YouTube-এ কোনও চ্যানেলের মেম্বার হওয়া

YouTube-এর মূল সাইট ও অ্যাপে কোনও চ্যানেলের মেম্বারশিপ নিলে, আপনি সর্বজনীন ব্যাজ ও ইমোজি কিনতে পারবেন এবং চ্যানেলে ক্রিয়েটরের দেওয়া বিশেষ উপহার অ্যাক্সেস করতে পারবেন।

আপনি যে দেশে বসবাস করেন এবং ব্যবহার করা প্ল্যাটফর্মের ভিত্তিতে মেম্বারশিপ মূল্য আলাদা হতে পারে।

মনে রাখবেন: জানুয়ারি ২০২২ থেকে, যেসব ব্যবহারকারী YouTube Android অ্যাপ ব্যবহার করে চ্যানেল মেম্বার হয়েছেন, তাদের বিলিং Google Play-এর মাধ্যমে করা হবে। দাম বা খরচের উপর এর কোনও প্রভাব পড়বে না, শুধুমাত্র কেনার জন্য যেখান থেকে বিলিং করা হবে, সেখানে এর প্রভাব পড়বে। সাম্প্রতিক চার্জগুলি দেখতে ও আপনার বিলিং কীভাবে করা হয় সেই সম্পর্কিত তথ্য জানতে pay.google.com দেখতে পারেন।
 

যোগ দিন, লেভেল পরিবর্তন করুন বা মেম্বারশিপ বাতিল করুন

চ্যানেলের মেম্বার হন

YouTube-এর মূল সাইট বা অ্যাপে অংশগ্রহণকারী চ্যানেল মেম্বারশিপে যোগ দিন।
  1. youtube.com-এ যান বা YouTube অ্যাপ খুলুন।
  2. আপনি যে ক্রিয়েটরকে সাহায্য করতে চান, সেই ক্রিয়েটরের চ্যানেল বা আপলোড করা ভিডিওতে যান এবং তিনি নিজের চ্যানেলে মেম্বারশিপ চালু করেছেন কিনা তা দেখুন।
  3. যোগ দিন বিকল্পে ক্লিক করুন।
  4. প্রম্পট অনুসরণ করে আপনার পেমেন্টের তথ্য লিখুন।
  5. কিনুন বিকল্পে ক্লিক করুন।

ট্রানজ্যাকশন সম্পূর্ণ হওয়ার পরে, আপনাকে স্বাগত জানিয়ে পাঠানো একটি মেসেজ দেখতে পাবেন।

আপনার মেম্বারশিপ লেভেল পরিবর্তন করুন

আপগ্রেড করতে

  1. আপনি যে মেম্বারশিপ পরিবর্তন করতে চান সেটির চ্যানেল হোমপেজে যান এবং বিশেষ উপহার দেখুন বিকল্পে ক্লিক করুন।
  2. আপনি যে লেভেলে যোগ দিতে চান সেটি বেছে নিন এবং তারপর লেভেল পরিবর্তন করুন
  3. আপগ্রেড করুনবিকল্প বেছে নিন।
  4. কেনার সাথে সাথে আপনি আপগ্রেড করা লেভেলের অ্যাক্সেস পাবেন।
    1. দাম সংক্রান্ত যে বিষয় মনে রাখবেন: দুটি লেভেলের দামের মধ্যে যে ফারাক আছে আপনার থেকে শুধুমাত্র সেই পরিমাণ অর্থ সেই সময়ের বিলিং সাইকেলে বাকি থাকা দিনেরর জন্য অ্যাডজাস্ট করা দামে নেওয়া হবে।
    2. যেমন: আপনি যদি $৪.৯৯ পেমেন্ট করেন এবং পরবর্তী পেমেন্ট করার জন্য অর্ধেক মাস বাকি থাকা অবস্থায় $৯.৯৯-এ আপগ্রেড করেন, তাহলে মাসের বাকি দিনগুলির জন্য ($৯.৯৯-$৪.৯৯) X (০.৫)= $২.৫০ চার্জ নেওয়া হবে।
  5. লেভেল আপগ্রেড করার জন্য আপনার মাসিক বিলিংয়ের তারিখ পরিবর্তন হবে না।

ডাউনগ্রেড করতে

  1. আপনি যে মেম্বারশিপ পরিবর্তন করতে চান সেটির চ্যানেল হোমপেজে যান এবং বিশেষ উপহার দেখুন বিকল্পে ক্লিক করুন।
  2. আপনি যে লেভেলে যোগ দিতে চান সেটি বেছে নিয়ে এবং তারপরলেভেল পরিবর্তন করুন

ডাউনগ্রেড সম্পর্কিত বিলিং এবং অ্যাক্সেস সংক্রান্ত তথ্য

  • লেভেল ডাউনগ্রেড করার জন্য আপনার মাসিক বিলিংয়ের তারিখ পরিবর্তন হবে না।
  • বিলিংয়ের পরবর্তী তারিখ পর্যন্ত আপনি আগের লেভেল অ্যাক্সেস করতে পারবেন।
  • বিলিংয়ের পরবর্তী তারিখে আপনার থেকে নতুন কম দাম নেওয়া হবে।
  • ক্রিয়েটরের থেকে কোনও লয়ালটি পেয়ে থাকলে, তা আপনার ব্যাজে থেকে যাবে।

