অটোমেটিক ক্যাপশনিংয়ের ব্যবহার

দর্শকের কাছে কন্টেন্টকে অ্যাক্সেস করার উপযোগী করে তোলার সেরা উপায় হল ক্যাপশন যোগ করা। স্পিচ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে YouTube আপনার ভিডিওর জন্য অটোমেটিক ক্যাপশন তৈরি করতে পারে।
মনে রাখবেন: এই অটোমেটিক ক্যাপশনগুলি মেশিন লার্নিং অ্যালগরিদমের সাহায্যে জেনারেট করা হয়, যার ফলে এগুলির কোয়ালিটিতে কিছু পার্থক্য থাকতে পারে। আমরা ক্রিয়েটরদের প্রথমে পেশাদার ক্যাপশন যোগ করার ব্যাপারে উৎসাহিত করি। YouTube তার স্পিচ শনাক্তকরণ প্রযুক্তিকে ক্রমাগত উন্নত করে চলেছে। তবে ভুল উচ্চারণ, উচ্চারণভঙ্গি, উপভাষা বা ব্যাকগ্রাউন্ডের আওয়াজ জনিত কারণে অটোমেটিক ক্যাপশন ভিডিওতে বলা কিছু কথার ভুল বর্ণনা করে ফেলতে পারে। অটোমেটিক ক্যাপশন সব সময় পর্যালোচনা করে দেখবেন এবং কোনও অংশ সঠিকভাবে ট্রান্সস্ক্রাইব করা না হলে তা এডিট করবেন।

বড় দৈর্ঘ্যের ভিডিওতে এবং Shorts-এ অটোমেটিক ক্যাপশন

অটোমেটিক ক্যাপশন আরবি, বাংলা, বুলগেরিয়ান, চেক, ড্যানিশ, ডাচ, ইংরেজি, ফ্রেঞ্চ, ফার্সি, ফিলিপিনো, ফিনিশ, জর্জিয়ান জার্মান, গ্রিক, গুজরাতি, হিব্রু, হিন্দি, হাঙ্গেরিয়ান, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানি, কন্নড়, কোরিয়ান, লাটভিয়ান, লিথুয়েনিয়ান, মালয়ালম, মারাঠি, নরওয়েজিয়ান, পোলিশ, পর্তুগিজ, পাঞ্জাবি, রোমানিয়ান, রাশিয়ান, স্লোভাক, স্প্যানিশ, সুইডিশ, তামিল, তেলুগু, থাই, টার্কিশ, ইউক্রেনিয়ান এবং ভিয়েতনামি ভাষায় উপলভ্য। ভিডিওতে মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ট্র্যাক থাকলে, অটোমেটিক ক্যাপশন আপনার ডিফল্ট ভাষায় দেখানো হবে।

আমরা ক্রিয়েটরদের প্রথমে পেশাদার ক্যাপশন যোগ করতে উৎসাহিত করি। অটোমেটিক ক্যাপশন ফিচারটি উপলভ্য থাকলে, ভিডিওতে তা অটোমেটিক প্রকাশিত হবে। আপনি ভিডিও আপলোড করার সময় অটোমেটিক ক্যাপশন উপলভ্য নাও থাকতে পারে। ভিডিওর অডিও কতটা জটিল তার উপর নির্ভর করছে ক্যাপশন প্রসেস করতে কত সময় লাগবে।

YouTube তার স্পিচ শনাক্তকরণ প্রযুক্তিকে ক্রমাগত উন্নত করে চলেছে। কিন্তু ভুল উচ্চারণ, উচ্চারণভঙ্গি, উপভাষা বা ব্যাকগ্রাউন্ডের আওয়াজ জনিত কারণে অটোমেটিক ক্যাপশন ভিডিওতে বলা কিছু কথার ভুল বর্ণনা করে ফেলতে পারে। অটোমেটিক ক্যাপশন সব সময় পর্যালোচনা করে দেখবেন এবং কোনও অংশ সঠিকভাবে ট্রান্সস্ক্রাইব করা না হলে তা এডিট করবেন।

