কপিরাইট সংক্রান্ত জবাবী বিজ্ঞপ্তির জন্য প্রয়োজনীয় বিষয়

আপনি যদি ইমেল, ফ্যাক্স বা পোস্টাল চিঠির মাধ্যমে কোনও কপিরাইট জবাবী বিজ্ঞপ্তি জমা দেন, তাহলে এতে নিচে তালিকাভুক্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত থাকতে হবে। নিচে তালিকাভুক্ত যেকোনও তথ্য অনুপস্থিত থাকলে, আমরা জবাবী বিজ্ঞপ্তিটি প্রসেস করতে পারব না।
 

ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যদি আপনার উদ্বেগের কারণ হয় তাহলে কোনও অনুমোদিত প্রতিনিধি (যেমন, কোনও অ্যাটর্নি) আপলোডারের পক্ষ থেকে জবাবী বিজ্ঞপ্তি জমা দিতে পারবেন।

শুরু করা

শুরু করার আগে, নিচে উল্লেখ করা বিষয়গুলি ভুলবেন না:

  • ইমেল করা জবাবী বিজ্ঞপ্তি copyright@youtube.com আইডিতে পাঠাবেন এবং তাতে অবশ্যই ইমেলের মূল অংশের মধ্যে (আলাদা অ্যাটাচমেন্ট হিসেবে নয়) নিচে উল্লেখ করা তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।
  • যে কন্টেন্ট নিয়ে সমস্যা, তার আসল আপলোডারকে জবাবী বিজ্ঞপ্তি জমা দিতে হবে
  • আসল আপলোডারকে জবাবী বিজ্ঞপ্তিতে দেখানো তথ্য দাবিদারের সাথে শেয়ার করার ব্যাপারে সম্মতি জানাতে হবে।
ভুল তথ্য জমা দেবেন না। জাল ডকুমেন্ট জমা দেওয়ার মতো কোনওভাবে আমাদের প্রসেসের অপব্যবহার করা হলে, আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া বা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া

নিচে উল্লেখ করা সমস্ত প্রয়োজনীয় তথ্য ইমেলের মূল অংশে (অ্যাটাচমেন্ট হিসেবে নয়) লিখে copyright@youtube.com আইডিতে পাঠান। এছাড়াও আপনি এইসব তথ্য ফ্যাক্স বা ডাকযোগে পাঠাতে পারেন।

আপনার সাথে যোগাযোগ করার তথ্য

আপনার জবাবী বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার বা আপনার হয়ে কাজ করার জন্য অনুমোদিত প্রতিনিধির সাথে যোগাযোগ করতে, নিম্নলিখিত যোগাযোগের তথ্য প্রয়োজন:

  • আপনার সম্পূর্ণ আইনি নাম: নাম এবং পদবি, কোম্পানির নাম নয়। এছাড়াও, আপনি যদি আপলোডারের অনুমোদিত প্রতিনিধি হন, তাহলে আপলোডারের সাথে আপনার সম্পর্ক উল্লেখ করুন।
  • ঠিকানা
  • ফোন নম্বর

কন্টেন্ট অ্যাক্সেসের জন্য ফর্ম্যাট করা লিঙ্ক

কপিরাইট লঙ্ঘনের জন্য সরানোর অনুরোধের কারণে সরিয়ে দেওয়া কন্টেন্টের লিঙ্ক অবশ্যই জবাবী বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করতে হবে। লিঙ্ক অবশ্যই একটি নির্দিষ্ট ফর্ম্যাটে পাঠাতে হবে (নিচে দেখুন)। চ্যানেলের নাম বা URL-এর মতো সাধারণ তথ্য গ্রহণযোগ্য নয়।

  • ভিডিওর জন্য সঠিক URL ফর্ম্যাটwww.youtube.com/watch?v=xxxxxxxxxxx
  • নন-ভিডিও কন্টেন্টের জন্য URL-এর সঠিক ফর্ম্যাট: নিচে URL-এর সঠিক ফর্ম্যাট বিভাগে তালিকাভুক্ত আছে।
    • মনে রাখবেন: যেহেতু চ্যানেলের প্রোফাইল ছবি Google হোস্ট করে, তাই চ্যানেলের প্রোফাইল ছবির জন্য জবাবী বিজ্ঞপ্তি অবশ্যই Google-এর ওয়েবফর্ম ব্যবহার করে জমা দিতে হবে।