ক্রিয়েটরের থেকে কোনও লয়ালটি পেয়ে থাকলে, তা আপনার ব্যাজে থেকে যাবে।

চ্যানেল মেম্বারশিপ বাতিল করুন
চ্যানেল হোমপেজে বিশেষ উপহার দেখুন বিকল্পে ক্লিক করে মেম্বারশিপ ম্যানেজমেন্ট স্ক্রিন খুলে এবং তারপর বিকল্প বেছে নিন এবং তারপর মেম্বারশিপ ও বিশেষ উপহার বন্ধ করুন বিকল্পে ক্লিক করুন।
নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করে আপনি যেকোনও সময় কম্পিউটার থেকে আপনার মেম্বারশিপ বাতিল করতে পারবেন:
  1. YouTube-এ সাইন-ইন করুন।
  2. youtube.com/paid_memberships লিঙ্কে যান।
  3. যে চ্যানেল মেম্বারশিপ বাতিল করতে চান সেটি খুঁজে বের করুন এবং মেম্বারশিপ ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. বন্ধ করুন বিকল্প বেছে নিন।
  5. মেম্বারশিপ বন্ধ করুন বিকল্প বেছে নিন।
  6. আপনি মেম্বারশিপ বাতিল করা সম্পর্কিত কনফার্মেশন স্ক্রিন দেখতে পাবেন।

মেম্বারশিপ বাতিল করতে সমস্যা হলে, এখান থেকে আরও জানুন

গিফ্ট মেম্বারশিপ কেনা
'গিফ্ট মেম্বারশিপ' শুধু অংশগ্রহণকারী চ্যানেলে কেনা বা রিডিম করার জন্যই উপলভ্য। ওয়েব, Android বা iOS ডিভাইস ব্যবহার করে দর্শকরা বিকল্প চালু করতে এবং গিফ্ট দিতে পারবেন।

গিফ্ট মেম্বারশিপের মাধ্যমে দর্শকরা অন্যান্য দর্শককে সর্বাধিক এক মাসের জন্য চ্যানেল মেম্বারশিপের বিশেষ সুবিধা অ্যাক্সেস করার সুযোগ করে দিতে পারবেন। গিফ্ট মেম্বারশিপ কিনতে হলে, আপনাকে অবশ্যই গিফ্ট দেওয়ার সুবিধা চালু আছে এমন কোনও চ্যানেলে কোনও লাইভ স্ট্রিম অথবা প্রিমিয়ার দেখতে হবে।

উপযুক্ত চ্যানেলে লাইভ স্ট্রিম ও প্রিমিয়ারে গিফ্ট মেম্বারশিপের সুবিধা উপলভ্য। চ্যানেলের জন্য গিফ্ট মেম্বারশিপের সুবিধা উপলভ্য থাকলে, আপনি লাইভ স্ট্রিম অথবা প্রিমিয়ার চলাকালীন সেটি কিনতে পারবেন:

  1. YouTube-এ সাইন-ইন করতে কম্পিউটার ব্যবহার করুন।
  2. যে উপযুক্ত চ্যানেলের গিফ্ট মেম্বারশিপ আপনি কিনতে চান সেটিতে যান।
  3. চ্যানেলের লাইভ স্ট্রিম বা প্রিমিয়ারে যোগ দিন।
  4. লাইভ চ্যাট চলাকালীন  আইকনে ক্লিক করুন।
  5. মেম্বারশিপ গিফ্টিং আইকনে ক্লিক করুন।
  6. কতজন দর্শককে মেম্বারশিপ গিফ্ট করতে চান সেটি বেছে নিন।
  7. ট্রানজ্যাকশন সম্পূর্ণ করুন।

গিফ্ট মেম্বারশিপ উপলভ্য সর্বোচ্চ দামের লেভেলের সবচেয়ে কাছাকাছি অফার করা হয় এবং এটি সর্বাধিক $৫ মূল্যের হয়।

আপনি গিফ্ট মেম্বারশিপ কিনলে, সেটি হাইলাইট করতে সীমিত সময়ের জন্য লাইভ চ্যাটে একটি কাউন্টডাউন টিকার দেখানো হয়। কতক্ষণ দেখানো হবে তা নির্ভর করে আপনি কত মূল্যের গিফ্ট মেম্বারশিপ কিনছেন তার উপর। আপনার গিফ্ট ঘোষণা করার আগেই ক্রিয়েটর, লাইভ চ্যাট অথবা লাইভ স্ট্রিম শেষ করে ফেলতে পারেন, তবে তারপরেও কিছুটা সময় পর্যন্ত YouTube গিফ্ট ডিস্ট্রিবিউট করা চালিয়ে যাবে।

মনে রাখবেন: গিফ্ট মেম্বারশিপের সংখ্যা, আপনার চ্যানেলের নাম ও প্রোফাইল ছবি সকলে দেখতে পাবেন। এছাড়াও, আমাদের YouTube Data API পরিষেবার মাধ্যমে এই তথ্য চ্যানেলের কাছে উপলভ্য থাকতে পারে এবং চ্যানেলটি থার্ড-পার্টি পরিষেবার সাথে এই তথ্য শেয়ার করতে পারে। YouTube কোনও দর্শককে প্রথম গিফ্ট বিতরণ করার পরে আপনার গিফ্ট মেম্বারশিপ কেনা সম্পূর্ণ হয়েছে হিসেবে ধরা হয়।

অপ্ট-ইন করে গিফ্ট মেম্বারশিপ পান
'গিফ্ট মেম্বারশিপ' শুধু অংশগ্রহণকারী চ্যানেলে কেনা বা রিডিম করার জন্যই উপলভ্য। ওয়েব, Android বা iOS ডিভাইস ব্যবহার করে দর্শকরা বিকল্প চালু করতে এবং গিফ্ট দিতে পারবেন।