প্রয়োজন হলে, যে উপায়ে অটোমেটিক ক্যাপশন পর্যালোচনা ও এডিট করতে পারবেন, তা হল:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, সাবটাইটেল বিকল্প বেছে নিন।
  3. যে ভিডিওতে ক্যাপশন বা সাবটাইটেল যোগ করতে চান সেটিতে ক্লিক করুন।
  4. “সাবটাইটেল” বিকল্পের মধ্যে থেকে, যে সাবটাইটেল এডিট করতে চান তার পাশের 'আরও'  বিকল্পে ক্লিক করুন।
  5. অটোমেটিক ক্যাপশন পর্যালোচনা করুন এবং যেসব জায়গাগুলি ঠিকভাবে ট্রান্সস্ক্রাইব করা হয়নি সেগুলি এডিট করুন বা সরান

অটোমেটিক ক্যাপশন সংক্রান্ত সমস্যা সমাধান করুন

আপনার ভিডিও যদি অটোমেটিক ক্যাপশন জেনারেট না করে, তাহলে নিচে উল্লেখ করা এক বা একাধিক কারণে তা হতে পারে:

  • ভিডিওর ভিতরের জটিল অডিও প্রসেস করতে দেরি হওয়ার কারণে ক্যাপশন এখনও উপলভ্য নেই।
  • ভিডিওর ভাষাতে অটোমেটিক ক্যাপশন কাজ করে না।
  • ভিডিওটি অনেক বড়।
  • ভিডিওর সাউন্ড কোয়ালিটি খারাপ অথবা YouTube স্পিচ শনাক্ত করতে পারেনি।
  • ভিডিওর শুরুর দিকে দীর্ঘ সময় কোনও শব্দ বা কথা নেই।
  • একাধিক বক্তার কথা ওভারল্যাপ করছে অথবা একাধিক ভাষায় একসাথে কথা বলা হচ্ছে।
লাইভ স্ট্রিম ভিডিওতে অটোমেটিক ক্যাপশন
মনে রাখবেন: লাইভ স্ট্রিমের জন্য অটোমেটিক ক্যাপশন শুধু ইংরেজিতেই উপলভ্য। অটোমেটিক ক্যাপশন শুধুমাত্র স্বতন্ত্র লাইভ স্ট্রিমের জন্য চালু করা যেতে পারে, পুরো চ্যানেলের জন্য নয়।

লাইভ স্ট্রিমের জন্য অটোমেটিক ক্যাপশন এখন শুধু ইংরেজি চ্যানেলের ক্ষেত্রেই প্রকাশ করা হচ্ছে। এইসব চ্যানেলে পেশাদার ক্যাপশন উপলভ্য না থাকার কারণে এগুলি 'সাধারণ লেটেন্সিতে' স্ট্রিম করে। আমরা ক্রিয়েটরদের প্রথমে পেশাদার ক্যাপশন ব্যবহার করার ব্যাপারে উৎসাহিত করি। লাইভ ক্যাপশনের জন্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানুন।

লাইভ স্ট্রিম শেষ হওয়ার পরে, ভিডিওতে লাইভ অটোমেটিক ক্যাপশন থাকবে না। VOD প্রসেসের উপর ভিত্তি করে নতুন অটোমেটিক ক্যাপশন তৈরি করা হবে এবং লাইভ স্ট্রিমের সময় যেগুলি দেখানো হয়েছিল তার থেকে এগুলি আলাদা হতে পারে।

লাইভ অটোমেটিক ক্যাপশন সেট-আপ করা

এইভাবে লাইভ অটোমেটিক ক্যাপশন যোগ করুন (শুধুমাত্র ইংরেজিতে):

  1. YouTube-এ যান।
  2. উপরে ডানদিকে, তৈরি করুন  এবং তারপর লাইভ স্ট্রিমিং শুরু করুন বিকল্পে ক্লিক করুন।
  3. বাঁদিকের মেনু থেকে স্ট্রিম করুন  বিকল্প বেছে নিন।
  4. স্ট্রিম সেটিংসের মধ্যে, ক্লোজড ক্যাপশন চালু করুন।
  5. ক্যাপশনের সোর্স হিসেবে “অটোমেটিক ক্যাপশন” বেছে নিন।
  6. ভিডিওর ভাষা বেছে নিন (শুধুমাত্র ইংরেজি)।

