"অধিকাংশ বিজ্ঞাপনদাতার ক্ষেত্রে উপযুক্ত নয়" হিসেবে চিহ্নিত ভিডিওর জন্য ম্যানুয়াল পর্যালোচনার অনুরোধ করুন

আপনার ভিডিও বেশিরভাগ বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত না হলে, এটির পাশে হলুদ রঙের ডলার চিহ্নের আইকন দেখানো হবে: ডলার চিহ্ন। কীভাবে কোনও ভিডিওকে “সীমিত” হিসেবে চিহ্নিত করা হয় ও সেই বিষয়ে আর একবার পর্যালোচনার অনুরোধ কীভাবে জানাবেন তা এই নিবন্ধে বিশদে বলা হয়েছে।

কোনও ভিডিও "বেশিরভাগ বিজ্ঞাপনদাতাদের জন্য উপযুক্ত নয়" হিসেবে চিহ্নিত করা হয় যদি:

কীভাবে মনিটাইজেশন স্ট্যাটাস প্রয়োগ করা হয়

কোনও ভিডিও আপলোড করার সময় সেটি আমাদের বিজ্ঞাপনদাতার-অনুকূল কন্টেন্টের নির্দেশিকা মেনে চলছে কিনা তা নির্ধারণ করতে আমরা মেশিন লার্নিং ব্যবহার করি। এছাড়াও, আমরা শিডিউল করা লাইভ স্ট্রিম চেক করি। কোনও স্ট্রিম লাইভ হওয়ার আগে আমাদের সিস্টেম সেটির নাম, বিবরণ, থাম্বনেল ও ট্যাগ চেক করে দেখে।

আপনার ভিডিওতে কেন হলুদ আইকন দেখানো হচ্ছে তা বুঝতে না পারলে আমাদের বিজ্ঞাপনদাতার-অনুকূল কন্টেন্টের নির্দেশিকা পড়ে দেখুন। ভিডিওর নাম, বিবরণ, থাম্বনেল ও ট্যাগ পর্যালোচনা করতে ভুলবেন না। নাম বা মেটাডেটা না থাকা ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ তথ্য নাও থাকতে পারে ফলে সেই কন্টেন্টটি সমস্ত বিজ্ঞাপনদাতাদের উপযুক্ত কিনা তা বুঝতে আমাদের সিস্টেমের সমস্যা হতে পারে।

পর্যালোচনা করে দেখার জন্য কখন অনুরোধ জানাবেন

আপনার ভিডিও আমাদের বিজ্ঞাপনদাতার-অনুকূল কন্টেন্টের নির্দেশিকায় উল্লেখ করা শর্ত মেনে চলছে কিনা চেক করে দেখুন। “এই কন্টেন্ট বিজ্ঞাপন থেকে উপার্জন করতে পারে,” বিকল্প সংক্রান্ত শর্ত আপনার কন্টেন্ট পূরণ করলে, পর্যালোচনা করার জন্য অনুরোধ জমা দিন। মনিটাইজেশনের পর্যালোচনা কীভাবে কাজ করে সেই বিষয়ে আরও জানুন।

বিজ্ঞাপনের পক্ষে উপযোগী হওয়ার উপর বিধিনিষেধ সম্পর্কে আপিল করা

আমরা জানি, আমাদের সিস্টেম এক্ষেত্রে কখনও কখনও ভুল করতে পারে। আপনার ভিডিওতে হলুদ আইকন দেখতে পেলে ও সেটি আমাদের সিস্টেম ভুল করে দেখিয়েছে বলে মনে করলে আপনি বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা করানোর জন্য অনুরোধ জানাতে পারেন। আপনার ভিডিওটি পর্যালোচনার জন্য একজন বিশেষজ্ঞের কাছে পাঠানো হবে এবং এই টিমের সিদ্ধান্ত সময়ের সাথে সাথে আমাদের সিস্টেমের উন্নতিতে সাহায্য করে চলেছে।

মনে রাখবেন: ভিডিও মুছে দিলে বা আবার আপলোড করলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না

আপিল জমা দিতে এইসব ধাপ অনুসরণ করুন:

  1. YouTube Studio অ্যাপে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট  বিকল্পে ক্লিক করুন।
  3. যে ভিডিওর বিষয়ে আপিল করতে চান সেটিতে যান।
  4. ভিডিওর পাশে থাকা বিধিনিষেধ কলামে গিয়ে বিজ্ঞাপনের পক্ষে উপযোগী বিকল্পে যান।
  5. এরপর পর্যালোচনার অনুরোধ করুন বিকল্পে ক্লিক করুন। স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।