      URL-এর সঠিক ফর্ম্যাট

      আপনি যে ব্যাপারে আপত্তি জানাচ্ছেন, শুধুমাত্র সেই কপিরাইট লঙ্ঘনের জন্য ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধের কারণে সরিয়ে দেওয়া কন্টেন্টের URL যোগ করুন। বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রে URL-এর জন্য আলাদা জবাবী বিজ্ঞপ্তি জমা দিন।
      কন্টেন্টের ধরন URL-এর সঠিক ফর্ম্যাট URL কোথায় খুঁজে পাবেন
      চ্যানেল ব্যানারের ছবি

      www.youtube.com/channel/UCxxxxxxxxxxxxxxxxxxxxx

      অথবা

      www.youtube.com/user/xxxxxxxxx

      চ্যানেল পৃষ্ঠায় গিয়ে, এবং তারপরঅ্যাড্রেস বারের উপর মাউস রেখে ডানদিকের বোতামে ক্লিক করুন এবং তারপর কপি করুন

      চ্যানেলের বিবরণ www.youtube.com/user/xxxxxxxxx/about

      চ্যানেল সম্পর্কিত বিভাগে গিয়ে এবং তারপর অ্যাড্রেস বারের উপর মাউস রেখে ডানদিকের বোতামে ক্লিক করুন এবং তারপর কপি করুন

      ক্লিপ www.youtube.com/clip/xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx ক্লিপের শীর্ষকে ক্লিক করুন এবং তারপর অ্যাড্রেস বারের উপর মাউস রেখে ডানদিকের বোতামে ক্লিক করুন এবং তারপর কপি করুন
      ভিডিও কমেন্ট www.youtube.com/watch?v=xxxxxxxxxx&lc=xxxxxxxxxxxxxxxxxx কমেন্টের উপরে পোস্ট করার তারিখে ক্লিক করুন (পৃষ্ঠাটি আবার লোড হবে) এবং তারপর অ্যাড্রেস বারের উপর মাউস রেখে ডানদিকের বোতামে ক্লিক করুন এবং তারপর কপি করুন
      কমেন্ট পোস্ট করুন www.youtube.com/channel/xxxxxxxxxxx/community?lc=xxxxxxxxxxxx&lb=xxxxxxxxxxxx কমেন্টের উপরে পোস্ট করা তারিখে ক্লিক করুন (পৃষ্ঠাটি আবার লোড হবে) এবং তারপর অ্যাড্রেস বারের উপর মাউস রেখে ডানদিকের বোতামে ক্লিক করুন এবং তারপর  কপি করুন
      কমিউনিটি পোস্ট https://www.youtube.com/post/xxxxxxxxxxxxxxxxxxx 'কমিউনিটি পোস্ট' পোস্ট করার তারিখে ক্লিক করুন (পৃষ্ঠাটি আবার লোড হবে) এবং তারপর অ্যাড্রেস বারের উপর মাউস রেখে ডানদিকের বোতামে ক্লিক করুন এবং তারপর কপি করুন
      মেম্বারশিপ ব্যাজ, ইমোজি বা ক্রিয়েটরের দেওয়া বিশেষ উপহারের বিবরণ এইভাবে শুরু হবে: yt3.ggpht.com/xxxxx ছবির উপর মাউস রেখে ডানদিকের বোতামে ক্লিক করুন এবং তারপর ছবির অ্যাড্রেস কপি করুন

      এছাড়াও, চ্যানেলের URL অন্তর্ভুক্ত করুন:

      www.youtube.com/channel/UCxxxxxxxxxxxxxxxxxxxxx

      অথবা

      www.youtube.com/user/xxxxxxxxx

      চ্যানেল পৃষ্ঠায় গিয়ে, এবং তারপরঅ্যাড্রেস বারের উপর মাউস রেখে ডানদিকের বোতামে ক্লিক করুন এবং তারপর কপি করুন
      প্লেলিস্টের বিবরণ

      www.youtube.com/playlist?list=xxxxxxxxxxxxxxxx

      প্লেলিস্টের শীর্ষকে ক্লিক করুন এবং তারপর অ্যাড্রেস বারের উপর মাউস রেখে ডানদিকের বোতামে ক্লিক করুন এবং তারপর কপি করুন

