অ্যাসেট লেবেল তৈরি ও ম্যানেজ করা

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এইসব ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যাক্সেস পেতে আপনার YouTube পার্টনার ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।
অ্যাসেট লেবেলের সাহায্যে নিজের অ্যাসেট কাস্টম বিভাগে সাজিয়ে রাখতে পারবেন, যাতে এই কাজগুলি অনেক সহজেই করা যায়:
  • যে অ্যাসেট খুঁজছেন তা সার্চ করা
  • নির্দিষ্ট কোনও লেবেল প্রয়োগ করে সব অ্যাসেট আপডেট করা
  • নির্দিষ্ট কোনও লেবেল প্রয়োগ করে সব অ্যাসেটের ক্যাম্পেন তৈরি করা
  • অ্যাসেটের পারফর্ম্যান্স বিশ্লেষণ করা
মনে রাখবেন: আপনি প্রতিটি অ্যাসেটে সর্বাধিক ৩০টি লেবেল প্রয়োগ করতে পারবেন। প্রতি কন্টেন্ট ম্যানেজার পিছু আপনি সর্বাধিক ১৫,০০০টি লেবেল ব্যবহার করতে পারবেন। এই সর্বাধিক সংখ্যার সীমা লঙ্ঘন করতে না চাইলে, কীভাবে অ্যাসেট লেবেল মুছতে হয় তা জানুন।
 
অ্যাসেট লেবেল দেখুন

আপনার আগে থেকে থাকা লেবেল এবং এইসব লেবেল প্রয়োগ করা অ্যাসেটের তালিকা দেখতে:

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে অ্যাসেট লেবেল  বেছে নিন।
  3. অ্যাসেট লেবেলে ক্লিক করে সেই লেবেল প্রয়োগ করা অ্যাসেটের তালিকা দেখুন।
    • এছাড়া, আপনি অ্যাসেট লেবেল ব্যবহার করছে এমন দাবি করা ভিডিও বা ক্যাম্পেনের তালিকা দেখতে দাবি করা ভিডিও  অথবা ক্যাম্পেন  বিকল্পে ক্লিক করুন।
অ্যাসেট লেবেল সংক্রান্ত তথ্য এক্সপোর্ট করা

আপনার অ্যাসেট লেবেল সম্পর্কিত তথ্য সহ একটি .CSV স্প্রেডশিট এক্সপোর্ট করতে, যেমন প্রতিটি লেবেলের সাথে সম্পর্কিত অ্যাসেটের সংখ্যা, দাবি এবং ক্যাম্পেন:

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে অ্যাসেট লেবেল  বেছে নিন।
  3. যেসব অ্যাসেট লেবেল সম্পর্কে তথ্য এক্সপোর্ট করতে চান সেগুলির পাশে দেওয়া বক্সে টিকচিহ্ন দিন।
    • একটি পৃষ্ঠার সব অ্যাসেট বেছে নিতে উপর থেকে "সব বেছে নিন" বক্সে টিকচিহ্ন দিন।
    • সব পৃষ্ঠার সব অ্যাসেট বেছে নিতে উপর থেকে "সব বেছে নিন" বক্সে টিকচিহ্ন দিন তারপর "মিলছে এমন সবকটি বেছে নিন" বিকল্পে ক্লিক করুন। 
  4. এক্সপোর্ট করুন  এবং তারপর কমা দিয়ে আলাদা করা ভ্যালু (.csv) বিকল্পে ক্লিক করুন।
    • ফাইল প্রসেস হওয়া শুরু হবে। ফাইলটি প্রসেস হওয়ার সময় আপনি এই পৃষ্ঠা থেকে বেরিয়ে আসতে পারবেন বা একই সাথে অন্যান্য কাজ করতে পারবেন।
  5. ফাইল প্রসেস করা হয়ে গেলে, উপরের ব্যানার থেকে ডাউনলোড করুন বিকল্পে ক্লিক করুন।
নতুন অ্যাসেট লেবেল তৈরি ও প্রয়োগ করুন

নতুন অ্যাসেট লেবেল তৈরি করতে ও সেগুলি আপনার অ্যাসেটে প্রয়োগ করতে:

