কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টে সাইন-ইন করা

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এইসব ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যাক্সেস পেতে আপনার YouTube পার্টনার ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।

১ নভেম্বর, ২০২১ তারিখ থেকে, YouTube Studio বা YouTube Studio কন্টেন্ট ম্যানেজার অ্যাক্সেস করার জন্য, কন্টেন্ট মনিটাইজ করেন এমন ক্রিয়েটরদের, নিজের YouTube চ্যানেলের জন্য ব্যবহার করা Google অ্যাকাউন্টে ২-ধাপে যাচাইকরণ চালু করতে হবে। আরও জানুন

কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন এমন অ্যাডমিনিস্ট্রেটর ও ব্যবহারকারীদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য সাইন-ইন করতে হবে।

  • কন্টেন্ট ম্যানেজার: কন্টেন্ট ম্যানেজার হল YouTube-এ কন্টেন্ট ও অধিকার ম্যানেজ করেন এমন পার্টনারদের জন্য একটি ওয়েব ভিত্তিক টুল। কোনও কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্ট এক বা একাধিক YouTube চ্যানেল ও সংশ্লিষ্ট অ্যাসেট-এর মালিক হয়। এটি Studio কন্টেন্ট ম্যানেজার নামেও পরিচিত।
  • অ্যাডমিনিস্ট্রেটর: ইনি হলেন সেই যে কন্টেন্ট ম্যানেজার অ্যাডমিনিস্টার করেন এবং এটি অ্যাক্সেস করতে অন্যদের আমন্ত্রণ জানান।
  • ব্যবহারকারী: কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন যেকোনও ব্যক্তি।

কীভাবে সাইন-ইন করবেন

  1. YouTube-এ সাইন-ইন করুন।
  2. 'প্রোফাইল ছবি ' বিকল্পে ক্লিক করুন।
  3. অ্যাকাউন্ট পাল্টান বিকল্প বেছে নিন।
    • আপনি যেসব অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারেন সেগুলির একটি তালিকা দেখতে পাবেন।
    • আপনার কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস থাকলে, তালিকায় সেই অ্যাকাউন্টটির নিচে কন্টেন্ট ম্যানেজার লেখা থাকবে।
  4. কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করুন। YouTube সেটি ব্যবহার করা শুরু করবে।

পরামর্শ: এছাড়াও, আপনার চ্যানেল ও কন্টেন্ট ম্যানেজারের মধ্যে একটি থেকে অন্যটিতে সহজে পাল্টাতে চ্যানেল পাল্টানো বিকল্প বেছে নিতে পারেন।

কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করা হয়ে গেলে, প্রোফাইল ছবিতে ক্লিক করে অন্য অ্যাকাউন্ট বেছে নিতে বা সাইন-আউট করতে পারেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6313172030762246688
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false