      প্রোফাইল ছবি
      • প্রোফাইল ছবি সরানোর অনুরোধ অবশ্যই Google ওয়েবফর্ম ব্যবহার করে জমা দিতে হবে।
      • চ্যানেলের প্রোফাইল ছবি যেহেতু Google হোস্ট করে, তাই প্রোফাইল ছবির জন্য জবাবী বিজ্ঞপ্তি জমা দিতে হলে Google-এর ওয়েবফর্ম ব্যবহার করতে হবে।
      Super Stickers এইভাবে শুরু হবে: lh3.googleusercontent.com/xxxxx লাইভ চ্যাটে গিয়ে ডলার চিহ্নে  ক্লিক করুন এবং তারপর Super Sticker এবং তারপর ছবির উপর মাউস রেখে ডানদিকের বোতামে ক্লিক করুন এবং তারপর ছবির অ্যাড্রেস কপি করুন

      এছাড়াও, চ্যানেলের URL অন্তর্ভুক্ত করুন:

      www.youtube.com/channel/UCxxxxxxxxxxxxxxxxxxxxx

      অথবা

      www.youtube.com/user/xxxxxxxxx

      চ্যানেল পৃষ্ঠায় গিয়ে এবং তারপর অ্যাড্রেস বারে রাইট-ক্লিক করুন এবং তারপর কপি করুন

       

আইনি বিবৃতি:

নিম্নলিখিত প্রয়োজনীয় আইনি বিবৃতিতে সম্মতি দিন এবং তা অন্তর্ভুক্ত করুন:

  • "যে জেলায় আমার ঠিকানা, সেই ফেডারেল জেলা আদালতের এখতিয়ারে আমি সম্মতি জানাচ্ছি অথবা আমার ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে হলে যে বিচার বিভাগীয় জেলায় YouTube অবস্থিত, সেই ক্ষেত্রেও আমি সম্মতি জানাচ্ছি এবং দাবিদারের কাছ থেকে প্রক্রিয়ার পরিষেবা গ্রহণ করতে আমি রাজি।"
  • "মিথ্যা হলফনামা দেওয়ার শাস্তির কথা মাথায় রেখেই আমি এই মর্মে শপথ করে বলছি যে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে কন্টেন্টটি ভুলবশত সরানো বা মুছে ফেলা হয়েছে অথবা যে কন্টেন্ট সরানোর কথা ছিল তা শনাক্ত করার সময় কোনও ভ্রান্তি হওয়ার কারণে আমার কন্টেন্ট সরানো বা বন্ধ করা হয়েছে।"

দাবিদারের প্রতি বিবৃতি

আপনার নিজের কথায়, আপনাকে অবশ্যই দাবিদারের কাছে একটি বিবৃতি অন্তর্ভুক্ত করতে হবে যা স্পষ্টভাবে এবং সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করবে যে আপনি কেন মনে করেন কন্টেন্টটি কোনও সমস্যা বা ভুল শনাক্তকরণের কারণে সরিয়ে দেওয়া হয়েছে। ভুল শনাক্তকরণের মধ্যে কপিরাইট সংক্রান্ত ব্যতিক্রমের ক্ষেত্রে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যেমন ন্যায্য ব্যবহার বা ন্যায্যভাবে ম্যানেজ করা।

আপনার স্বাক্ষর

সম্পূর্ণ ও সঠিক জবাবী বিজ্ঞপ্তির ক্ষেত্রে আপলোডার বা তার হয়ে কাজ করার অনুমতিপ্রাপ্ত প্রতিনিধির স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর প্রয়োজন।

এই শর্ত পূরণের জন্য আপলোডার বা তার অনুমোদিত প্রতিনিধি স্বাক্ষর হিসেবে নিজের সম্পূর্ণ আইনি নাম জবাবী বিজ্ঞপ্তির নিচে সই করবেন। সম্পূর্ণ আইনি নামের ক্ষেত্রে নাম ও পদবি লিখতে হবে, কোম্পানির নাম লেখা যাবে না।

আরও তথ্য

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1896402309574331641
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false