YouTube-এ ভিডিও থাম্বনেল যোগ করা

ভিডিও থাম্বনেলের মাধ্যমে দর্শক আপনার ভিডিওর একটি দ্রুত স্ন্যাপশট দেখে নিতে পারবেন। আপনি YouTube-এর অটোমেটিক তৈরি করা বিকল্পের মধ্যে থেকে যেকোনও একটি বেছে নিতে পারবেন বা অ্যাকাউন্ট যাচাই করানো হয়ে গেলে নিজের থাম্বনেল আপলোড করতে পারবেন। দেখে নেবেন, আপনার থাম্বনেল যেন কমিউনিটি নির্দেশিকা মেনে চলে।

অটোমেটিক অথবা কাস্টম থাম্বনেল যোগ করা

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. যে ভিডিওটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।
  4. অটোমেটিক তৈরি হওয়া একটি থাম্বনেল বেছে নিন অথবা থাম্বনেল আপলোড করুন বিকল্পে ক্লিক করে আপনার ডিভাইসে একটি ছবি থেকে কাস্টম ভিডিও থাম্বনেল তৈরি করুন।
  5. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
মনে রাখবেন: YouTube-এ পরিবর্তিত থাম্বনেল দেখাতে সময় লাগতে পারে।

কীভাবে কাস্টম ভিডিও থাম্বনেল যোগ করবেন দেখুন

YouTube-এ কাস্টম ভিডিও থাম্বনেল যোগ করার পদ্ধতির বিষয়ে কোনও টিউটোরিয়াল দেখতে চাইলে, YouTube Creators চ্যানেলে গিয়ে নিচে উল্লেখ করা ভিডিওটি দেখুন।

How to Add Custom Thumbnails to Your YouTube Videos

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।
ভিডিও থাম্বনেল সম্পর্কে ক্রিয়েটরের পরামর্শ পান।

কাস্টম থাম্বনেল সংক্রান্ত পেশাদার পদ্ধতি

 

ছবির সাইজ ও রেজোলিউশন

আপনার কাস্টম থাম্বনেলের ছবি যতটা সম্ভব বড় হওয়া উচিত। এম্বেড করা প্লেয়ারে প্রিভিউ ছবি হিসেবে এটি ব্যবহার করা হবে। আমরা সাজেস্ট করছি যে আপনার কাস্টম থাম্বনেল:

  • ১২৮০x৭২০ (৬৪০ পিক্সেল প্রস্থ সহ) রেজোলিউশনের হতে হবে।
  • JPG, GIF বা PNG-এর মতো ছবির ফর্ম্যাটে আপলোড করতে হবে।
  • ভিডিওর জন্য ২ এমবি ও পডকাস্টের জন্য ১০ এমবি সাইজের বেশি হলে চলবে না।
  • ১৬:৯ আকৃতির অনুপাত ব্যবহার করার চেষ্টা করুন, কারণ এটিই YouTube প্লেয়ার ও প্রিভিউতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
  • পডকাস্ট প্লেলিস্টের জন্য ১৬:৯ (১২৮০ x ১২৮০ পিক্সেল)-এর পরিবর্তে ১:১ আকৃতির অনুপাতের থাম্বনেল আপলোড করতে হবে।

থাম্বনেল সংক্রান্ত নীতি

আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে সব কাস্টম থাম্বনেল ছবি ব্যবহার করতে হবে। আপনার থাম্বনেলে নিম্নলিখিত বিষয়গুলি থাকলে সেটি বাতিল করা ও অ্যাকাউন্টে স্ট্রাইক দেওয়া হতে পারে:
  • নগ্নতা ও যৌনতাপূর্ণ কন্টেন্ট
  • ঘৃণাত্মক বক্তব্য
  • হিংস্রতা
  • ক্ষতিকারক বা বিপজ্জনক কন্টেন্ট
বারবার নীতি লঙ্ঘন করলে, কাস্টম থাম্বনেল ব্যবহারের সুবিধা ৩০ দিনের জন্য সাসপেন্ড বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক সম্পর্কে আরও জানুন
কোনও স্ট্রাইক দেওয়া হলে, আপনি একটি ইমেল পাবেন এবং আপনার চ্যানেল সেটিংসে সতর্কতা দেখতে পাবেন। আপনি যদি মনে করেন যে আপনার থাম্বনেল YouTube কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করেনি, তাহলে স্ট্রাইকের বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন। আপনার আবেদন অনুমোদিত হলে এবং থাম্বনেল এখনও না বদলে থাকলে, আমরা এটি রিস্টোর করতে পারি।

কাস্টম থাম্বনেলের সীমা

কোনও চ্যানেল প্রতিদিন নির্দিষ্ট কিছু কাস্টম থাম্বনেলই আপলোড করতে পারে। থাম্বনেল আপলোড করার সময় "কাস্টম থাম্বনেল আপলোড করার দৈনিক সীমায় পৌঁছে গেছেন" এই সমস্যার মেসেজটি দেখতে পেলে, ২৪ ঘণ্টা পরে আবার চেষ্টা করুন। 
দেশ/অঞ্চল বা চ্যানেলের ইতিহাসের উপর নির্ভর করে এই সীমায় পার্থক্য হতে পারে। চ্যানেলের ইতিহাসে কপিরাইট স্ট্রাইক থাকলে সেটির যোগ্যতা প্রভাবিত হতে পারে। কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইকের ফলে আপনি কতগুলি কাস্টম থাম্বনেল আপলোড করতে পারেন তার উপর প্রভাব পড়ে।
মনে রাখবেন: বড়ো দৈর্ঘ্যের ভিডিওতে যেমন কাস্টম থাম্বনেল আপলোড করেন তেমনটা Shorts-এ করতে পারবেন না। থাম্বনেল হিসেবে ব্যবহার করার জন্য Short-এর ফ্রেম বেছে নিতে পারেন যা সার্চ ফলাফল, হ্যাশট্যাগ, অডিওর পিভট পৃষ্ঠা এবং চ্যানেল পৃষ্ঠায় দেখা যাবে। বেছে নেওয়ার পর, ভিডিও আপলোড হয়ে গেলে আপনি আর থাম্বনেল পরিবর্তন করতে পারবেন না।

আমার কাস্টম থাম্বনেল কেন বন্ধ করা আছে?

দর্শকদের জন্য অনুপযুক্ত বলে বিবেচনা করা হলে YouTube নির্দিষ্ট সার্চ ফলাফলের জন্য কাস্টম থাম্বনেল বন্ধ করে দিতে পারে।
আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে সব কাস্টম থাম্বনেল ছবি ব্যবহার করতে হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7036676405444484371
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false