কীভাবে গিফ্ট মেম্বারশিপ কিনবেন এবং জিতবেন

গিফ্ট মেম্বারশিপ পেতে দর্শকদের অপ্ট-ইন করতে হবে। একবার অপ্ট-ইন করার পর, আপনি সম্প্রতি ইন্ট্যার‍্যাক্ট করেছেন (যেমন, সেই চ্যানেলের ভিডিও দেখা) এমন যেকোনও চ্যানেলের গিফ্ট মেম্বারশিপ পাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবেন। আপনি কোনও উপহার পেলে এটি অটোমেটিক আপনার অ্যাকাউন্টে প্রয়োগ করা হবে যার ফলে আপনি ব্যাজ এবং কাস্টম ইমোজির মতো বিশেষ সুবিধাগুলি অ্যাক্সেস করতে পারবেন।

আপনি আগে শুধুমাত্র নির্দিষ্ট কোনও চ্যানেলে অপ্ট-ইন করে থাকলে, এখনও সেই চ্যানেল থেকে গিফ্ট পাওয়ার উপযুক্ত থাকবেন। এর পরেও অন্যান্য চ্যানেল থেকে গিফ্ট পাওয়ার উপযুক্ত হতে চাইলে আপনাকে বৈশ্বিক লেভেলে অপ্ট-ইন করতে হবে।

গিফ্ট মেম্বারশিপের জন্য অপ্ট-ইন করতে, ব্র্যান্ড অ্যাকাউন্ট নয় এমন YouTube চ্যানেল দিয়ে আপনাকে সাইন-ইন করতে হবে। আপনি কোনও ব্র্যান্ড অ্যাকাউন্টে সাইন-ইন করেছেন কিনা সেটি চেক করুন। চ্যানেলের মেম্বাররা বর্তমানে গিফ্ট মেম্বারশিপ পাওয়ার জন্য উপযুক্ত নন।

গিফ্ট মেম্বারশিপের জন্য অপ্ট-ইন করুন

এগুলি সহ বিভিন্নভাবে গিফ্টের জন্য অপ্ট-ইন করা যায়:

  • লাইভ চ্যাট থেকে
  • কোনও ভিডিও দেখার পৃষ্ঠা থেকে
  • চ্যানেল পৃষ্ঠা থেকে
  • ক্রিয়েটরের অপ্ট-ইন করার অনন্য URL ব্যবহার করে (শেষে /allow_gifts সহ চ্যানেল পৃষ্ঠার লিঙ্ক)।

লাইভ চ্যাটের মাধ্যমে অপ্ট-ইন করুন

  1. কোনও উপযুক্ত চ্যানেলের লাইভ স্ট্রিম বা প্রিমিয়ার দেখুন।
  2. লাইভ চ্যাটের মধ্যে:
    1. গিফ্টের অনুমতি দিন বিকল্প বেছে নিন অথবা
    2. পিন করা মেম্বারশিপ গিফ্টিং বিকল্প বেছে নিন।
  3. অপ্ট-ইন করতে চাওয়ার বিষয়টি নিশ্চিত করতে, “গিফ্টের অনুমতি দিন” বিকল্প চালু করুন

চ্যানেল বা দেখার পৃষ্ঠার মাধ্যমে অপ্ট-ইন করতে:

  1. কোনও উপযুক্ত চ্যানেলের পৃষ্ঠা বা ভিডিও দেখার পৃষ্ঠায় যান।
  2. এরপর যোগ দিন  এবং তারপর আরও   এবং তারপর ”গিফ্ট সেটিংস” বিকল্পে ক্লিক করুন।
  3. অপ্ট-ইন করতে চাওয়ার বিষয়টি নিশ্চিত করতে, “গিফ্টের অনুমতি দিন” বিকল্প চালু করুন।
​​মনে রাখবেন: গিফ্ট মেম্বারশিপের জন্য আপনাকে বেছে নেওয়া হলে, সমস্ত দর্শক আপনার চ্যানেলের নাম দেখতে পাবেন। এছাড়াও, আমাদের YouTube Data API পরিষেবার মাধ্যমে এই তথ্য চ্যানেলের কাছে উপলভ্য থাকতে পারে এবং চ্যানেলটি থার্ড-পার্টি পরিষেবার সাথে এই তথ্য শেয়ার করতে পারে।

গিফ্টের অনুমতি দেওয়া অপ্ট-আউট করতে, মেম্বারশিপ চালু থাকা যেকোনও চ্যানেলে বা ভিডিও দেখার পৃষ্ঠায় গিয়ে 'যোগ দিন' বোতামে ক্লিক করে “গিফ্ট সেটিংস” খুলুন এবং “গিফ্টের অনুমতি দিন” বোতামটি টগল করে বন্ধ করুন। আপনি আর কোনও চ্যানেল থেকে গিফ্ট পাওয়ার উপযুক্ত থাকবেন না।

গিফ্ট মেম্বারশিপ পান

কোনও চ্যানেল মেম্বার বা ক্রিয়েটর গিফ্ট মেম্বারশিপ কিনলে, সেটি লাইভ চ্যাটে ঘোষণা করা হয়। ১-মাসের গিফ্ট মেম্বারশিপ পাওয়ার জন্য আপনাকে বেছে নেওয়া হলে, লাইভ চ্যাটে একটি বিজ্ঞপ্তি দেখানো হবে এবং আপনাকে ইমেল বিজ্ঞপ্তি পাঠানো হবে।

