শিক্ষামূলক, তথ্যচিত্র, বিজ্ঞানভিত্তিক ও শৈল্পিক (EDSA) কন্টেন্ট YouTube কীভাবে মূল্যায়ন করে

আমাদের কমিউনিটি নির্দেশিকার লক্ষ্য হল YouTube-কে একটি নিরাপদ কমিউনিটি হিসেবে গড়ে তোলা। কিছু ক্ষেত্রে, আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করতে পারে এমন কন্টেন্টও YouTube-এ থাকতে পারে যদি তা শিক্ষামূলক, তথ্যচিত্র, বিজ্ঞানভিত্তিক ও শৈল্পিক (EDSA) প্রসঙ্গের কন্টেন্ট হয়। এইসব ক্ষেত্রে, কন্টেন্ট EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য করা হয়। এই নিবন্ধে, আপনার EDSA কন্টেন্টে কীভাবে প্রসঙ্গ যোগ করে অর্থাৎ দর্শককে আরও তথ্যের মাধ্যমে জানাতে বা শিক্ষিত করতে পারবেন, সেই সম্পর্কে পরামর্শ পাবেন।

মনে রাখবেন: আপনার EDSA কন্টেন্টে প্রসঙ্গ যোগ করলে যে তা EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হবেই, এমন কোনও নিশ্চয়তা নেই।

কোনও কন্টেন্ট কীভাবে EDSA ব্যতিক্রমের উপযুক্ত হয়

আমাদের কন্টেন্ট রিভিউয়াররা প্রতিটি কন্টেন্ট আলাদাভাবে মূল্যায়ন করে দেখেন যে তা EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়ার উপযুক্ত কিনা। প্রথমত, আমরা চেক করি কন্টেন্ট কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করেছে কিনা। এরকম লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে আমরা পর্যালোচনা করে দেখি যে, EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়ার জন্য কন্টেন্টে পর্যাপ্ত প্রসঙ্গ রয়েছে কিনা। আমরা পর্যালোচনা করি কন্টেন্টে কী প্রসঙ্গ আছে এবং প্রসঙ্গটি কোথায় রয়েছে।

আপনার EDSA কন্টেন্টে কোন প্রসঙ্গ যোগ করতে হবে

EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হতে গেলে কোন প্রসঙ্গ অবশ্যই যোগ করতে হবে তা নির্ভর করছে কী ধরনের কন্টেন্ট তার উপর।

আমরা বেশিরভাগ ক্ষেত্রে তখনই EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য করি যখন কন্টেন্টে এগুলির মধ্যে এক বা একাধিক জিনিস আছে:

১. কন্টেন্টে কী দেখানো হচ্ছে সেই সম্পর্কে প্রাথমিক তথ্য: কন্টেন্টে কে আছেন তা শনাক্ত করা, কন্টেন্টে কী দেখানো হচ্ছে তার বিবরণ অথবা কন্টেন্টে দেখানো ঘটনা কোথায় এবং কখন ঘটছে অথবা নির্দিষ্ট কিছু কন্টেন্ট কেন দেখানো হয়েছে তার ব্যাখ্যা। 

প্রাথমিক তথ্যের উদাহরণ

কন্টেন্ট হিংস্র বা গ্রাফিক হলে অথবা তাতে নগ্নতা বা যৌনতা দেখানো হলে প্রাথমিক তথ্য বিশেষভাবে কাজে লাগে। প্রসঙ্গের উল্লেখ থাকলে দর্শকের জন্য এই কন্টেন্ট কম ক্ষতিকর হতে পারে।

এইসব উদাহরণের মাধ্যমে এমন কন্টেন্ট সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে যা EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এবং কম উপযুক্ত: 

EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়ার জন্য বেশি উপযুক্ত

EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়ার জন্য কম উপযুক্ত

সিকিউরিটি ক্যামেরার এমন ফুটেজ যেখানে কোনও হিংস্র ডাকাতির শিকার হওয়া ব্যক্তির আহত হওয়ার বিবরণ ভিডিওতে দেখা যায়। বিবরণের মধ্যে রয়েছে, অপরাধের ঘটনাটি কোথায় এবং কখন ঘটেছে এবং ভিডিওটি কেন পোস্ট করা হচ্ছে।