লাইভ অটোমেটিক ক্যাপশন সংক্রান্ত সমস্যার সমাধান করা

আপনার লাইভ স্ট্রিম যদি অটোমেটিক ক্যাপশন না দেখায়, তাহলে নিচে উল্লেখ করা এক বা একাধিক কারণে তা হতে পারে:

  • চ্যানেলে ফিচারটি এখনও চালু করা হয়নি, কারণ আমরা সেইসব চ্যানেলের ক্ষেত্রে এই ফিচারটি ধীরে ধীরে চালু করছি যাদের ১০০০-এর বেশি সাবস্ক্রাইবার আছে।
  • চ্যানেলটি অত্যন্ত কম বা কম লেটেন্সিতে স্ট্রিম করছে (যেমন মোবাইল লাইভ স্ট্রিম)। লাইভ অটোমেটিক ক্যাপশন শুধু সাধারণ লেটেন্সি স্ট্রিমিংয়ের ক্ষেত্রে উপলভ্য।
  • ভিডিওর ভাষাতে অটোমেটিক ক্যাপশন কাজ করে না।
  • ভিডিওর সাউন্ড কোয়ালিটি খারাপ অথবা YouTube স্পিচ শনাক্ত করতে পারেনি।
  • একাধিক বক্তার কথা ওভারল্যাপ করছে অথবা একাধিক ভাষায় একসাথে কথা বলা হচ্ছে।
মনে রাখবেন: আপনার লাইভ স্ট্রিমে অটোমেটিক ক্যাপশন দেখানোর ফিচারটি বন্ধ করতে চাইলে ক্রিয়েটর সহায়তা টিম-এর সাথে যোগাযোগ করুন।

অটোমেটিক ক্যাপশনিং সংক্রান্ত উন্নত সেটিংস

অটোমেটিক ক্যাপশনে সম্ভাব্য অনুপযুক্ত শব্দ

YouTube Studio-র "সম্ভাব্য অনুপযুক্ত শব্দ দেখাতে চাই না" সেটিং ব্যবহার করে আপনি অটোমেটিক ক্যাপশনে ডিফল্ট হিসেবে কোনও সম্ভাব্য অনুপযুক্ত শব্দের বদলে একটি ব্র্যাকেটের মধ্যে দুটি আন্ডারস্কোর “[ __ ]” হিসেবে সেটি দেখাতে পারেন। এই সেটিং ব্যবহার করলে কোনও অডিও ট্র্যাক বা ম্যানুয়ালি এডিট করা ক্যাপশন প্রভাবিত হয় না। এই সেটিংয়ের উদ্দেশ্য হল, কোনও সম্ভাব্য অনুপযুক্ত শব্দ যাতে ভুলবশত অটোমেটিক ক্যাপশনে দেখানো না হয়, সেদিকে নজর রাখা। এটি আপনার ভিডিওর মনিটাইজেশন স্ট্যাটাসকেও প্রভাবিত করে না।

আপলোড করা ভিডিও এবং লাইভ স্ট্রিমে অটোমেটিক ক্যাপশনিং প্রযোজ্য।

আমরা স্পিচ শনাক্তকরণ সফ্টওয়্যার উন্নত করা এবং অটোমেটিক ক্যাপশনিং সংক্রান্ত সমস্যা কম করার কাজ চালিয়ে যেতে চাই বলে আমরা এখনও ক্রিয়েটরদের তাদের সব অটোমেটিক তৈরি ক্যাপশন পর্যালোচনা করতে উৎসাহিত করি।

প্রয়োজনে “সম্ভাব্য অনুপযুক্ত শব্দ দেখাতে চাই না” সেটিং এইভাবে বন্ধ করতে পারেন:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, 'সেটিংস' বিকল্প বেছে নিন।
  3. চ্যানেল এবং তারপর উন্নত সেটিংস বিকল্প বেছে নিন।
  4. "অটোমেটিক জেনারেট হওয়া ক্যাপশন" বিকল্পের মধ্যে থেকে সম্ভাব্য অনুপযুক্ত শব্দ দেখাবেন না বিকল্পের টিক চিহ্ন সরিয়ে দিন।
মনে রাখবেন: অটোমেটিক ক্যাপশন ও অটোমেটিক অনুবাদ হওয়া সাবটাইটেলের ক্ষেত্রে এই সেটিং উপলভ্য।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7227811799183205915
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false
false