গিফ্ট মেম্বারশিপ ফেরত দেওয়া যায় না এবং এর বিনিময়ে নগদ অর্থ পাওয়া যায় না। সব গিফ্ট মেম্বারশিপ সর্বাধিক ১ মাস চ্যানেল মেম্বারশিপের বিশেষ উপহার অ্যাক্সেস করতে দেয় এবং তারপরে এটির মেয়াদ শেষ হয়ে যায়।

মেম্বারশিপের সুবিধা দেখতে ও বিশেষ উপহার অ্যাক্সেস করতে:

  • আপনি যে চ্যানেলের মেম্বার হয়েছেন সেটির 'মেম্বারশিপ' ট্যাব বেছে নিন অথবা
  • সেই চ্যানেলের যেকোনও ভিডিও দেখার পৃষ্ঠায় বিশেষ উপহার দেখুন বিকল্প বেছে নিন।

গিফ্ট মেম্বারশিপ রিনিউ হবে না এবং এটি শেষ হওয়ার পর আপনাকে চার্জ করা হবে না। আপনি আগেভাগে গিফ্ট মেম্বারশিপ পাওয়ার সুবিধা বন্ধ করতে চাইলে সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন। আপনি গিফ্ট মেম্বারশিপের সুবিধাগুলির অ্যাক্সেস হারাবেন।

পেমেন্ট ও বিলিং সংক্রান্ত তথ্য

বিলিং সংক্রান্ত তথ্য

নতুন এবং আগে থেকে আছেন এমন মেম্বার

কোনও চালু থাকা পেড মেম্বারশিপ থাকলে, মাসিক বিলিং সাইকেলের শুরুতে অটোমেটিক আপনার থেকে চার্জ নেওয়া হবে।

বাতিল করা মেম্বারশিপ

পেড চ্যানেল মেম্বারশিপ বাতিল করলে, আপনি এটি আবার চালু না করার পর্যন্ত আপনার থেকে চার্জ নেওয়া হবে না। সেই বিলিং সাইকেল শেষ না হওয়া পর্যন্ত আপনি মেম্বারশিপ সংক্রান্ত বিশেষ উপহার পেতে থাকবেন।

আবার চালু করা মেম্বারশিপ

আপনি যেকোনও সময় আপনার মেম্বারশিপ আবার চালু করতে পারবেন। আপনি একই বিলিং চক্র চলাকালীন বাতিল করা মেম্বারশিপ আবার চালু করলে, বর্তমান বিলিং চক্র শেষ না হওয়া পর্যন্ত আপনাকে আর চার্জ করা হবে না।

আপনার পেমেন্টের তথ্য আপডেট করুন

Google অ্যাকাউন্টের আমার সাবস্ক্রিপশন বিভাগ থেকে আপনি পেড মেম্বারশিপের জন্য ব্যবহার করা ক্রেডিট কার্ড পরিবর্তন করতে পারবেন। মনে রাখবেন যে প্রথমে আপনার Google অ্যাকাউন্টে নতুন কার্ড যোগ করতে হতে পারে।
কোনও চালু থাকা পেড মেম্বারশিপ থাকলে, প্রত্যেক মাসিক বিলিং সাইকেলের শুরুতে আপনার থেকে চার্জ নেওয়া হবে। youtube.com/paid_memberships থেকে বিলিংয়ের পরবর্তী তারিখ দেখতে এবং মেম্বারশিপ ম্যানেজ করতে পারবেন।

ভারতে রেকারিং চার্জ

রেকারিং মেম্বারশিপ অ্যাক্সেস করা চালিয়ে যেতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ই-ম্যান্ডেট সংক্রান্ত প্রয়োজনীয়তা অনুযায়ী আপনার পেমেন্টের বিবরণ যাচাই করতে বা আবার লিখতে হবে। সেটি করতে YouTube অ্যাপ বা youtube.com লিঙ্কে গিয়ে নির্দেশাবলী অনুসরণ করুন। মনে রাখবেন যে এখন আপনার ব্যাঙ্কের মাধ্যমে রেকারিং পেমেন্ট নাও করা যেতে পারে। রেকারিং পেমেন্টের সুবিধা আছে এমন ব্যাঙ্কের তালিকা চেক করে দেখুন অথবা আরও জানুন

পজ করা চ্যানেল মেম্বারশিপ কীভাবে আপনার পেমেন্টের উপর প্রভাব ফেলে

“পজ করা মোড” ব্যাখ্যা করা হয়েছে

কোনও কোনও সময়, চ্যানেল মেম্বারশিপ "পজ করা মোড"-এ রাখা হয়। চ্যানেল MCN পরিবর্তন করলে, 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা হলে অথবা মনিটাইজ করতে না পারলে এমন হতে পারে। “পজ করা মোড”-এ থাকার অর্থ হল, মেম্বারশিপের সাথে চ্যানেলটি মনিটাইজ করা যাবে না -- বেশিরভাগ ক্ষেত্রে এটি সাময়িক স্ট্যাটাস। কোনও চ্যানেল "পজ করা মোড"-এ থাকার অর্থ হল, চ্যানেলটি বিশেষ উপহার এবং অন্যান্য সুবিধা প্রদান করতে পারবে না।

পেমেন্টের বিবরণ

আপনি "পজ করা মোড"-এ থাকা কোনও চ্যানেলের অ্যাক্টিভ পেড মেম্বার হলে, আপনার মাসিক রেকারিং পেমেন্ট, বিলিং সাইকেল এবং মেম্বারশিপের অ্যাক্সেসও পজ করা হবে।