সিকিউরিটি ক্যামেরার এমন ফুটেজ যেখানে কোনও হিংস্র ডাকাতির শিকার হওয়া ব্যক্তির আহত হওয়ার দৃশ্যের উপর 😆 বা 😲 ইত্যাদি ইমোজি সুপারইম্পোজ করা রয়েছে।

কোনও সার্জারির ফুটেজ যেখানে প্রকাশ্যে ক্ষতস্থানের দৃশ্য বিবরণ সহ দেখানো হয়। বিবরণের মধ্যে থাকতে পারে কী ধরনের সার্জারি করা হচ্ছে এবং কেন করা হচ্ছে।

কোনও সার্জারির ফুটেজ যেখানে প্রকাশ্যে ক্ষতস্থানের দৃশ্য দেখানো হয় এবং ভিডিওর শীর্ষক বা বিবরণে লেখা থাকে যে দর্শকের "জঘন্য" বা "বীভৎস" লাগবে।

কোনও নাটকীয় পারফর্ম্যান্সের অংশ হিসেবে সংক্ষিপ্তভাবে দেখানো নগ্নতা যেখানে বৃহত্তর গল্পের আঙ্গিকে প্রাসঙ্গিকভাবে নগ্নতার দৃশ্য দেখানো হয়।

যেখানে বিভিন্ন তথ্যচিত্র থেকে নগ্ন দৃশ্যের ক্লিপ তুলে আনা হয় এবং অশ্লীল টেক্সট ওভারলে করা হয়।

লোকজন মারাত্মকভাবে আহত হচ্ছে এমন হিংস্র ঘটনার ফুটেজ যেখানে প্রোডাকশন সংক্রান্ত ক্রেডিট দিয়ে দর্শকদের জানানো হয় যে হিংস্রতার দৃশ্যটি নাটকীয় পারফর্ম্যান্সের অংশ।

লোকজন মারাত্মকভাবে আহত হচ্ছে এমন হিংস্র ঘটনার ফুটেজ যা দেখে সাধারণ দর্শকের বোঝার উপায় নেই যে হিংস্রতার দৃশ্যটি বাস্তবে ঘটেছে নাকি তা কোনও নাটকীয় পারফর্ম্যান্সের অংশ।

 

২. নিন্দা, বিপরীত দৃষ্টিভঙ্গি বা ব্যঙ্গ: এটি জানানো যে আপনার কন্টেন্ট বিপরীত দৃষ্টিভঙ্গি তুলে ধরে বা ব্যঙ্গাত্মকভাবে বিশেষ কোনও দাবির নিন্দা করে।

নিন্দা, বিরুদ্ধ মত বা ব্যঙ্গাত্মক কন্টেন্টের উদাহরণ

কন্টেন্টের বিষয় ঘৃণাত্মক বক্তব্য বা ভুল তথ্য হলে, নিন্দা, বিপরীত দৃষ্টিভঙ্গি তুলে ধরা বা ব্যঙ্গাত্মক কন্টেন্টের উপর জোর দিলে তা বিশেষভাবে কার্যকরী হয়। কিছু কন্টেন্ট এমনিই বিভ্রান্তিকর হতে পারে, তবে প্রসঙ্গের উল্লেখ করা থাকলে তা দর্শকদের জন্য কম ক্ষতিকর হয়। প্রসঙ্গের মধ্যে থাকতে পারে ঘৃণামূলক দর্শনের সমালোচনা করা অথবা স্বাস্থ্য সংস্থা বা নির্বাচনী কর্তৃপক্ষের মতো সর্বজনগ্রাহ্য প্রামাণ্য সোর্স তুলে ধরে কোনও মিথ্যা দাবি নস্যাৎ করা।
এইসব উদাহরণের মাধ্যমে এমন কন্টেন্ট সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে যা EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এবং কম উপযুক্ত:

EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়ার জন্য বেশি উপযুক্ত

EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়ার জন্য কম উপযুক্ত

এমন কন্টেন্ট যেখানে কোনও ব্যক্তি মিথ্যা দাবি করেন যে একটি নির্দিষ্ট বয়সের চেয়ে বেশি বয়স্ক ব্যক্তিরা গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিতে পারবেন না। কন্টেন্টের মধ্যে স্পষ্ট করে এটিও বলা থাকে যে দাবিটি মিথ্যা।

এমন কন্টেন্ট যেখানে কোনও ব্যক্তি মিথ্যা দাবি করেন যে একটি নির্দিষ্ট বয়সের চেয়ে বেশি বয়স্ক ব্যক্তিরা গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিতে পারবেন না এবং সেখানে আর কোনও প্রসঙ্গের উল্লেখ করা থাকে না।

এমন কন্টেন্ট যেখানে কোনও ব্যক্তি মিথ্যা দাবি করেন যে COVID-19-এর টিকায় মাইক্রোচিপ আছে এবং ওই ব্যক্তির সমালোচক জানান যে দাবিটি মিথ্যা।

এমন কন্টেন্ট যেখানে কোনও ব্যক্তি মিথ্যা দাবি করেন যে COVID-19-এর টিকায় মাইক্রোচিপ আছে এবং সেখানে আর কোনও প্রসঙ্গের উল্লেখ করা থাকে না।

এমন কন্টেন্ট যা কোনও ব্যক্তিকে কোট করে যিনি বর্ণের ভিত্তিতে কোনও জনগোষ্ঠীর বিরুদ্ধে হিংস্র আক্রমণের ডাক দেন। কন্টেন্টে ওই ব্যক্তির কাজের সমালোচনা ও নিন্দা করা হয়।

এমন কন্টেন্ট যেখানে কোনও ব্যক্তি বর্ণের ভিত্তিতে কোনও জনগোষ্ঠীর বিরুদ্ধে হিংস্র আক্রমণের ডাক দেন এবং যেখানে আর কোনও প্রসঙ্গের উল্লেখ করা থাকে না অথবা ভিডিওর শীর্ষক বা বিবরণ হিংসার প্রচার করে।

 

৩. বিপজ্জনক আচরণে নিরুৎসাহিত করা: ভিডিওতে যা দেখানো হয়েছে তা অনুকরণ করতে দর্শকদের নিষেধ করা।

বিপজ্জনক আচরণে নিরুৎসাহিত করার উদাহরণ

অনুকরণ করতে নিরুৎসাহিত করলে দর্শকদের এবং YouTube কমিউনিটির ক্ষতির ঝুঁকি কমাতে সাহায্য করে। যেসব কন্টেন্ট ক্ষতিকর বা বিপজ্জনক কাজকর্ম দেখায় বা নিজেকে শারীরিক কষ্ট দেওয়া সংক্রান্ত কন্টেন্টের ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকরী হয়। মনে রাখবেন, এটি বিপজ্জনক আচরণ প্রচার বা উদযাপন করার অনুমতি দেওয়া নয়। শুধুমাত্র “এটি বাড়িতে করার চেষ্টা করবেন না” লিখলে তা ব্যতিক্রম হিসেবে গণ্য করা নাও হতে পারে। এর মধ্যে সম্ভাব্য ক্ষতি সম্পর্কিত ব্যাখ্যা থাকতে হবে।
এইসব উদাহরণের মাধ্যমে এমন কন্টেন্ট সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে যা EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এবং কম উপযুক্ত:

EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়ার জন্য বেশি উপযুক্ত

EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়ার জন্য কম উপযুক্ত

এমন কন্টেন্ট যা কারও বাড়িতে আক্রমণের প্র্যাঙ্ক দেখায় এবং দর্শকদের এই বিপজ্জনক কার্যকলাপ অনুকরণ করতে নিষেধ করে, কারণ এর ফলে শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে।