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে অ্যাসেট  বিকল্পটি বেছে নিন।
  3. আপনি যেসব অ্যাসেটে নতুন লেবেল প্রয়োগ করতে চান, সেগুলির পাশের বক্সে টিকচিহ্ন দিন।
    • একটি পৃষ্ঠার সব অ্যাসেট বেছে নিতে উপর থেকে "সব বেছে নিন" বক্সে টিকচিহ্ন দিন।
    • সব পৃষ্ঠার সমস্ত অ্যাসেট বেছে নিতে উপর থেকে "সব বেছে নিন" বক্সে টিকচিহ্ন দিন তারপর "মিলছে এমন সবকটি বেছে নিন" বিকল্পে ক্লিক করুন। 
  4. উপরের ব্যানারে, অ্যাসেট লেবেল আপডেট করুন  বিকল্পে ক্লিক করুন।
  5. আপনার নতুন অ্যাসেট লেবেলের নাম লিখুন।
    • এই নামে আগে কোনও লেবেল না থাকলে এর পাশে “(নতুন তৈরি)” লেখাটি দেখা যাবে। এই নামে আগে থেকে লেবেল থাকলে “(নতুন তৈরি)” লেখাটি দেখানো হবে না।
    • লেবেলের নামে স্পেস দেওয়া যেতে পারে। তবে এতে কৌণিক ব্র্যাকেট, কমা, কোলন, অ্যাম্পারস্যান্ড, শতকরা চিহ্ন বা পাইপ অক্ষর “|” লেখা যাবে না।
    • লেবেলের নাম স্পষ্ট ও নির্দিষ্ট করে তৈরি করতে পরামর্শ পেতে, আমাদের অ্যাসেট লেবেলের পেশাদার পদ্ধতি দেখুন।
  6. আপনার নতুন অ্যাসেট লেবেলের পাশে দেওয়া বক্সে টিকচিহ্ন দিন এবং তারপর যোগ করুন
সেইসব পার্টনারদের জন্য যারা ম্যানুয়াল দাবি করার টুল ব্যবহার করে, ম্যানুয়াল দাবি করার টুলে অ্যাসেট তৈরি করার সময় অ্যাসেট লেবেল তৈরি করা এবং প্রয়োগ করা যায়।
আগে থেকে থাকা অ্যাসেট লেবেল প্রয়োগ করা

অ্যাসেট লেবেল  পৃষ্ঠায় বা অ্যাসেট  পৃষ্ঠায়, আপনার অ্যাসেটে আগে থেকে থাকা অ্যাসেট লেবেল প্রয়োগ করতে পারেন।

অ্যাসেট লেবেল পৃষ্ঠা থেকে

  1. Studio কন্টেন্ট ম্যানেজারে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে অ্যাসেট লেবেল  বেছে নিন।
  3. আপনি যে অ্যাসেট লেবেল নিজের অ্যাসেটে প্রয়োগ করতে চান, সেটিতে ক্লিক করুন।
  4. অ্যাসেট যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
  5. আপনি যেসব অ্যাসেটে লেবেল প্রয়োগ করতে চান, সেগুলির পাশের বক্সে টিকচিহ্ন দিন।
  6. অ্যাসেট যোগ করুন বিকল্পে ক্লিক করুন।

অ্যাসেট পৃষ্ঠা থেকে

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে অ্যাসেট  বিকল্পটি বেছে নিন।
  3. আপনি যেসব অ্যাসেটে লেবেল প্রয়োগ করতে চান, সেগুলির পাশের বক্সে টিকচিহ্ন দিন।
    • একটি পৃষ্ঠার সব অ্যাসেট বেছে নিতে উপর থেকে "সব বেছে নিন" বক্সে টিকচিহ্ন দিন।
    • সব পৃষ্ঠার সমস্ত অ্যাসেট বেছে নিতে উপর থেকে "সব বেছে নিন" বক্সে টিকচিহ্ন দিন তারপর "মিলছে এমন সবকটি বেছে নিন" বিকল্পে ক্লিক করুন। 
  4. উপরের ব্যানারে, অ্যাসেট লেবেল আপডেট করুন  বিকল্পে ক্লিক করুন।
  5. আপনি যে অ্যাসেট লেবেল প্রয়োগ করতে চান, সেটি সার্চ করুন।
  6. অ্যাসেট লেবেলের পাশে দেওয়া বক্সে টিকচিহ্ন দিন তারপর এবং তারপর যোগ করুন বিকল্প বেছে নিন।
অ্যাসেট লেবেলের নাম পরিবর্তন করা

আগে থেকে থাকা অ্যাসেট লেবেলের নাম পরিবর্তন করতে:

  1. Studio কন্টেন্ট ম্যানেজার টুলে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে অ্যাসেট লেবেল বেছে নিন।
  3. যে অ্যাসেট লেবেলের নাম পরিবর্তন করতে চান, সেটিতে ক্লিক করুন।
  4. অ্যাসেট লেবেলের বিবরণ পৃষ্ঠার, বাঁদিকের মেনু থেকে মেটাডেটা বেছে নিন।
  5. অ্যাসেট লেবেল বক্সে, নতুন অ্যাসেট লেবেলের নাম লিখুন।
  6. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
 
এছাড়াও আপনি CSV টেমপ্লেট, DDEX ফিড বা YouTube Content ID API ব্যবহার করে অ্যাসেট লেবেল ম্যানেজ করতে পারেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5798468319564391074
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false