আপনি iOS বা Android থেকে চ্যানেল মেম্বারশিপের জন্য সাইন-আপ করলে, আপনার বিলিংয়ের মেয়াদ শেষ হওয়ার পরে চ্যানেল যদি পজ মোডে থাকে তাহলে আপনার মাসিক রেকারিং পেমেন্ট বাতিল হয়ে যেতে পারে। এমন হলে, আপনাকে জানানো হবে যে আপনার মেম্বারশিপ বাতিল হয়ে গেছে এবং চ্যানেলের মেম্বারশিপ আনপজ করা হলে আপনি আবার যোগ দিতে পারবেন।

কোনও চ্যানেলে সর্বাধিক ১২০ দিনের জন্য মেম্বারশিপ পজ করা থাকতে পারে; সেই সময়ের পরে, মেম্বারশিপ এবং মেম্বারদের মাসিক রেকারিং পেমেন্ট বাতিল করা হবে।

বাতিল হয়ে যাওয়া চ্যানেল মেম্বারশিপ কীভাবে আপনার পেমেন্টের উপর প্রভাব ফেলে

কোনও চ্যানেল থেকে 'মেম্বারশিপ' ফিচার বাতিল করে দেওয়া হলে বা ফিচারের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হলে (যেমন, সেটি যদি আর YouTube পার্টনার প্রোগ্রামের অংশ না হয়), তাহলে সব মেম্বারশিপ সংক্রান্ত মাসিক রেকারিং পেমেন্ট এবং মেম্বারশিপ সংক্রান্ত সব বিশেষ উপহার অবিলম্বে বাতিল হয়ে যাবে। বাতিল হওয়ার সময় যেসব দর্শক মেম্বার ছিলেন, তাদের একটি বাতিল করা সংক্রান্ত ইমেল পাঠানো হবে এবং সেই ইমেলে রিফান্ডের জন্য অনুরোধ করা সম্পর্কিত তথ্য থাকবে।

চ্যানেল মেম্বারশিপ সংক্রান্ত রিফান্ড

আপনি যেকোনও সময় পেড চ্যানেল মেম্বারশিপ বাতিল করতে পারেন। বাতিল করে দেওয়ার পরে, আপনার থেকে আর চার্জ নেওয়া হবে না। বিলিং সাইকেল শেষ না হওয়া পর্যন্ত আপনি ব্যাজ ব্যবহার করতে এবং ক্রিয়েটরের দেওয়া বিশেষ উপহার অ্যাক্সেস করতে পারবেন। মনে রাখবেন, মেম্বারশিপ বাতিল করা এবং চ্যানেল মেম্বারশিপ অফিসিয়ালি শেষ হওয়ার মাঝের সময়ের জন্য আপনি রিফান্ড পাবেন না।
আপনি অ্যাকাউন্টে কোনও অননুমোদিত চ্যানেল মেম্বারশিপ চার্জ দেখলে, অননুমোদিত চার্জ সম্পর্কে রিপোর্ট করতে এইসব ধাপ অনুসরণ করুন। আপনার পেড চ্যানেল মেম্বারশিপে ক্রিয়েটরের দেওয়া বিশেষ উপহার অথবা অন্যান্য ফিচার যদি সমস্যাযুক্ত, অনুপলভ্য হয় বা প্রত্যাশা অনুযায়ী কাজ না করে, তাহলে যেকোনও সময় রিফান্ডের অনুরোধ করার জন্য আপনি আমাদের সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আংশিকভাবে শেষ হওয়া বিলিংয়ের মেয়াদের জন্য কোনও রিফান্ড বা ক্রেডিট দেওয়া হয় না।
আপনি যদি Apple-এর মাধ্যমে সাইন-আপ করেন, তাহলে আপনার পেড চ্যানেল মেম্বারশিপ সম্পর্কিত রিফান্ডের জন্য Apple-এর সহায়তা টিম-এর সাথে যোগাযোগ করতে হবে। Apple-এর রিফান্ড সংক্রান্ত নীতি প্রযোজ্য হবে।

চ্যানেল মেম্বারশিপ থেকে হওয়া উপার্জন ক্রিয়েটরের সাথে শেয়ার করা

স্থানীয় সেলস ট্যাক্স ও অন্যান্য ফি (দেশ ও ব্যবহারকারীর প্ল্যাটফর্মের ভিত্তিতে) কেটে নেওয়ার পরে, ক্রিয়েটররা মেম্বারশিপ থেকে Google-এর স্বীকৃত উপার্জনের ৭০% পান। পেমেন্ট প্রসেসিং ফি (ক্রেডিট কার্ডের ফি সহ) বর্তমানে YouTube বহন করে