মনে রাখবেন: আপনার ভিডিও আপিল করার উপযুক্ত হলে তবেই এই বিকল্প দেখতে পাবেন। আপনি আপিল জমা দেওয়ার পর ভিডিওর পাশে থাকা টেক্সটে আপিলের স্ট্যাটাস আপডেট হয়ে যাবে।

বিজ্ঞাপনের উপযুক্ততা সংক্রান্ত সীমাবদ্ধতা পর্যালোচনার জন্য অতিরিক্ত অনুরোধ করা

আপনার ভিডিও আরও একবার হিউম্যান রিভিউ করানোর উপযুক্ত হতে পারে। আপনার ভিডিও এটির উপযুক্ত কিনা তা জানতে এই সেল্ফ-হেল্প ফ্লো ব্যবহার করুন।

আপনার কন্টেন্ট অতিরিক্ত পর্যালোচনার জন্য উপযুক্ত কিনা তা চেক করুন

আপিল প্রক্রিয়া কীভাবে কাজ করে

আপনি বিশেষজ্ঞকে দিয়ে পর্যালোচনার অনুরোধ জানালে, আমাদের একজন বিশেষজ্ঞ ভিডিওটি চেক করেন। তিনি সময় নিয়ে ভিডিওটি দেখেন এবং সেটি আমাদের বিজ্ঞাপনদাতার-অনুকূল কন্টেন্টের নির্দেশিকা মেনে চলছে কিনা তা বুঝতে ভিডিওর কন্টেন্ট, নাম, মেটাডেটা পর্যালোচনা করে দেখেন। মনিটাইজেশনের পর্যালোচনা কীভাবে কাজ করে সেই বিষয়ে আরও জানুন।

আপনার ভিডিওর বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে আপনি এই বিষয়ে একটি ইমেল আপডেট পাবেন।

মনে রাখবেন: আপনি পর্যালোচনার জন্য ভিডিও জমা দেওয়ার পরে ভিডিওর আইকনের স্ট্যাটাস পরিবর্তিত হতে পারে। পর্যালোচনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেম স্ক্যান করা চালিয়ে যায়।

পর্যালোচনা করতে কত সময় লাগে

আপনার ও আপনার উপার্জনের পক্ষে এই পর্যালোচনা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। বিশেষজ্ঞরা কোনও ভিডিও পর্যালোচনা করতে ৭ দিন পর্যন্ত সময় নিতে পারেন। কোনও পর্যালোচনা সম্পূর্ণ হওয়ার পর, সেটির মনিটাইজেশন সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে আপনাকে একটি ইমেল পাঠানো হবে। আরও একবার পর্যালোচনা করার পর পর্যালোচকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং তারপর ভিডিওটির মনিটাইজেশন স্ট্যাটাস পরিবর্তিত হবে না।

বিজ্ঞাপনের পক্ষে উপযোগী হওয়ার ক্ষেত্রে আরোপ করা বিধিনিষেধ ভবিষ্যতে এড়াতে আমাদের সাহায্য করা

ভবিষ্যতে ভিডিও আপলোড করার সময় বিধিনিষেধ এড়াতে চাইলে আপনি সেল্ফ সার্টিফিকেশন টুল ব্যবহার করে দেখতে পারেন। আমাদের YouTube সেল্ফ-সার্টিফিকেশন ওভারভিউ থেকে “চেক করা” পৃষ্ঠার বিষয়ে আরও জানুন।
মনে রাখবেন: ভিডিওর কপিরাইট এবং বিজ্ঞাপনের পক্ষে উপযোগী কিনা সেই সংক্রান্ত চেক করার প্রক্রিয়াটির ফলাফল চূড়ান্ত নয়। যেমন, ভবিষ্যতে ম্যানুয়াল Content ID দাবি, কপিরাইট স্ট্রাইক এবং আপনার ভিডিও সেটিংসে এডিট করলে তা ভিডিওর উপর প্রভাব ফেলতে পারে। প্রকাশ করার পরে, আপনার ভিডিওর মেটাডেটায় পরিবর্তন করা হলে এবং সেটি বিজ্ঞাপনের পক্ষে আর উপযুক্ত না থাকলে, ভিডিওর তালিকায় মনিটাইজেশন সংক্রান্ত নতুন বিধিনিষেধ দেখানো হতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14102720426352546789
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false