিপ বিকল্পে ট্যাপ করুন এবং নিচে স্ক্রল করে ম্যানেজ করুন বিকল্পে যান।

  • সম্প্রতি YouTube Premium-এর অ্যাক্সেস হারানোর পরে আবার সাবস্ক্রাইব করে থাকলে, সেভ করা ভিডিও দেখতে কয়েক ঘণ্টা লাগতে পারে।
  • যদি এখুনি কোনও ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে মেনু Three-dot menu vertical বিকল্পে ট্যাপ করে আবার ডাউনলোড করার চেষ্টা করুন বিকল্পটি বেছে নিন।
  • YouTube Premium মেম্বারশিপ শেষ হয়ে গেলে, ডাউনলোড করা ভিডিও আর অ্যাক্সেস করতে পারবেন না। ডাউনলোড করা ভিডিও আবার অ্যাক্সেস করতে, Premium মেম্বারশিপে সাইন-আপ করুন

আপনার লোকেশনে YouTube Premium-এর উপলভ্য কিনা চেক করুন

যেসব দেশে/অঞ্চলে YouTube Premium উপলভ্য শুধুমাত্র সেখানে YouTube Premium মেম্বারশিপের সুবিধা পাবেন। আপনি যে লোকেশনে আছেন সেখানে YouTube Premium উপলভ্য কিনা তা চেক করে দেখে নিন।

'ডাউনলোড' সেটিংস চেক করে দেখে নিন

মোবাইল ডেটা চালু থাকা অবস্থাতেও আপনি ডাউনলোড করতে না পারলে, শুধুমাত্র ওয়াই-ফাই ব্যবহার করে ডাউনলোড করার বিষয়টি সেট আছে কিনা তা অ্যাপে গিয়ে 'ডাউনলোড' সেটিংস চেক করে দেখে নিন

আপনি YouTube অ্যাপের কোন ভার্সন ব্যবহার করছেন তা চেক করে দেখে নিন

আপনি YouTube অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন কিনা দেখুন। YouTube অ্যাপের কোনও আপডেট ডাউনলোড করা বাকি আছে কিনা তা ডিভাইসের অ্যাপ স্টোরে গিয়ে চেক করে দেখে নিন।

আপনি নতুন কোনও ফোন ব্যবহার করলে বা সম্প্রতি আপনার ফোন রিসেট করলে, এতে YouTube অ্যাপের পুরনো ভার্সন থেকে যেতে পারে (যেমন, 12.0 ভার্সনের আগের ভার্সনগুলি এক্ষেত্রে কাজ করবে না বলে ধরে নেওয়া হবে)।

সমস্যা সমাধানকারী অতিরিক্ত যেসব পদক্ষেপ অনুসরণ করে দেখতে পারেন

আপনার ইন্টারনেট কানেকশনের স্পিড চেক করে নিন

ভিডিও ডাউনলোড করতে চাইলে, ইন্টারনেট কানেকশনের স্পিড ভাল হওয়া দরকার। আপনার ডিভাইস ৩ Mbps বা তার চেয়ে দ্রুত ওয়াই-ফাই নেটওয়ার্কে অথবা 3G, 4G বা LTE স্পিডের সাথে মানানসই ডেটা প্ল্যান রয়েছে এমন কোনও মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে রয়েছে কিনা দেখে নিন। ডিভাইসের বর্তমান ইন্টারনেট স্পিড না জানলে অনলাইনে স্পিড পরীক্ষা করে দেখে নিন

আপনি কতগুলি ডিভাইসে ভিডিও ডাউনলোড করেছেন, চেক করুন

আপনি কি একাধিক ডিভাইসে ভিডিও ডাউনলোড করেছেন? আপনি কতগুলি ডিভাইসে ভিডিও ডাউনলোড করতে পারবেন তা নির্দিষ্ট করা আছে। আপনি সর্বাধিক ডিভাইস ব্যবহার করে ফেলার পর নতুন কোনও ডিভাইসে ভিডিও সেভ করতে চাইলে, "এই ভিডিওটি অফলাইনে সেভ করতে পারবেন না" লেখা সহ একটি সমস্যার মেসেজ দেখতে পাবেন। তবে আগে থেকেই ব্যবহার করছেন এমন ডিভাইসে আপনি এর পরেও ভিডিও ডাউনলোড করতে পারবেন। YouTube Premium-এ ডিভাইসের সর্বোচ্চ সংখ্যা সম্পর্কে আরও জানুন।

আপনার ফোনের 'মোবাইল ডেটা' সেটিংস চেক করে দেখে নিন

আপনি YouTube-এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ডেটা চালু করেছেন তা দেখে নিতে মোবাইল ডিভাইসের সেটিংস চেক করুন।

সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন ও প্রোডাক্ট সংক্রান্ত মতামত জমা দিন

এখনও সমস্যা হলে, সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন। সহায়তা টিমের সাথে যোগাযোগের সময়, এই বিষয়গুলি উল্লেখ করুন:

  • আপনি কি কোনও সমস্যার মেসেজ দেখতে পাচ্ছেন?
  • মেসেজটি কোথায় দেখানো হচ্ছে এবং টেক্সটে ঠিক কী লেখা রয়েছে? সম্ভব হলে একটি স্ক্রিনশট যোগ করুন।
YouTube-এ প্রোডাক্ট সংক্রান্ত মতামত পাঠান:
  • আপনার সমস্যার ব্যাপারেও মতামত জমা দিতে পারেন। আপনাকে কোনও উত্তর দেওয়া হবে না, কিন্তু আপনার মতামতটি YouTube টিমের সাথে শেয়ার করা হবে।
  • প্রোডাক্ট সংক্রান্ত মতামত পাঠাতে, YouTube-এ আপনার প্রোফাইল ছবি এবং তারপর মতামত পাঠান Feedback বিকল্প বেছে নিন।
  • সমস্যাটি যাতে আমরা ভালভাবে বুঝতে পারি সেজন্য "সিস্টেম লগ" বক্সে টিকচিহ্ন দিতে ভুলবেন না।

 

এই পৃষ্ঠায় ফিরুন:YouTube Premium মেম্বারশিপের সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান করুন।  

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17289128238624180283
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false