আপনার মেম্বারশিপের সুবিধাগুলি ব্যবহার ও ম্যানেজ করা

সব মেম্বারদের জন্য চ্যানেল মেম্বারশিপের সুবিধা

আপনি মেম্বার হলে নির্দিষ্ট কিছু সুবিধা অ্যাক্সেস করতে পারবেন। আপনি কোন লেভেলে যোগ দিচ্ছেন তার ভিত্তিতে বিশেষ উপহার পাবেন। এটি প্রতিটি লেভেলের ক্ষেত্রে আলাদা হয়।
  • শুধুমাত্র মেম্বারদের জন্য কমিউনিটি পোস্ট: আপনি শুধুমাত্র মেম্বারদের জন্য পোস্ট চ্যানেলের কমিউনিটি ট্যাবে দেখতে পারবেন। এক্সক্লুসিভ কন্টেন্ট "শুধুমাত্র মেম্বারদের জন্য" হিসেবে ট্যাগ করা হয় এবং এতে টেক্সট পোস্ট, GIF, পোল, ভিডিও এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকে।
  • মেম্বার রিকগনিশন শেল্ফ: ক্রিয়েটর এই শেল্ফ চালু রাখলে, চ্যানেল পৃষ্ঠায় আপনার অবতার অন্যান্য অ্যাক্টিভ মেম্বারদের সাথে দেখানো হতে পারে। চ্যানেলের মেম্বার হওয়ার জন্য ক্রিয়েটররা শেল্ফের মাধ্যমে আপনাকে সর্বজনীনভাবে ধন্যবাদ জানিয়ে থাকেন। আপনি মেম্বারশিপ বাতিল করলে, শেল্ফে আপনাকে আর দেখানো হবে না।
  • মেম্বার মাইলস্টোন চ্যাট: মেম্বার (মেম্বারশিপ নেওয়ার ঠিক পরের মাস থেকে শুরু করে) হিসেবে প্রতি মাসে আপনি একটি মেম্বার মাইলস্টোন চ্যাট পাবেন। মেম্বার মাইলস্টোন চ্যাট হল বিশেষভাবে হাইলাইট করা মেসেজ যা লাইভ স্ট্রিম বা প্রিমিয়ারের লাইভ চ্যাটে ব্যবহার করা যেতে পারে। আপনি মোট কতদিন এই চ্যানেলের মেম্বার সেটি এই বিশেষ মেসেজে হাইলাইট করে দেখানো হয় এবং সব দর্শক এটি দেখতে পান।
  • চ্যানেল ব্যাজ: এটি হল একটি সর্বজনীনভাবে দৃশ্যমান মেম্বারশিপ এক্সক্লুসিভ ব্যাজ যা সেই চ্যানেলে আপনার করা সমস্ত কমেন্টে এবং লাইভ চ্যাটে আপনার চ্যানেলের নামের পাশে দেখা যায়।
    • কিছু কিছু চ্যানেলে আলাদা আলাদা রঙিন ডিফল্ট ব্যাজ বা কাস্টম ব্যাজের মাধ্যমে আপনি কতদিন ধরে চ্যানেলের মেম্বার আছেন সেটি দেখানো হয়।
  • শুধুমাত্র মেম্বারদের জন্য ভিডিও: শুধুমাত্র চ্যানেলের মেম্বাররা যাতে দেখতে পারেন তার জন্য এক্সক্লুসিভ ভিডিও সঠিক লেভেলে উপলভ্য থাকে। শুধুমাত্র মেম্বারদের জন্য ভিডিও যে কেউ খুঁজে পেতে পারেন, কিন্তু কেবল সঠিক লেভেলের মেম্বাররাই এটি দেখতে পারবেন। চ্যানেলের মেম্বারশিপ, কন্টেন্ট ও কমিউনিটি ট্যাবে এইসব ভিডিও পাওয়া যেতে পারে। এছাড়াও, এইসব ভিডিও কোনও মেম্বারের হোমপেজ এবং সাবস্ক্রিপশন ফিডে দেখা যেতে পারে। 
  • নতুন মেম্বারের জন্য মেসেজ: আপনি কোনও চ্যানেলের লাইভ স্ট্রিম চলাকালীন মেম্বার হলে, একটি উজ্জ্বল সবুজ "নতুন মেম্বার" মেসেজ লাইভ চ্যাটে পাঠানো হবে। এছাড়াও, আপনার প্রোফাইল ছবিটি ৫ মিনিটের জন্য লাইভ চ্যাটের একদম উপরে পিন করা থাকবে।
  • শুধুমাত্র মেম্বারদের জন্য লাইভ চ্যাট: সর্বজনীন লাইভ স্ট্রিম চলাকালীন, ক্রিয়েটররা চ্যাট করার সুবিধা শুধুমাত্র মেম্বারদের জন্য উপলভ্য করতে পারেন। সবাই এখনও লাইভ স্ট্রিম দেখতে পারলেও, শুধুমাত্র মেম্বাররা চ্যাট পোস্ট করতে পারবেন। 
  • কাস্টম ইমোজি: ক্রিয়েটর এক্সক্লুসিভ ইমোজি আপলোড করলে, চ্যানেলের মেম্বাররা চ্যানেলের ভিডিও এবং লাইভ চ্যাটের কমেন্টে সেগুলি ব্যবহার করতে পারবেন। আপনি লাইভ চ্যাটে ইমোজি স্বয়ংসম্পূর্ণ করতে ক্রিয়েটরের অ্যাসাইন করা ফ্যামিলির নাম ব্যবহার করবেন। 
  • ক্রিয়েটরের দেওয়া অন্যান্য বিশেষ উপহার: চ্যানেলের দ্বারা অফার করা হলে, আপনি ক্রিয়েটরের দেওয়া অন্যান্য এক্সক্লুসিভ বিশেষ উপহারেও অ্যাক্সেস পেতে পারবেন।

মনে রাখবেন: "স্লো মোড" - লাইভ চ্যাটে আপনি কত ঘনঘন কমেন্ট করতে পারবেন, এটি তা সীমাবদ্ধ করে - চ্যানেলের অ্যাক্টিভ পেড মেম্বারদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

বিভিন্ন লেভেলের জন্য ক্রিয়েটরের দেওয়া বিশেষ উপহার

প্রতিটি লেভেলের নিজস্ব প্রাইস পয়েন্ট আছে। আপনি যত উপরের লেভেলে যাবেন, নিচের লেভেলের বিশেষ উপহারগুলিও পাবেন। এর অর্থ, আপনি সবচেয়ে দামী লেভেলে যোগ দিলে আপনি তার নিচের সব লেভেলের বিশেষ উপহারেও অ্যাক্সেস পেয়ে যাবেন।

আমি প্রতিটি লেভেলের জন্য কী পাব এবং আমি কীভাবে যোগ দেব?