এমন কন্টেন্ট যা কারও বাড়িতে আক্রমণ করার প্র্যাঙ্ক বা বাড়িতে আক্রমণ করা প্র্যাঙ্কের প্রতিক্রিয়া জানানোর ভিডিও দেখায়। কোনও বিপজ্জনক কাজ অনুকরণ করার ফলে দর্শকদের ক্ষতির সম্ভাবনা কমাতে, ভিডিও দেখে শুধুই হাসাহাসি করা বা প্রতিক্রিয়া জানানো যথেষ্ট নাও হতে পারে।

এমন কন্টেন্ট যেখানে রাস্তায় বিপজ্জনক স্টান্ট দেখায়, যার ফলে পথচারী দর্শকরা আহত হতে পারেন। গুরুতর ক্ষতির কারণে কন্টেন্টটি দর্শকদের এরকম কোনও স্টান্ট অনুকরণ করতে নিষেধ করে এবং প্রফেশনাল তত্ত্বাবধানের ব্যাপারে সাজেস্ট করে।

এমন কন্টেন্ট যা রাস্তায় বিপজ্জনক স্টান্ট দেখায় যার ফলে পথচারী দর্শকরা আহত হতে পারেন এবং এতে আর কোনও প্রসঙ্গের উল্লেখ করা থাকে না।

 

মনে রাখবেন: উপরে উল্লিখিত উদাহরণগুলি আপনার EDSA কন্টেন্টে যোগ করার মতো প্রসঙ্গের সম্পূর্ণ তালিকা নয়। মনে সংশয় থাকলে, আপনার EDSA কন্টেন্টে একাধিক উপায়ে প্রসঙ্গ যোগ করুন। কন্টেন্টের মাধ্যমে যাতে কারও ক্ষতি না হয়, সেই জন্য ভিডিওর শীর্ষক বা বিবরণের পাশাপাশি ভিডিওর মধ্যেও তথ্য যোগ করুন।

মনে সংশয় থাকলে, উপরে উল্লিখিত একাধিক ধরনের প্রসঙ্গ যোগ করুন: আপনার কন্টেন্টে কী রয়েছে সেই বিষয়ক প্রাথমিক তথ্য, একাধিক দৃষ্টিভঙ্গি এবং বিপজ্জনক বা ক্ষতিকর আচরণ অনুকরণ করা থেকে স্পষ্টভাবে এবং তথ্য দিয়ে নিরুৎসাহিত করা। এই তথ্য কন্টেন্টের মধ্যে ভিডিও বা অডিওর মাধ্যমে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যাতে ওই কন্টেন্টের ফলে সম্ভাব্য ক্ষতি এড়ানো যায়। 

কোনও কন্টেন্ট EDSA ব্যতিক্রম হলেও আমরা বয়স সংক্রান্ত বিধিনিষেধ বা সতর্কতামূলক মেসেজ দেখাতে পারি কারণ কিছু দর্শক এই ধরনের কন্টেন্ট সংবেদনশীল বা অনুপযুক্ত (যেমন, যুদ্ধক্ষেত্রের ফুটেজ) মনে করতে পারেন। কিছু ক্ষেত্রে আমরা জনস্বার্থের ভিত্তিতে EDSA ব্যতিক্রম সেট করতে পারি। এর মধ্যে রাজনৈতিক প্রচারে জাতীয় রাজনৈতিক প্রার্থীদের বিষয়ে কন্টেন্ট, কোনও যুদ্ধের বা মানবিক সংকটের গ্রাফিক ফুটেজ, সর্বজনীন শুনানির সময় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশিকার বিষয়ে বিতর্কিত মন্তব্য, যৌন শিক্ষার প্রসঙ্গে নগ্নতা ইত্যাদি অন্তর্ভুক্ত হতে পারে।

আপনার EDSA কন্টেন্টের কোথায় প্রসঙ্গ যোগ করবেন

যেসব জায়গায় প্রসঙ্গ যোগ করতে পারেন সেগুলি হল:

  • ভিডিও
    • যেমন, ফুটেজ বা টেক্সট ওভারলে যোগ করতে পারেন।
  • অডিও
    • যেমন, ভয়েসওভারের মাধ্যমে নিন্দা বা বিপরীত দৃষ্টিভঙ্গি যোগ করতে পারেন।
  • ভিডিওর শীর্ষক
  • ভিডিওর বিবরণ
মনে রাখবেন: কমেন্ট, ট্যাগ, চ্যানেলের বিবরণ, পিন করা কমেন্ট বা অন্যান্য সারফেসে থাকা প্রসঙ্গ আমরা EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য করি না। ওইসব কন্টেন্ট সবসময় দর্শকদের চোখে পড়ে না।
গুরুত্বপূর্ণ: যেসব কন্টেন্টের ফলে ক্ষতি হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি, আমাদের নিয়মানুসারে সেগুলির ক্ষেত্রে ভিডিও বা অডিওতে প্রসঙ্গের উল্লেখ করা আবশ্যক। ভিডিও ও অডিও হল কন্টেন্টের এমন অংশ যা থেকে প্রসঙ্গ দর্শকদের চোখে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এর মধ্যে অন্য ওয়েবসাইট বা অ্যাপে এম্বেড করা কন্টেন্টও অন্তর্ভুক্ত আছে। আমাদের নিয়মানুসারে, EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়ার জন্য যেসব কন্টেন্টের অডিও বা ভিডিওতে প্রসঙ্গের উল্লেখ করা আবশ্যক সেগুলির মধ্যে রয়েছে ঘৃণাত্মক বক্তব্য, হিংস্র অপরাধমূলক সংগঠন, শিশু নিরাপত্তা, আত্মহত্যা ও নিজেকে শারীরিক কষ্ট দেওয়া এবং গ্রাফিক হিংস্রতা

কমেন্টের মতো অন্য ধরনের কন্টেন্টের ক্ষেত্রে কী হয়?

ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য নীতি ও নির্দেশিকা অন্যান্য ধরনের কন্টেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

যেসব কন্টেন্ট EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য হয় না

কিছু কন্টেন্টে প্রসঙ্গ যোগ করার পরেও তা YouTube-এ প্রকাশ করার অনুমতি দেওয়া হয় না। এগুলি পোস্ট করবেন না:

  • শিশু যৌন নিগ্রহ মিডিয়া (CSAM)
  • শারীরিকভাবে হিংস্র যৌন নিপীড়নের ভিডিও, ছবি বা অডিও
  • কোনও প্রাণঘাতী বা বড় ধরনের হিংসাত্মক ঘটনার সময় হামলাকারীর তোলা ভিডিও ফুটেজ যেখানে অস্ত্রের ব্যবহার, হিংস্র কার্যকলাপ বা জখম ব্যক্তিদের দেখানো হয়
  • হিংস্র সন্ত্রাসবাদী বা অপরাধমূলক সংগঠনের তৈরি বা তাদের মহিমা প্রচার করে এমন কন্টেন্ট এডিট না করে বা অপরিবর্তিত রেখে আবার আপলোড করা
  • নিজেকে শারীরিক কষ্ট দেওয়া বা আত্মহত্যার ব্যাপারে নির্দেশ দেওয়া
  • অন্যদের আহত বা নিহত করতে পারে এমন বোমা তৈরি করার ব্যাপারে নির্দেশিকা
  • আগ্নেয়াস্ত্র বা নিষিদ্ধ অ্যাক্সেসরি তৈরি করার ব্যাপারে নির্দেশিকা
  • নিষিদ্ধ বস্তু বিক্রি করার অফার দেওয়া
  • ব্যক্তিগত ডেটা চুরি করা বা অন্যদের গুরুতর ক্ষতি করার উদ্দেশ্যে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করার নির্দেশ দেওয়া
  • কারও ব্যক্তিগত তথ্য, যেমন বাড়ির ঠিকানা, ইমেল আইডি, সাইন-ইন করার ক্রেডেনশিয়াল, ফোন নম্বর, পাসপোর্ট নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য (doxxing) প্রকাশ করা
  • হার্ডকোর পর্নোগ্রাফি
  • স্প্যাম

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11855166155801254049
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false