এটি বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। আপনি যোগ দিন বিকল্পে ক্লিক করলে, বিভিন্ন বিশেষ উপহার দেখতে পাবেন।

আমি আগে থেকেই মেম্বার হলে, কীভাবে উপলভ্য বিভিন্ন বিশেষ উপহার দেখতে পাব?

আপনি আগেই যোগ দিয়েছেন এমন চ্যানেলের হোমপেজে গিয়ে এবং তারপর বিশেষ উপহার দেখুন বিকল্পটি বেছে নিন।

চ্যানেল মেম্বারশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি চালু বা বন্ধ করা

চ্যানেলের মেম্বার হিসেবে, আপনি কমিউনিটি ট্যাব, মেম্বারশিপ ট্যাব বা চ্যানেলের কন্টেন্ট ট্যাবে শুধুমাত্র মেম্বারদের জন্য কন্টেন্ট খুঁজে পেতে পারেন। আপনি এটি লক্ষ্য করতে পারেন যে আপনার হোমপেজ এবং সাবস্ক্রিপশন ফিডে শুধুমাত্র মেম্বারদের জন্য ভিডিও দেখানো হচ্ছে। এছাড়াও, কোনও চ্যানেল এগুলি করলে আপনাকে বিজ্ঞপ্তি বা ইমেল পাঠিয়ে তা জানানো হয়:

  • শুধু মেম্বারদের জন্য পোস্ট তৈরি করা 
  • শুধু মেম্বারদের জন্য ভিডিও আপলোড করা 
  • শুধু মেম্বারদের জন্য লাইভ স্ট্রিম শুরু করা
  • শুধু মেম্বারদের জন্য লাইভ স্ট্রিম শিডিউল করা যা ৩০ মিনিটের মধ্যে শুরু হবে

শুধু মেম্বারদের জন্য কন্টেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি বা ইমেল পেতে না চাইলে, আপনি বিকল্প ছেড়ে বেরিয়ে আসতে পারেন।

বিজ্ঞপ্তি বন্ধ করুন

আপনি নতুন শুধু মেম্বারদের জন্য কন্টেন্ট সম্পর্কে জানতে না চাইলে, এটি করতে পারেন:

  • আপনি মেম্বার এমন প্রতিটি চ্যানেলের বিজ্ঞপ্তি ও ইমেল থেকে অপ্ট-আউট করতে পারেন
    • শুধু মেম্বারদের জন্য কন্টেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি বন্ধ করতে: সেটিংস এবং তারপর বিজ্ঞপ্তি এবং তারপরশুধু মেম্বারদের জন্য বিকল্পের পাশের সুইচ টগল করে বন্ধ করে দিন।
    • শুধু মেম্বারদের জন্য কন্টেন্ট সংক্রান্ত ইমেল বন্ধ করতে: শুধু মেম্বারদের জন্য যেসব ইমেল পান সেগুলির আনসাবস্ক্রাইব লিঙ্ক ব্যবহার করুন। আপনি আবার ইমেল বিজ্ঞপ্তি পাওয়ার সুবিধা সাবস্ক্রাইব করতে চাইলে, সেটিংস এবং তারপর বিজ্ঞপ্তি এবং তারপর মেনুতে গিয়ে, "ইমেল বিজ্ঞপ্তি" বিকল্পের অধীনে "আনসাবস্ক্রাইব করা ইমেল" বিকল্প বেছে নিয়ে যে ইমেল পেতে চান সেটি বেছে নিন।
  • একটি স্বতন্ত্র চ্যানেলের জন্য সব বিজ্ঞপ্তি পাওয়ার সুবিধা থেকে বেরিয়ে আসুন:
    • 'আপনার সাবস্ক্রাইব করা চ্যানেল এবং তারপর বিজ্ঞপ্তি  এবং তারপর কোনওটিই নয় ' বিকল্পে যান। এটি, শুধুমাত্র মেম্বারদের জন্য কন্টেন্ট নয়, এই চ্যানেলের সব বিজ্ঞপ্তি বন্ধ করে দেবে।
  • আপনার অ্যাকাউন্টের সব বিজ্ঞপ্তি বন্ধ করে দিন

কমিউনিটি ট্যাবে এক্সক্লুসিভ কন্টেন্ট দেখা

কমিউনিটি ট্যাবে এক্সক্লুসিভ কন্টেন্ট "শুধুমাত্র মেম্বারদের জন্য" হিসেবে ট্যাগ করা হয়। এর মধ্যে টেক্সট পোস্ট, GIF, পোল, ভিডিও এবং আরও অনেক কিছু থাকে।

অনুপযুক্ত বিশেষ উপহার সম্পর্কে অভিযোগ করা

YouTube-এর কমিউনিটি নির্দেশিকা (যৌন, হিংসাত্মক বা ঘৃণাপূর্ণ কন্টেন্ট, বিভ্রান্তিকর অফার বা স্প্যাম সহ) লঙ্ঘন করছে বলে আপনার মনে হয় এমন কোনও অফার আপনি দেখতে পেলে, যোগ দিন (বা আপনি আগে থেকেই মেম্বার হলে বিশেষ উপহার দেখুন) বিকল্পে ক্লিক করার পরে অফার স্ক্রিনে বিশেষ উপহার সম্পর্কে অভিযোগ করুন বিকল্পে ক্লিক করে এই বিষয়ে অভিযোগ করতে পারেন।

গোপনীয়তা তথ্য

দৃশ্যমান মেম্বারশিপ স্ট্যাটাস

আপনি কোনও চ্যানেলে যোগ দিলে, নিচে উল্লেখ করা তথ্য YouTube-এ সর্বজনীনভাবে দেখানো হবে এবং চ্যানেল এগুলি যেকোনও থার্ড-পার্টি কোম্পানির সাথে শেয়ার করতে পারে:
  • আপনার চ্যানেল URL
  • আপনার YouTube চ্যানেলের নাম
  • আপনার প্রোফাইল ছবি
  • আপনি কখন মেম্বার হিসেবে চ্যানেলে যোগ দিয়েছেন
  • আপনার মেম্বারশিপের লেভেল
মনে রাখবেন: বিশেষ উপহার প্রদান করার জন্য চ্যানেলটি ছোট বাছাই করা থার্ড-পার্টি কোম্পানির গ্রুপের সাথে এই তথ্য শেয়ার করতে পারে।

আপনার তথ্য কীভাবে ব্যবহার করা হতে পারে

উপরে দেওয়া আপনার তথ্যগুলি অন্যান্য দর্শকরা দেখতে পারেন। যে চ্যানেলে আপনি যোগ দিয়েছেন, তাদের উপরে এই তথ্য শেয়ার করার বিষয়টি নির্ভর করে। এটি সম্পূর্ণ তালিকা নয়:
  • সব মেম্বারদের একটি দৃশ্যমান ব্যাজ রয়েছে যেটি কমেন্ট এবং চ্যাটে আপনার চ্যানেলের নামের পাশে দেখা যায়।
  • আপনি কোনও চ্যানেলের লাইভ স্ট্রিম চলাকালীন মেম্বার হলে, একটি উজ্জ্বল সবুজ "নতুন মেম্বার" মেসেজ লাইভ চ্যাটে পাঠানো হবে এবং আপনার প্রোফাইল ছবিটি ৫ মিনিটের জন্য লাইভ চ্যাটের একদম উপরে পিন করা থাকবে। প্রোফাইল ছবির উপরে মাউস নিয়ে গেলে আপনার চ্যানেলের নাম দেখা যাবে।
  • কিছু চ্যানেল তাদের ভিডিওতে "ধন্যবাদ" জানানোর তালিকার উপরে বা চ্যানেলের রিকগনিশন শেল্ফে আপনার তথ্য যোগ করতে পারে।
  • কিছু চ্যানেল কোনও পরিষেবা প্রদানের জন্য উপরে উল্লেখ করা আপনার তথ্য শেয়ার করতে পারে (যেমন, কোনও থার্ড-পার্টি কোম্পানির হোস্ট করা চ্যাটরুমে শুধু মেম্বারদের জন্য অ্যাক্সেস দিতে)।

থার্ড-পার্টি সাইট বা অ্যাপের অ্যাক্সেস চেক করা ও সরানো

থার্ড-পার্টি সাইট বা অ্যাপের অ্যাক্সেস সরানো

আপনি আর বিশ্বাস করেন না এমন কোনও সাইট বা অ্যাপকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে থাকলে, নিজের Google অ্যাকাউন্টে এটির অ্যাক্সেস সরিয়ে দিতে পারবেন। সাইট বা অ্যাপটি আপনার Google অ্যাকাউন্ট থেকে আর কোনও তথ্য অ্যাক্সেস করতে পারবে না। তবে, তারা যাতে আগে থেকে থাকা ডেটা মুছে ফেলে সেই জন্য আপনাকে অনুরোধ করতে হবে।
  1. আপনার Google অ্যাকাউন্টে যান।
  2. বাঁদিকের নেভিগেশন প্যানেল থেকে নিরাপত্তা বিকল্পটি বেছে নিন।
  3. অ্যাকাউন্টে অ্যাক্সেস আছে এমন থার্ড-পার্টি অ্যাপের প্যানেল থেকে থার্ড-পার্টি অ্যাক্সেস ম্যানেজ করুন বিকল্পটি বেছে নিন।
  4. আপনি যে সাইট বা অ্যাপ সরাতে চান সেটি বেছে নিন।
  5. অ্যাক্সেস সরান বিকল্পটি বেছে নিন।

কোনও থার্ড-পার্টি সাইট বা অ্যাপের ব্যাপারে অভিযোগ জানানো

স্প্যাম তৈরি করা, আপনার ছদ্মবেশ তৈরি করা বা ক্ষতিকারক উপায়ে আপনার ডেটা ব্যবহার করার মতো কাজে কোনও সাইট বা অ্যাপ আপনার ডেটা অপব্যবহার করছে বলে আপনি মনে করলে এই ধাপগুলি অনুসরণ করুন।

  1. Google অ্যাকাউন্টে গিয়ে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস আছে এমন অ্যাপের বিভাগে যান। আপনাকে হয়ত সাইন-ইন করতে হবে।
  2. যে অ্যাপের ব্যাপারে অভিযোগ করতে চান সেটি বেছে নিন এবং তারপর এই অ্যাপ সম্পর্কে অভিযোগ করুন

থার্ড-পার্টি সাইট ও অ্যাপকে অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়ার ব্যাপারে আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11058731619575447692
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false